![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমরা যতই বল আর বিদ্রুপের বর্শা নিক্ষপ কর
তাতে আমি যতটাই রক্তাক্ত হই না কেন
সেই দুর্নামকে আমি সাদরে উদযাপন করি
নববর্ষের উৎসবের মত
কেননা, তোমাদের এমন আশির্বাদে আমার আত্মা
প্রতিদিন একটু একটু করে ডানা মেলে আকাশে
তোমরাই তো আমার পরম বন্ধু
যারা আমাকে নিন্দিত করে প্রতিদিন আনন্দ উপভোগের সুযোগ করে দাও
এবং আমি যে বন্ধুকে এখনো দেখিনি অথচ আমি তাঁর প্রেমিক
আমি তোমাদের মাঝেই তাঁর প্রতিচ্ছবি দেখি, তোমাদের বিদ্রুপের আয়নায়
হে বিশ্বস্ত বন্ধুগণ, দয়া করে কুন্ঠিত হয়ো না আমার সমুদয় দুর্নাম বুঝিয়ে দিতে
এটাই আমার প্রাপ্য এবং আমি তা গ্রহণ করি মুগ্ধচিত্তে
কিন্তু ভুলেও শুত্রুতা করে স্তুতি দিও না আমায়।
দেখ, আমি এক লহমায় সর্বনাশ হবো একদিন যেদিন চন্দ্রমুখীর দেখা পাবো!
-প্রান্তিক জসীম
১২.৪.১৫
©somewhere in net ltd.