নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বভাবকবি

এম জসীম

প্রান্তিক জসীম

এম জসীম › বিস্তারিত পোস্টঃ

তোমার কন্ঠ কি ডাকে আমাকে ?

১২ ই মার্চ, ২০১৩ রাত ২:১০

কখনো কি তোমার কন্ঠ ডাকে আমাকে

ভুলেভালে স্মৃতির অতলে

কিংবা বসন্ত কি জাগিয়ে তোলে আগেরই মতো

গাছ ও নদী ?

সম্পৃক্ত শরীরে তোলে কি সেইসব গর্জন

দিন ও রাত্রির কিনারে দাঁড়িয়ে

যারা বেড়ে উঠতো প্রকৃতির নিয়মে শাখা - প্রশাখায়

ফুল ও ফলের সম্ভারে ?

কেমন করে অন্ধকার এতো দীর্ঘ হয়ে গেল

তোমার - আমার ভিতরে

তৈরি করে দিলো বিচ্ছেদ ও ঘৃণার

দেয়াল !

তবু আমি দেখি কি সব উজ্জ্বল আলো নেমে যায়

ফেরেশতাদের মতো কপিকল বেয়ে

চন্দ্রের শরীর থেকে

আমি সেখানে কিংকতব্যবিমূঢ থাকি

মৃতদের ও আলোকচ্ছটার খিলানে...

তবু আমি আমি নই

তুমিও তুমি নও !

কালোপর্দায় ঢাকা আমার চোখ অন্ধকারকেই মেনে নেয় অকাতরে ।

-প্রান্তিক জসীম

১২.৩.১৩

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৩ রাত ২:১৬

অন্য পুরুষ বলেছেন: অসাধারণ....।
!:#P !:#P !:#P !:#P !:#P

২| ১২ ই মার্চ, ২০১৩ রাত ২:৪৫

এম জসীম বলেছেন: ধন্যবাদ ও শুভ কামনা রইলো..........

৩| ১২ ই মার্চ, ২০১৩ রাত ৩:০২

সত্য প্রকাশে আপশহীন বলেছেন: চিরযুবা সদা জাগ্রত জনতায়
সাংবাদিক শামীম হোসেন
চিরযুবা সদা জাগ্রত।
এই থাক দেশমাতৃকায় অবিরত ।
ভ্রান্ত পথের যুবা ভাই-
আর নয়, হায়ানার রক্ত পিপাসায় ।
আয়রে ফিরে আয়,দেশাত্মবোধের চেতনায়-
চিরযুবা সদা জাগ্রত জনতায়।
বলছি হুসিয়ার-
হায়ানার রক্ত পিপাসার ভ্রান্ত পথ অতি খাটো
দেশাত্মবোধের চেতনায়,সম্মুখপথে।
অন্ধচেতনায় আত্মহুতি বইছেনা শুধু দেশের ক্ষতি
খালি করছিস দুখিনী মায়ের কোল
দু’চোখ ভরা জলে, মা- বইছে ,সারা ক্ষনই তোর সব স্মৃতি।
যেথা কর্ম সেথা ফল।
এ-ভাবিয়া মাতিয়াছে রক্ত পিপাসু হায়ানার দল।
ভেবে দেখ ভাই, ওরা আমরাই!
ফিরেএসো ,এসোরে- ভ্রান্ত পথের যুবা ভাই।



সাংবাদিক শামীম হোসেন
কেন্দ্রীয় সভাপতি
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সমিতি।
০১৭২০৬৮৯৩৫০.

৪| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪১

মর্তুজা হাসান সৈকত বলেছেন: ভালো লিখেছেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.