![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অজ্ঞ
.....................
কে আমি?
জানি না কোন প্রাণী আমি
না মানুষ, না অন্য কিছু।
ধর্ম- অধর্ম
সুর-অসুর
কোরআন-গীতা বেদভেদ,
ত্রিপিটক-তোরাহ-বাইবেল
কিছুই বুঝিনি
কিংবা শ্রীকৃষ্ণ-বুদ্ধ নই
মুসা-্ঈসা-মুস্তফা নই
আলী-কালি নই
আবুজাহেল নই
হাসান নই, হোসাইন নই
সীমার-ইয়াজিদ-জিয়াদও নই
অর্জুন কিংবা নই দুর্জোধন
কে আমি?
না মেঘ, না বৃষ্টি না রোদ
কিংবা আগুন অথবা ধূলি-মাটিও নই
কে আমি?
পূন্য-পাপ
দম-আদম-বিবি হা্ওয়া
তাও নই আমি
কে আমি?
বিশ্বাস-অবিশ্বাসীও নই
বেঈমান কিংবা ঈমানদারও নই
কারণ, সবকিছুতেই নিরক্ষর আমি
প্রেমিকও নই-নিষ্ঠুরও নই
বৃক্ষ-মুকুর-মাইজ পাতাও নই
ক্ষুদ্রও নই, বৃহৎও নই
মহৎও নই-অসতও নই
ভালও নই মন্দ
মসৃণ-অমসৃন নই
মৃত-নই-জীবিতও নই
ঝড় নই-শান্তও নই
শান্তিুও নই-অশান্তিও নই
নতুন নই-পুরাতনও কেউ নই
সত্য নই, অসত্যও নই
মানুষ নই-অমানুষও নই
আত্মা নই-প্রেতাত্মাও নই
দোজখ কিংবা বেহেস্ত নই
অসীম কিংবা সমীমও নই
কে আমি?
কি আমি?
সত্যি জানি না, আমি আমায়।
-প্রান্তিক জসীম
২/১২/১৭
©somewhere in net ltd.