![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গাঁও গ্রামের ছাওয়াল আমি, গায়ে মাটির গন্ধ; অনেক কিছু না দেখিলেও নই যে আমি অন্ধ
বাংলাদেশ! শুধু একটি দেশ নয়
আমার মাতা
নয় মাসের যুদ্ধ শেষে খুলেছি
আমার খাতা!
ভাবছি এখন সন্তর্পনে কেমনে
কেটেছে দিন
ভেবে পাইনা শোধাবো আমি কেমনে
তাঁদের ঋণ!
ভাবতে ভাবতেই চলে গেলো
বছর চল্লিশ
কোনভাবেই পাইনা খুজে
ঋণের হদিস!
ঋণ যে আছে সন্দেহ নেই
হদিস মেলে না তবু
খোজার মত খুজছি কিনা
প্রশ্ন করে হাবু!
হাবু আমার চোখ খুলিলো
মিলল ঋণের খাতা
কিন্তু একি! প্রতি খাতায়
লক্ষ লক্ষ পাতা!
©somewhere in net ltd.