নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

গুজব কত প্রকার ?

১২ ই মার্চ, ২০১২ দুপুর ২:৩২



গতকাল থেকে ফেসবুক-ব্লগে একটি গুজব বিরামহিন ভাবে ছড়ান হচ্ছে -

বেসরকারি TV চ্যানেলগুলোকে নাকি লাইভ সম্প্রচার করার অনুমতি দেয়া হয় নাই!!

গুজবের কোন সুত্র উল্লেখ করা হয় নাই, তাই সচেতন পাঠক এসবকে পরিকল্পিত ছাগু-গুজব বলেই ধরে নিয়েছিল।

আজ সকাল থেকেই সবগুলো চ্যানেলই থেমে থেমে সমাবেশের, পথে আগত নেতাকর্মিদের বাধাদানের চেষ্টা, রাস্তার খবর লাইভ সম্প্রচার করা হচ্ছে বিরামহিন ভাবে।

বাংলাভিষন, ATN, NTV, দিগন্ত, চ্যানেলআই বিএনপি-জামাত পন্থি তারকা দের নিয়ে টকশো চালিয়ে যাচ্ছে। মাঝে মাঝে দেখাচ্ছে সমাবেশের প্রস্তুতির খবর। এখন বেলা দুটা বাজে, এখনো চলছে।

বাংলাভিষনে এখনো আছে কট্টর আওয়ামি বিরোধী আসিফ নজরুল, বিএনপি নেতা রিয়াজুদ্দিন।

কমাস আগেও এধরনের গুজব ছড়ানো হয়েছিল -

আসাফুদৌলা, নুরুলকবির, মাহাফুজুল্লাহ, মানব্জমিনের মতিয়ুর। এরা ঘোষনা দিয়ে বলিছিলেন এদের কে নাকি ব্যান করা হয়েছে।

অতচ এরা প্রতিদিনই লাইভ টকশো তে আসছেন, উলঙ্গ বিষদগার করছেন .. বিরামহিন

ভাবে।

নুরুলকবির তো লাইভ আনুষ্ঠানেই বলছিলেন তাকে নিসিদ্ধ করা হয়েছে।

সঞ্চালক মতিয়ুর একবারও জিজ্ঞেস করলেন না - "তাইলে আমনে আইলেন কেম্নে"-?

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১২ দুপুর ২:৩৬

কক বলেছেন: গুজবে কান না দিয়ে ওবজার্ভ করুন......দেখা যাক কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়।
সময় হলে আমার এই পেইজে একটা লাইক দিবেন।

২| ১২ ই মার্চ, ২০১২ দুপুর ২:৩৭

কস্ট বলেছেন: hasinar shudhu dalali korben, bussen?
dalali charen

amar icca korta se desh tare amar dokhole nia dui tare dia rastay bikkha koramu

৩| ১২ ই মার্চ, ২০১২ দুপুর ২:৪৭

তীর্থযাত্রী বলেছেন: ছাগু গুজব

৪| ১২ ই মার্চ, ২০১২ দুপুর ২:৪৮

পথিক০২১ বলেছেন: Wait koren ... dekhen bikale shomabesh er live chitro dharon kore kina ...

১২ ই মার্চ, ২০১২ রাত ৮:৫০

হাসান কালবৈশাখী বলেছেন:
unfortunate and unhappy

৫| ১২ ই মার্চ, ২০১২ দুপুর ২:৪৯

পক্ষপাতদুষ্ট বলেছেন: একুশে টি,ভি ও বাংলাভিশন নিশেধাজ্ঞা মাননোই।
আজ একুশে টি,ভি হিট।সরকার এরপর কি করবে এগুলো বন্ধ করা ছাড়া উপায় নাই।
প্রথম আলো আজ যে নিউজ করেছে সরকার কে একবারে শুইয়ে দিয়েছে।কাল পত্রিকা গুলো সরকার কে কি করবে ।আল্লাহ মাবুদ জানেন।হাওয়া এখন সরকারের বিরুদ্ধে।

১২ ই মার্চ, ২০১২ বিকাল ৪:৫৯

হাসান কালবৈশাখী বলেছেন: ঠিকই বলেছেন।
মনটা খারাপ হয়েগেল।
আবারো ভুল করলো আওয়ামিলিগ।
সরাসরি সম্প্রচার হলে কি এমন হত ?
কট্টরপন্থি মাথামোটা মাহাবুবুল হানিফ, মায়া ... এদের পোষা গুন্ডা গুলো যা সুরু করেছে ... খবর পেলাম এরা কিছু কিছু এলাকায় জোরপুর্বক বিভিন্ন কেবল অপারেটর কে বাধ্য করে এই চ্যানেলগুলোর লিড খুলে রেখেছে।
এসব একটা কালো অধ্যায় হয়ে থাকবে ..

৬| ১২ ই মার্চ, ২০১২ দুপুর ২:৫৪

tarek.enamul বলেছেন: পত্র পত্রিকা কিছু পড়ছ? দেখ সুত্র: Click This Link

৭| ১২ ই মার্চ, ২০১২ বিকাল ৩:০৫

পক্ষপাতদুষ্ট বলেছেন: একটি বেসরকারি টিভি চ্যানেলের বার্তা বিভাগের প্রধান নাম প্রকাশ না করার শর্তে রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সরাসরি স¤প্রচারের প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু বিটিআরসি থেকে আমাদের কোনো কোনো কর্মকর্তাকে ফোন করে সরাসরি স¤প্রচার করতে নিষেধ করা হয়েছে।”

এ বিষয়ে চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, “মহাসমাবেশ সরাসরি স¤প্রচার করা হবে কীনা তা বিটিআরসি থেকে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে।” তারা আমাদের লাইসেন্স দেয়। তাই যখন তারা এভাবে জিজ্ঞেস করে তখন ধরেই নেওয়া যায়, এটা এক ধরনের শাসানো।”
একটি বেসরকারি টিভি চ্যানেলের বার্তা বিভাগের প্রধান নাম প্রকাশ না করার শর্তে রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সরাসরি স¤প্রচারের প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু বিটিআরসি থেকে আমাদের কোনো কোনো কর্মকর্তাকে ফোন করে সরাসরি স¤প্রচার করতে নিষেধ করা হয়েছে।
এ বিষয়ে চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, “মহাসমাবেশ সরাসরি স¤প্রচার করা হবে কীনা তা বিটিআরসি থেকে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে।” তারা আমাদের লাইসেন্স দেয়। তাই যখন তারা এভাবে জিজ্ঞেস করে তখন ধরেই নেওয়া যায়, এটা এক ধরনের শাসানো।”

১২ ই মার্চ, ২০১২ বিকাল ৫:১৭

হাসান কালবৈশাখী বলেছেন:
আবারো ভুল করলো আওয়ামিলিগ।
সরাসরি সম্প্রচার হলে কি এমন হত ?

কট্টরপন্থি মাথামোটা মাহাবুবুলআলম হানিফ, মায়া ... এদের পোষা গুন্ডা গুলো যা সুরু করেছে ... খবর পেলাম এরা কিছু কিছু এলাকায় জোরপুর্বক বিভিন্ন কেবল অপারেটর কে বাধ্য করে এই চ্যানেলগুলোর লিড খুলে রেখেছে।

একদিন অনেক বাড়াবাড়ি করেছে -
আজ সর্বশেষ বাড়াবাড়ি খুবই খারাপ উদাহরন হয়ে থাকবে।

৮| ১২ ই মার্চ, ২০১২ বিকাল ৫:১৩

নাহিয়ান বিন হোসেন বলেছেন: ঠিকই কইছেন! সবই গুজব! সরকার তো এক্কেরে ওয়েব সাইট খুইলা দিছিলো সমাবেশ লাইভ সম্প্রচারের জন্য! সক্কালবেলা দেখলাম সমাবেশ সবচেয়ে ভালভাবে কাভার করছে একুশে আর বাংলাভিশন! কিন্তু বাকশালী কুত্তারা তো এরপর থেকেই এসব চ্যানেল কেবল অপারেটরদের বলে বন্ধ করে দিয়েছে। এগুলান এক্কেরে গুজব /:) কুত্তালীগের কুত্তা গুলো সদর ঘাটে গিয়া সাধারন যাত্রী পিটাইতেছে, রাস্তায় রাস্তায় লাঠি নিয়া মহড় দিতেছে এগুলান ও গুজব /:) আর যেই ছবি গুলান ছাপা হইতেছে সব ফটোশপের কাম /:) সব বাকশালের বিরুদ্ধে ষড়যন্ত্র! এই দেশ ও জাতি রক্ষায় এখনি আমাদের বাকশাল কায়েম করতে হইবো! জয় বাকশাল কি জয়! /:)

১২ ই মার্চ, ২০১২ বিকাল ৫:৪৪

হাসান কালবৈশাখী বলেছেন:
ভাই রাগ হইয়েন না।

পোষ্ট দেয়ার পর দুঘন্টার ভেতর লিগের কুত্তা গুলা এইরকম করবে বুঝতে পারিনাই। এইকদিন অনেক বাড়াবাড়ি করেছে কিছুই কইনাই।
এখন ন্যাতাদের বোধদয় হলেই হয়।

৯| ১২ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:০৫

তিক্তভাষী বলেছেন: "লিগের কুত্তা গুলা এইরকম করবে বুঝতে পারিনাই"

:-B

১২ ই মার্চ, ২০১২ রাত ৮:৫৫

হাসান কালবৈশাখী বলেছেন: hmm ..

১০| ১২ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৩০

নাহিয়ান বিন হোসেন বলেছেন: আপনে কইতেছেন "লিগের কুত্তা! " তাজ্জব! আওয়ামীপন্থীরা নিজেদের সমালোচনায় বরাবরই ভীষন অনাগ্রহী এবং অসহিষ্ণূ বলেই দেখে এসেছি চিরদিন! যাই হোক , বি এন পি হোক আর আওয়ামীলীগ হোক কারোরই এরকম ঢাকা চলো কিংবা ঢাকা থেকে মানুষ খেদাও , এই ধরনের কর্মসূচির বিরোধি আমি। কিন্তু আওয়ামীলীগ ইদানিং বাড়াবাড়ি বেশিই করছে। এটা তাদের নিজেদের জন্য শুধু বিপজ্জনক তাইই নয়, রাজনৈতিক ভারসাম্য নষ্টকরনে যে ম্যানিপুলেশন হয় পশ্চিমাদের দ্বারা প্রতি নির্বাচনে , সেটাকে আরো সহজ করে দিবে।


১২ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:১৬

হাসান কালবৈশাখী বলেছেন:
আমাকে আওয়ামিলিগার ভেবে থাকলে ভুল করবেন।
হ্যা, হাসিনার দলকে ভোট দিয়েছিলাম।
সপ্ন দেখেয়েছিল।
হাজিসেলিম, হাজিমকবুল, হাজারি, মায়া, সামিম ওসমান এদের কে বাদ দিয়ে, পুরোনো মন্ত্রীদের বাদদিয়ে নতুন বাংলাদেশ এর সুচনা করেছিল দলটি। যা অন্যান্ন দল থেকে অনেক উচ্চমান ছিল।
সঙ্গতকারনে বিপুল সংখক লোক লাইনধরে ভোট দেয়, আমিও..

কিন্তু এরা এ কদিন যা সুরু করেছে ...
আমি খুবই হতাস।
আপনি ঠিকই বলেছেন - এটা তাদের নিজেদের জন্য শুধু বিপজ্জনক তাইই নয়, বহিশক্তি হস্তক্ষেপের অযুহাত তৈরি করবে।

১১| ১২ ই মার্চ, ২০১২ রাত ১০:০৭

আসা২৬৪ বলেছেন: আমি জানি আপনি আওয়ামীলীগ করেন, শুধু করেন বললে ভুল হবে আওয়ামীলীগের যেকোনো খারাপ কাজ আপনি সমরথন করেন,
শুধু আপনি না আওয়ামীলীগের পুরনো ৮০ ভাগ সমর্থকই এইরকম গোঁড়া , তারা পারলে দেশে একটা দল চালু করে, যদিও নতুন প্রজন্মের মধ্যে চেঞ্জ আসছে অনেক , কিন্তু একবার চিন্তা করেন নিরপেক্ষভাবে , বিএনপি খারাপ করছে বলেই আওয়ামীলীগ ক্ষমতায়, কিন্তু আজকে ২-৩ দিন ধরে তারা যা করল , তাতে তাদের কোন লাভ তো হয়নাই, বরং মানুষ তাদের উপর বিরক্ত ,আপনি কামরুল- হানিফ এর মত হাইব্রিড নেতাদের কথা বাদ দেন, তফাএল কিংবা কাদের এর মত সূর্য তারকা কে গিয়ে জিজ্ঞেস করেন , তাদের মনের কথা জানতে চান
আর আমরা যারা এই প্রজন্মের তারা অনেক চিন্তা করে ভোট
দেই ,আমরা এগুলো ভুল্বনা, কি দরকার ছিল এই রকম করার, যেই বিএপি ৩ বছরে একটা হরতাল ঠিক মত সফল করতে পারলনা তারা এমন কি করে ফেলত, ২৬০ টা আসন নিয়ে ক্ষমতায় এসে তাদের এত কিসের ভয়, আজ যদি কেয়ার টেকার ইস্যু আওয়ামীলীগ বিএনপির হাতে তুলে না দিত তবে বিএনপির আন্দলনের কি আদৌ কোন ইস্যু ছিল, অথচ দেশের ৭০ ভাগ মানুষ এখন অন্তত এই ইস্যুতে বিএনপির পক্ষে , অন্যথায় বিএনপি ছিল গর্তজিবি দল ,

১৩ ই মার্চ, ২০১২ রাত ৮:৪৬

হাসান কালবৈশাখী বলেছেন: আপনার ধারনা সম্পুর্ন ভুল,
আমি আওয়ামিলিগ কেন, কোন দলই করি না, ছাত্রজীবনেও করি নি।
তবে একজন রাজনীতিসচেতন ব্যক্তি। একসময় মার্ক্সবাদ-লেনিনবাদের প্রতি দুর্বলতা ছিল।
রক্ষীবাহিনীর সঠিক তথ্য সংগ্রহ করে ব্লগে প্রকাশ করলেই আওমিলিগার হয়ে যায় না।
Click This Link

১২| ১৩ ই মার্চ, ২০১২ সকাল ৯:৩০

জিসান শা ইকরাম বলেছেন:
একুশে টভি , বাংলা ভিশন বন্ধ হয়েছিল.......
এর কোন প্রোয়োজন ছিল না.......

১৩ ই মার্চ, ২০১২ রাত ৮:৫৯

হাসান কালবৈশাখী বলেছেন: ঠিক বলেছেন জিসান ভাই।
খুবই অপ্রয়জনীয় হটকারি সিদ্ধান্ত নিয়েছিল। তদের কাজকর্মে কোন কৌশলের ছাপ দেখা যায় নাই।
মালবাহী ট্রাক, ফেরি চলাচল, ঢাকা ত্যাগরত বাস, ট্রেন, লঞ্চ। সিমিত ভাবে শহর এলাকার বাস চলতে দিলে কোন সমস্যাই হতনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.