নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জীবন যুদ্ধে পরাজিত একজন ব্যর্থ সৈনিক
ভয়ানক শব্দে প্রকম্পিত করে তুলেছে চারিদিক উত্তাল,
বদ্ধ নেশায় পরিপূর্ণ যেন কোন এক উন্মাদ মাতাল,
ভেঙ্গে দিয়ে সব অশুভ শক্তির নীল মায়াজাল,
ধেয়ে আসছে অপ্রতিরোধ্য প্রলয়ংকারী মহাকাল।
আলোর তীব্র গতির মত সে যে বেগবান,
সর্বত্র বজায় থাকে তার সুদৃঢ় অবস্থান।
তার আগমনে প্রারম্ভ হয় যুদ্ধের আহবান,
চারিদিক করে দিয়ে যায় ধ্বংসযজ্ঞের মহাশ্মশান।
অস্থির অজেয় অপরাজিত সে সব কিছুতেই,
অপ্রতিরোধ্য থাকে সে যে কোন বাধাতেই।
বিরামের অবকাশ নেই তার কোন কিছুতেই,
ধ্বংস যজ্ঞ রচনা করাই তার উদ্দেশ্য প্রতি মূর্হুতেই।
ধ্বংস যজ্ঞের প্রারম্ভের অপেক্ষায় ছিলো অনন্তকাল,
সকল বাধা পেরিয়ে ফিরে এসেছে প্রলয়ংকারী মহাকাল।
১৫ ই জুন, ২০১৭ রাত ৮:৩২
মিজভী বাপ্পা বলেছেন: যথার্থ বলেছেন দাদা ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য
২| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৩
রাজীব নুর বলেছেন: মৌলবাদ, যে রঙেরই হোক, ভয়ানক
০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১০
মিজভী বাপ্পা বলেছেন: আমি ভাই আমার জীবনের থেকে নিয়ে লিখেছি। মৌলবাদ বা কোন ধর্মীয় অনুভূতি কে নিয়ে নয় ভাই। এটা সর্ম্পূণ আমার মনের বহিঃপ্রকাশ নিজেকে নিয়ে।
©somewhere in net ltd.
১| ১৫ ই জুন, ২০১৭ সকাল ১০:৩৭
কুঁড়ের_বাদশা বলেছেন: বাপ্পা ভাইয়া
যেদিন দুনিয়ার সময় বন্ধ হয়ে যাবে, সেদিন থেকে মহাকাল শুরু। সুন্দর লিখেছেন ।