![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিউলী ফুলগুলি অযত্নেই পড়ে ছিল
রাস্তার ধারে -।
কিন্তু যখন দেখলাম
টিপটিপ বৃষ্টির ফোঁটায়
ফুলগুলি স্নিগ্ধতার পাপড়ি মেলেছে,
তখন শিউলীর শুভ্রতার মাঝে
তোমার মুখটি ভেসে উঠল।
আর এড়িয়ে যেতে পাড়লাম না।
তোমার আহ্বানে সাড়া দিতে
আমার সাথে উপহার হয়ে
ফুলগুলিও সঙ্গী হয়েছিল
সেদিন ভোরে -।
মনে আছে তোমার?
আজ এত বছর পর
কত শত শিউলী পড়ে থাকে
রাস্তার ধারে,
ভুল করে ছুঁয়েও দেখি না।
ভয় হয়,
যদি ফুলগুলি প্রশ্ন করে
কার জন্য আমাদের নিচ্ছ?
যার জন্য এত কিছু
সেই তো তোমার কাছে নেই।
কি উত্তর দেবো তখন?
এক বুক চাপা কষ্ট,
অভিমান, স্মৃতি নিয়ে
এড়িয়ে যাই -----।
©somewhere in net ltd.