নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জীবন যুদ্ধে পরাজিত একজন ব্যর্থ সৈনিক

আমি জীবন যুদ্ধে পরাজিত একজন ব্যর্থ সৈনিক

মিজভী বাপ্পা

আমি জীবন যুদ্ধে পরাজিত একজন ব্যর্থ সৈনিক

মিজভী বাপ্পা › বিস্তারিত পোস্টঃ

:(( রম্য লেখাঃ আমি VS পোষা-প্রাণীর ইতি কথা :((

২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৪২



প্রিয় ব্লগবাসী, বাসায় তো আমরা অনেকেই শখের বসে অনেক কিছুই প্রতিপালন করি। সে কুকুর, বিড়াল, পাখি, কবুতর ইত্যাদি যাই হোক না কেন। তবে আমার ক্ষেত্রে পুরো চিত্রটাই ভিন্ন :(( যাই হোক সে ভিন্নতাই আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি B-)

ঘটনা ১ (স্কুল লাইফ): বহুকাল আগে বানর দেখিয়া মনের ভিতরে ফুড়ুৎ কইরা শখ জাগলো যে একটা বানর পাললে খারাপ হয় না। একটা সঙ্গী পাওয়া যাইবো। যাক বাবা রে বললাম, একটা বানর নিয়ে পাললে কেমন হয়?

বাবাঃ তোরে পালতাছি তাই অনেক X(( ঘরে দুইটা বানর পালার কোন যুক্তিকতা আমি দেখি না :-P এইটা আমার বাসা কোন চিড়িয়াখানা না বুঝতে পারসস বান্দর X((
আমিঃ এ কৈমন বিচার :(( হে আমার মমতাময়ী মা, তোমার কাছে বিচার দিলাম :((
মাঃ তোর বাবা ঠিকই কইছে, ঠিকই তো তুই সারাদিন যে বানদড়াঁমি করোস, উল্টা তোরে খাঁচায় ভইরা রাখা দরকার X(
আমিঃ স্পিকারের উপ্রে যদি কিছু থাকে ঐটা হইয়া গেছিলাম :((

যাক সেই থিক্কাই বানর পালার ইচ্ছা বাদ :((

ঘটনা ২ (কলেজ লাইফ): অনেক কাল আগে আরে ডাইনাসোর যুগে না আর কি, যখন টিভি তে vodafone এড আসতো তখন ঐখানে পাগ প্রজাতীর কুকুর দিয়ে এড দিয়েছিলো। তখন থেকে মনে ধরছিলো একটা পাগ পালুম B-)) । কয়েকবার পশু-পাখি বিক্রয়ের দোকানে ঢুঁ ও দিছি। যদি দাম শুনিয়া হালকার উপ্রে ঝাপসা ইস্টুক করছিলাম :(( যাক গেলাম আমার বাবার কাছে আকুল আবেদন নিয়া, বাবা আমি একটা কুকুর পালতে চাই :``>> বলার পর,

বাবাঃ (কিছুক্ষণ কি জানি চিন্তা করার পর) কি চালাইতে চাস?
আমিঃ আরে চালামু কে কইলো, কইছি পালতে চাই?
বাবাঃ তুই আবার কি পালতে চাস? আমি তোরে পালতাছি তাই অনেক :-/
আমিঃ একটা পাগ পালতে চাই :D
বাবাঃ পাগ কি? :|
আমিঃ এইটা কুকুরের আরেকটা প্রজাতি।(তৎকালীন প্রস্তর যুগে আছিলাম। ঢাকায় ২জি নেট ও খুবই কষ্ট কইরা পাইতো :(( )
বাবাঃ কুকুরেরও এত জাত আছে নাকি :-/ এইটা কি কুকুরের নাম নাকি কুকুরের মাসতুতো/জেঠাতো কোন প্রজাতি?
আমিঃ ঐটাই যা ভাবো আর কি!!! তা আমারে একটা কিনা দেও না বাবা :((
বাবাঃ (টিভি তে এড দেখানোর পর) আমারে পেট শপে নিয়া গেলো। দাম এবং ওদের লালন পালনের সব নিয়ম জানার পর আমারে কইলো, "হয় বাসায় তুই থাকবি নইলে কুত্তা থাকবো, আমি দুইটার খরচ বহন করতে পারুম না X(( "
আমিঃ থাক লাগবো না কুত্তা, বাসায় চলো কালকে আমার কলেজে ক্লাশ টেস্ট আছে :((
বাবাঃ আর যদি কোন দিন কইসস, তাইলে তোর একদিন কি আমার একদিন X((

যাক কুকুর পালার চিন্তাও বাদ :((

ঘটনা ৩ (বর্তমান লাইফ): বিগত কয়েকমাস আগে, এক বড় ভাইয়ের বাসায় গেছিলাম। গিয়া দেখি উনার বাসায় তিনটা বিড়াল। তা তিনটার নাম রাখছে মিনি, সোনাই আর রুপাই। আমি এগুলা মনে রাখতে না পাইরা, থ্রী ইডিয়স মুভির কথা চিন্তা কইরা নাম দিয়া দিলামঃ কিলোবাইট (এইটার পিঠের দিক কালা), মেগাবাইট, গিগাবাইট (এইটা একটু বড় ছিলো)। যদিও কিছুক্ষণ পর নিজেই গুলাইয়া ফালাইছিলাম কার নাম কি দিছিলাম :||

তা আমার ঐ সন্মানিত বড় ভাই আমারে বিড়াল পালা নিয়া অনেক জ্ঞান প্রদান করলো, যা আমার মাথার উপ্রে দিয়া গেলো। তবে বিড়াল গুলা ওয়েল ট্রেইনড আছিলো। কি বলে পটি না হাগু ট্রেনিং ও দেয়া, এইগুলার খাওয়া খাদ্যের দাম শুইনা আমি আবারো হালকার উপ্রে ঝাপসা ইস্টুক করছিলাম :(( আমি তো মনে করছিলাম বিড়াল মাছ আর দুধ দিলেই খুশি |-) । কিন্তু এইগুলা ও যে ডিজুস হইয়া গেছে জানা ছিলো না :((

অতঃপর একদিন অফিস থেকে বাসায় ফেরার সময় বাবার কাছে বললাম,

আমিঃ বাবা, বিড়াল কি পালা ঠিক?
বাবাঃ ঠিক বেঠিক এর কি আছে।
আমিঃ না গতকাল ভাইয়ের বাসায় তিনটা বিড়াল দেখলাম তো। ভালোই আছে। বাচ্চা বিড়াল আর কি :D তিড়িং-বিড়িং করে :)
(সরাসরি বলতাছি না যে বিড়াল পালুম, যদি কই তাইলে আমারে রাস্তাতেই দৌঁড়ানি দিতো)
বাবাঃ ভালো, তা দেখসস ঠিকাছে। ঐ সব পালার কোন কাজ নাই। বাসায় মাছ, দুধ কিছুই রাখবো না। ক্ষুধা লাগলে নিজের মনে কইরা সব খাইয়া ফালাইবো। ও কাউরে কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করবো না।
আমিঃ না, দেখলাম ভাই স্যুপ খাওয়াইলো। মাছ ও খাওয়াইলো।
বাবাঃ (খানিক তাস্কিত হইয়া) হুমম খাওয়াতে পারে, তাতে তোর সমস্যা কই? তুই ও না হয় একটু টেস্ট কইরা দেখতি, বলদ কোনহানকার X((
আমিঃ না এমনিই কইলাম আর কি :((
বাবাঃ চুপ থাক। অফিসের কাজ তো ঠিকমত করস না। এখন আইছে বিড়ালের উপরে বিচার বিশ্লেষণ করতে। বাসায় গিয়া কাজের রিপোর্ট গুলা আমারে দিবি। নইলে আজকে তোর খানা-পিনা বন্ধ X((
আমিঃ হালার কপাল রে :(( বিড়ালের লিগা আজকে আমার ওভারটাইম করা লাগবো :((

তাই চিন্তা করছি আর কোন দিন কোন কিছু পালার কথা বাসায় কমু না :(( কারণ যদি কই তাইলে আমারে যে পালতেছে তাই বন্ধ কইরা দিবো :((

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:০১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি কেটা গো ভাই, আপনি অনেক বড়মাপের লেখক।

কুকুর মেকুর লালন পালন করতে চান কেন? কামড়াইলে কী করবেন? ছাওয়াল কালে আমারে একটাই কামড়াইছিল। আর বান্দর! ওগরে আমি ডরাই। ওরা দৌড়ানি দিলে চোখে পথ দেখা যায় না। আমি সিলটের চা বাগানের পাশেই থাকতাম।

২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:০৩

মিজভী বাপ্পা বলেছেন: এই সব অনেক আগের তৎকালীন চিন্তা চেতনা ছিলো ভাই। তাই নিয়েই এটা লেখা। যদিও আমি কিছু লালন পালন করি নাই :((

২| ২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:০৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি অবশ্য অনেক কিছু লালন পালন করেছি। ষাড়, ঘোড়া, বান্দর, কুকুর, মেকুর, টিয়া, মোরগা। সমস্যা হলো, আমার চাচা কিনে আনতেন। কুকুরে যখন আমারে কামড়াইছিল তখন জানের মায়ায় চাচা ইয়া মোটা ষাড় মানত করেছিলেন, উনার জান রক্ষার জন্য। আমার বাবা দেশে থাকলে উনাকে জানে মাইরা ফালাইতেন।

২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:১৩

মিজভী বাপ্পা বলেছেন: =p~ =p~ =p~ =p~

৩| ২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:১৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কুকুর মেকুর অখন আমি ডারাই। আসলে আমার গালে কামড় মেরেছিল। সামান্যের জন্য চোখ কানা করে ফেলতো। :(

২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৩৫

মিজভী বাপ্পা বলেছেন: খুবই দুঃখজনক :((

৪| ২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৪০

রাজীব নুর বলেছেন: আপনার পোষ্ট পড়ে আমার এক প্রফেসরের কথা মনে পড়ে গেল।
স্যারের বাসায় ধানমন্ডিতে আমি যেতাম নোট আনতে। খুব জ্ঞানী মানূষ স্যার। বহু বই লিখেছেন অর্থনীতির উপর। টিভিতে অনেক টক শো করেন।
স্যারের বাসায় গিয়ে আমি অবাক। অনেক গুলো খরগোশ। সারাঘরময় ছুটাছুটি করছে। এখানে সেখানে গাজর, ফুলকপি, বাধা কপি পড়ে আছে। পুরো ঘরে খরগোশের পটি। পটি শুকিয়ে দাগ হয়ে আছে। বিছছিরি গন্ধ।

২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৪৮

মিজভী বাপ্পা বলেছেন: =p~ভাই আমার এক বড় ভাইয়ের বাসাতে বিড়ালের সেইম কাহিনী। এরপরেও উনি বিড়াল পালেন :((

৫| ২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৩১

ময়ূরী বলেছেন: আমার বিড়াল ছিলো, তবে মা রাখতে দেয়নি।
এই কষ্ট কোথায় রাখি? :((

২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:১১

মিজভী বাপ্পা বলেছেন: :((আপু খুবই দুঃখজনক :((

৬| ২৫ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:৫৩

অপু দ্যা গ্রেট বলেছেন:



কুকুর পালতে চাইছিলাম । কিন্তু বাসার থেকে কুকুর সহ বের করে দিবে ।

২৫ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:০৫

মিজভী বাপ্পা বলেছেন: হুম ভাই আমারে ও একই কথা বলছে তাই এই ভয়ে সব কিছু লালন পালন বন্ধ :((

৭| ২৫ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:২৭

রানার ব্লগ বলেছেন: আমার কুকুর বিড়াল দুইটাই ছিল এদের মায়া সাংঘাতিক, প্রমিস গার্ল ফ্রেন্ড ভুলে যাবেন, এদের মায়ায় পরলে।

২৫ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:১৯

মিজভী বাপ্পা বলেছেন: কথা সত্য ভাই :(( নিরীহ প্রাণী গুলো অবুঝ হলেও অকৃত্রিম ভালবাসায় জড়িয়ে রাখতে জানে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.