নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

আমার পুরোনো পোষ্টের ছবিগুলো কি কখনোই দেখা যাবে না?

২৫ শে জুন, ২০১৩ বিকাল ৩:২৬

সামু আপগ্রেডেশনের পর আমার ছবিযুক্ত পুরোনো লেখাগুলো থেকে সব ছবি 'নেই' হয়ে গেছে। লেখা আছে ছবি নেই।

ভেবেছিলাম আপগ্রেডেশনের কাজ শেষ হওয়ার পর হয়তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু না, দুমাস পার হয়ে গেল, এখনো ছবি নেই অবস্থায় আছে।

আমার পুরোনো পোষ্টের ছবিগুলো কি আর কখনোই দেখা যাবে না?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৩ বিকাল ৫:৩৪

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: সবারই তাহলে একই অবস্থা! আমার তো কোন ছবি ছিলো তাও মনে নেই। এখন?

২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

হাসান কালবৈশাখী বলেছেন: না, সবার ক্ষেত্রে এই সমস্যা হয়নি। সুধু যারা যারা ফেসবুক থেকে ছবি নিয়েছিলেন সুধু তাদের পোষ্টেই এই অবস্থা হয়েছে।

২| ২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমার আপগ্রেডেশানের আগে থেকেই, পোষ্টে খুঁজে খুঁজে কষ্ট করে ছবি দেই, পরে দেখি ছবি উধাও। ফেইসবুক থেকেও দেই নি। ইন্টার্নেট থেকে খুঁজে। এই ছবি আর আসবে না। সমাধান- আবার আপলোড করা। আপনার তো ফেইসবুকে আছে, আবার আপলোড করতে পারবেন। আমি নেট থেকে খুঁজে খুঁজে দিয়েছিলাম। আর পাই না।

২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

হাসান কালবৈশাখী বলেছেন:
বলেনকি! আবার আপলোড করতে হবে? :(( :(
৫০-৬০টা পোষ্ট ...... সবগুলো এডিট করতে করতে বুড়া হয়ে যাব তো।
সংক্ষিপ্ত সহজ কোন উপায় নেই?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.