![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখনও যদি বসে থাকি চুপচাপ
তবে সব নষ্টদের দখলে যাবে
অস্বিস্তের শেষ নিশানাটুকুও
ধুয়েমুছে দেবে ওরা।
এখনও যদি ক্ষোভ -দ্বিধায় ফিরিয়ে রাখি মুখ
নিজেরা থাকি বিভক্তি -বিভ্রান্তিতে মত্ত
তবে সব বৃথা হয়ে যাবে
বৃথা হবে ৫২; বৃথা হবে ৭১
বৃথা হবে ৩০ লাখ শহীদের স্বপ্ন ও বলিদান।
এখনো যদি নীরব থাকি
তবে মানবতার সব শৃঙখল ক্ষয়ে যাবে
আমরা হবো মৃত্যু উপত্যকার শেষ দর্শক
বল বন্ধু, আমরা কি অমানুষ হবো ?
ভীরু কাপুরুষের মতো গুটিয়ে নেবো নিজেকে ?
আমরা কি হবো মনুষ্যত্বের প্রতিপক্ষ ?
ওই দ্যাখো, আমাদের বিভক্তির সুযোগে
পুরণো হায়েনারা হযেছে বলিয়ান
পুরণো হারের প্রতিশোধের উন্মত্ততায়
দিয়েছে মরণ ছোবল স্বাধীন স্বদেশের হৃদপৃন্ডে।
এসো, অভিমান ভুলে, বিভক্তির সীমারেখা মুছে
দ্বিধা - বিভক্তি ভুলে এসো তরুন-যুবা
তারুন্যের দিয়াশলাই দিয়ে জ্বালাও প্রতিবাদী মশাল
দানবের বিরুদ্ধে গড়ি মানবের সংশপ্তক প্রতিরোধ ।
এসো, ওদের জানিয়ে দেই আমরা
কোনো মোহ আমাদের গ্রাস করতে পারেনা
স্বার্থ আমাদের অন্ধ করতে পারে না
ক্ষমতার লালসায় আমরা আপোষ করি না।
এ এক উত্তাল সমুদ্র; যেখানে বালুর বাঁধ দেওয়া চলে না !
৫.৪.১৩
©somewhere in net ltd.
১|
২৩ শে মে, ২০১৩ দুপুর ২:৪৮
মর্তুজা হাসান সৈকত বলেছেন: কবিতা ভালো হয়েছে তবে আরও অনেকখানি বিকশিত হওয়ার সুযোগ ছিলো ।