নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জীবন যুদ্ধে পরাজিত একজন ব্যর্থ সৈনিক
তোমাকে কল্পনা করে হয় কবিতার রচনা,
তোমাকে মনে করে হয় আমার গানের সূচনা।
তোমাকে মনে করে লেখা হয় অণুকাব্য,
তোমাকে মনে করে লিখতে চাই যে মহাকাব্য।
তোমাকে মনে করে হয় রাত্রির রচনা,
তোমাকে মনে করে হয় সকালের শুভ সূচনা।
তোমারি পরশে আমি যে পাই স্বর্গীয় অনুভূতি,
সর্বদা আমি পাশে থাকবো তোমার এটাই প্রতিশ্রুতি।
তোমারি সৌন্দর্য্যে পূর্ণিমাও লজ্জা পায়,
তোমারি স্নিগ্ধতায় চারিদিক শোভিত হয়ে যায়।
তোমারি সুমধুর কন্ঠে সম্মোহিত আমি,
তোমারি কন্ঠ শোনার জন্য ব্যাকুল থাকি যে আমি।
তোমাকে নিয়েই আমার জীবন যাপন,
নিজের অজান্তে করে ফেলেছি তোমায় আমি আপন।
তোমাকে নিয়ে রয়েছে আমার স্মৃতিমধুর আশা,
হে প্রিয়, তোমার প্রতি রইল আমার আন্তরিক ভালবাসা।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬
মিজভী বাপ্পা বলেছেন: ধন্যবাদ
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৪৫
বিজন রয় বলেছেন: তাকে নিয়ে দারুনসব ভাবনা, কল্পনা।
++++++
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬
মিজভী বাপ্পা বলেছেন: হা হা হা এই সবই কল্পনা প্রসূত রে ভাই ধন্যবাদ আপনাকে
৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৪
মাহবুবুল আজাদ বলেছেন: খুবই সুন্দর , ভাল লাগল।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৪
মিজভী বাপ্পা বলেছেন: ধন্যবাদ ভাই
৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০০
ফারিহা নোভা বলেছেন: চমৎকার লাগল।
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১১
মিজভী বাপ্পা বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য
©somewhere in net ltd.
১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:২৫
রাইসুল ইসলাম রাণা বলেছেন: বাহ!