নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যখন খুব আনন্দে থাকবেন তখন কোন কথা দিবেন না আর যখন খুব রাগান্বিত থাকবেন তখন কোন সিদ্ধান্ত নিবেন না, এতে পরবর্তীতে পঁচতাতে হয়,ধৈর্য ধরুন আর ক্ষমা করতে শিখুন।

এম এল হাসান

যাযাবর

এম এল হাসান › বিস্তারিত পোস্টঃ

ডিজিটাল ভার্সন!!! :- রাজা ও তার চার কন্যা!! :-D

০১ লা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২৯

এক রাজার ৪ মেয়ে ছিল। একদিন তিনি তার ৪
মেয়েকে ডেকে প্রশ্ন করলেন -
আচ্ছা মা, তোমরা আমাকে কতোটুকু
ভালবাসো??? . .
১ম মেয়ে: বাবা, আমি আপনাকে iphone এর মত
ভালোবাসি। . .
২য় মেয়ে: আমি তোমাকে samsung এর মত
ভালোবাসি. .
৩য় মেয়ে: আমি তোমাকে sony ericsson এর
মত ভালোবাসি। . .
৪র্থ মেয়ে: বাবা আমি তোমাকে nokia 1208
এর মত ভালোবাসি। . .
ছোট মেয়ের কথা শুনে রাজার মাথা তো প্রান
চাটনি হয়ে গেল।
সে মনে মনে ভাবল:-
আমার প্রথম ৩ মেয়ের ভালবাসা খুব দামি, বাট
ছোট মেয়ের ভালবাসা এত কমদামি ?
নাহ্! ঐ ফহিন্নিরে বনবাসে পাঠামু ।
যথারিতি রাজা বাকি ৩ মেয়েকে রাজ্যের ৩ অংশ
তাদের ভালবাসার মোবাইল দিয়ে দিল।
আর ছোট মেয়েকে nokia 1208 দিয়ে জঙ্গলে
পাঠিয়ে দিল ।
একদিন এক রাজপুত্র জঙ্গলে শিকার করতে এসে
ঐ মেয়েকে তার পচন্দ হলো এবং বিয়েও করে ফেলল ।
যথারিতি বিয়েতে রাজাকে দাওয়াত দেয়া হল ।
রাজা ও তার বাকি ৩ মেয়ে বিয়েতে গেল ।
রাজা খেতে বসেছে, সেই সময় রাজার আচার
খাওয়ার সখ হল ।
রাজা যার তার আচার খায় না । রাজা তার ৩
মেয়ের কাছে মোবাইল চাইল, যাতে বাসায় ফোন
করে কাউকে দিয়ে আচার আনাতে পারে । কিন্তু
তাদের কারো ফোনেই চার্জ ছিল না ।
সেই সময় সেই nokia 1208 নিয়ে হাজির হল
তার ছোট মেয়ে ! রাজা দেখে আশ্চর্য হল ।
তার রাজ্যে call দিয়ে আচার এবং কাচা আম চেয়ে
পাঠালো। আম আনা সম্ভব না হওয়ায় রাজার
ছোট মেয়ে তার nokia 1208 মোবাইল দিয়ে
আম গাছে ঢিল হিসেবে মেরে আম পেরে দিল ।
তখন রাজা বুঝতে পারলো তার ছোট মেয়ের
ভালবাসা কেমন long lasting এবং মজবুত!!!

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

রিকি বলেছেন: nokia 1208 দিয়ে তো ফোন করে আচার আনিয়েছে ভাই--- এটা নেন, এটা epic জিনিস, রাজকন্যাকে দিয়েন--- গাছে মেরে রাজকন্যা আমও পাড়তে পারবে !!! ;)



০২ রা জুলাই, ২০১৫ ভোর ৪:০১

এম এল হাসান বলেছেন: ha ha ha!!! ok vaiya

২| ০১ লা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:১৩

শতদ্রু একটি নদী... বলেছেন: পইড়া মজা পাইলাম মুবাইল ভার্সন। :P

৩| ০১ লা জুলাই, ২০১৫ রাত ৮:২১

মশিকুর বলেছেন:
নকিয়ার অ্যাড হইয়া গেল =p~

০২ রা জুলাই, ২০১৫ ভোর ৪:০৩

এম এল হাসান বলেছেন: ji vaiya!! nokia to nokiai... joto phone e asuk nokiar moto hote parbena!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.