![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দু:সময় কত দীর্ঘ হতে পারে
আমরা ছাড়া আর কে জানে -
পিতৃহারা একেকটি দিন যেন একেকটি বছর
ভাইহারা একেকটি দিন যেন একেকটি যুগ
বীরঙ্গনা বোনের বিষণ্ন বদন; বুকে বুকে অনুতাপের শিখা অনিবার্ণ
অপরাধী সময়ের নিমজ্জনে
মুক্ত আকাশে কতকাল সূর্যোদয় হয় না !
তবু ভীরুতায় পার হয়ে গেছে বহুকাল
রাষ্ট্রপকক্ষের ধমকে
বহুবার বাড়ি ফিরেছি দ্রোহ বুকে বয়ে
রাস্ট্রপক্ষ শুনে রাখো, এবার চোখ রাঙালেও আমরা ফিরবো না
কেননা পরিপুষ্ট আগুন কোন বাঁধ মানে না
আমরা পথে নেমেছি আজ বুকে সূর্যোদয় নিয়ে....
প্রান্তিক জসীম
১১.২.১৩
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৫
পরিবেশ বন্ধু বলেছেন: বুকে সূর্যোদয়
যদি বাংলা রাজাকার মুক্ত হয়
ফিরব ঘরে
নয়ত এ আগুন জ্বলবে সর্বস্তরে