![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিরিস গাছের ডগায় বসে
আয়েশের চড়কে দোলে মন
ঘুরে-ফিরে আহার শেষে
সন্ধ্যায় তৃষার্ত ঠোঁটে নিয়ে
ফিরে আসি নীড়ে।
কে চালায় আমারে?
চিনিনি তারে-
শুধু মাঝরাতে ঘুমের ঘোরে
কে যেন ফিসফিস বলে কানেকানে
'এক পলাকত শিকারী চালায় তোমাকে!'
-প্রান্তিক জসীম
২৭.২.১৫
©somewhere in net ltd.