নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জীবন যুদ্ধে পরাজিত একজন ব্যর্থ সৈনিক
তোমায় নিয়ে লিখবো না কোন কবিতা আর গান,
করবো না আমি তোমায় ফিরে আসার আহবান।
তোমায় নিয়ে সাজাবো না আর কোন স্বপ্নের সোপান,
করবো না আমি তোমায় ভ্রমণের আহবান।
লিখবো না আমি কোন কবিতা আর গান,
করবো না আমি তোমায় ফিরে আসার আহবান।
তোমায় নিয়ে দেখবো না আর কোন আশার নিশান,
করবো না আমি তোমায় ভালবাসার আহবান।
অকারণেই তুমি করেছো আমার উপর অভিমান,
সে যাতনায় আমি হয়ে গিয়েছি শোকে মুহ্যমান।
লিখবো না আমি কোন কবিতা আর গান,
করবো না আমি তোমায় ফিরে আসার আহবান।
তোমায় নিয়ে নেই আর কোন পিছুটান,
হয়ে গিয়েছে সব স্মৃতির অবসান।
তোমায় নিয়ে দেখবো না কোন ভালবাসার অভিযান,
তবুও ভালবেসে যাবো যতদিন রবে আমার এই প্রাণ।
লিখবো না আমি কোন কবিতা আর গান,
করবো না আমি তোমায় ফিরে আসার আহবান।
০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:২২
মিজভী বাপ্পা বলেছেন: ধন্যবাদ আপু আপনার মূল্যবান মন্তব্যের জন্য
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২০
ধ্রুবক আলো বলেছেন: না ভাই কবিতা লেইখেন!
লেখা ভালো লাগছে
০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:২৩
মিজভী বাপ্পা বলেছেন: ভাই চেষ্টা তো করি। তবে হাতের পাঁচ আঙ্গুল যেমন সমান হয় না তেমন সব সময় সব কবিতা ভালো হয় না। ধন্যবাদ ভাই আপনার উৎসাহ এবং মূল্যবান মতামত প্রদান করার জন্য
৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: গাইবোনা আর কোন গান তোমাকে ছাড়া , লিখবো না আমি আর তুমি হীনা কবিতা
এটা মাথায় আসলো প্রথম লাইন পড়েই। লেখার সময় আপনার মাথায় এসেছিল?
০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:২৪
মিজভী বাপ্পা বলেছেন: না ভাই আসলে কি আমি একটা অফিসে পায়চারী করার সময় কবিতাটা মনে এসেছিলো। ঐ গানের সাথে মিল নেই। কিছুটা কবির বাস্তব জীবনের প্যারা থেকে নেয়া তো হি হি হি।
ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য
৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪৯
এডওয়ার্ড মায়া বলেছেন: ভাইয়ে মনে কাজে ব্যস্ত থাকেন ।
অনেকদিন পর ব্লগে দেখলাম ।
ভাল আছেন নিশ্চয় ।
০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:২৬
মিজভী বাপ্পা বলেছেন: জ্বী ভাই বিশেষ একটা ভালো নাই। জীবেনর বিষম প্যারায় আছি আর কি। যাই হোক ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামতের জন্য।
আপনি কেমন আছেন?
৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:৫০
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
খুব সুন্দর লিখেছেন।
০৫ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯
মিজভী বাপ্পা বলেছেন: ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামতের জন্য
৬| ২৫ শে মে, ২০১৭ রাত ৯:৪৫
ইসফানদিয়র বলেছেন: বিতাই হোক সব
২৭ শে মে, ২০১৭ বিকাল ৪:৩৭
মিজভী বাপ্পা বলেছেন: বুঝলাম না ভাউ
৭| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৪
রাজীব নুর বলেছেন: অভিমান খুব খারাপ জিনিস রে ভাই।
০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৯
মিজভী বাপ্পা বলেছেন: হা হা হা
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৯
স্বৈতী ইসলাম বলেছেন: তারপরও হয়েই গেলো একটা কবিতা। ভালো লিখেছেন। কবিতায় +++++