নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কল্পনাতে আমার বসত কল্পনাতেই বাড়ী.কল্পনাতে ভালোবাসা কল্পনাতেই আড়ি.. কল্পনাতে গল্পের মেলা কল্পনাতেই সুর।কল্পনাতে তোমাদের সাথে চলে যেতে চাই দূর বহুদূর।।

কাল্পনিক প্রতিশ্রুতি

!!!!

কাল্পনিক প্রতিশ্রুতি › বিস্তারিত পোস্টঃ

ধর্ম ও রাষ্ট্র কটাক্ষ করা বইগুলো বন্ধ হোক।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৭

একজন ক্ষতিকর মানুষ সমাজের যতটা ক্ষতি করতে পারে।
তার চেয়ে এক’শ গুন বেশী ক্ষতি করতে পারে সেই মানুষটির লেখা একটি বই।
হুমায়ূন আহমেদ....

বাংলা একডেমীর মহাপরিচালক ড. শামসুজ্জামান খান প্রকাশকদের উদ্দেশ্য করে বলেছেন- কোন ধরনের উস্কানিমূলক ও ধর্মীয় বিদ্বেষসূচক বই প্রকাশ করবে না।
রাষ্ট্র ও ধর্মকে কটাক্ষ করা হয় এমন কোন বই বইমেলায় ছাপানো যাবে না।
বইমেলার নীতিমালা ১৩ এর ১৩ অনুচ্ছেদে বলা হচ্ছে- অশ্লীল ও রুচিগর্হিত বই প্রকাশ করলে স্টল বরাদ্দ বাতিল করা হবে।
সেই সঙ্গে আর কোনো সময় সেই স্টলকে বরাদ্দ দেওয়া হবে না।

এদিকে দুঃখের বিষয় এই যে-
বাংলা একাডেমির মহাপরিচালকের এত সুন্দর উদ্যোগে হিংসে শুরু হয়ে গেছে কিছু নাস্তিক গোষ্ঠীর।
তারা বাংলামেইল পত্রিকায় নিউজ করেছে “‘উসকানিমূলক বই’ বক্তব্যে ফেসবুকে নিন্দার ঝড়।

ঠিক আছে তবে দেখা যাক, কারা কারা আছে বইমেলায় ইসলাম সহ সব ধর্ম বিদ্বেষী বই বন্ধ করার পক্ষে।
আমি আপনাদেরকে বাংলা একাডেমীর মহাপরিচালক ড. শামসুজ্জামান খানের ফেসবুক আইডি দিলাম (আইডি লিঙ্ক- https://goo.gl/rGYfof )।
আপনারা সবাই মেসেজ করুন।
তার বক্তব্যের জন্য তাকে শুভেচ্ছা জানান এবং বলেন- ‘বইমেলায় ইসলাম বিদ্বেষী সহ সকল ধর্ম বিদ্বেষী বই প্রকাশ না হোক’ এটার পক্ষে আপনিও আছেন।

আমার ধর্ম যেমন আমার কাছে বিশ্বাসযোগ্য, তেমই আমার অপাশের ব্যক্তির ধর্মও তার কাছে বিশ্বাসযোগ্য।
কারও ধর্মকে হেয় করা হোক তা আমরা চাইনা।
অর্থাৎ তাকে বুঝিয়ে দিন শামসুজ্জামান খানের বিরুদ্ধে ফেসবুকে ঝড় উঠেনি, বরং তার বক্তব্যের পক্ষেই ঝড় উঠেছে।
নয়ন দাদা কাটছিট করেছি

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৯

চাঁদগাজী বলেছেন:



যেহেতু রাস্ট্র আছে, এবং রাস্ট্র মানুষের, রাস্ট্রের উপর সবই লেখা যাবে; ড: শাসুজ্জমান খান চলে যাবে নিজ দেশে, আফগান্িস্তান।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৯

সাইয়িদ রফিকুল হক বলেছেন: রাষ্ট্র ও ধর্ম মানুষের জন্য। এই দুইটিকে সবসময় ভালোবাসা ও শ্রদ্ধার দৃষ্টিতে দেখতে হবে।
রাষ্ট্র ও ধর্ম ছেড়ে কেউ বড় হতে পারবে না।
ধন্যবাদ আপনাকে।

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৯

আরণ্যক রাখাল বলেছেন: মক্সেদুল মোমিন টাইপ ইত্যাদি বই সরকারী টাকায় ছাপানো হোক।
একাত্তরের ভিতরে বাইরে বাংলা একাডেমি কতৃক প্রকাশিত হোক।
আর আপনাকে বাংলা একাডেমী পুরষ্কার দেয়া হোক, জাতিকে এতো সুন্দর একটা পোস্ট উপহার দেয়ার জন্য।

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:০৬

কাল্পনিক প্রতিশ্রুতি বলেছেন: আপনি যাবেন কোথায়? চাঁদগাজী

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:০৬

কাল্পনিক প্রতিশ্রুতি বলেছেন: আপনাকেই ধন্যবাদ রফিকুল ভাই

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:০৮

কাল্পনিক প্রতিশ্রুতি বলেছেন: আপনাকে নুপেল দেয়া হোক রাখাল দা

৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:০৯

চাঁদগাজী বলেছেন:


"কাল্পনিক প্রতিশ্রুতি বলেছেন: আপনি যাবেন কোথায়? চাঁদগাজী "

-কাজের পর, বাসায় যাবো।

৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৯

কাল্পনিক প্রতিশ্রুতি বলেছেন: আমি চন্দে যাবো চাঁদবাবু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.