নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

ভোর রাতে বাসায় আগুন, কেন হচ্ছে!

৩০ শে জুন, ২০১৩ সকাল ১১:৫৬

দুদিন আগে ভোর রাতে খিলগাঁওয়ের রিয়াজবাগে একটি বাসায় আগুনে পুড়ে বড় ছেলেসহ এক দম্পতির নির্মম ভাবে নিহত হয়। নিহত সিরাজউল্লাহর দোতলার ফ্ল্যাটে গিয়ে দেখা যায়, তিনটি শোয়ার ঘরের দুটির আংশিক মালপত্র পুড়ে গেছে। নিহত সিরাজউল্লাহর শোয়ার ঘরের সিলিং ফ্যান পুড়ে বাঁকা হয়ে গেছে। এই ঘরের খাট, তোশক, জাজিম, কাপড়চোপড় ও দরজা পুড়ে গেছে। জানালার কাচ সব উড়ে টুকরা টুকরা হয়ে পাশের টিনের ঘরের ওপর পড়েছে। সিরাজউল্লাহর ঘর থেকে বেরিয়ে ডাইনিং পেরিয়ে যেতে হয় ছেলে রাশিদুলের ঘরে। রাশিদুলের ঘরে গিটার-কম্পিউটার পুড়ে কুঁচকে গেছে। পুড়ে গেছে বসার কক্ষের বৈদ্যুতিক সুইচ বোর্ড, একটি টেবিল ও সোফার অংশবিশেষ।



ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অভিযান) মেজর মোহাম্মদ মাহবুব প্রথম আলোকে বলেন, টেলিভিশন বিস্ফোরিত হলে সিরাজ-ফাতেমা দম্পতির ঘরে আগুন ছড়িয়ে পড়ে। একই সময় আরেক কক্ষে কম্পিউটার বিস্ফোরিত হলে আগুন ছড়িয়ে পড়ে। বৈদ্যুতিক গোলযোগে এ ধরনের বিস্ফোরণ ঘটে।

সামরিক লোকেরা কি সব মাথামোটা হয় নাকি? পৃথিবীতে কোথাও শুনিনি যে, কম্পিউটার বা টিভি বিস্ফোরিত হয়ে আগুন লাগে! এসব যদি বিপদজনক বস্তু হত মার্কিন এয়ারলাইনসগুলো এসবের বিমানে বহন নিসিদ্ধ করতো!

টিভি বা পিসি ভোরাতে কেউ চালিয়ে রাখে নাকি?



ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের বোম্ব ডিজপোজাল ইউনিটের এডিসি মোহাম্মদ ছানোয়ার হোসেন একটি বিশ্বাসযোগ্য কথা বলেছেন -

কোন ফ্ল্যাট বাড়িতে আলো-বাতাস প্রবেশের ঘাটতি দেখা দিলে এক ধরনের দাহ্য গ্যাস জমা হতে থাকে। পরে কোন একসময় ইলেক্ট্রিক শর্ট সার্কিটে কোন ধরনের স্পার্কিং হওয়ার সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে থাকে।

এর আগে ২২শে মে রাজধানীর মুগদা পাড়ায় বাসাবাড়িতে রহস্যজনক বিস্ফোরণে একই পরিবারের চারজন অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এঘটনারও কোন সুষ্ঠু তদন্ত হয়নি।

এর আগে মিরপুরে আইন প্রতিমন্ত্রীর এক ভাগ্নে কথিত ল্যাপটপ বিস্ফোরণে মারা যান। তার কিছদিন আগে মোহাম্মদপুরে এক ব্যবসায়ী বাথরুমে সিগারেট ধরানোর পর বিকট বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এসব দুর্ঘটনারও ফায়ার সার্ভিস ও পুলিশ মামুলি শর্টসার্কিটের দোহাই দিয়ে আর কোন তদন্ত করেন নি। নাগরিকদের কি ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে এ ধরনে কোন নির্দেশনাও ছিল না।



আমার নিজ ধারনা গত পড়শু খিলগায়ের অগ্নিকান্ডটি গ্যাস দুর্ঘটনা। বাথরুমের শুয়ারেজ লাইন থেকে আসা বায়োগ্যাস (মিথেন) যা সারারাত ধরে জমছিল ধিরে ধিরে, রাতে বৃষ্টির কারনে প্রায় সব জানালাই বন্ধ ছিল, ফ্রিজ অটো অন-অফ হওয়ার স্পার্কে জমেথাকা গ্যাস ইগনিশান হয়ে বিষ্ফোরিত হয়, এতে সব জানালার কাঁচ উড়ে গিয়েছিল, ঘরেও আগুন ধরে যায়।

সবার সাবধান ও সচেতন হওয়া উচিত।



খবরের লিঙ্ক

Click This Link

Click This Link

মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৩ দুপুর ১২:০৫

একাকী বাংলাদেশি বলেছেন: দারুন গুরুত্বপূর্ন পোস্ট। ব্যাপারটা আসলেই নজরে আনা দরকার যে কি হয়েছিলো আসলে

৩০ শে জুন, ২০১৩ দুপুর ১২:১৪

হাসান কালবৈশাখী বলেছেন:
এই ঘটনাটি পড়ে দুদিন আমার মাথা ঘুড়ছিল, কিছু একটা লেখা দরকার ছিল, তাই সংক্ষেপে লিখলাম।

২| ৩০ শে জুন, ২০১৩ দুপুর ১২:০৭

কোডনেম ৬৬৬ বলেছেন: বিশ্লেষণটা মারাত্মক হয়েছে।

০১ লা জুলাই, ২০১৩ রাত ১২:৪০

হাসান কালবৈশাখী বলেছেন: ধন্যবাদ।

৩| ৩০ শে জুন, ২০১৩ দুপুর ১২:৩২

বটের ফল বলেছেন: ভালো একটা দিক উম্মোচোন করেছেন আপনি। সম্ভাবমা প্রচন্ড। ধন্যবাদ আপনাকে।

১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩০

হাসান কালবৈশাখী বলেছেন:
সেবা দানকারিদের জবাদদিহিতা ও আইনের আওতায় আনা উচিৎ।
তবে আমাদেরও আরো অধিক সচেতনতা ও সাবধানতা অবলম্বন করতে হবে।

ঢাকার তিতাস গ্যাসের লাইন অনেক পুরোনো, ৩০-৪০ বছর, কখনোই রিপ্লেস করা হয় নি। আর হবেও না।
বৃষ্টি হলেই দেখবেন রাস্তার আনাচে কানাচে বুদবুদ। এ সব লিকেজ গ্যাস অপচয় তো আছেই, আরো আছে বিপদ। গ্যাস লিকেজের কিছু গ্যাস চলে যায়, বাকিটা সুয়ারেজ লাইনে জমা হয়, চাপ বাড়লে তা বিভিন্ন বাসায় বাসায় চলে যেতে পারে। সুয়ারেজ লাইনে এসে জমা বায়োগ্যাসও থাকে
মানসম্পন্ন ভবনে বাথরুমের পানি নির্গমন প্রান্তে সাইফোন (ইংরেজি অক্ষর S এরমত দেখতে পাইপ ফিটিং) লাগানো থাকে, সুয়ারেজের দুর্গন্ধ ঠেকাতে। বেশিরভাগ ভবনে লাগানো থাকেনা, বা ত্রুটিপুর্ন থাকে। তখন দুর্ভাগ্যজনক ভাবে পিটে বায়োগ্যাস/লিকেজ গ্যাস জমলে তা পাইপ দিয়ে রুমে এসে পরে।
রুমে ভেন্টিলেশন না থাকলে বিপদ ঘটার সম্ভাবনা। এক একটি রুম বোমায় পরিনত হয়। ডেটোনেশনের জন্য সামান্য সুইচ স্পার্ক যথেষ্ট।

৪| ৩০ শে জুন, ২০১৩ দুপুর ১২:৩৫

অর্ফিয়াস বলেছেন: ভাই অনেক ধন্যবাদ দারনু পোষ্টটির জন্য।আমারো বিশ্বাস হচ্ছিলোনা ওইসব ফালতু কথা।একটা টিভি বিষ্ফোরিত হয়ে ফ্যান বাকা হয়ে যাবে? হাস্যকর।

তবে আপনার যুক্তিটাই গ্রহনযোগ্য।আমাদের উচিত যথাযোগ্য ভ্যান্টিলেশনের ব্যবস্থা রাখা।তবেই এ ধরনের ঘটনা থেকে বাচা যাবে।

৩০ শে জুন, ২০১৩ বিকাল ৪:০৭

হাসান কালবৈশাখী বলেছেন: খিলগায়ের অগ্নিকান্ডটি গ্যাস দুর্ঘটনা হওয়ার সম্ভাবনাই বেশী।
যদিও বাসাটিতে গ্যাস সংযোগ ছিলনা, ছিল সিলিন্ডার, সিলিন্ডার লিক হয়নি বলেই মনে হয়, কারন রান্না ঘরে আগুনের কোন চিহ্ন ছিলনা।
সুয়ারেজ লাইনে এসে জমা বায়োগ্যাস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশী।

মানসম্পন্ন ভবনে বাথরুমের পানি নির্গমন প্রান্তে সাইফোন (ইংরেজি অক্ষর S এরমত দেখতে পাইপ ফিটিং) লাগানো থাকে, সুয়ারেজের দুর্গন্ধ ঠেকাতে। বেশিরভাগ ভবনে লাগানো থাকেনা, বা ত্রুটিপুর্ন থাকে।
তখন দুর্ভাগ্যজনক ভাবে পিটে বায়োগ্যাস জমলে তা পাইপ দিয়ে রুমে এসে পরে।
রুমে ভেন্টিলেশন না থাকলে বিপদ ঘটার সম্ভাবনা।

৫| ৩০ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪৬

joos বলেছেন: গুরুত্বপূর্ণ কিছু কথা তুলে ধরেছেন। সবারই ব্যাপারটা জানা থাকা উচিৎ।

৩০ শে জুন, ২০১৩ বিকাল ৫:১৭

হাসান কালবৈশাখী বলেছেন: আপনাকে ধন্যবাদ

৬| ৩০ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫৩

খাটাস বলেছেন: যথাযথ যুক্তি। যা বলছেন তা ঘটেছে কিনা নিশ্চিত নয়, তবে যুক্তি সমর্থন যুক্ত। উল্লিখিত দুর্ঘটনার ব্যাপারে করতিপক্ষের সুস্পষ্ট ব্যাখ্যা দেয়া উচিৎ।

৩০ শে জুন, ২০১৩ রাত ১১:০১

হাসান কালবৈশাখী বলেছেন: কর্তিপক্ষের উচিত ছিল অগ্নিনির্বাপন বিভাগ ও সামরিক বা পুলিশের বিষ্ফোরক বিশেষজ্ঞ দিয়ে ভালভাবে তদন্ত করে এই অগ্নিকান্ডের প্রকৃত কারন খুজে বের করা।

এটা করা হয় না, কারন এখানে তো অবৈধ টাকার খেলা নেই, মামলা দিয়ে চাপ দিয়ে টাকা আদায় করার উপায় নেই!

৭| ৩০ শে জুন, ২০১৩ দুপুর ১:০০

ৎঁৎঁৎঁ বলেছেন: পোস্টে প্লাস! ++++++++++++++

কি কি সতর্কতা নেওয়া যেতে পারে আশা করি এর উপরে লিখবেন!

৩০ শে জুন, ২০১৩ রাত ১১:১০

হাসান কালবৈশাখী বলেছেন: আমি তো কোন বিশেষজ্ঞ নই, তাই কি কি সতর্কতা নিতে হবে তা বলতে পারছিনা। এক্সপার্টদের কাছে জেনে নিয়ে পরে বিস্তারিত জানানোর ইচ্ছা রাখি।
ধন্যবাদ।

৮| ৩০ শে জুন, ২০১৩ দুপুর ১:০৪

রাজীব বলেছেন: যেসব বাসায় বিস্ফোরন হয়েছে তারা বাড়িতে এসি ইউজ করত কিনা দেখা উচিৎ।
এসি থাকলে জানালা বন্ধ থাকে ফলে গ্যাস জমার সুযোগ পায়।

৩০ শে জুন, ২০১৩ বিকাল ৫:২১

হাসান কালবৈশাখী বলেছেন: - না।
খিলগাঁওয়ের রিয়াজবাগের বাসাটিতে এসি ছিলনা।

৯| ০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১৬

ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
টিভি বিষ্ফোরিত হয়ে যাবে? হাস্যকর।

১০| ১৮ ই জুলাই, ২০১৩ সকাল ৯:০৯

লোপা এসহক বলেছেন: চিন্তার কথা :|

১১| ০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৪

বাংলার হাসান বলেছেন: বিশ্লেষণটায় যুক্তি আছে।

০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৯

হাসান কালবৈশাখী বলেছেন:
বিলম্ব হলেও কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.