নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বভাবকবি

এম জসীম

প্রান্তিক জসীম

এম জসীম › বিস্তারিত পোস্টঃ

মানুষ বেহায়া হয় না; দাস তো মানুষ নয় !

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৩৬

আর নির্লজ্জ্র নিন্দা নয়, পোশাকি শোক নয়

সহানুভূতির ভনিতা নয়; তদন্ত- তদন্ত খেলাও নয়

এসব এখন খুব বেশরম লাগে

কেননা, কালো কাপড়েরও শরম আছে !

ক্ষতিপূরণের নামে ভিক্ষা চাই না।

গণহত্যার বিচার চাই না।

কেননা, আমরা মেনে নিয়েছি এই নিরপরাধ মৃত্যু

মেনে নিয়েছি রক্ত-ঘাম শুষে ফুলে কলাগাছ হওয়া

কিছু মানুষের দানব বিবর্তন ।

আমাদের চোখগুলোর অক্ষমতায়

চারতলা ভীতের ওপর গড়ে তোলা আটতলা বাড়িগুলো

কেমন মৃত্যুকূপ হয়ে যায়।

প্রতিবাদহীনতায় আমাদের বিবেক কেমন খোজা হয়ে যায়।

বাণীদান আর বিবৃতির আশ্বাসের মূলোয়

জিহবাগুলো কেমন কুকুরের মতো লোভাতুর হয়ে যায় ।

ভাবছি এই মুহূর্তে নিজেকে মানুষ না ভাবাই ভালো

উত্তরাধুনিক দাস বলাই শ্রেয়

কেননা, একজোড়া সাহেবি জুতোর অর্ধেকও না আমার মাসিক পারিশ্রমিক

শখের কুকুরের তিনবেলা আহারের সমান নয় আমাদের মাসিক খাবারে বরাদ্দ ।

কীভাবে সচেতন মাথাগুলো বন্ধক হয়ে যাচ্ছে

পূজিঁপতির অন্ধকার সিন্দুকে

তবু মগজের কোষগুলো এখনো ঢের সতেজ আছে

ফরমালিনের গুণে !

স্পার্কটাম

নীমতলী

মিরসরাই

তাজরীন

ফ্লাইওভার

রানা প্লাজা

আরো অগণিত মৃত্যুকূপ তৈরি থাকুক আমাদের জন্য

মানুষ পোড়া কাবাবের গন্ধে আমাদের আহার চলবেই ।

মানুষ বেহায়া হয় না; দাস তো মানুষ নয় !

প্রান্তিক জসীম

২৬.৪.১৩

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.