নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেখানে যেমন, সেখানে তেমন

মোঃ আব্দুল মান্নান

গাঁও গ্রামের ছাওয়াল আমি, গায়ে মাটির গন্ধ; অনেক কিছু না দেখিলেও নই যে আমি অন্ধ

মোঃ আব্দুল মান্নান › বিস্তারিত পোস্টঃ

কী খাবেন, রুটি না পরাটা?

০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৬

"কী খাবেন? রুটি না পরাটা?" মুদি দোকানদারের প্রশ্ন
উত্তরা ১৫ নং সেক্টরের গোলচত্তরে দেশি গরুর খাঁটি দুধের চা (সাইন বোর্ডে লেখা) পান করিয়া আলু পুরি খাইব মন স্থির করিয়া সকলে মিলিয়া যখন তাফালিয়া পানে গমন করিলাম, তখন বাটী হইতে গৃহিনী দূরভাষ মারফত একখানা ফর্দ শুনাইয়া দিলেন। ফর্দখানা মনে করাইয়া দিবার ভার সঙ্গী আসলাম চাচা কে দেওয়া হইল। অতঃপর তাফালিয়া পৌছিয়া শ্রীকান্তের আলু পুরি ভক্ষণ করিয়া বাটীর পানে ছুটিলাম। পথিমধ্যে আসলাম চাচা তাঁহার কর্তব্য যথাযথভাবে পালন করিলেন কিন্তু বাধ সাধিল অন্য জায়গায়।
ফর্দের একটি আইটেম ছিল খোলা আটা (প্যাকেটের নয়)। যাহোক দোকানদারকে জিজ্ঞাসা করিয়া জ্ঞাত হইলাম খোলা আটা আছে। দাম শুনিতেই মনে খটকা লাগিলো; ৩০ টাকা প্রতি কিলোগ্রাম। দোকানদার বললেন ১ নং দোতলা বাস আটা। উনি বস্তাটিও দেখাইলেন। সমস্যার শুরু এখানেই----! বস্তার গায়ে স্পষ্টাক্ষরে লেখা রহিয়াছে ১ নং ময়দা। বিষয়টি তাঁহার নজরে দিতেই অত্যন্ত আস্থার সাথে তিনি বলিলেন এটা আটা এবং ময়দা দুই কাজেই ব্যবহার করা যাবে। যাহোক তাঁহার উত্তরে সন্তুষ্ট হইতে না পারিয়া অন্য দোকানে গমন। যথারীতি একই ঘটনা ঘটিল। আটা না কিনিয়া ভালো মানের খোলা আটার সন্ধানে জহুরা মার্কেটে আগমন। কিন্তু এখানে আমি চাইলাম খোলা ময়দা। দোকানদার একই ভঙ্গিতে বস্তা দেখাইলেন। তারপর যখন খোলা আটা চাইলাম তখন বলিলেন আপনি কোন টি চান? কী খাবেন? রুটি না পরাটা?
কী খাব তা বলিতে পারিব না, আমার খোলা আটা চাই-আমার সহজ স্বীকারোক্তি। -----------
ব্যর্থ হইয়া প্যাকেটের গায়ে আটা লেখা দেখিয়া ২ কেজি প্যাকেটের আটা লইয়া বাটীতে পৌছিলাম।
পুনশ্চঃ বর্তমানে কৃষক পর্যায়ে ১ মন গমের দাম ১২০০ টাকা (টিআর/কাবিখার বেলাতে ভিন্ন)। প্রতিমণ গম ভেঙ্গে আটা করতে লাগে ২০০ টাকা। অর্থাৎ প্রতি কেজি আটার মূল্য লাভ ছাড়া কমপক্ষে ৩৫ টাকা।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৯

শাহিন-৯৯ বলেছেন: তাহলে এত সস্তা কেন?

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪২

মোঃ আব্দুল মান্নান বলেছেন: আমার মনে হয় শামচুল হক ভাই তাঁর মন্তব্যে বিষয়টি খোলাসা করেছেন। ধন্যবাদ ভাই।

২| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৬

জাহিদ অনিক বলেছেন:


গিন্নী কিনতে বলেছেন খোলা আটা আপনি কিনলেন প্যাকেটজাত আটা !

বাড়িতে আসার পরে যে গৃহযুদ্ধটা হয়েছিল সেটাও সাধু ভাষায় লিখে দিতেন !
অতঃপর আমিও ভাবতে পারতাম, রুটি খাব না পরোটা খাব !
এখন তো ভাত খাওয়া ছাড়া আর কোন উপায় নেই।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪৪

মোঃ আব্দুল মান্নান বলেছেন: সে কি আর বলতে!! হা হা হা হা হা----!! ধন্যবাদ ভাই, এ ভাইয়ের দুঃখ অনুধাবন করার জন্য।

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৮

অপ্‌সরা বলেছেন: ভাইয়া বলতে হত একদিন পরোটা আরেকদিন রুটি !

দেখতাম দোকানদার কি বলে! :)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪৫

মোঃ আব্দুল মান্নান বলেছেন: দারুণ বলেছেন, আপু-----!
এরপর এমন হলে নিশ্চিত আপনার পরামর্শ কাজে লাগাবো---!!

৪| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪২

নূর-ই-হাফসা বলেছেন: অপ্সরা আপুর সাথে সহমত । পরের বার গেলে একবার বলে দেখতে পারেন । কিন্তু খোলা আটা আর প‍্যাকেট আটা অসুবিধা কি ।
আমি এখন পর্যন্ত ও আটা আর ময়দার পার্থক্য জানি না ? ময়দা কি বেশি মিহি ?

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪৬

মোঃ আব্দুল মান্নান বলেছেন: আমিও জানতে চাই!! ঘরে জিজ্ঞাসা করিনি---!!

৫| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৯

শামচুল হক বলেছেন: আরে ভায়া, ইহা তো ভুট্টা হইতে তৈরীকৃত আটা। যাহার জন্য মূল্য কম হইয়াছে।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪৭

মোঃ আব্দুল মান্নান বলেছেন: ধন্যবাদ ভাই। চিন্তামুক্ত করলেন---!!

৬| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৮

চানাচুর বলেছেন: দাঁত ভেঙ্গে গেল পড়তে গিয়ে কিন্তু তাও গণ্ডগোলের জায়গাটা বুঝতে পারলাম না, শুধু বুঝলাম খোলা আটা কিনতে ব্যর্থ হয়ে প্যাকেট আটা নিয়ে বাড়িতে ফিরে যাওয়া :||

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৮

মোঃ আব্দুল মান্নান বলেছেন: দাঁত ভেঙ্গে গেলে----!! আন্তরিকভাবে ক্ষেমা চেয়ে নিচ্ছি---!!

৭| ০২ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

তারেক ফাহিম বলেছেন: গিন্নির নোটিশে অাপনাকে পুণরায় বাজারে যাইতে হইবেক

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৮

মোঃ আব্দুল মান্নান বলেছেন: সে আর বলতে----!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.