নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm
সিটি নির্বাচনে ফলাফল এরকমই হবে।
মানুষ এখন অনেক সচেতন, নগরীর লোকজন কি চায়?
সাধারনত মানুষ মনস্তাত্তিক ভাবে চাইবে তাদের নগর পিতা হউক ক্ষমতাসিন সরকারের বলয়ের বাইরের কোন লোক। যে দুর্নিতি করলে সরকার নিজেই চেপে ধরবে। এতে সিটি কর্পোরেশন অনেকটা দুর্নিতি মুক্ত থাকবে বলে ধারনা জন্মেছে!
চট্টগ্রাম, নারায়নগঞ্জ ও গত মাসে ৪ টি বিভাগে ও গতকাল গাজিপুরে এই মনস্তত্তই কাজ করেছে।
বিএনপি ক্ষমতায় থাকলে এর উল্টাটাই দেখা যেত।
ঢাকা সিটি কর্পোরেশনেও এই রকম ফলাফলই দেখা যাবে।
মানুষ সিটি নির্বাচনে ক্ষমতাসিন সরকারের বাইরের কোন লোককেই চাইবে, সে যোগ্য না হলেও!
কারন সরকার ও মেয়র একই দলের হলে দুর্নিতী ধরবে কে?
আগামি সাধারন নির্বাচনে এই ইশুটি থাকবেনা নিশ্চিত থাকতে পারেন।
বিএনপি এ কয়দিনে এমন কোন সোয়াব কামাই করে নাই যে মানুষ গদ গদ হয়ে ভালবেসে ভোট দিবে।
০৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
হাসান কালবৈশাখী বলেছেন: জালেমলীগ!
বিএনপি কি আলেম লিগ?
০৯ ই জুলাই, ২০১৩ রাত ১:৫১
হাসান কালবৈশাখী বলেছেন: বিএনপি এ কয়দিনে এমন কোন সোয়াব কামাই করে নাই যে মানুষ গদ গদ হয়ে ভোট দিবে!
আমার দাবি সঠিক।
কারন মানুষ সঙ্গত কারনেই সরকারি দলের বাইরের একজনকে মেয়র নির্বাচিত করেছে।
আবার একই সাথে সমতা রক্ষার তাগিদে কাউন্সিলার ভোটটি সরকারি দলকে দিয়েছে।
মানুষ বুঝেশুনেই ভোট দিয়েছে।
'জালেমলীগের হাত থেকে বাচার জন্য' কথাটা খাটে না।
নইলে বেশিরভাগ কাউন্সিলর পদ আওয়ামী লীগ পাওয়ার কথা না।
২| ০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৪
জেড সৈনিক বলেছেন: বেহায়াপনার একটা সীমা থাকা দরকার ভাই। আয়োডিনযুক্ত লবণ খেয়ে আপনার লেখাটি আবার পড়ুন, আমি নিশ্চিত এমন হাস্যকর যুক্তি আপনাকে বহুদিন হাসাবে ।
০৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪৪
হাসান কালবৈশাখী বলেছেন:
আপনার ব্লগ দেখে এলাম, জামাতি-হেফাজতি সাফাই করা আর গনজাগরনের কুৎসা দেখলাম ...
৩| ০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৪
জামান2021 বলেছেন:
৪| ০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৫২
নষ্ট ছেলে বলেছেন: সিটি করপোরেশনের নির্বাচনের প্রভাবই পরবর্তী জাতীয় নির্বাচনে দেখা যায়।
১০ ই জুলাই, ২০১৩ রাত ১:০৯
হাসান কালবৈশাখী বলেছেন: মনে হয় না।
অপেক্ষা করেন, সময়ই বলে দিবে।
৫| ০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৯
এমজামান বলেছেন: চান্দের দেশে থাকেন বুঝি?
০৯ ই জুলাই, ২০১৩ রাত ১২:০৫
হাসান কালবৈশাখী বলেছেন: ছিলাম তো ..
কিন্তু একদিন ঝুলন্ত মেশিন কাঁধে নিয়ে আপনাদের 'আব্বা সায়েদি' হাজির!
তাই আর থাকা গেলনা ..
৬| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫৯
রিয়াজ৩৬ বলেছেন: নগর পিতা হউক ক্ষমতাসিন সরকারের বলয়ের বাইরের কোন লোক। যে দুর্নিতি করলে সরকার নিজেই চেপে ধরবে। এতে সিটি কর্পোরেশন অনেকটা দুর্নিতি মুক্ত থাকবে বলে ধারনা জন্মেছে![/sb
তার মানে সিটি কর্পোরেশন দূর্নীতিমুক্ত থাকলেই চলবে, গোটা দেশ দূর্নীতিতে ডুবে থাকলে সমস্যা নাই। কারণ সরকারকে চেপে ধরার লোক নাই!
অতএব,,অবিলম্বে দেশের সকল গ্রাম একেকটা সিটি কর্পোরেশন করা হোক।
০৭ ই জুলাই, ২০১৩ রাত ১০:২১
হাসান কালবৈশাখী বলেছেন:
আপনার কি ধরনা বিএনপি আসলে দেশ দুর্নিতিমুক্ত হয়ে যাবে?
আচ্ছা আপনারা বিএনপির ভেতর পেয়েছেন টা কি!
দলছুট চোরচোট্টা নিয়ে গঠিত দলটির আদর্শহীন একটি দল! যে দলের এজেন্ডা ও লক্ষ্য বেশিরভাগ নেতাদের কাছেই অস্পষ্ট।
মহান মুক্তিযুদ্ধ, যুদ্ধাপরাধ নিয়ে তাদের অবস্থান- অস্পষ্ট ... ঘুরান্ন্যা কথা।
নেত্রী একজন বকলম, যার দাপ্তরিক কাজ এমনকি ভাষণটা পর্যন্ত আরেকজনকে লিখে দিতে হয়।
আর এদের দুর্নিতির ইতিহাস বলতে গেলে কলমের কালি শেষ হয়ে যাবে ....
৭| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: বলি হাম্বালীগার সবাই কি ন'টানের মহিমায় বু'দ হয়ে আছে নাকি!!!!!!
আবার আপ্নেরা জিগাইয়েনা ন'টানের মহিমা কি?
পুরা গ্রুপের লেখার ষ্টাইলই একইরকম!!!!!!!! মহিমাক্রান্ত
৮| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: বলি হাম্বালীগার সবাই কি ন'টানের মহিমায় বু'দ হয়ে আছে নাকি!!!!!!
আবার আপ্নেরা জিগাইয়েনা ন'টানের মহিমা কি?
পুরা গ্রুপের লেখার ষ্টাইলই একইরকম!!!!!!!! মহিমাক্রান্ত
৯| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: @ বিদ্রোহী ভৃগু , ন'টানের মহিমা আপনারে জিগানের কাম কি ?
সেইটা অনেক আগেই কিশোর কুমার বলে গেছেন
১০| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩৭
গেস্টাপো বলেছেন: বিএনপি কিচু করে নাই দেখেই (আলেম হত্যা,পদ্মা সেতু,সোনালি ব্যাংক) সাধারন মানুষ তাদের ভোট দেবে।জালেমলীগের হাত থেকে দেশের সাধারন মানুষরা মুক্তি চাইছে,৫ ই মের গণহত্যার বিচার চাইছে
০৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩১
হাসান কালবৈশাখী বলেছেন: আলেম হত্যা?
একটা আলেমও হত্যা তো দুরের কথা, আহতও হয় নাই। কর্মি কয়েকজন আহত-নিহত হয়েছে, যা এতবড় ঘটনার তুলনায় সামান্যই।
পদ্মা সেতুর কনসালটেন্সি ফার্মের ২-১০% কমিশন ডাকাতি বলা যায় না। ডাকাতির চেষ্টা হয়েছিল বলা যেতে পারে।
ঠিকাদাররা প্রথমেই খাতায় লাভের একটা অংশ রাখে ঘুশ দেয়ার জন্য। এটা ওপেন সিক্রেট। মার্কিন কানাডা সরকার বর্তমানে এইসব ম্যাল্প্র্যাকটিক্স বন্ধ করতে বদ্ধ পরিকর।
হাওয়া ভবন প্রোডাক্ট হলমার্ক ও ডেষ্টিনির মালিক সহ চৌদ্দগুষ্টি শিকের ভেতর আটক করা হয়েছে। তাদের কল-কারখানা, ডেভেলপারদের জমি সহ সমুদয় সম্পত্তি বাযেয়াপ্ত করা আছে।
হলমার্কের অবৈধ লোনের খবর ডিজিটাল সিস্টেমে অটো বাংলাদেশ ব্যাঙ্কে যাওয়ার ব্যাবস্থা করাতেই এই ডাকাতি ধরা সম্ভব হয়েছিল,
এর মধ্যে কোন মন্ত্রী জরিত থাকলে আদালতে কেউ না কেউ বলবেই।
রেলের টাকাও মারতে পারে নাই, বিজিবির হাতে ধরা পরেছে। নিয়োগ প্রকৃয়া বাতিল হয়েছে।
সুতরাং এই সব ডাকাতি বা দুর্নিতি হইছে, এইটা বলা যায় না।
বরং ডাকাতি চেষ্টা হইছে বলা যায়।
কিন্তু সরকারি বিভিন্ন আইনশৃংখলা রক্ষা বাহিনী ও গোয়েন্দা এজেন্সি ও মুক্ত গনমাধমের সাহায্যে এইসব ডাকাতি চেষ্টা নস্যাৎ করে দেয়া হইছে বলা যেতে পারে।
এইজন্য সরকারের বরং ধন্যবাদ পাওয়া উচিত।
১১| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১০:২৬
নষ্ট ছেলে বলেছেন: পিলখানা হত্যাকান্ডের ঘটনা সেনাবাহিনী কোনদিন ভুলতে পারবে না। যেদিন তাদের রাইফলে গর্জে উঠবে সেদিন আওয়ামী লীগ আর পালাবার পথ পাবে না। গুলির শব্দ কানে পৌছানোর পূর্বেই তা বুক বেদ করে যাবে।
০৮ ই জুলাই, ২০১৩ রাত ২:১৩
হাসান কালবৈশাখী বলেছেন:
না জেনে না বুঝে ফাউল গুজব ছড়াবেন না।
পিলখানা হত্যাকান্ডের বিচার চলছে।
বিদ্রহের বিচার শুনানি শেষ হয়েছে, হত্যাকান্ডের বিচার চলছে,
বেঁচে যাওয়া শতাধিক সেনা অফিসার শাখ্য দিয়েছেন ও দিবেন। এতে আওমীলীগের কেউ জড়িত থাকলে অবস্যই বেরিয়ে আসবে।
মানুষ অন্তত ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে কেউ মিথ্যা বলতে পারে না।
বিডিআর বিদ্রোহের কিছু জানা অজানা তথ্য ৩ পর্বে আমার লেখাগুলো পড়ুন।
Part 1 - কি ঘটেছিল সেদিন দরবার হলে?
Click This Link
part2 - বিডিআর বিদ্রোহ। উদ্ধার পর্ব, যে কারনে সেনা অভিযান সম্ভব হয়নি।
Click This Link
Part 3 - জেনারেল সাকিলের ময়নাতদন্ত রিপোর্ট, কিছু সত্য বেরিয়ে আসা।
Click This Link.
১২| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৬
রাজীব বলেছেন: মানুষ ঠিকই বুঝে যে মেয়র ও সরকার ২ পক্ষের হলে উন্নয়ন হবে না, কারন তখন বাজেট নিয়ে ৯-৬ (চুদুর বুদুর) হবে।
যেহেতু একটি দল মাত্র ৩ মাস আছে আর বাকী দল হয়ত ৪ বছর ৯ মাস থাকবে তাই জনগন বুঝ শুনেই ভোট দিয়েছে হয়ত।
০৮ ই জুলাই, ২০১৩ রাত ১:৩৯
হাসান কালবৈশাখী বলেছেন:
আপনি অদ্ভুত কথা বলছেন।
আগেও বেশিরভাগ মেয়র, চেয়ারম্যান বিরোধি দলের ছিল।
এদের কোন পৌরসভা বা কর্পোরেশনের বাজেট বন্ধ ছিল না, উন্নয়নও বন্ধ ছিলনা। রাস্তার বাত্তিও বন্ধ হয় নাই।
১৩| ০৮ ই জুলাই, ২০১৩ ভোর ৫:০৬
মতিউর রহমান মিঠু বলেছেন: মি.কালবৈশাখী, মাথা ঠিক আছেতো!!
"সাধারনত মানুষ মনস্তাত্তিক ভাবে চাইবে তাদের নগর পিতা হউক ক্ষমতাসিন সরকারের বলয়ের বাইরের কোন লোক। যে দুর্নিতি করলে সরকার নিজেই চেপে ধরবে। এতে সিটি কর্পোরেশন অনেকটা দুর্নিতি মুক্ত থাকবে বলে ধারনা জন্মেছে!"
এই সুত্রের আবিস্কারক কে ভাই?? এতোদিন মানুষ বলতো, এম পি, চেয়ারম্যান, মেম্বর ও মেয়র সরকারী দলের হলে ভাল, কারন- সরকারী দলের হলে সুবিদা বেশি পাবে বা বরাদ্ধও বেশি পাবে এবং উন্নয়নও বেশি হবে। এ কথাগুলো মানুষ আগেও বলতো এবং এখনো বলে, এবং কথাগুলো মিথ্যা না।
পরাজয় সরকার মেনে নিলেও আপনাদের মতো কিছু অতি আওয়ামী সমর্থক মানতে পারছেন না, এ যেন "মায়ের চেয়ে মাসির দরদ বেশি" এমন। তাই নতুন নতুন হাস্যকর যুক্তি নিয়ে হাজির হচ্ছেন।
টিনের চশমা পরে চলতে চান চলেন, অন্যকে চশমা পরানো দিন প্রায় শেষ ভাইজান। চোখ থাকতেও যে অন্ধ তাকে আলো দেখানো সম্ভব না, আপনিও এই দলের একজন তাই আপনাকেও সত্য বলাতে শেখানো অসম্ভব। আপনি হাস্যকর যুক্তি নিয়ে থাকুন।
০৯ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৫
হাসান কালবৈশাখী বলেছেন:
চেয়ারম্যান, মেম্বর ও মেয়র সরকারী দলের হলে সুবিধা বেশি পাবে বা বরাদ্ধও বেশি পাবে, ঠিক আছে।
কিন্তু বরাদ্দ পুরোটা মেরে দিলেও কেউ কিছু বলতে সাহস পাবে না। সরকারও মামলা করবে না।
আর বিরোধি দলের হলে বরদ্দের সামান্য অংশ দুইনম্বরি করলেই সরকার চেপে ধরবে।
মুলকথা এটাই।
১৪| ০৮ ই জুলাই, ২০১৩ ভোর ৫:৩৮
মতিউর রহমান মিঠু বলেছেন: "বিডিআর বিদ্রোহের কিছু জানা অজানা তথ্য ৩ পর্বে আমার লেখাগুলো পড়ুন।
Part 1 - কি ঘটেছিল সেদিন দরবার হলে?
Click This Link
part2 - বিডিআর বিদ্রোহ। উদ্ধার পর্ব, যে কারনে সেনা অভিযান সম্ভব হয়নি।
Click This Link
Part 3 - জেনারেল সাকিলের ময়নাতদন্ত রিপোর্ট, কিছু সত্য বেরিয়ে আসা।
Click This Link. "
ভাই বালবৈশাখী, ভুল বুঝবেন না "বাল BAL" বলতে 'বাংলাদেশ .....লীগ' বুঝালাম। বি ডি আর নিয়ে আপনার পোষ্টগুলো:
১)কি ঘটেছিল সেদিন দরবার হলে?? আপনি জানেন নাকি সত্যি সেদিন কি ঘটেছিল, এর বিশ্বাসযোগ্য কোন সুত্র আপনার কাছে আছে কি??
২)বিডিআর বিদ্রোহ। উদ্ধার পর্ব, যে কারনে সেনা অভিযান সম্ভব হয়নি?? কি সেই কারন যার জন্য সেনা অভিযান সম্ভব হয়নি?? আপনি ভাই নিশ্চই প্রধানমন্ত্রীর উপদেষ্টা বা এই লেভেলের কেউ, যে কারনে আপনি সবই জানেন তাইনা ভাইজান?? আর এর বাস্তব প্রমান কি ভাইধন??
৩)জেনারেল সাকিলের ময়নাতদন্ত রিপোর্ট, কিছু সত্য বেরিয়ে আসা।- একজন মানুষের ময়নাতদন্ত রিপোর্ট দিয়ে কি এমন সত্য বেড়লো এবং তা কতোটুকু বিশ্বাসযোগ্য সত্য ভাইজান??
আপনারা পারেনও ভাই। পোষ্ট পড়লে মনে হয় আপনারা দেশের নিতী-নির্ধারক পর্যায়ের ব্যক্তি!! সবজান্তা শমশের .................................................
০৯ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫৮
হাসান কালবৈশাখী বলেছেন:
"বাল BAL" বলতে চ্যাটের বালই বুঝাইছেন। বাল মনে করেই লেখাটা পড়েনতো নাইই, চোখটাও বুলান নাই। নইলে এই মন্তব্য করতেন না!
এর বিশ্বাসযোগ্য কোন সুত্র আপনার কাছে আছে কি??
সুত্র দেয়া আছে পোষ্টের শেষে,
NB:- এই পোষ্টের প্রায় সকল তথ্য বিদ্রোহের ৩য় বার্ষিকীতে প্রথম আলো ও ২৬ ও ২৭ ফেব্রুয়ারী ২০০৯ এ প্রকাশিত দৈনিক পত্রীকাগুলো থেকে নেয়া, ছবি ফেসবুক ও গুগল থেকে প্রাপ্ত।
প্রত্যক্ষদর্শি সৈনিকের বক্তব্যে, লেঃ কঃ কামরুজ্জামানের বক্তব্যের অংশবিশেষ স্কান করা পত্রিকার কাটিং দিয়েছিলাম।
কিন্তু সামু আপগ্রেডেশনের পর আমার ছবিযুক্ত পুরোনো লেখাগুলো থেকে সব ছবি 'নেই' হয়ে গেছে।
আমি সময় পেলেই এডিট করে ছবিগুলো রিএড করব।
পোষ্টের সকল তথ্যই পত্রপত্রিকা থেকে নেয়া। আমার নিজস্য বক্তব্য সামান্যই।
২য় পর্বের সেনাবাহিনীর ২৫ তারিখে আনিত অস্ত্রগুলো যে বিমান বিধ্বংশি কামান, এই তথ্য কোন পত্রিকায় বা মিডিয়াতে আসেনি। এটি আমার নিজস্য ধারনা। আমার ধারনা সঠিক প্রমানিত হয়েছে।
কারন পোষ্টে প্রাক্তন সেনা কর্মকর্তারা বা এক্সপার্টরা অন্যন্ন বিষয়ে দ্বিমত প্রকাশ করলেও অস্ত্রগুলো যে A A Gun এ ব্যাপারে একমত ছিল।
১৫| ০৮ ই জুলাই, ২০১৩ সকাল ৮:১৬
হ্যারিয়ার টু বলেছেন:
বিএনপি এমন কোন সোয়াবের কাম করে নাই য মানুষ গদ গদ হেয় ভালেবে সে ভোট দিবে!
সহমত।
০৯ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
হাসান কালবৈশাখী বলেছেন: বিএনপি এ কয়দিনে এমন কোন সোয়াবের কাম করে নাই যে মানুষ গদ গদ হয়ে ভালবেসে ভোট দিবে!
১৬| ০৮ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০৩
ইসপাত কঠিন বলেছেন: হাসান ভাই @ একটা অনুরোধ। এর পর থেকে বিডিআর বিদ্রোহ সংক্রান্ত আলোচনায় আপনার লেখার রেফারেন্স দিলে সাথে আমার দয়া করে আমার লেখা দুটোও দিয়ে দিবেন।
বিডিআর বিদ্রোহ নিয়ে হাসান কালবৈশাখীর সাম্প্রতিক পোষ্ট ও কিছু ভুল
বিডিআর বিদ্রোহ নিয়ে হাসান কালবৈশাখীর সাম্প্রতিক পোষ্ট ও কিছু ভুল। ২য় পর্ব
০৯ ই জুলাই, ২০১৩ রাত ১:২২
হাসান কালবৈশাখী বলেছেন: ভাই, আমার মনে হয় এটি অপ্রয়োজনিয়।
কারন আমার আলোচিত ৩ টি পোষ্টের কমেন্টের শেষ অংশে আপনার দুটি পোষ্টের লিংক আছে। পাঠক আমার পোষ্ট শেষ করে আপনার রিলেটেড পোষ্টে যেতে পারবে তাৎক্ষনিক ভাবেই।
এছাড়াও আপনার পোষ্টের অনেক তথ্যই মেনে নিয়েছি,
যেমন বেয়নেটের ব্যাপারে আপনার দাবি বিনা তর্কে মেনে নিয়েছি।
সাবমেশিনগানের গুলিবর্ষনে ডিফ্লেকশন হতে পারে, এটাও মেনে নিয়েছি।
A A Gun বিশেষ ব্যাবস্থায় গ্রাউন্ড রোলে ইউজ করা যায়, এব্যাপারেও একমত পোষন করেছি, .... ইত্যাদি।
ভাল থাকবেন, ধন্যবাদ।
১৭| ০৮ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২১
একজন ঘূণপোকা বলেছেন: হেতের মাতা গেছে
১৮| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:১৮
মায়াবীনি৬৫৪ বলেছেন: হামবা বলদের হাম্বা থিওরি
১৯| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১:২৭
মতিউর রহমান মিঠু বলেছেন: লেখক বলেছেন:
আপনার কি ধরনা বিএনপি আসলে দেশ দুর্নিতিমুক্ত হয়ে যাবে?
আচ্ছা আপনারা বিএনপির ভেতর পেয়েছেন টা কি!
দলছুট চোরচোট্টা নিয়ে গঠিত দলটির আদর্শহীন একটি দল! যে দলের এজেন্ডা ও লক্ষ্য বেশিরভাগ নেতাদের কাছেই অস্পষ্ট।
মহান মুক্তিযুদ্ধ, যুদ্ধাপরাধ নিয়ে তাদের অবস্থান- অস্পষ্ট ... ঘুরান্ন্যা কথা।
নেত্রী একজন বকলম, যার দাপ্তরিক কাজ এমনকি ভাষণটা পর্যন্ত আরেকজনকে লিখে দিতে হয়।
আর এদের দুর্নিতির ইতিহাস বলতে গেলে কলমের কালি শেষ হয়ে যাবে ....
এই প্রশ্নগুলো আপনাকেও করা যায় জনাব কালবৈশাখী। আপনি আলীগের মধ্যে কি পাইছেন?? আলীগ কে এখন দলছুট নেতাদের লীগ বলা যায়। সুরনজিত সেন এখন বড় আলীগার!! মতিয়া চৌঃ বড় আলীগ নেতা!! রাজাকার মোশারফ সাহেব এখন জাতীর বেয়াই!! এরকম হাজার উদাহরন দেয়া যায় বর্তমান আওয়ামী লীগ সম্পর্কে। দুর্নিতী, লুট-পাট গত সাড়ে ৪ বছরে কি হয়নি?? গাড়ীতে ৭০ লক্ষ টাকা কি বৈধ ছিলো?? পদ্মা সেতু ব্যাপারে বললেন 'অভিযোগ মাত্র' বুঝলাম কিন্তু অভিযোগ সত্য নাহলে বিশ্বব্যাংক চলে গেল কি কারনে ভাই!! দুই আবুল কেই বা সরানো হলো কোন কারনে?? জাতীর "ভাতিজা মি.জয়" ৩ মিলিয়ন ডলার দিয়ে প্রিয়তম স্ত্রীকে তালাক দিলো এই ডলারগুলো কোথা থেকে ছাঁপা হইলো ভাই?? শেয়ার বাজারের বিলিয়ন বিলিয়ন টাকা কোথায় গেলো ভাই?? হলমার্ক কেলেংকারীতে বর্তমান সরকারের কেউ জরিত নেই তা বুকে হাত দিয়ে বলতে পারবেন??
হলমার্কের অবৈধ লোনের খবর ডিজিটাল সিস্টেমে অটো বাংলাদেশ ব্যাঙ্কে যাওয়ার ব্যাবস্থা করাতেই এই ডাকাতি ধরা সম্ভব হয়েছিল,
এর মধ্যে কোন মন্ত্রী জরিত থাকলে আদালতে কেউ না কেউ বলবেই।
রেলের টাকাও মারতে পারে নাই, বিজিবির হাতে ধরা পরেছে। নিয়োগ প্রকৃয়া বাতিল হয়েছে।
সুতরাং এই সব ডাকাতি বা দুর্নিতি হইছে, এইটা বলা যায় না।
বরং ডাকাতি চেষ্টা হইছে বলা যায়।
আজব মানুষ আপনারা আর অদ্ভুদ যুক্তিতো আছেই। দুর্নিতী বা ডাকাতির চেষ্টা হয়েছে বলে কি অভিযুক্ত ব্যক্তিগন সাধু হয়ে গেল?? তারা ধোয়া তুলসি পাতা হয়ে গেছে!! তা যদি হয়ও তবুও বলা যায় যে, দু/একটা ডাকাতি ধরা পরছে কিন্তু ডাকাতি কি ২টা হইছে, ২ টা ডাকাতি যে করতে চেষ্টা করছে সে নিশ্চই আরো ডাকাতি করছে নাকি??
এখন বলেন গত সাড়ে ৪ বছরে দেশে দুর্নিতী হয়নি!! সাড়ে ৪ বছরের কাহিনী লিখতে গেলে শুধু কলমের কালি না, আপনার দোয়াতের কালিও ফুরিয়ে যাবে ভাইজান।
আপনি নিজে বলেন যে, আলীগের মধ্যে আপনি কি পাইছেন যাতে চোখ থাকতেও অন্ধ হয়ে গেলেন??
০৯ ই জুলাই, ২০১৩ রাত ৩:২১
হাসান কালবৈশাখী বলেছেন:
শেখ হাসিনার বেয়াই মোশারফ সাহেব কখনোই রাজাকার ছিলেন না।
তার পিতা ইউপি চেয়ারম্যান ও শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন। রাজাকারও বলা যায়। পিতার অপরাধের দায় উত্তরাধিকার সুত্রে পুত্র পাবে নাকি?
মখা ছিলেন চাঁদপুরের এসডিও। ১৯৭১ এর ২৫সে মার্চের পর মখাকে ওএসডি করে ঢাকায় নিয়ে আসা হয়। সে সময়ে বেশিরভাগ সরকারি অফিসার চাকুরি ছেড়ে পালিয়ে অনিশ্চিত গন্তব্যে যেতে পারেন নি।
আমার পিতা তখন জজ ছিলেন তিনিও পারেন নি। এটাই বাস্তবতা। দেশ ৯ মাসে স্বাধীন হবে কেউই কল্পনা করতে পারে নি। চাকুরি না ছাড়লেই রাজাকার? তাহলে বুদ্ধিজিবী গনহত্যার শিকার তিন শতাধিক বুদ্ধিজিবী তো সরকারি চাকুরি ছাড়েন নি, তারা কি?
মোসাররফের পিতা ও মখা, এ দুজনের কারো বিরুদ্ধে হত্যা, লুন্ঠন, অগ্নিসংযোগ বা নারী নির্যাতনের অভিযোগ নেই। তাই যুদ্ধাপরাধের মামলা দেয়া যায় না।
আপনাদের কাছে এদের বিরুদ্ধে এইরুপ কোন তথ্য থাকলে ট্রাইবুনালের দরজা এখনো খোলা আছে।
০৯ ই জুলাই, ২০১৩ রাত ৩:২৯
হাসান কালবৈশাখী বলেছেন:
মি.জয়" ৩ মিলিয়ন ডলার দিয়ে প্রিয়তম স্ত্রীকে তালাক দিলো!
এ গুজবের ব্যাপারে আপনার কাছে কি কোন তথ্যসুত্র আছে?
২০| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ২:০৯
কাজী মামুনহোসেন বলেছেন: ছাগুরা আজকাল ভালোই ল্যাদাচ্ছে।
উপরে মন্তব্য করা ছাগুদের গদাম দেয়ার অনোরোধ জানাচ্ছি।
ধন্যবাদ।
০৯ ই জুলাই, ২০১৩ রাত ২:৩৯
হাসান কালবৈশাখী বলেছেন:
ধন্যবাদ মামুন ভাই।
ছাগুদের গদাম দেয়া অব্যাহত আছে, তবে একা কুলিয়ে উঠতে পারছি না! অনেক ছাগুমন্তব্য স্কিপ করে গেছি।
২১| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ২:৪৪
গারো হিল বলেছেন: জ্বী হাম্বা হারুন ভাই বেহায়ার উৎকৃষ্ট উদাহারন আপনি :>
১০ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
হাসান কালবৈশাখী বলেছেন: ?
২২| ০৯ ই জুলাই, ২০১৩ ভোর ৪:৩৭
মতিউর রহমান মিঠু বলেছেন: পিতার অপরাধের দায় উত্তরাধিকার সুত্রে পুত্র পাবে নাকি? এই প্রশ্ন তো আপনাদের কাছে, কারন একের অপরাধের দায় অন্যের উপরে চাপাতে আপনারাই ওস্তাদ।
মি.জয়" ৩ মিলিয়ন ডলার দিয়ে প্রিয়তম স্ত্রীকে তালাক দিলো! বাহ্ এতো সুত্র চোখে পরে আর এতোদিন পর সুত্র চাচ্ছেন??
সুত্র দেয়া আছে পোষ্টের শেষে,, হুম দেয়া আছে এবং পড়ে এসেছি আপনার মনগড়া যুক্তিগুলো ২টা পোষ্টের মাধ্যমে খন্ডন করছেন ব্লগার ইসপাত কঠিন ভাই, তিনি চোখে আঙুল দিয়ে দেখাইছে সুত্র কাকে বলে। ইসপাত কঠিন এর যুক্তি খন্ডানোর মতো জ্ঞান আপনার নাই তা বুঝতে আইনস্টাইন হতে হয়না।
এই প্রশ্নগুলো আপনাকেও করা যায় জনাব কালবৈশাখী। আপনি আলীগের মধ্যে কি পাইছেন?? আলীগ কে এখন দলছুট নেতাদের লীগ বলা যায়। সুরনজিত সেন এখন বড় আলীগার!! মতিয়া চৌঃ বড় আলীগ নেতা!! রাজাকার মোশারফ সাহেব এখন জাতীর বেয়াই!! এরকম হাজার উদাহরন দেয়া যায় বর্তমান আওয়ামী লীগ সম্পর্কে। দুর্নিতী, লুট-পাট গত সাড়ে ৪ বছরে কি হয়নি?? গাড়ীতে ৭০ লক্ষ টাকা কি বৈধ ছিলো?? পদ্মা সেতু ব্যাপারে বললেন 'অভিযোগ মাত্র' বুঝলাম কিন্তু অভিযোগ সত্য নাহলে বিশ্বব্যাংক চলে গেল কি কারনে ভাই!! দুই আবুল কেই বা সরানো হলো কোন কারনে?? জাতীর "ভাতিজা মি.জয়" ৩ মিলিয়ন ডলার দিয়ে প্রিয়তম স্ত্রীকে তালাক দিলো এই ডলারগুলো কোথা থেকে ছাঁপা হইলো ভাই?? শেয়ার বাজারের বিলিয়ন বিলিয়ন টাকা কোথায় গেলো ভাই?? হলমার্ক কেলেংকারীতে বর্তমান সরকারের কেউ জরিত নেই তা বুকে হাত দিয়ে বলতে পারবেন??
এটার ব্যাপারে কিছু বলবেন না??শুধু মোসারফ ব্যাপারে বললেন বাকি গুলো কই??
কাজী মামুনহোসেন বলেছেন: ছাগুরা আজকাল ভালোই ল্যাদাচ্ছে।
উপরে মন্তব্য করা ছাগুদের গদাম দেয়ার অনোরোধ জানাচ্ছি।
ধন্যবাদ।
যাক সমব্যাথি ছাগল পাইছেন একজন..........................................
০৯ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
হাসান কালবৈশাখী বলেছেন:
অন্য সবাই ছাগু হলেও আমি আপনাকে ছাগুর বাহিরেই রেখেছিলাম।
মামুন ভাইয়ের কথায় রিএকশান প্রকাশ করে নিজেকে ছগুবান্ধব হিসেবে প্রমান করলেন! পাপিষ্ঠদের দলে নাম লেখালেন!
০৯ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
হাসান কালবৈশাখী বলেছেন: গাড়ীতে ৭০ লক্ষ টাকা ছিল রেলওয়ের নিয়োগ প্রার্থিদের কাছ থেকে ঘুষ হিসেবে নেয়া।
পরে বিজ্ঞপ্তি দিয়ে তাদের টাকা ফেরত নেয়ার আহবান জানানো হয়েছিল। কিন্তু কেউই টাকা নিতে আসেনি!
০৯ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
হাসান কালবৈশাখী বলেছেন:
আপনার পাস কাটিয়ে যাওয়া প্যাচানো উত্তর ও দুবার বলার পরও সাপোর্টিং লিঙ্ক দিতে ব্যার্থ হওয়ায় "মি.জয় ৩ মিলিয়ন ডলার দিয়ে স্ত্রী তালাক" খবর টা একটা ভুঁয়া খবর বলা যায়।
১০ ই জুলাই, ২০১৩ রাত ১২:০৮
হাসান কালবৈশাখী বলেছেন:
শেয়ার বাজারের বিলিয়ন টাকা কোথায় গেলো?
সরকার মেরে দিছে?
মুক্ত বানিজ্য ব্যাবস্থায় শেয়ার বাজারের ডাকাতরা থাকবেই।
এত ঘনবসতির দেশে এত নবিস বিনিয়োগকারি, এত নবিস যে জীবনে শেয়ার তো দুরের কথা ব্যাঙ্কও চিনে না,
সঞ্চয়পত্র ভাঙ্গানো টাকা
কাজের বুয়ার সমিতিতে জমানো পুরোটাকা,
গৃহবধুর প্রবাসী স্বামির জমানো টাকা,
গ্রামে ঘর-বাড়ী, গরুছাগল বেইচ্চা …… টাকাও ছিল।
আমার অফিসের পিয়নও ইচ্ছা প্রকাশ করেছিল, তার ইটালি প্রবাসি ভাইয়ের কাছ থেকে ৫ লাখ টাকা আনবে, কিভাবে শেয়ার কিনতে হয় জানতে চাইছিল। তখন শেয়ারে রমরমা অবস্থা, এই ধরনের পার্টি বাজারে থাকলে তো রমরমা হবেই।
এমনকি কারখানা বন্ধ যে কম্পানীর প্রডাক্ট ৫ বছরেও বাজারে নেই তার শেয়ারের দামও দ্বিগুন! কারন বাজারে শেয়ার কাষ্টমার প্রচুর!
সরকার পরিকল্পিত ভাবে বাজার রমরমা করিয়েছে, এইসব কথা রাজনৈতিক বক্তব্য।
টাকা দ্বিগুন করতে আসা এত বিপুলসংখক বেকুব মার্কেটে থাকলে বড় বড় কম্পানিগুলো সুযোগ নিবেই। নিয়েছেও।
এর আগে ব্যাঙ্কগুলো এভাবে সুযোগ নিয়েছিল, সরকার দ্রুত পদক্ষেপে ব্যাঙ্কগুলোকে ডাইরেক্ট শেয়ার লেনদেন নিষিদ্ধ করে। এর পর বড় কম্পানিগুলো বাজার বুঝে সুযোগ নেয়া শুরু করে। হাতিয়ে নেয় নিরিহ বিনিয়োগ করতে আসা আবুলদের কষ্টার্জিত টাকা।
২০১০-১১তে সরকার উচ্চক্ষমতা সম্পন্ন কমিটি করে তদন্ত করে। তদন্তে দশ-বারটি কম্পানির নাম প্রকাশ করে দিলে বিপুল আলোড়ন শৃষ্টি হয়, এর মধ্যে আলোচিত আওয়ামীলীগ নামধারি ব্যাবসায়ী সালমান রহমান (দরবেশ বাবা) লোটাস কামালের কম্পানিও ছিল। ফালু সহ বিএনপির নেতা নামধারি ব্যবসায়ীও, ছিল আজিজ মহাম্মদ ভাইও।
কঠোর নজরদারি ও কিছু বিধিনিশেধ আরোপ করার পর এর ভেতর বাজার পরে যায় সঙ্গত কারনেই। সবাই সোচ্চার হয়েউঠে।
এরপর সরকার শেয়ারবাজার চাঙ্গা করার জন্য অনেক পদক্ষেপ নেয়। বেশীরভাগই ব্যার্থ হয়।
এরপর বছরখানিক মন্দা থাকার পর এখন আবার চাঙ্গা, মন্দাও হচ্ছে .. এরপরও চলছে।
যথেষ্ট তথ্যপ্রমান না থাকাতে এদের বিরুদ্ধে মামলা করা যায় নি।
মামলা হতে তারা আদালতে বলত - "আইন মাইনা চলছি, দাম বেশী থাকায় শেয়ার বেচছি, আমার অপরাধ কি"?
লোটাস কামাল আওয়ামিলীগ হলেও ব্লাডি দরবেশ বাবারে কি আওয়ামী বলা যায়?
সে তো যুদ্ধাপরাদের বিচারে সাকার পক্ষে শাক্ষী দিয়েছে!
এইসব লোফার ব্যাবসায়ীদের, ফালুদের অপকর্মের দায় আওয়ামিলিগ কেন নিবে?
২৩| ০৯ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪৪
হাসির মানুষ বলেছেন: চোখে কি ঠুলি পরে থাকেন মিয়া??? ৫ সিটিতে ২/৩ কমিশনাররা বিএনপি, জামাত, স্বতন্ত্র মিলে। লীগ আছে ১/৩। হা হা হা মনে হয় সংবাদ পত্র পড়েননা।
০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৫২
হাসান কালবৈশাখী বলেছেন: ছাগল!
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৫৭টি ওয়ার্ড কাউন্সিলর পদে বিজয়ীদের মধ্যে আওয়ামী লীগের সংখা বেশী।
বিএনপি, জাপা, স্বতন্ত্র এদের সম্মিলিত সংখ্যার চেয়েও বেশী-
Click This Link
২৪| ০৯ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৬
হ্যারিয়ার টু বলেছেন: এতো ছাগু!
১০ ই জুলাই, ২০১৩ রাত ২:২৫
হাসান কালবৈশাখী বলেছেন: Too many chagus
২৫| ১০ ই জুলাই, ২০১৩ রাত ২:৪৮
মতিউর রহমান মিঠু বলেছেন: আচ্ছা এই ছাগু, ভাগু,গদাম আরো কি কি শব্দ যেন আছে, এগুলোর মানে কি?? এতো দিনেও অর্থ জানা হলো না!!
শেয়ার বাজারের ব্যাপারে যা বললেন বুঝলাম, তবে ১টা কথার উত্তর দেনতো ভাই-আচ্ছা এই শেয়ার বাজার দু'বার যে ধ্বস হলো তা কেন শুধু আওয়ামী সরকারের সময়েই?? এর কারনটা বলবেন কি? মি.আবুল মাল সাহেব বললো উনি শেয়ার বোঝেনা! একজন অর্থমন্ত্রী কি এভাবে দায় এড়াতে পারেন?? এমন বলার পরও কি তার অর্থমন্ত্রী হিসেবে বহাল থাকা উচিত??
মি.সালমান এফ রহমান আলীগের লোক এবং প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা, তাহলে এর দায়ভার কেন সরকার বা লীগের না? তেমনি মি.ফালুর দায়টাও বিএনপির উপর বর্তায়, বিএনপি এই দায় এড়াতে পারেন না।
সালমান কোথায় কি সাক্ষি দিল বা দিল না তাতে তার গায়ে আলীগের ট্যাগ মুছে যায়না, কারন তিনি সরকারের একজন অংশিদার এবং প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা হিসেবে এখনো বহাল তবিয়তেই তিনি আছেন।
মুক্ত বানিজ্যের বিষয়টি প্রয়াত সাইফুর রহমান সাহেবের সময়ে চালু হয়েছে বলা যায়, কৈ সেসময়তো শেয়ার বাজারে কোন অস্থিরতা ছিলোনা। তিনিতো শেয়ার বাজারের লাগাম শক্ত হাতে ধরেছিলেন। বর্তমান মাল সাহেব লাগাম ধরতে পারেনি এবং উল্টো তিনি শেয়ার বোঝেননা ধরনের কথাবার্তা বলেন, অর্থমন্ত্রী হিসেবে তিনি দায় এড়াতে পারেননা। আর যেহেতু অর্থমন্ত্রী সরকারের একটা অংশ সেহেতু এর সম্পুর্ন দায়ভার অবশ্যই সরকারের।।
লোটাস কামাল আওয়ামিলীগ হলেও ব্লাডি দরবেশ বাবারে কি আওয়ামী বলা যায়?
সে তো যুদ্ধাপরাদের বিচারে সাকার পক্ষে শাক্ষী দিয়েছে!
এইসব লোফার ব্যাবসায়ীদের, ফালুদের অপকর্মের দায় আওয়ামিলিগ কেন নিবে?
আওয়ামীলীগ নিবে তার কারন হলো লোটা কামালের চেয়েও বেশি ক্ষমতাধর ব্যক্তি মি.সালমান। তিনি স্বয়ং প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা তাই লোটাসের চেয়েও দায়টা দরবেশের বেশি এবং দায়টা অবশ্যই সরকারের।
লোটাস কামাল আওয়ামিলীগ হলেও ব্লাডি দরবেশ বাবারে কি আওয়ামী বলা যায়?
সে তো যুদ্ধাপরাদের বিচারে সাকার পক্ষে শাক্ষী দিয়েছে!
আজব কথা বললেন ভাই, যুদ্ধাপরাধ বিচারের ইস্যু এই সরকারের সবচেয়ে বড় ইস্যু বা মুল ইস্যু সেখানে প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা সাকার পক্ষে শাক্ষী দিয়ে এখনো উপদেষ্টা হিসেবে বহাল থাকে কিভাবে!!!তার মানে কি যুদ্ধাপরাধ বিচারের ইস্যুটা এই সরকারের বা আলীগের চরম ভন্ডামী!! জাতীর সাথে এতোবড় ভন্ডামীর কারনেই তো আলীগের নাম আপনার মতামত অনুযায়ী ইতিহাসে ঘৃণাভরে লেখা থাকা উচিত, কি বলেন??
আপনার এই লোটাস কামাল আওয়ামিলীগ হলেও ব্লাডি দরবেশ বাবারে কি আওয়ামী বলা যায়?
সে তো যুদ্ধাপরাদের বিচারে সাকার পক্ষে শাক্ষী দিয়েছে! কথা অনুযায়ী আপনার নিজের, আপনার লীগের এবং বর্তমান সরকারের আসল উদ্দেশ্য পরিস্কার হয়ে গেলো এবং ইতিহাসে ভন্ড রুপে লেখা থাকার কথা। বাহ্ বাহ্ কি চমৎকার নৈতিকতা !!!!
সাফাই গাইতে গাইতে নিজেদের নৈতিকতার গালে কতোবড় এক থাপ্পর মারলেন তা নিজেও বুঝলেন না ভাইজান!! দারুন দালালী ভাইজান চালিয়ে যান.......................
১১ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
হাসান কালবৈশাখী বলেছেন:
এসবের উত্তর আগের মন্তব্যে দিতে দিতে ক্লান্ত হয়ে পরেছি ...
২৬| ১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৪
ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন: লোফার কামাল ব্লাডি সালমান কে গে
©somewhere in net ltd.
১| ০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৮
হাসির মানুষ বলেছেন: মানুষ গদগদ হয়ে ভোট দিছ্ছেনা। জালেমলীগের হাত থেকে বাচার জন্য ভোট দিচ্ছে। সামনে আরও দেবে।