![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চক্রব্যূহ ! সেটা কি শুধু অভিমন্যু' র জন্যই ছিল?
তার মত আরও কত শত অভিমন্যু চক্রব্যূহ থেকে বেরুতে পারছেনা সে খবর কি কেউ রাখে?
তফাৎ শুধু এটাই যে-
অভিমন্যু' র সামনে ছিল রণাঙ্গনের যোদ্ধা আর
আমাদের কে এমন সব বলয় দিয়ে ব্যূহের মধ্যে রাখা হয়েছে,
যার ভিতর থেকে বেরুতে হলে মৃত্যু ছাড়া পথ নেই।
(-!-)(-!-)(-!-)(-!-)(-!-)(-!-)(-!-)(-!-)(-!-)(-!-)(-!-)(-!-)
২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৩
মনজিত তালুকদার বলেছেন: অসংখ্য ধন্যবাদ, বিজন রয়। অাশা করছি সাথেই থাকবেন।
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:০৭
বিজন রয় বলেছেন: অভিমন্যু বধ!!
ব্লগে স্বাগতম।
শুভ কামনা, শুভব্লগিং।
মনজিত।