নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি লিখি তোমায়..........

এই আমি রবীন

পরে লেইক্খম![URL

এই আমি রবীন › বিস্তারিত পোস্টঃ

জ্যামিতির খেলা দেখাই।

১১ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩৫

এই ব্লগে অনেকে অনেক কিছু নিয়ে লিখে। কেউ শিল্প, কেউ সাহিত্য, বিজ্ঞান, ইতিহাস, বাস্তব, পরাবাস্তব, রাজনীতি, অর্থনীতি, সমাজ, ধর্ম, এমনকি কেউ কেউ অযথা একটা কবিতা তুলে দিবে এমন:

“এতটুকু জল চেয়েছিনু অনেক্ষন,
শুধু তোমার হাতে খাব বলে
জল রেখে, সরাই রেখে,
তবপানে চেয়ে রইনু সারাক্ষণ”।

কবিতার নিজের একটা শক্তি আছে, কারো না কারো দিলে ‘টাচ’ করে যাবেই। সে যাক। আজ আমি লিখব জ্যামিতি নিয়ে। হয়তো কারো হৃদয়ে ‘টাচ’ করবে না। তবু জানান দিক ‘আমি আছি’। ;)

কোণ:


ত্রিভুজের ৩ কোনের সমষ্টি ২ সমকোণ।
চতুর্ভুজের ৪ কোনের সমষ্টি ৪ সমকোণ।
পঞ্চভুজের ৫ কোনের সমষ্টি ৬ সমকোণ।
ষড়ভুজের ৬ কোনের সমষ্টি ৮ সমকোণ।
২টা ত্রিভুজ সর্বসম হতে :
১. ১ টা বাহু ২ টা কোণ সমান হতে হবে, অথবা
২. ২ টা বাহু ১ টা কোণ সমান হতে হবে, অথবা
৩. ৩ টা বাহু সমান হতে হবে।
বি:দ্র: ৩ টা কোণ সমান হলে দু’টি ত্রিভুজ সর্বসম নাও হতে পারে।


ছবি: গুগল

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০৭

আলগা কপাল বলেছেন: চতুর্ভূজের চার কোণের সমষ্টি ৪ সমকোণ নয়। বৃত্তস্থ এবং কেবল মাত্র বৃত্তস্থ চতুর্ভূজের চার কোণের সমষ্টি ৪ সমকোণ।

ত্রিভুজের ৩ কোণ সমান হলে দুটি ত্রিভুজ সর্বসম না হলেও সদৃশ হবে।

১১ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০৫

এই আমি রবীন বলেছেন: আপনাকে ধন্যবাদ আলগা কপাল ।
“চতুর্ভূজের চার কোণের সমষ্টি ৪ সমকোণ” এটা সাধারণ ভাবে বলা হয়েছে।
"বৃত্তস্থ এবং কেবল মাত্র বৃত্তস্থ চতুর্ভূজের চার কোণের সমষ্টি ৪ সমকোণ।" - সঠিক।
"বৃত্তস্থ এবং কেবল মাত্র বৃত্তস্থ" কথাটা না বল্লে কি অসুবিধা/ব্যাতীক্রম হয়? একটু খোলসা করুন, প্লিজ।

২| ১১ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০৭

শাহরিয়ার কবীর বলেছেন: জ্যামিতি নিয়ে লেখার জন্য
আপনাকে অসংখ্য ধন্যবাদ।

১১ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০৭

এই আমি রবীন বলেছেন: আপনার “ধন্যবাদ” খুশীমনে গ্রহণ করলাম। অনুপ্রাণীত হলাম।

৩| ১১ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:২৯

কথাকথিকেথিকথন বলেছেন: আরো বিস্তারিত হলে ভাল হতো ।

শেয়ারে ধন্যবাদ ।

১১ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৫১

এই আমি রবীন বলেছেন: মজা করার জন্য পোষ্টাইছি, এঠুকুই। ;)
সানন্দে!

৪| ১১ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:২১

কল্পদ্রুম বলেছেন: দুটো ত্রিভুজ সর্বসম হবার চতুর্থ নিয়মটা বাদ গেছে।দুটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তাদের অতিভুজ ও অপর যে কোন একবাহু পরস্পর সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে।

আর শুধুমাত্র বৃত্তস্থ চতর্ভুজের নয়,যে কোন চতুর্ভুজের ক্ষেত্রেই চার কোণের মোট যোগফল সর্বদা চারসমকোণ(৩৬০ ডিগ্রি)।আপনি ঠিকই লিখেছেন।

বিষয়টা হলো,শুধুমাত্র বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ।(১৮০ ডিগ্রি)।(আপনি যতরকম ভাবেই আঁকেন না কেন,সব বৃত্তস্থ চতুর্ভুজের জন্য এটা প্রযোজ্য।)

পোস্টটা শেয়ার করে স্কুলের কথা মনে করিয়ে দিলেন।আপনাকে ধন্যবাদ।

১১ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৪২

এই আমি রবীন বলেছেন: @ কল্পদ্রুম ! আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আমি আসলে মজা করার জন্য পোষ্টা দিয়েছিলাম, ঠিক শিক্ষনীয় বা শিক্ষামূলক পোষ্ট নয়।
ঠিক বলেছেন, চতুর্থ নিয়মটা বাদ গেছে। তবে সমকোণী ত্রিভুজ বল্লে একটা কোণ উহ্য থেকে যায়, যা ২ নং নিয়ম (২ টা বাহু ১ টা কোণ) দ্বারা সিদ্ধ হয়। তাই এটা আমার কাছে গৌণ।
আবার ২ নং নিয়মে, ২ টা বাহু ও তাদের ‘অন্তর্ভুক্ত কোণ’ সমান হতে হবে, পুস্তকের ভাষায়। আমি এতে সরলীকরণ করেছি।

"বিষয়টা হলো,শুধুমাত্র বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ।(১৮০ ডিগ্রি)।(আপনি যতরকম ভাবেই আঁকেন না কেন,সব বৃত্তস্থ চতুর্ভুজের জন্য এটা প্রযোজ্য।)" +

৫| ১১ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

আলগা কপাল বলেছেন: হ্যাঁ, আমার কিছু ভুল হয়েছিলো। চতুর্ভুজের চার কোণের সমষ্টি চার সমকোণই। বৃত্তস্থ এবং কেবল মাত্র....... কথাটা জোর দেবার জন্য ব্যবহৃত হয়েছে। ধন্যবাদ।

১২ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১০

এই আমি রবীন বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

৬| ১২ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৪২

খায়রুল আহসান বলেছেন: কবিতাংশটুকু যদিও উদ্ধৃতি চিহ্নের ভেতরে, তবুও মনে প্রশ্ন জাগে, ওটুকু কি আপনার লেখা?
আর জ্যামিতির পাঠ অনেক দিন পরে পড়ে বেশ ভালই লাগলো।

১২ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১১

এই আমি রবীন বলেছেন: হ্যাঁ স্যার, ওই কবিতা অংশঠুকু যে ‘কবিতা’ই এটা বুঝানোর জন্য উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করেছি। শত সহস্র ধন্যবাদ আপনাকে আমার ঐ ছোট্ট ‘পুচি, মুচি, কুচি’ বুড়ির দিকে নজর দেয়ার জন্য।

জেনে খুশী হলাম।

৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০২

চাঁদগাজী বলেছেন:



অংক, জ্যামিতি, ত্রিগোণোমিতির উপর পোস্ট ইন্টারেস্টিং হবে

১৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৩০

এই আমি রবীন বলেছেন: আসলেই জীবনের চারপাশটা মজার মজার সব জিনিষে ভরপুর। মাঝে মাঝে মনে হয়, ‘ওয়ান লাইফ ইজ নট এনা....গ (ফ)’ ;)
ধন্যবাদ চাঁদগাজী ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.