![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহিউদ্দিন পলাশ নামে একজন লিখক গত ১লা এপ্রিল দৈনিক যুগান্তরে লিখেছেন: ''নিজেকে সম্পূর্ণ বদলে ফেলেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মেহরাব জুনিয়র। তার এ বদলে যাওয়া ক্রিকেটের ময়দানে নয় কিংবা তার ব্যাটিং স্টাইলে পরিবর্তন নয়। এ পরিবর্তন তার ব্যক্তি জীবনে। খেলার সময়টুকু বাদ দিয়ে মেহরাব জুনিয়র তার অবশিষ্ট সময় পাঁচওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি পবিত্র কোরআন শরিফ, কোরআন শরিফের বাংলা অনুবাদ, বুখারি শরিফ, মুসলিম শরিফ এবং অন্যান্য ইসলামী বই পড়ে সময় কাটান। সম্পূর্ণ ইসলামিক ধারায় দৈনন্দিন জীবনযাপন করে থাকেন। ২২ বছর বয়সী মেহরাব ‘এ’ লেবেলে অধ্যয়নরত। ভবিষ্যৎ ইচ্ছে চাকরি করার পাশাপাশি ইসলামকে আরও ভালোভাবে জানার। গবেষণা করার। তার জীবনে আরও পরিবর্তন এসেছে। টেলিভিশন দেখেন না। নিজে সুন্দর গিটার বাজাতেন। ক্লোজআপ ওয়ান তারকা আরেক মেহরাব তার বন্ধু। নিজে গান লিখে তাতে সুর দিয়ে নিজেই গাইতেন। এখন তার ধারে কাছেও যান না। সব ছেড়ে দিয়েছেন। ইসলামিক ধারায় জীবনযাপন করার আগে নিজের বিয়েতে ধুমধাম করে গায়ে হলুদ করলেও এখন কোন গায়ে হলুদের অনুষ্ঠানে যান না। খুবই কাছের ঘনিষ্ঠজন হলে শুধু মূল অনুষ্ঠানে যোগদান করে থাকেন।
কিভাবে মেহরাব জুনিয়রের এ পরিবর্তন হল? খুব বেশি দিন হয়নি। সময়ের হিসাবে এক বছর হবে। পিস টিভিতে ড. জাকির নায়েকের ইসলামিক কথা মেহরাব জুনিয়রকে বিমোহিত করে। তার চিন্তা-চেতনায় ব্যাপক পরিবর্তন আসে। তিনি বলেন, ‘দুনিয়ায় অনেক কিছুই লাভ করা যাবে। কিন্তু দুনিয়া কয়দিনের? গড়ে ৫০-৬০ বছর। আখেরাতের তুলনায় কিছুই না।’ এই ৫০-৬০ বছরের জীবনেরও আবার ব্যাখ্যা দিয়েছেন মেহরাব। বলেছেন, ‘কৈশোর পার হতে লাগে ১৫ বছর। ৫০ বছরের পর আবার বৃদ্ধকাল চলে আসে। হিসাব করলে ৩০-৩৫ বছরের জীবন। মুসলমানরা যেহেতু বেহেশত-দোজখে বিশ্বাস করে তাই এই ৩০-৩৫ বছরের জীবনের আনন্দ-ফুর্তির জন্য আখেরাতের সারাজীবনের জন্য কষ্ট করব কেন? নিজেদের সামান্য অবহেলার জন্য সারাজীবন পস্তাতে হবে।’ মেহরাব বলেন, ‘আমাদের সমাজে ট্রেডিশন হয়ে গেছে যুবক বয়সে আনন্দ করে বৃদ্ধ বয়সে ইবাদত করা। কিন্তু বৃদ্ধ বয়সে ইবাদত করা ছাড়া আর করার কি আছে?’ মেহরাব জুনিয়র কোরআন শরিফের আয়াত উল্লেখ করে বলেন, ‘আল্লাহতায়ালা মানুষ ও জীন সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। কিন্তু মানুষের কাছে প্রথম প্রাধান্য পায় অর্থ উপার্জন। মাঝে বন্ধু-বান্ধব ও পরিচিতজনরা ঠাট্টার ছলে হুজুর বলেন। কিন্তু মেহরাব তাতে কিছু মনে করেন না। এ প্রসেঙ্গ তিনি বলেন, ‘ধর্ম নিয়ে এভাবে বলা বিশেষ করে মুসলমানদের সাজে না। মুসলমান হলেও অনেকেই নিজের ধর্ম সম্বন্ধে সঠিকভাবে জানেন না। পৈতৃক সূত্রে পাওয়া সম্পত্তির মতোই আমাদের বাপ-দাদারা মুসলমান ছিলেন। তাই আমরাও মুসলমান। কিন্তু আমরা জানি না নামাজের সঠিক পদ্ধতি। জানিন না কিভাবে নবীজী নামাজ পড়তেন?’ দাড়ি-টুপিওয়ালা লোকদের বাংলাদেশে অনেকেই মৌলবাদী বলা প্রসেঙ্গ মেহরাব বলেন, ‘মার্সিডিজ সবচেয়ে দামি এবং ভালো গাড়ি। ড্রাইভার যদি বলে গাড়ি ভালো না, তাহলে এটা কি বিশ্বাসযোগ্য? বুঝতে হবে আসলে ড্রাইভারই ভালো না। ঠিক তেমনি কেউ যদি দাড়ি রেখে টুপি পরে বাজে কাজ করে তাহলে টুপি বা দাড়ির দোষ নয়। দোষ সেই ব্যক্তির। কাজেই আমাদের বুঝে-শুনে মন্তব্য করা উচিত।’ মেহরাব জুনিয়র চেষ্টা করেন পাঁচওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ার। খেলার সময় তা সম্ভব না হলেও তিনি নামাজ কাজা করেন না। এক ফাঁকে ড্রেসিং রুমে নামাজ আদায় করে নেন।
মেহরাব জুনিয়র বলেন, দলের অনেক সহকর্মী তার কাছে তার বর্তমান জীবন নিয়ে জানতে চান। তিনি তাদের বয়ান করেন। তার কথা শুনে অনেকেই আগ্রহী হয়ে উঠেছেন। দলে অনেক ক্রিকেটার এখন পাঁচওয়াক্ত নামাজ পড়েন। তামিম ইকবাল ও এনামুল জুনিয়র কোরআন শরিফ পড়ছেন। মেহরাব যেন বাংলাদেশের ক্রিকেটের সাঈদ আনোয়ার। ''
আমি মনে করি মেহরাবের বদলে যাওয়া তাঁর জীবনের জন্য একটি প্যারাডাইম শিফট। এ পরিবর্তন হলো জীবনের হাকিকত বা বাস্তবতার উপলদ্ধি। এ পরিবর্তন ভূল পথ থেকে সঠিক পথে চলার গেটওয়ে। এ পরিবর্তন জীবনকে অর্থবহ করে তোলার সিঁড়ি । কারণ, আমাদের স্রষ্টা আল্লাহ তায়ালা মানুষকে একটি মহান লক্ষ্যে সৃষ্টি করেছেন। কুরআন পাকে আল্লাহ তায়ালা বলেন: ''আমি জীন ও মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার দাসত্ব (আনুগত্য) করার উদ্দেশ্যে"। কিন্তু আমরা কি আজ স্রষ্টার সেই উদ্দেশ্যকে বাস্তবে রুপ দিতে পারছি। যদি স্রষ্টার উদ্দেশ্যের উল্টো পথে চলি তার মানে হল আমাদের জীবন, আমাদের এই সৃষ্টি, আমাদের বেঁচে থাকা সবই বৃথা!
আমরা নিজেদের জীবনকে বৃথা হতে দিতে পারি না। পারি না নিজেদেরকে ধ্বংসের মূখে ঠেলে দিতে। তাই চলুন আমরাও বদলে যাই । জীবনকে সাজাই নতুন করে। ঠিক যেভাবে স্রষ্টা চান। চলুন শুধু ইচ্ছার মধ্যেই সীমাবদ্ধ না থেকে বাস্তব পদক্ষেপ গ্রহন করি। আজই অর্থ ও ব্যখ্যা সহ কুরআন পড়া শুরু করি। অর্থসহ হাদীস পড়ি। ভাল বই পুস্তক পড়ি। সম্ভব হলে কুরআনের সাথে অন্য ধর্ম গ্রন্থসমূহের তুলনামূলক অধ্যয়ন করি। জীবনকে করে তুলি সার্থক ও সফল। '' এমন জীবন তুমি করিবে গঠন। মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভূবন।
১৩ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:০৫
েমাহাম্মদ িমজানুর রহমান বলেছেন: গাঁয়ে হলুদে একটি মেয়েকে কুরবানীর গরুর মত সাজিয়ে প্রদর্শন করা হয়। এটি শরীয়তের দৃষ্টিতে বৈধ নয়। আর গান গাইতে ও সুর করতে সমস্যা নেই যদি গানটির কথা ভাল হয় । যে গানে অশ্লীলতা ও বিশ্বাসের বিরোধী কথা আছে শুধু সে গান গাওয়া যাবে না। ড. জাকির নায়েক সময়ের বীর সেনানী এবং বিশ্বের সবচাইতে জনপ্রিয় অরেটরদের একজন। তার কথা শুনুন এবং জানুন তাহলেই বুঝতে পারবেন। না জেনে বাঁকা কথা বলা অন্যায়।
২| ১৩ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:১০
সোজা কথা বলেছেন: নয়া দিগন্তে উঠে নাই এই খবর? সংগ্রাম এবং ইনকিলাবে ছাপানো হয় নাই এত বড় রহমতের খবর?
১৩ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:০৬
েমাহাম্মদ িমজানুর রহমান বলেছেন: সুন্দর করে কথা বলতে শিখুন। ভাল হতে পয়সা লাগে না!
৩| ১৩ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:১৩
হুমায়ুন কবির হাকিম বলেছেন: সে আবার বদলে যাবে। হয়তো কোন টার্গেট নিয়ে সে এসব করা শুরু করেছে। টার্গেটে না পৌঁছতে পারলে নাস্তিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এই ব্লগের অনেক নাস্তিকই তার উদাহরণ।
এনিওয়ে, ধারা অব্যহত রাখতে পারলে ভাল।
১৩ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:০৭
েমাহাম্মদ িমজানুর রহমান বলেছেন: আমরা মেহরাবের ভাল কামনা করি।
৪| ১৩ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:১৭
অলস ছেলে বলেছেন: আমার ও মনে হয়, সে আরও বদলাবে, অনেক বদলাবে, এবং বার বার বদলাবে। এই বয়সে ইসলামও তারে সুফী হৈয়া যাইতে বলে নাই। যাইহোক, ভালো।
১৩ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:০৮
েমাহাম্মদ িমজানুর রহমান বলেছেন: আমিও আপনার সাথে একমত। সুফী হওয়ার দরকার নাই। তবে স্রষ্টার পথে চলা সবার জন্যই জরুরী। ভাল কামনা রইল।
৫| ১৩ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:৩০
বিবেক সত্যি বলেছেন: মেহরাবের জন্য দোয়া । আল্লাহ তাকে ইসলামের পথে অবিচল রাখুন....
৬| ১৩ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:৫৬
মোহাঃ তাওহীদুল হাসান বলেছেন: আমিন!!!
৭| ১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৪৩
জেড ইসলাম বলেছেন: হুমমম, লোকটা এই সমাজের একটা নিকৃষ্ট আদম সন্তান 'মৌলবাদী' হয়ে গেল, কিছুদিন পরে রাজাকারও হয়ে যেতে পারে। অপরপক্ষে অন্যকিছু আদম সন্তানের জ্বালা বেড়ে গেল।
১৩ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:১৫
েমাহাম্মদ িমজানুর রহমান বলেছেন: কে নিকৃষ্ট হয়ে গেল, আপনি না মেহরাব? মৌলবাদী হওয়া তো ভাল জিনিস। মৌলবাদী মানে আসলের উপর থাকা। মৌলবাদ মানে যদি চরমপন্থা হয় সেটি ইসলামও সমর্থন করে না। ইসলামের ছুঁয়াতে সে নিশ্চই সমাজের ভাল মানুষদের একজন হবে। অপেক্ষা করুন।
না জেনে, না বুঝে, মন্তব্য না করাই ভাল্। কারন, আল্লাহ তায়ালা বলেছেন: ''যে সম্পর্কে তোমার ভাল জ্ঞান নাই সে সম্পর্কে মন্তব্য করো না। নিশ্চই তোমাদের কান, চোখ, অন্তর সবাইকেই জিজ্ঞাসা করা হবে।''
স্রষ্টার কথা মেনে চলুন। সম্মান পাবেন। নতুবা অন্যকে ঠেস মারলে আপনিও অসম্মানিত হতে পারেন।
৮| ১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৪৬
মামুন (শ।কিল) বলেছেন: জাকির নায়েক একজন ডাক্তার।
http://www.irf.net/irf/drzakirnaik/index.htm
৯| ১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৫২
মামুন (শ।কিল) বলেছেন: to Z Islam, please read about Islam & History , than make ur comment on মৌলবাদী' & রাজাকার।
১০| ১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৫৪
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: "মেহরাব যেন বাংলাদেশের ক্রিকেটের সাঈদ আনোয়ার। ''
শেষ পর্যন্ত পাকিস্থানী ভূত চেপেছে মেহরাবের উপর। ধর্ম জেনেশুনে বুঝে করলে ভালো। কিন্তু অন্যের বিশ্বাস দ্বারা আক্রান্ত হলে মুশকিল। ভুল পথে পরিচালিত হওয়ার সম্ভবনা থাকে।
নিজে পড়াশুনা না করে টিভি-তে কিছু বক্তৃতা শুনে যারা প্রভাবিত হয়, তাদের প্রভাব আবার কেটে যেতেও সময় লাগে না, যদি অন্য কোন ভাল বক্তার বক্তৃতা শুনে।
১৩ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:১৬
েমাহাম্মদ িমজানুর রহমান বলেছেন: সংশয়ের কথা নয় আশার কথা বলুন। কেউ ভাল হতে চাইলে ভাল হতে দিন।
১১| ১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:০৪
কৌশিক বলেছেন: আল্লাহ পাকের মহিমা!
১২| ১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:১৭
মুক্ত বয়ান বলেছেন: সুবহানআল্লাহ।
১৩| ১৩ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:২৬
জেড ইসলাম বলেছেন: লেখক কে এবং মামুন (শ।কিল) কে, আপনারা আমাকে যেটা ভেবেছেন আমি ঠিক তার উল্টোটা। আপনার বুঝার ক্ষমতার ঘাটতি আছে।
এই জামানায় এই আমাদের দেশেই মুসলিম সন্তানেরাই দাড়ি-টুপি ওয়ালা লোক দেখলেই তাদেরকে মৌলবাদী বলে গালি দেয়, তাদেরকে নিয়ে অত্যন্ত অশালীন মন্তব্য করে, এমনকি রাজাকারও বানিয়ে ফেলে। আপনার এই পোস্টেরই কিছু কমেন্ট সেটার প্রমান দেয়, কমেন্ট ১, ২, ৩, ৪, ১০। আমি তাদের কথাই বলেছিলাম।
এখন কিছু বুঝাতে পারলাম ?
১৪| ১৩ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৩৬
েমাহাম্মদ িমজানুর রহমান বলেছেন: ধন্যবাদ আপনাকে। আমি না বুঝলেও আপনি বুঝিয়ে দিলেন। জাযাকাল্লাহ।
১৫| ১৩ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৪১
হাসান মাহবুব বলেছেন: যার যার ধর্ম তার তার কাছে।ধর্ম পালন করতাসে ভাল কথা অবশ্যই, তবে আপনে নামাজ পড়লেন,কোরআন পড়লেন আবার চুরিচামারি কাইজ্যা ফ্যাসাদ করলেন তাইলেতো হবেনা। শুধুমাত্র ধর্মীয় আচার পালন দিয়ে একজন মানুষের ভালত্ব বিচার করা যায়না।
১৫ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:৩১
েমাহাম্মদ িমজানুর রহমান বলেছেন: ধর্ম মানুষকে ভাল মানুষে পরিণত করে। চুরি চামারি কররে বুঝতে হবে সে ধর্ম পালন করে না বা তাঁর মধ্যে ঈমানের আনডারস্ট্যান্ডিং ভালভাবে ধরা দেয় নি। আমরা এধরনের লোককে বলতে পারি ধর্ম পালন করলে ভাল করে করুন। আধা আধি পালন করলে তো আর পুরো ফল পাওয়া যাবে না।
১৬| ১৩ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৫১
কলুর বলদ বলেছেন: সবই উপরওয়ালার খেল!
সকল বেদাতি কাজ থেকে উনাকে দূরে রেখে আল্লাহ উনার
বেহেশত গমনের পথ আরো সুগম করুন। আমিন।
১৭| ১৫ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:২৫
েমাহাম্মদ িমজানুর রহমান বলেছেন: এই ব্লগের 'কলুর বলদ'- কে বলছি: জাকির নায়েক বিবর্তনবাদ সম্পর্কে যা বলেছেন তা ঠিকই বলেছেন। বরং আপনি যে ভদ্রলোকের লিংকটি দিয়েছেন তিনি মূর্খতার মধ্যে আছেন। আপনার জন্য কিছু লিংক দেয়া হলো। ভাল করে পড়াশুনা করে মন্তব্য করবেন।
১৮| ১৫ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৩৭
ভুডুল বলেছেন: আগে + পরে কথা। ধন্যবাদ।
১৯| ১৫ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:৩৭
সাদা কাগজ বলেছেন: আমি আপনার/তোমার ফ্যান হয়ে গেলাম
১৬ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:৪২
েমাহাম্মদ িমজানুর রহমান বলেছেন: আমিও আপনার ফ্যান হতে পারি।
২০| ১৫ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:৫৮
অরণ্যচারী বলেছেন: "মেহরাব যেন বাংলাদেশের ক্রিকেটের সাঈদ আনোয়ার। ''
মাইনাস দিলাম।
২১| ১৫ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:৫৯
আরিফুর রহমান বলেছেন: বস্তাপচাঁ মিথ্যার ঝুড়ি।
হিটলারী পদ্ধতির প্রপাগান্ডা!
আর ইছলামী মানেই হৈলো মসলা ছাড়া কষানো মাংসের মতো জীবন যাপন। গানবাজনা হলো মানুষের মনের খোরাক। ঐটা ফেলে দিয়ে একপ্রজাতির অপদার্থে পরিনত হয় একজন মৌলবাদী এছলামী প্রাণী।
সুতরাং যতোই খেলুক (হাছা মিছার ঠিক নাই) মেহরাব একটা অপরিনত ধর্মগরু... মানুষ হয়ে উঠতে পারে নাই।
১৬ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:৫৩
েমাহাম্মদ িমজানুর রহমান বলেছেন: হিটলারী পদ্ধতিটা কি একটু ব্য্যখ্যা কইরা কন তো। নাকি চাপা মারার অভ্যাসটা আর গেল না।
মেহরাবের ব্যক্তিগত চর্চার চেয়ে ইসলামে আরও উদারতা রয়েছে। মসলা আর স্বাদের অভাব নেই। শুধু অভাব হলো জানার। আর মানার মত একটি মনের। আমরা গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিতে পারি। কিন্তু অর্থ ও ব্যাখ্যাসহ কুরআন পড়ে জীবন চলার সবচাইতে সুন্দর পথের নির্দেশনা জানার চেষ্টা করার সময়টুকু আমাদের নেই!আজই সিদ্ধান্ত নিন। বদলে ফেলূন নিজকে নিজেরই স্বার্থে। আপনার ধারণা পাল্টে যাবে।
ইসলাম গানবাজনার বিপক্ষে নয়। যদি গানটির কথা ভাল হয় । যে গানে অশ্লীলতা ও বিশ্বাসের বিরোধী কথা আছে শুধু সে গান গাওয়া যাবে না। মেহরাব অপরিণত হয়ে থাকলে আপনি পরিণত হোন তাহলেই তো ভাল। চলুন আমরা সবাই ভাল হতে চেষ্টা করি।
২২| ১৫ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:১৪
হাসান মাহবুব বলেছেন: ইসলাম ধর্মপালন করলেই মানুষ গরু হয়া যায় নাকি জনাব আরিফুর ছাহিব? আমার দেখা এমন অনেক মানুষ আছেন,যারা ধর্ম পালন করেন এবং মনের দিক দিয়েও যথেষ্ঠ উদার। গান শোনেন,সিনেমা দেখেন আবার নামাজ কোরান ও পড়েন।
ঠিকাছে আরিফুর ছাহিব?
২৩| ১৫ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:২৩
আরিফুর রহমান বলেছেন: ভালো কৈরা পড়েন মাহবুব মিঞা!
মৌলবাদী মোছলেমের কথা বলা হৈছে কমেন্তে। আর সহি মোছলেম কি কখনো উদার হৈতে পারে? ওইটাতো 'মড্রেট মোছলেম', হুজুরগো চোখে যারা কেতাবী হইতে পারে না, তাগোরে কুন দাবিতে মোছলেম বলবেন? ছেনামা দেখলে কি আর মোছলেমত্ব থাকে?
বলেন তো? মিঞা ছাহিব!
১৬ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:০৩
েমাহাম্মদ িমজানুর রহমান বলেছেন: মুল ধর্মের অনুসারী অর্থে মৌলবাদী হওয়া নিশ্চই খারাপ নয়। খারাপ হবে তখনই যথন অন্য ধর্মের প্রতি অবিচার করা হবে। ইসলামে অন্য ধর্মের প্রতি ইনসাফপূণ আচরনের নির্দেশ দিয়েছে। ইসলাম সে অর্থে মৌলবাদ নয় যে অর্থে আপনি বুঝাতে চাচ্ছেন বা এক শ্রেনীর ধর্ম বিদ্বেষীরা বুঝাতে চান। তারা চোখ থেকেও অন্ধ। নিন্দনীয় মৌলবাদী হলো তারা যারা বাবরী মসজিদ ভেঙ্গে ফেলেছে। যারা হাজার নিরপরাধ মুসলিমদেরকে (ভারতে) মেরে ফেলেছে। এই মৌলবাদী আচরন একশ্রেনী ইহুদী ও খ্রীস্টানদের মধ্যেও পাবেন। মনে রাখতে হবে চরমপন্থা, সন্ত্রাস আর অবিচার আর যাই হোক তা ইসলাম নয়। কোন প্রমান দিতে পারবেন না।
সিনেমা ভাল হলে দেখা যাবে। কিন্তু সিনেমার নামে নারী দেহেল অশ্লীল প্রদর্শনী বা নারীকে পন্যে পরিণত করা ইসলাম সমর্থন করে না।
ইসলাম অনেক সুন্দর ও ব্যালেন্সড। জানতে হবে আরও অনেক।
২৪| ১৫ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৩৮
হাসান মাহবুব বলেছেন: আসলে আমি আমার দৃষ্টিকোণ থিকা কৈসি আরিফুর ছাহিব। নাস্তিকতা আস্তিকতা ব্যাপারে আমার অবস্থান ব্লগে কখনও স্পষ্ট করিনাই।আপনে তো আহমেদ মোস্তফা কামালের
" আস্তিক-নাস্তিক-সংশয়ী এবং তাদের ঈশ্বর" লেখাটা পর্সেন,তাইনা? আমি ঐ মতাদর্শেই বিশ্বাসী।
আমার ঈশ্বর আমার মত।আমার ঈশ্বর অত ভয়ংকর না। আমার ঈশ্বর অত ধর্মীয় লোকাচারে উৎসাহ দেয়না।
আমি আসলে আপ্নাকে ঐ কথাটা কৈসি কারণ দেখসি ইসলাম সম্পর্কিত আপ্নার ঘোরতর এ্যালার্জি আছে। সুযোগ পাইলে আর ছাড়েননা ঝাড়তে।
এতটা এ্যাটাকিং হওনের কি কোনো দর্কার আছে? এইসব কারণেই ক্যাচাল লাগে।
এই যেমন,আপ্নি আল্লামিয়া,মোহাম্মদ ভাইজান এইসব কন,এইগুলা এমনকি আমারও শুনলে গা জ্বলে। যদিও আমার ব্যক্তিগত ধর্মদর্শন আপনাকে একটু আগে সামান্য ব্যাখ্যা করেছি।
তারপরেও।
আরেক্টু নন অফেন্সিভ হওয়া যায়না আরিফুর ছাহিব?
আরেক্টা কথা, আপ্নিতো নাস্তিক,সব ধর্মের প্রতিই আপ্নার বিদ্বেষ থাকার কথা। শুধু ইসলাম নিয়া লাগেন ক্যান?
২৫| ১৬ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:৩৭
সাদা কাগজ বলেছেন: আরিফ আবালচোদা
২৬| ১৬ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:৩৪
েমাহাম্মদ িমজানুর রহমান বলেছেন: সাদা কাগজকে বলছি, আরিফকে এভাবে গালি দিবেন না। সে অবুঝ মানুষ ।
২৭| ১৬ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:৩৬
কলুর বলদ বলেছেন: লেখক বলেছেন: বরং আপনি যে ভদ্রলোকের লিংকটি দিয়েছেন তিনি মূর্খতার মধ্যে আছেন।
ভাইজান উনি মূর্খতার মধ্যে আছেন বইলা দিলেই তো হইল না। উনার মূর্খতা আপনি উম্মোচন করুন আর জাকির আংকেল যে ঠিক বলছে তা প্রমাণ করেন।
২৮| ২৮ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:১৭
শওকত আহমেদ বলেছেন: ভাইজানের সমস্যা কি ??
নিজের দোষ ঢাকতে অন্যের দোষ দেখায়া দিলেন। তারা দোষী। কিন্তু তাই বলে নিজের দোষের অভিযোগকে ত ভুল প্রমান করতে পারলেন না।
আর আপনার জন্ম যদি কোন হিন্দু পরিবারে হত। তাহলে কি আজ আপনি এই লেকচার ঝাড়তেন??
জন্মগত ভাবে আর যাই হওয়া যাক মুসলমান হওয়া যায় না।
০৩ রা মে, ২০০৯ সকাল ৯:৫৮
েমাহাম্মদ িমজানুর রহমান বলেছেন: আপনের ভাইজানের সমস্যা নাই। বরং আপনের সমস্যাটা কি সেটাই বলুন। সহজ কথা সহজ করেই বুঝতে শিখুন।
আপনি ঠিকই বলেছেন, শুধু জন্মগতভাবেই মুসলিম হওয়া যায়না । এজন্য ইসলাম চর্চা করতে হয়।
২৯| ২৮ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:১৮
শওকত আহমেদ বলেছেন: আপনার সাথেও দেখা করার ইচ্ছা জাগছে মনে। কই থাকেন কন।
৩০| ২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:০৯
রোকন রাইয়ান বলেছেন: শুভকামনা...
৩১| ২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৪৩
নস্টালজিক বলেছেন: মেহরাবের জন্য শুভকামনা!
আর যারা ইসলাম নিয়ে নানা কটু মন্তব্য করেন, ইসলাম কে ইছলাম , মুসলমান কে মোছলেম বলে যান, এতে ইসলাম এর কিছু হয়না বরং ঐ ব্যাক্তির মানসিক দৈন্যতা প্রকাশ পায়!
পবিত্র কোরাণ শরীফ এর বাংলা অনুবাদ পড়ার তওফিক আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। সেখানে এ ধরনের ব্যাক্তিদের ব্যপারে বিচলিত না হতে বলে হয়েছে।
৩২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:৪৫
শওকত বলেছেন: বেয়াদপ @আরিফুর রহমান - সবখানে ফাজলামি কর কেন?
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:৩৫
বস্তাপচা বলেছেন: গায়ে হলুদে যাওন যাইব না এইটা কুরআন হাদিসের কোথায় লেখা আছে? নিজে গান লিখে সুর করে সেটা গাওয়া যাবেনা কোথায় লেখা আছে ? জাকির নায়েকের ডক্টরেট ডিগ্রী কোন ভার্সিটি থেকে নেয়া?