![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথাটা ঠিক ? অথবা এইভাবে বলাটা ঠিক ?
আমরা জানি ইলেকট্রনিকের দুটি ধারা : একটি হচ্ছে Analog এবং অপরটি হচ্ছে Digital.
একজন লেখক এসব জেনে লেখা উচিত ।
পৃথিবী এগুচ্ছে, ইলেকট্রনিকেলি এগুচ্ছে । এই ক্ষেত্রে Digital এর প্রাধান্য । আমাদেরকেও এগুতে হবে Digital এর শ্লোগান দিয়ে হোক, না দিয়ে হোক ।
বর্তমান সরকারের Digital শ্লোগান এর মর্মার্থ এখনো বুঝি নাই । সামান্য internet এর সুবিধাও পাচ্ছি না । গতকাল গ্রামিনের মোডেম ছুড়ে ফেলে দিতে ইচ্ছে হয়েছিলো । অনেকে বলে তাদের পুরো দেশে backbone আছে । কিন্তু আপনি data connectivity নিতে যান । আপনি হয় পাবেন না, না হলে bandwidth cost অনেক বেশী (প্রায় internet cost কাছাকাছি )। এই যদি অবস্থা হয়, সরকারের Digital শ্লোগান এর মর্মার্থ কি ?
জনাব মোজাম্মেল বাবু, আপনার bdnews24 এ লেখা পড়ে আমার এই ক্ষুদ্র প্রতিক্রিয়া । ইউটিউব, ফেইসবুক এর সাথে Digital এর সম্পর্ক খুবই কম, অন্তত আমার কাছে । আমি চাই সরকার Digital এর রুপরেখা প্রনয়ন বা পরিকল্পনা করুক এবং তা বাস্তবায়ন করুক । অন্তত: Tel Company বা বেসরকারী Bank থেকে শিক্ষা নিক । যেন পুরো বাংলাদেশে একটি fibre optic backbone তৈরী করে এবং জনসাধারনের জন্য সহজলভ্য করে দেই, যাতে সহজে তথ্য আদান-প্রদান করা যায় ।
২৭ শে জুন, ২০১০ দুপুর ১২:৪৩
মো: খায়রুল বাসার বলেছেন: ধন্যবাদ, আবার একই সাথে দুঃখিত, কারন
The requested URL could not be retrieved
--------------------------------------------------------------------------------
While trying to retrieve the URL: Click This Link
The following error was encountered:
Unable to determine IP address from host name for http://www.digitalbangladesh.gov.bd
The dnsserver returned:
Server Failure: The name server was unable to process this query.
২| ২৭ শে জুন, ২০১০ দুপুর ১:০৭
রুদ্রমরু বলেছেন: ডিজিটাল মানে হইলো ডিসক্রিট, মানে ভাংগা ভাংগা, মানে কনটিনেওয়াস না,
৩| ২৭ শে জুন, ২০১০ দুপুর ১:৩৩
অলিন্দ বলেছেন: "এই ক্ষেত্রে Digital এর প্রাধান্য । আমাদেরকেও এগুতে হবে Digital এর শ্লোগান দিয়ে হোক, না দিয়ে হোক "
analog বা digital, কোনোটার উপর কোনটার প্রাধান্য নাই। আমাদের physical system এর প্রত্যেক ঘটনাই এনালগ। কম্পিউটার প্রসেসিং এর যোগ্য একমাত্র ডিজিটাল সিস্টেম। এই জন্যই আমরা ডিজিটাল সিস্টেম এ ঝুকছি।
তবে বর্তমান সরকারের ডিজিটাল শব্দ ব্যবহার এর কারণে এই শব্দটা সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরী হয়েছে। একজন তরিত প্রকৌশলী হিসেবে এতে আমি মর্মাহত ।
২৭ শে জুন, ২০১০ দুপুর ২:৫১
মো: খায়রুল বাসার বলেছেন: ধন্যবাদ ।
অত্যন্ত শাশ্রয়ীভাবে, অত্যন্ত সহজভাবে প্রয়োগ করা যায় এবং নির্ভূলভাবে দ্রুত কাজ করে digital system এর জনপ্রিয়তা । তাই analog ckt গুলো convert হয়ে যাচ্ছে digital এ ।
আমিও মর্মাহত এই শব্দটা সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরী হওয়ার জন্য এবং এর জন্য দায়ী সরকার ও তার বুদ্ধিজীবিরা ।
৪| ২৭ শে জুন, ২০১০ দুপুর ১:৩৯
হতাশার স্বপ্ন বলেছেন:
রুদ্রমরু বলেছেন: ডিজিটাল মানে হইলো ডিসক্রিট, মানে ভাংগা ভাংগা, মানে কনটিনেওয়াস না,
©somewhere in net ltd.
১|
২৭ শে জুন, ২০১০ দুপুর ১২:৩৫
লেখাজোকা শামীম বলেছেন: এইখানে গিয়া জাইন্যা আসেন। আমাদের ব্যান্ডইউথ তো আমরা বেশির ভাগ ব্যবহারই করি না।
Click This Link