নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

দির্ঘ ৬ মাস এই নিবন্ধটির সাফাই গেয়ে এখন বেমালুম অস্বীকার!

০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৫:৩০

নিবন্ধটির সম্পুর্ন বংগানুবাদ একই দিনে মানবজমিন, বাংলাদেশপ্রতিদিন সহ কয়েকটি পত্রিকায় প্রথম পাতায় ছাপা হয়েছিল।

Click This Link



গত জানুয়ারী মাসের ৩০ তারিখে ওয়াশিংটন টাইমস পত্রিকায় খালেদা জিয়ার একটি নিবন্ধ ছাপা হয়, পত্রিকার ওপেনিয়ন কলামে। ম্যাডাম খালেদার নামেই ছাপা হয়। নিচে লেখা ছিল -

Begum Khaleda Zia is former prime minister of Bangladesh and current leader of the opposition.



দেশের সবগুলো পত্রিকা এ খবরটি ফলাও করে প্রকাশ করে, টিভিতেও ...

লেখাটি নিয়ে বেশ আলোড়ন বয়ে যায় দেশে। লেখাতে খুব তীব্রভাষায় আওয়ামী সরকারকে আক্রমন করা হয়। বলা হয় যুদ্ধাপরাধীদের বিচারের নামে বিরোধীদল দমন করা হচ্ছে, এতে মার্কিন এম্বাসেডরও নাকি তার (খালেদার) সাথে একমত!

চামচামি করতে হাস্যকর মিথ্যাচার ... আমেরিকা নাকি ৭১এ বাংলাদেশের প্রথম স্বীকৃতি দেয়া দেশ এবং মুক্তিযুদ্ধের সবচেয়ে বেশী সমর্থনকারি দেশ!



লেখাতে সবচেয়ে আপত্তিকর ছিল খালেদা জিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আবেদন জানাচ্ছেন বাংলাদেশে হস্তক্ষেপ করার জন্য, খুব স্পষ্টভাবেই! সুধু GSP বাতিলই না, অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরপেরও আবেদন!(যুদ্ধাপরাধীদের বাঁচাতে কতখানি মরিয়া!)

এই লেখা প্রকাশ হওয়ার পর খালেদার ব্যপক সমালোচনা হয়। টকশোতে, পত্রিকায়, ব্লগে, ফেসবুকে। কট্টর বিএনপি সমর্থক বদর উদ্দিন ওমরও এই লেখার বিরুদ্ধে কলাম লেখেন,

সুত্র- সমকাল

তখনও বিএনপি নেতারা এই লেখার সাফাই গাইতে থাকেন।

এক আওয়ামী আইনজীবি খালেদার লেখার বিরুদ্ধে রাষ্ট্রদদ্রোহ মামলা করেছিলেন, তখন খালেদার পক্ষের উকিল অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া আদালতের সামনে সাংবাদিকদের বলেন,-

"খালেদা জিয়া দেশের তিনবারের প্রধানমন্ত্রী। দেশের সামগ্রিক বিষয় তুলে ধরে তিনি ওয়াশিংটন পোস্টে নিবন্ধ লিখেছেন। এতে দেশের মর্যাদা আরও বৃদ্ধি পেয়েছে"।

সুত্র- আমার দেশ।

(মামলাটি অবস্য পরে টেকনিক্যাল কারনে খারিজ হয়ে যায়)



তখন ব্যারিষ্টার মওদুদ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে বলেছিলেন, "ওয়াশিংটন টাইমস-এ লেখা খালেদা জিয়ার নিবন্ধে সরকারের আঁতে ঘা লেগেছে। এতে ... প্রমাণ করে যে দুর্নীতি ও দুঃশাসন নিয়ে সত্য কথা লেখা হয়েছে। তিনি বলেন, এই লেখায় বাংলাদেশের গণতন্ত্র ও ১৬ কোটি মানুষের স্বার্থ রক্ষার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া।"

সুত্র- প্রথম আলো।



দির্ঘ ৬ মাস এই নিবন্ধটির সাফাই গেয়ে এখন বেমালুম অস্বীকার!

"এই লেখা আমার না, এই চিঠি আমার না"!



এদেশে সবই সম্ভব!



মূল নিবন্ধটি এখানে -

Click This Link

মন্তব্য ৩৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৫

জগ বলেছেন: @হাসান বালবৈশাখী, মার্কিন যুক্তরাষ্ট্র জিএসপি বাতিল করছে কেন সেইটা খুব স্পষ্ট ভাবেই তারা তাদের বক্তব্যে উল্লেখ করছে। গার্মেন্টস-এ আগুন, ধ্বস - এইগুলার বিরুদ্ধে বাল সরকার কোন ব্যাবস্থা নেয় নাই - এই জন্য গারমেন্টস শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশকে কিছুটা চাপ দিয়ে কাজ আদায় করার কৌশল নিয়েছে মার্কিনীরা। বাল সরকার সেইটাকে খালেদা জিয়ার ঘাড়ে চাপানোর অন্যায় চেষ্টা করতেছে।

হালায় আপনাগো কথা শুইনা মনে হইতেছে ওবামা প্রশাসন খালেদার কথায় উঠে বসে।

বাল ভোকাল - গিরি কইরা আর কতদিন চলবেন, এখনও টাইম আছে ভাল হইয়া যান

০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

হাসান কালবৈশাখী বলেছেন: একমত, সুধু খালেদার কথায় GSP বাতিল করার প্রশ্নই আসেনা।

এখানে খালেদা চরম নৈতিক অপরাধ করেছেন, তিনি বাংলাদেশ এবং নাগরিকদের ক্ষতি কামনা করেছেন!

তিনি সুধু GSP বাতিলই চাননি, সর্বাত্তক অবরোধ ও বাংলাদেশী নাগরিকদের আমেরিকায় ট্রাভেল ব্যান চেয়েছেন!
The Western powers should consider targeted travel and other sanctions
উনি আওয়ামি সরকারের প্রতি অন্ধ ক্ষোভে দেশের ক্ষতি চেয়েছেন!

২| ০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৯

বিদেশী গুপ্তচর বলেছেন: জগ এর সাথে একমত

০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

হাসান কালবৈশাখী বলেছেন:
জগ বা বদনারে যে জবাব দিছি সেটার সাথেও একমত হন।

৩| ০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৯

শফিক আলম বলেছেন: বেগম সাহেবা সব সময়ই এই রকম। মিথ্যাভাষন, পিছনের দরজা আর ষড়যন্ত্র এইসব ছাড়া তিনি অন্য কিছু বুঝেন না।

০২ রা জুলাই, ২০১৩ রাত ৮:৩৩

হাসান কালবৈশাখী বলেছেন: - ঠিক।

৪| ০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৪

অপর্না হালদার বলেছেন: শর্ট টাইম লস মেমোরি'দের লিডার খালেদা ফালু ।


০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

হাসান কালবৈশাখী বলেছেন: মেমরি লস বইলা বাঁচার উপায় নাই!

মাত্র ৫-৬ আগের কথা, টকশোতে যা বলছিল নিলুফা আপা, তুহিন মালিক, এইসব কিছু বাতাসে মিলাইয়া যাইতে পারে, কিন্তু ছাপার অক্ষরে যা বলছে এইসব তো মোছার উপায় নাই!
৬ মাস পর "এই লেখা আমার না" বইলা পার পাওয়ার উপায় নাই।

৫| ০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

নিয়ামুল ইসলাম বলেছেন: স্থগিত কেন করেছে তা বলা আছে, ওইটা তিনি স্পষ্ট বলতে পারতেন সংসদে কিন্তু উনি এত দুঃখের মাঝে আমাদের কিছু বিনুদন এবং লিগের হাতে বোকার মত কিছু ইসু তুলে দিল। X( X(

০২ রা জুলাই, ২০১৩ রাত ৯:৩৮

হাসান কালবৈশাখী বলেছেন: হ্যা, স্পষ্ট করে বলতে পারতেন অনেক কিছুই।

তবে লেখাটা উনি নিজে লেখেননাই, এমনকি লেখাটি ওনার নিজের মনের ভাষাও না।
কেউ ওনাকে লিখে দিয়েছে, বিএনপির হাইকমান্ডের একটি অংশের ইচ্ছায়।
লিখেছে খুব সম্ভব ডঃ ইউনুস, বা ডঃ ইউনুসের ড্রাফটে সফিক রেহমান!

ম্যাডাম জিয়া হয়তো এটার বংগানুবাদ পড়েও দেখেন নি!

৬| ০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

মামুন হতভাগা বলেছেন: বিএনপি-জামাত কখন কি কয় এইটা নিয়ে চিন্তা করে লাভ আছে?

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:১১

হাসান কালবৈশাখী বলেছেন: চিন্তা করে লাভ নাই ঠিকই।

ওনারা ভাবেন, ভরসা রাখেন হয়তো দেশের পাবলিকেরও হয়তো শর্ট মেমরি!

৭| ০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

খাটাস বলেছেন: জগ খুব বেশি কট্টর পন্থি, মুক্ত চিন্তা করতে দেখি নি এখন পর্যন্ত।
সুধু খালেদার কথায় GSP বাতিল করার প্রশ্নই আসেনা।

এখানে খালেদা চরম নৈতিক অপরাধ করেছেন, তিনি বাংলাদেশ এবং নাগরিকদের ক্ষতি কামনা করেছেন!

০২ রা জুলাই, ২০১৩ রাত ৯:৪৪

হাসান কালবৈশাখী বলেছেন: জগ বা বদনা খুব বেশি কট্টর পন্থি! X(

৮| ০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

হ্যারিয়ার টু বলেছেন: শর্ট মেমোরি লস সিন্ড্রম!

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:৫০

হাসান কালবৈশাখী বলেছেন: - True.

৯| ০২ রা জুলাই, ২০১৩ রাত ৯:১০

ঐকতান০০৮ বলেছেন: সুধু খালেদার কথায় GSP বাতিল করার প্রশ্নই আসেনা।

এখানে খালেদা চরম নৈতিক অপরাধ করেছেন, তিনি বাংলাদেশ এবং নাগরিকদের ক্ষতি কামনা করেছেন!

০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৮:১৭

হাসান কালবৈশাখী বলেছেন: - হ্যা, সেটাই, এখন সত্যি সত্যি gsp বাতিল হওয়ার পর লজ্জায় বলছেন
- আমি করি নাই!

১০| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১০:৩১

ইন্ড্রাস্ট্রিয়াল জয় বলেছেন: "এই লেখা আমার না, এই চিঠি আমার না"!

এদেশে সবই সম্ভব!

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:৩৪

হাসান কালবৈশাখী বলেছেন: এই লেখা আমার না,
এইডা লেখছে ইউনুস! লেখছে সফিক রেহমান। আমি কি জানি?

১১| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৮:৫৩

হাসান কালবৈশাখী বলেছেন: কনফার্মেশন পাওয়া গেছে-

নিবন্ধটি খালেদারই: ওয়াশিংটন টাইমস

নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published: 2013-07-02 14:29:03.0 Updated: 2013-07-02 15:14:39.0
এ বছরের ৩০ জানুয়ারি প্রকাশিত আলোচিত নিবন্ধটি খালেদা জিয়ার বলে নিশ্চিত হয়েই তা ছাপিয়েছে মার্কিন দৈনিক ওয়াশিংটন টাইমস।
Click This Link

১২| ০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:১১

ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন: দিনদুপুরে ডাহা মিথ্যাচার! এদেশেই সম্ভব

০৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৩

হাসান কালবৈশাখী বলেছেন: এদেশে সবই সম্ভব!

১৩| ০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

পরিবেশ বন্ধু বলেছেন: ডাহা মিথ্যাচার! এদেশেই সম্ভব
ক্যাপ্টেন ম্যাক এর কথা যথার্থ

০৩ রা জুলাই, ২০১৩ রাত ৮:৫৬

হাসান কালবৈশাখী বলেছেন:
দির্ঘ ৬ মাস বিভিন্ন সময় এই নিবন্ধের সুনাম গাইছিলেন নেতারা।
আওয়ামীলীগ এই নিবন্ধের নিন্দা জানালে তারা সাফাই গেয়েছেন।

এ নিয়ে মামলা হলে, মামলা লড়েছেন, আদালতে তার আইনজীবি বলেছেন -

"তিনি দেশের তিনবারের প্রধানমন্ত্রী। দেশের সামগ্রিক বিষয় তুলে ধরে তিনি ওয়াশিংটন পোস্টে নিবন্ধ লিখেছেন। এতে দেশের মর্যাদা আরও বৃদ্ধি পেয়েছে"।
Click This Link

৬ মাসে একবারও বলেন নি - এ লেখা আমার না।

এখন বাঁকে পড়ে এখন উলটো কথা বলছেন!

১৪| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:০৭

সুমন্ত বলেছেন: লজ্জালজ্জালজ্জালজ্জালজ্জালজ্জালজ্জালজ্জা

০৫ ই জুলাই, ২০১৩ রাত ২:৩৬

হাসান কালবৈশাখী বলেছেন: লজ্জা!

১৫| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:২৫

লোপা এসহক বলেছেন: লজ্জা .. লজ্জা!

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:২১

হাসান কালবৈশাখী বলেছেন: লজ্জা? এদেশের রাজনীতিকদের লজ্জা জিনিসটা নেই

১৬| ০৪ ঠা জুলাই, ২০১৩ ভোর ৪:০৫

এই আমি সেই আমি বলেছেন: খালেদার কথায় আমেরিকা জি এস পি সুবিধা বাদ দিয়েছে এটা ঠিক নয় বা এটা বলা যাবে না । কিন্তু আমেরিকা এটা বাদ দিয়েছে এবং খালেদা এটাই চেয়েছিলেন , এটা অস্বীকার করার সুযোগ নেই ।


এটা দেশের জন্য অমঙ্গল এবং খালেদা দেশের অমঙ্গল চেয়েছিলেন ।

Do not through the baby with dirty. ময়লা ফেলতে গিয়ে শিশু টিকে ফেলে দিওনা । আসলে আমেরিকা কেন জি এস পি সুবিধা বাদ করল ঠিক বোধগম্য নয় । বাজারে অনেক ফিস ফিসানি ।ডঃ ইউনুস , চিটাগাং পোর্ট , বাংলাদেশে ঘাটি সঠিক কারণ জানা যাবেনা , কিন্তু যে ছুতা বা বাহানা ওরা দেখাচ্ছে অবশ্যই সেটা নয় ।

০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১০:২৪

হাসান কালবৈশাখী বলেছেন: চরম নৈতিক অপরাধ করেছেন,
তিনি বাংলাদেশ এবং নাগরিকদের ক্ষতি কামনা করেছেন!

১৭| ০৪ ঠা জুলাই, ২০১৩ ভোর ৪:১৩

নতুন বলেছেন: যেই দেশে জনগন অন্ধ...সেই দেশে এই রকমের মিথ্যাচার কো কিছুইনা... X( X( X(

মানুষ নিজের চোখে বিশ্বজিতের হত্যা টিভিতে দেথেছে.... আওয়ামীলীগের ভোট কয়টা কমবে তাতে?

আর ঐ লেখা অবশ্যই খালেদার লেখা না... ১০০% সত্য... ( তার পক্ষে ঐ রকমের ইংরেজী চিঠি লেখা সম্ভবনা--- তাই খালেদা সংসদে মিথ্যা বলেন নাই ) B-)) B-))

এখন ম্যাডামকে জিস্গাসা করতে হবে তিনি কাকে চিঠি লিখে দিতে বলেছিলেন.... ;)

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১১:৫৪

হাসান কালবৈশাখী বলেছেন: ভাল বলছেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.