নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জীবন যুদ্ধে পরাজিত একজন ব্যর্থ সৈনিক
কি করে বলব আমার সে কথন,
হয়ে গিয়েছে আমার ভালবাসার আত্মহনন।
সব দিক থেকে হয়ে গিয়েছে আমার পতন,
নিজেকে গোঁছাতে পারছি না আমি আগের মতন।
তোমার মাঝেই নিহিত ছিলো আমার ত্রিভুবন,
তোমাকেই কেন্দ্র করে ছিলো আমার দিন যাপন।
তোমার জন্য চারদিকে বেজে উঠত সুমধুর গুঞ্জন,
তোমার উপস্থিতিতে আনন্দিত হয়ে উঠত আমারি মন।
অবজ্ঞা করে ফিরিয়ে দিলে যখন তুমি আমার ভালবাসার নিবেদন,
তিমির অন্ধকারে নিমজ্জিত হয়ে রইল আমারি মন।
আমার মনের মাঝে নেই আর তোমার কোন বিচরণ,
ভুল হয়ে গিয়েছে তোমায় নিয়ে করা আমার সকল সমীকরণ।
নির্জনতার অন্তরালে বসে রই আমি সারাক্ষণ,
দুঃখ ভরা মন নিয়ে করে যাই আমার ভালবাসার অবগাহন।
কি করে বুঝাবো তোমায় আমার সে মনের কথন,
হয়ে গিয়েছে আমার ভালবাসার আত্মহনন, আমার ভালবাসার আত্মহনন।
০২ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪
মিজভী বাপ্পা বলেছেন: হা হা হা জানি না ভাই
©somewhere in net ltd.
১| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ৩:০৫
টাইম টিউনার বলেছেন: অপেক্ষা.।..।..।..।..। শেষ হবে কবে?