![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পপুলার ডায়াগনষ্টিকের উত্তরা শাখায় গতকাল আমার ফুপু আল্ট্রাসোনোগ্রাম করান। ফুপুর আল্ট্রাসোনোগ্রাম রিপোর্টে দায়িত্বরত চিকিৎসক লিখেছেন "gallbladder is on normal size and shape".....অথচ আমার ফুপুর gallbladder আরো ১০ বছর আগেই সি এম এইচ-এ আপারেশন করে ফেলে দেয়া হয়েছে......এই-ই হচ্ছে আমাদের দেশের ডায়াগনষ্টিক সেন্টার এবং চিকিৎসাব্যবস্থার আসল অবস্থা !!! আল্ট্রাসোনোগ্রাম করার সময় ডাক্তার আবার মোবাইলে কথাও বলতেছিল....দোষ খালি ড্রাইভাররা মোবাইলে কথা বললে তাই না ??? এইসব ডাক্তার নার্সদেরও উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা উচিত ।
২১ শে অক্টোবর, ২০১১ রাত ১২:২০
ফয়সাল মোস্তফা বলেছেন: অবশ্যই দেওয়া যাবে, কিন্তু কারণটা যদি বলেন, তাহলে ভালো হয় !!!
২| ২১ শে অক্টোবর, ২০১১ রাত ১২:১৪
নষ্ট কবি বলেছেন: ভাইরে খালি ডায়াগনস্টিক এর দোষ দেখেন কেন?
ডাক্তার রা তো চরম ফাউল
এক ডাক্তার আমার চোখ দেখে বলেছিল আমি অন্ধ হয়ে যাব কম বয়েসেই -
হয়ত ওনার ওষুধ খেলে হয়ে ও যেতাম
ইন্ডিয়াতে নিয়ে গিয়েছিল বাবা আমাকে
সেখানে এক সামান্য ডাক্তার আমার বাংলাদেশী চিকিৎসার অবস্থা দেখে ক্ষেপে গিয়েছিল
উনার সেই ঔষধে আমি আজ ও চোখে দেখি
বেশ ভাল ভাবেই দেখি
ডাক্তারেরা আসলে নিজের পকেট ভরতে ব্যাস্ত- মানুষের কথা ভাবেই না
২১ শে অক্টোবর, ২০১১ রাত ১২:২৫
ফয়সাল মোস্তফা বলেছেন: "
ডাক্তারেরা আসলে নিজের পকেট ভরতে ব্যাস্ত- মানুষের কথা ভাবেই না"......৮০ শতাংশ ডাক্তারের ক্ষেত্রে কথাটা সত্য.....কিন্তু এখনো কিছু ডাক্তার আছেন, যারা আসলেই অনেক ভালো !!!
৩| ২১ শে অক্টোবর, ২০১১ রাত ১২:২৫
রাজ হাসান বলেছেন: ভাই শুধু পপুলার কেন কোন ডায়াগন্সটিক এ আমার ভরষা একেবারে নাই বললেও চলে কি করব তারপরেও করতে হয়।এই দেখুন না আমি নিজে থেকেই ডাক্তার এর কাছ থেকে পরামর্শ নিয়ে
HCV টেস্ট করি মডার্ন ডায়াঃ থেকে আমার রিপোর্ট আসে পজিটিভ।মাত্র ২ থেকে ৩ মাস হল বিয়ে করেছি এর ভিতর এই রিপোর্ট আমার অবস্থা যে কি হইয়েছিল সেটা কেউ বুঝতেও পারবে না।অবশেষে এক সপ্তাহ পর ধানমন্ডি ল্যাব এইড এ টেস্ত করানোর পর জানতে পারি যে আমি HCV নেগেটিভ।হায়রে ডায়াগন্সটিক সেন্টার খালি ব্যবসা করল মূল্য নিয়ে উপযুক্ত সেবাটুকু দেয় না।
২১ শে অক্টোবর, ২০১১ রাত ১২:৩২
ফয়সাল মোস্তফা বলেছেন: দেশের সব জায়গায় পঁচন ধরেছে, ডায়াগনস্টিক সেন্টার আর বাদ যাবে কেন......পরীক্ষা ছাড়া রিপোর্ট দিলে তো তাদের অনেক টাকা বেচে যায়, অনেক বেশি লাভ হয়.....!!!
৪| ২১ শে অক্টোবর, ২০১১ রাত ১২:৪৯
নাহিয়ান বিন হোসেন বলেছেন: বছরখানেক আগে আমি পপুলারে টেস্ট করাইছিলাম টাইফয়েডের! একই টেস্ট দুইবার করানোর পর ও কিছুই আসে নাই! কিন্তু আমার জ্বর আবার সারছিল না! কি যে অবস্থা হইছিল! আপনার ফুফুর রিপোর্টের কথা শুনে অনেক্ষন হাসলাম সেই সাথে কষ্ট ও লাগল! কি অবস্থা যে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থার!
৫| ২১ শে অক্টোবর, ২০১১ রাত ১২:৫৩
এ.এ.এম বিপ্লব বলেছেন: ডাক্তার জাতটাই একটু বেরহম। সার্জারি করার সময় যেমন পারে তেমন ঠিক পকেট সার্জারিতেও বেরহম। আমরা ভাই বলির পাঁঠা, যে যেমনে পারে কাটাকাটি করে ।
©somewhere in net ltd.
১|
২১ শে অক্টোবর, ২০১১ রাত ১২:১১
শফিকুল বলেছেন:
পেসেন্ট আইডি দেওয়া যাবে।