![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জার্মান আদালত
ছেলেদের সঙ্গে সাঁতার কাটতে হবে মুসলিম মেয়েদের
=============================
জার্মানির স্কুলগুলোতে হাফপ্যান্ট পরিহিত ছেলেদের সঙ্গেই মুসলিম মেয়েদের সাঁতার কাটতে হবে বলে রায় দিয়েছে দেশটির একটি আদালত।
...
জার্মানির প্রশাসনিক বিরোধ সংক্রান্ত সর্বোচ্চ আদালতের এই রায়ে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা খর্ব হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
আদালতের রায়ে বলা হয়েছে, স্কুল পড়ুয়া মুসলিম মেয়েদের সাঁতার শেখার ক্লাস থেকে বাদ দেয়া যাবে না। কারণ, তাদেরকে তো বোরখার মতো পোশাক ‘বারকিনি’ পরেই সাঁতারের ক্লাসে অংশ নেয়ার সুযোগ দেয়া হয়েছে যাতে শুধু মুখমণ্ডল, হাত এবং পা ছাড়া অন্য কিছু দেখা যায় না।
মরোক্কোর বংশোদ্ভূত একটি মেয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই রায় দিল। পশ্চিম জার্মানির হেসের একটি স্কুলের ছাত্রী ছিল সে। তারা মা-বাবা সাঁতারে ক্লাসে অংশ নিতে তাকে বাধা দেয়।
আদালত বলেছে, সহশিক্ষার স্কুলে বারকিনি পরে সাঁতার কাটলে কিভাবে ইসলামের বিধান লংঘিত হয় বাদী সে বিষয়টি স্পষ্ট করতে পারেনি।
তবে বাদীর আইনজীবী আদালতে বলেন, ছেলেরা হাফপ্যান্ট পরে সাঁতারের ক্লাশে অংশ নেয়ায় তার মক্কেল বিব্রতবোধ করে।
আইনহজীবী ক্লস মেইসনার বলেন, ‘পবিত্র কোরআনে শুধু স্বল্প বসনে থাকার ব্যাপারেই নিষেধ করা হয়নি, বরং স্বল্প বসনের কাউকে দেখতেও নিষেধ করা হয়েছে।’
জার্মানির মুসলিম নেতারা বলেছেন, তারা আশা করছেন যে ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন করা হবে। দেশটিতে প্রায় ৪০ লাখ মুসলমান বাস করেন।
ইউরোপের বহু দেশেই মুসলিম শিক্ষার্থীদের শারীরিক শিক্ষা ও সাঁতারের ক্লাসে যোগদানে বাধ্য করা হচ্ছে যেখানে পোশাক নিয়ে মুসলমানদের আপত্তি রয়েছে।
ইউরোপ ধর্মীয় স্বাধীনতার পক্ষে গলা ফাটালেও সম্প্রতি মুসলমানদের ইচ্ছার বিরুদ্ধে নান সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে। হিজাব পরিধানের মতো বাধ্যতামূলক অনুশাসন পালনেও বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।
এর আগে গত মে মাসে সুইজারল্যান্ডের একটি আদালত রায় দিয়েছে, বারকিনি ছাড়াই মেয়েদের সাঁতারের ক্লাসে অংশ নিতে হবে।
এছাড়া, ফ্রান্সের স্কুলগুলোতে মুসলিম মেয়েদের স্কার্ফ পরা নিষিদ্ধ করা হয়েছে এবং বারকিনি ছাড়াই সাঁতারের ক্লাসে যোগ দিতে মেয়েদের বাধ্য করা হচ্ছে।
©somewhere in net ltd.
১|
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৯
সাইবার অভিযত্রী বলেছেন: বাংলাদেশ মুসলিম প্রধান দেশ হয়েও এদেশে আর্মিতে হাফ প্যান্ট পরা বাদ্যতামুলক! ক্যাডেট কলেজেও !
গোলাম আজম সাহেবের ছেলেও আর্মির একজন বড় অফিসার শুনেছি!!