![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃষ্টি হচ্ছে। প্রবল বর্ষন। পায়রা-বিষখালী- বরেশ্বর নদ- নদীতে হু হু করে বাড়ছে জোয়ারের জল। ওদিকে রাত পৌনে দুইটা। ফোনে বরগুনার বঙ্গোপসাগর তীরের তালতলী উপজেলার প্রত্যন্ত জয়ালভাঙা থেকে আলম নামে একজন বলেছ , `ভাই , আশ্রয়কেন্দ্রে জায়গা নেই , আমরা ওয়াপদার রাস্তায় দাঁড়িয়ে আছি । মালপত্র রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রেখেছি। যাবো কোথায় , বৃষ্টিতে ভিজছি। শরীর ঠান্ডায় কাঁপছে থরথর করে। ' কি জবাব দেবো এসব আশ্রয়হীন মানুষদের ? আকাশের মতো হু হু করে কাঁদছে মন। ঘুমাতে যাবো ? কিন্তু চোখের পাতা এক হচ্ছে না। দুর্যোগ আমাদের ঘুম কেড়ে নিয়েছে। জলদস্যুরা যেমনরণ লুটে নেয় গরিব জেলেদের সম্বল। আজ উপকূলের লাখ লাখ মানুষ অদৃশ্য দস্যুর কবলে। এই দস্যু আমাদের চোখের ঘুম হরণ করেছে। জানিনা কত পণ দিয়ে আবার ফিরে পাবো ঘুম !
২| ১৬ ই মে, ২০১৩ ভোর ৬:২৩
ভিটামিন সি বলেছেন: গতকাল সন্ধ্যা থেকে সিংগাপুরেও প্রবল বর্ষন শুরু হয়েছিলো এই মহাসেনের জন্য। এখন ও ঝরছে।
©somewhere in net ltd.
১|
১৬ ই মে, ২০১৩ ভোর ৪:১৩
অমৃত সুধা বলেছেন: বাংলাদেশের সীমানায় মহাসেন, আঘাত হানবে দুপুরে
http://dhakajournal.com/?p=7588