![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হয়ত ঘর সামলানোর কাজে ব্যস্ত তুমি,
অন্যের সে ঘর, অথচ
নিজের ঘর ভাসিয়েছ অদৃশ্যে।
চায়ের কাপ হাতে,
কেটলিতে পানি ভরে
দিয়াশলাই খুঁজে ফের প্রতিদিন।
কাউকে এখন আর তোমার বলতে হয়না-
সিগারেট খেওনা, অসহ্য লাগে।
কাউকে আর বলনা তুমি-
"তোমার তো ভাত খেতে হয় না,
চা হলেই চলে!"
হুম, এখনো আমার চা হলেই চলে,
কিন্তু তুমি তো ঘর ভাসিয়ে দিয়েছ।
সাখে কাপ, কেটলী, দিয়াশলাই
সব, যা ছিল তোমার দখলে
সব ভাসিয়েছ, সাথে আমাকেও।
সংসার সাগরে ডুব দিয়ে
চা'য়ের কাপে হাত বাড়িয়ে দেখ
আমি ওখানেই ভাসছি . . . . .।
©somewhere in net ltd.