নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বভাবকবি

এম জসীম

প্রান্তিক জসীম

এম জসীম › বিস্তারিত পোস্টঃ

বিবিসি ও আলজাজিরা টিভির এ কেমন নির্লজ্জ মিথ্যাচার ?

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৩

সাঈদীকে দেশের প্রধান বিরোধী দল ও প্রধান ধর্মীয় নেতা উল্লেখ করে আবারও বিতর্কিত খবর প্রকাশ করলো কাতার ভিত্তিক টিভি চ্যানেল আল জাজিরা। বিবিসি একইভাবে সাঈদীকে দেশের প্রধান বিরোধী ও ধর্মীয় নেতা আখ্যা দিয়ে কোন প্রকারের তথ্য -উপাত্ত ও সূত্র উল্লেখ না করেই রায়টিকে বিতর্কিত বলেছে। আন্তর্জতিক এই দুটি সম্প্রচার মাধ্যম সব ধরনের সাংবাদিকতার নীতি -নৈতিকতা জলাঞ্জলি দিয়ে নির্লজ্জভাবে যুদ্ধাপরাধীদের পক্ষে একের পর এক প্রতিবেদন প্রকাশ করে যাচ্ছে। অথচ এই দেশের লাখ লাখ মানুষ, তরুন প্রজন্ম শাহবাগে এমনকি সারাদেশে লাগাতার যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে রাস্তায় অবস্থান করছে তা এই দুটি সম্প্রচার মাধ্যমের দৃষ্টিগোছর হয়নি। আমরা বুঝি না এই মাধ্যমদুটি কেন বাংলাদেশের সংখ্যাগরিষ্ট মানুষের বিপক্ষে অবস্থান নিলো এবং নগ্নভাবে তাদের পক্সাবলম্বন করছে। শুনেছি জামায়াত যুদ্ধাপরাধীদের রক্ষায় প্রভাবশালী বিভিন্ন দেশে বিপুল অর্থ দিয়ে লবিষ্ট নিয়োগ দিয়েছে। এই লবিষ্টরা কি এই মাধ্যম দুটিকে বিভ্রান্ত করছে নাকি এই দুটি মাধ্যমেও সরাসরি লবিষ্ট আছে তাদের । পুরো বিষয়টি আমাদের অবাক করলো। এতো বড় জঘন্য মিথ্যাচারের পরেও কিভাবে আন্তর্জাতিক সম্প্রদায় ও কোটি কোটি মানুষের কাছে এই দুটি সম্প্রচার মাধ্যম তদের বিশ্বাসযোগ্যতা ধরে রাখছে বুঝি না। ধিক্কার জানাই তাদের এসব কুৎসা ও নীতি- নৈতিকতা বিবর্জিত সাংবাদিকতার ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৬

ভাসিম বিডি বলেছেন: ওরা ওদের কথা কইয়া যাক, আমরা আমাগো কাম কইরা যামু! রাজাকারেগো ফাঁসীতে ঝুলাইয়া ছাড়মু। পারলে ওরা আমাদের বাল ছিড়ুক।

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৫

রাহিদুল সামান্না রকি বলেছেন: ওরা টেকা পাইছে তাই কয়

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৯

ফজলে রাব্বী চিৎকার বলেছেন: সাঈদীর মেশিনের শোকে ওরা পাগল হয়ে গেছে!!!!
:P

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

এম আর সুমন বলেছেন: আল জাজিরা বলেছে বাংলাদেশের প্রধান ইসলামী দলের নেতা, প্রধান বিরোধী দল বলেনি। আর বিবিসিকে আপনি সাংবাদিকতা শেখাচ্ছেন? এদেশের প্রধান বিরোধী দল যেখানে স্পষ্ট বলছে যে এই ট্রাইবুনাল বিতর্কীত। তারা তো এক ধাপ এগিয়ে বার বার বলছে আমরা স্বচ্ছ বিচার চাই। স্বচ্ছতা নেই বলেই তো এই কথা আসছে। আজ বিরোধী পক্ষের আইনজীবিরাও তো ট্রাইবুনাল একপেশে রায় দিয়েছে বলল। সারা দেশে জামাত শিবিরের ইতিমধ্যেই ১২ জন নিহত হয়েছে। এগুলো কি প্রমান করে না যে বিরোধী পক্ষেও যথেষ্ট লোক আছে ? আর বিশ্ব মিডিয়া যে কোনো ঘটনা এখাবেই দেখে। টাকা খাওয়া টাইপের চিন্তা আমাদের দ্বারাই সম্ভব। যাই হোক, কোর্টকে আপনি আমি হয়তো আমাদের আবেগের কারনে বিতর্কীত বলছি না। কারন কোর্ট যে রায় দিয়েছে তা আমাদের পক্ষে গেছে। কিন্তু একটা রায় আমাদের মনপুত না হওয়ায় আমরা কিন্তু রাজপথে নেমেছি।
মোটকথা হল , যেখানে একটি দেশের সরকারী দল একপেশেভাবে বিরোধীদের সাথে কোনো আলোচনা না করে ট্রাইবুনাল গঠন করেছে, বিরোধী দলগুলো বিভিন্ন সময়ে এই ট্রাইবুনাল ভেঙে দিতেও বলেছে , সেখানে একটি বিশ্ব মিডিয়া কি শুধু শাহবাগের আন্দোলনকারীদের কথা বা শুধু সরকারের ভাষ্য প্রচার করবে? তারা তো আর আওয়ামী লীগ সরকারকে ভয় পায় না। সুতরাং তারা যা নিয়ে বিতর্ক আছে তাই বলছে। এমনকি জামাতের বক্তব্যও তারা গুরুত্বের সাথে বিবেচনা করবে, এটাই স্বাভাবিক।
আর সাঈদী যুদ্ধাপরাধী হোক, কিন্তু পরের জীবনে তো ইসলাম প্রচারকই ছিলেণ। এই কথাই মিডিয়াগুলি লিখেছে। আমাদের দেশের মিডিয়া দিয়ে সব মিডিয়াকে মাপলে হবে কেন?
আমাদের দেশের মিডিয়াগুলি হয় চাপের কাছে নত হয়, আর না হয় স্বেচ্ছা চামচামী করে। দুই দিকের মিডিয়ার বিষয়েই কথাগুলো খাটে। এ বিষযে আমার একটি লেখা পড়ে দেখবেন প্লিজ।
Click This Link

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

ফার্ুক পারভেজ বলেছেন: শাহবাগি এই আওয়ামী নাস্তিকদেরকে কেন আপনার বাংলাদেশের সংখ্যাগরিষ্ট মানুষ মনে হচ্ছে বলবেন?
শাহবাগের এই হীন কর্মকান্ড যে সরকারের রাজনৈতিক প্রতিদ্বন্দিকে ঘায়েল করার কুটকৌশল সেটা তো সংখ্যাগরিষ্ট মানুষ বুঝতে পেরে প্রত্যাখ্যান করেছে।

৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

প্রগতিশীল ইকবাল বলেছেন: Nastiker bassara toder din ses.................

৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

জ্ঞাতিবৈর বলেছেন: অরাই ভাই সাচ্চা মুসলমান, যার নুন খায় তার তার গুন গায়। (জামাতের ১৮৩ কোটির ভাগ পাইছে না!!)

এই জন্যইত, বিবিসি বলে ৭১ এ ৩ লাখ মারা গেছিল, ৩০ লাখ না। (এখন আর কয়না)

অইদিকে কান দিয়া লাভ নাই। নিজের কাজে মনযোগ দেয়াই ভাল হবে।

উপরে কিছু (সন্দেহাতীত ভাবে প্রমানিত) ছাগু ল্যাদাইয়া গেছে দেখতাছি।

৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

অপ্রকািশত বলেছেন: নাস্তিক কারা? সাইদি-জামাতর বিরুদ্ধে বললেই নাস্তিক হয়ে গেল? সাইদি-জামাত রাসূল (স:) ইর দুশমন গুলো তো বেঈমান, এরা কোন ধরনের মুসলিম?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.