নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বভাবকবি

এম জসীম

প্রান্তিক জসীম

এম জসীম › বিস্তারিত পোস্টঃ

৭১ এর মতো বাংলার শরীর থেকে এখনও ঝরছে রক্ত !

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৩

শাসক তোমাকে বলি ,নিষ্কন্টক একটি পরিচয় দাও আমায়

একটি ছোট্ট স্বপ্ন এবং আমার মায়ের সম্ভ্রমের নিরাপত্তা

একটু মুক্ত নি:শ্বাস দাও আমায়

যেখানে স্বাধীনতার গন্ধ পাবো আমি

৪১ বছরে কি এতটুকু বড় কিছু চাওয়া ?

এই স্নেহ সবুজ দিনের কাছে আমার কত ঋণ

বৃস্টিস্নাত ভোরের কাছে

আলোয় আলোয় আলোকিত আকাশের কাছে

বসন্তের আগুনজ্বলা দিনের কাছে

সোনালীলতার শরীরে জোনাকির প্রদর্শনীর কাছে

কত ঋণ আমার ।

নদীর বুকে ঘোলাজল

বাকেঁ বাকেঁ সাবলীল সাগরে ফেরার মতো

আর কত ? কত পথ হেঁটেহেঁটে ক্লান্ত হবো ?

দেখ, জোছনায় দীঘির টলটলে জল নীরবতা ভেঙে

কেমন হরিণী হয়ে যায়

দেখ, মুক্তির ক্ষুধায় বুকগুলো

কেমন দ্রোহের খনি হয়ে যায়

শাহবাগ থেকে সারাদেশ

কেমন বৈশাখী ঝড় হয়ে যায়

তেমনই ঝড়ের তোলপাড় বুকে নিয়ে

উদ্দীপ্ত মোহনায় দাঁড়িয়ে

আচমকা তুফানে মেতেছি আমরা।

শাসক, আমাকে নিষ্কন্টক একটি পরিচয় দাও

আমদের পিতামহ লড়েছে তারপর বাবা ও ভাই

৪১ বছরে আমররাও লড়েছি কত ; তবু

৭১ এর মতো বাংলার শরীর থেকে এখনও ঝরছে রক্ত !



-প্রান্তিক জসীম

১৭.২.১৩

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২১

পরিবেশ বন্ধু বলেছেন: আর কত রক্ত ঝরবে
আর কর নিগৃহীত হবে বাংলার জনতা
আর কর যুলুম জালিমের পদস্থলন
এই কি স্বাধীনতা ?

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩১

লিন্কল্ন বলেছেন: Click This Link

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৪

আব্দুল মোমেন বলেছেন: মহামান্য সরকারের প্রতি আমার আকূল আবেদন, কোন কৌশলগত কারনে কাল বিলম্ব না করে দ্রুততম সময়ের মধ্যে রাজাকারের ফাসিঁর ব্যবস্থা করুন। এখন সময়ই সময়য়ের জবাব দিতে শিখেছে। রাজাকারের ফাঁসি চাই। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.