নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

কোটা বিরোধী আন্দোলন? নাকি ভেতরে অন্য কিছু?

১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:১২

কোটা বিরোধী আন্দোলন? নাকি ভেতরে অন্য কিছু?

কোটা বিরোধী আন্দলন চলছে।

এদেশে ৫০% মহিলা, এরা মহিলা কোটাও বন্ধ চাচ্ছে! যেখানে বেশিরভাগ দফতরে নারীকোটা ১০ ভাগও পুরন হয় নাই।

মহিলা বিদ্দ্যেষি বর্নবাদি মুক্তিযোদ্ধা বিরোধী আন্দলোন কোনদিনই সফল তে পারে না।

মেধাবী! (পরীক্ষায় ফেল করেও মেধাবী) দাবিদারদের বলছি -

আপনারা এত কম বেতনে সরকারী চাকুরি করতে চাচ্ছেন কেন?

আপনাদের জন্য রয়েছে ৩ গুন বেশী বেতনে বিশাল খাত প্রাইভেট সেক্টর!

কম বেতনে সরকারি চাকুরি করে দেশকে বিশেষ 'সেবা' দিতে চাচ্ছেন?



মুক্তিযোদ্ধা কোটাও বাদ দিতে চাছেন?



মুক্তিযোদ্ধারা ঘরবাড়ী ফেলে বিনা বেতনে জীবন বাজি রেখে যুদ্ধে গেল, জীবন হারালো! এরা প্রানপন যুদ্ধ করে স্বাধীন না করলে আমাদের জন্য ভিক্কার কোটা থাকত মাত্র ১০%

বাকী ৯০% থাকত উর্দূভাষীদের জন্য।

কোটা সিষ্টেম বাংলাদেশের শুরু থেকেই চলছে ৪২ বছর ধরে কোন বিতর্ক ছাড়াই।

কোটা ব্যাবস্থা পৃথিবীর অনেক দেশেই চালু আছে, আছে ধনাঢ্য মার্কিন যুক্তরাষ্ট্র ও অষ্ট্রেলিয়াতেও আছে, পাসের দেশ ভারতেও ...

অনেকে বলছেন জনসংখ্যার ১.২৫% মুক্তিযোদ্ধাদের জন্য ৩০%?

পৃথিবীতে কোথাও জনসংখার অনুপাতে কোথাও কোটা রাখা হয় না,

কোটা রাখা হয় সুধুমাত্র পিছিয়ে পরা, আদিবাসি জনগোষ্ঠির জন্য, অনুন্নত রিমোট এলাকার জন্য। আর প্রাক্তন যুদ্ধফেরত যোদ্ধাদের (ভেটারেনস) জন্য।

আমেরিকায় ২য় মহাযুদ্ধ ফেরত সৈনিক, ভিয়েতনাম ফেরত যোদ্ধাদের ও তাদের পোষ্যদের উচ্চহারে কোটা ও অন্যান্ন সুবিধা চালু আছে। ভেটরেনসদের জন্য থাকে আলাদা কাউন্টার আলাদা লাইন। রেশন, ট্রেনভাড়া ফ্রী! বুড়ো হয়েগেলেও তাদের পরিচর্যার জন্য লোক রাখা হয়।

আমরা এত স্বার্থপর কেন?

আমরা এক হতভাগ্য জাতি, দলবাজি করতে নিজ দেশে ছাগু পালি। নিজের ইতিহাস ভুলে যাই, ৩০ লাখ নিয়ে সন্দেহ পোষন করি, ভুলে যাই পূর্বপুরুষদের বীরত্বগাথা, আমাদের মত হতভাগা জাতি আর কে আছে?



আন্দলোনকারিরা অবিরাম একটা ভুল কথা বলে যাচ্ছে - পত্রিকাগুলোও গা ভাসিয়ে দিয়েছে ..

বলছে 'মেধাবীদের বাদ দিয়ে কোটায় অযোগ্য লোক নেয়া হচ্ছে'!

এটা সম্পুর্ন ভুল ধারনা।



কোটা প্রার্থিরা সবার সাথে প্রতিযোগিতা করে প্রয়জনীয় পাবলিক পরিক্ষায় উত্তির্ন হয়ে ক্রাইটেরিয়া মেনেই যোগ্যতার পরীক্ষা দিয়েছে, তাদের পরিক্ষা তো আলাদা প্রশ্নপত্রে হয় নি।

পরীক্ষা পাশ করার পরই কোটা এপলিকেবল হয়।



সুতরাং 'মেধাবীদের বাদ দিয়ে কোটায় অযোগ্য লোক নেয়া হচ্ছে'! এটা ভাবার কারন নেই।



কোটা কিছু কমানো যেতেপারে। সর্বমোট ৩০-৪০% যথেষ্ট হবে। এর ডাটাবেস রাখতে হবে, কোন পরিবার বেশী পেল, কারা কোটা থাকার পরও বঞ্চিত হল।

ভাইভা পদ্ধতি বাতিল করা উচিত। এটা দুর্নিতির মুল।

সচ্ছতা দরকার। সচ্ছতা থাকলে অনেক বিতর্ক, অনেক ক্ষোভ দূর করা যায়।

মন্তব্য ৪৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৬

নয়ামুখ বলেছেন: আমিও এইচ টি ইমামের মতো কোটা প্রথার পক্ষে. পিছিয়ে পড়া জন গোষ্টিকে এগিয়ে আনতে এর প্রয়োজন রয়েছ ।

বর্তমানে বিভিন্ন কারণে প্রশাসনে সিলেট অঞ্চলের লোকজন পিছিয়ে পড়েছেন । এই অবস্থা কাটিয়ে উঠতে সিলেট বিভাগের জন্য কমপক্ষে ১০ ভাগ কোটা সংরক্ষণ করা হোক ।সেই সাথে কম পক্ষে ৩ পুরুষ সিলেটে বাস করছেন তারাই কেবল এই কোটার আওতাধীন পড়বেন বলে ঘোষণা করা হোক ।

১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৬

হাসান কালবৈশাখী বলেছেন:
সিলেটিরা সবচেয়ে ধনী। আর জেলা কোটা তো আছেই।

২| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৮

একিউমেন০৮ বলেছেন: সিলেট বিভাগের জন্য কমপক্ষে ১০০ ভাগ কোটা সংরক্ষণ করা হোক। :#) :#) :#) :#) :#)

৩| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৫

হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: ভাই, আমি এতো কিছু বুঝি না
আমার কথা কোটা বাতিল করতেই হবে.।
নইলে আমার মতো মেধাবিরা কি করবে?
মুক্তিযোদ্ধা হিসেবে তাদের সম্মান অবশ্যই করতে হবে, তাই বলে আমাদের অবহেলা করে?
মুক্তিযোদ্ধাদের ঢাকায় একটা করে ফ্লাট দিক, মাস মাস ৫০০০ টাকা দিক, আমার আপত্তি নাই, কিন্তু তাই বলে দেশের মেধাবিদের মেধার অবমূল্যায়ন করে কেন তাদের এই সম্মান?????????????????????????????????????????

সরকার যা খুশি করুক, কিন্তু আমাদের মতো সাধারন ছাত্রদের মেধার উপরে কেন এই হস্তক্ষেপ?
তাদের যদি জজ্ঞতা থাকে তবে তারা কম্পিটিশন করুক না কেন আমাদের সাথে???????????????????????????????
এমনিতেও ভার্সিটি তে যখন ভর্তি হই তখনও কিন্তু এই কোটা এর জন্য তাদের কিছু সিট ছেড়ে দিছিলাম।
তাদের তো একবার করে চান্স দিছিলাম, তবে এখন আবার কেন???????????????????
সো, আমার কথা, কোটা বন্ধ করতেই হবে।

১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪৪

হাসান কালবৈশাখী বলেছেন:
প্রকৃত মেধাবীরা কখনোই সামান্য বেতনে সরকারি চাকুরি চায় না।

বাংলাদেশের চাকুরি খাতের মাত্র ৫% সরকারি চাকুরি করে। পোষ্ট খালি আরো অনেক কম।

আপনাদের মেধাবীদের জন্য আছে সবার জন্য উম্মুক্ত ৯৫% বিশাল খাত প্রাইভেট সেক্টর। বেতনও ৩ গুন বেশী।

৪| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৮

মোঃ_হাসান_আরিফ বলেছেন: আপনার কি লজ্জা নেই

তাহলে ৫০ শতাংশ পুরুষের জন্য কোটা দিবেন না

এখানে গিয়ে ঢুমারেন
৩. Click This Link
২, Click This Link

৫| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪৭

সজল কির্ত্তনিয়া বলেছেন: 'নিলজ্জ দালাল'দের জন্য সংরক্ষিত কোটার ব্যবস্থা থাকলে কেমন হয় ? :P

৬| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫৩

উদাস যুবক বলেছেন: সজল কির্ত্তনিয়া বলেছেন: 'নিলজ্জ দালাল'দের জন্য সংরক্ষিত কোটার ব্যবস্থা থাকলে কেমন হয় ?
সহমত।

৭| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫৬

মাজহারুল হুসাইন বলেছেন: সজল কির্ত্তনিয়া বলেছেন: 'নিলজ্জ দালাল'দের জন্য সংরক্ষিত কোটার ব্যবস্থা থাকলে কেমন হয় ? :P

৮| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১:০০

উন্মোচক বলেছেন: কোনো অবস্থাতেই ৫৬ শতাংশ কোটা মানা যায় না। সর্বোচ্চ ১০ শতাংশ হতে পারে।

১৩ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৭

হাসান কালবৈশাখী বলেছেন: ১০% তো মহিলাদের জন্যই। ৩০ -৪০% একসেপ্টেবল।

৯| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১:০৭

মেহেদী_বিএনসিসি বলেছেন: আবালদের জন্যও কোটা থাকা জরুরী।
কোটামু্ক্ত পিএসসি আসলেই যৌক্তিক দাবি.....কই ওই ৩০লক্ষ জনতা.....যারা যুদ্ধে শহীদ হয়েছিলো..........তাদের পরিবারের জন্যতো কোন কোটা নাই......।
দুইদিন আগে খবরে দেখলাম....জীবনযুদ্ধে হেরে এক মুক্তিযোদ্ধা আত্যহত্মা করছেন চিটাগাং এ.......কোথায় ছিলেন আপ্নারা.... X(( X(( X(( ?

আমার এই পরিচিত আংকেল সিষ্টেম করে বহু আগে মুক্তিযোদ্ধার পাসপোর্ট বাগিয়ে নেয়.........সেই সিষ্টেমের ফসল হিসেবে তার ৩সন্তান আজ বিএসসি ক্যাডার........সবার ঢাকায় বাড়ি-গাড়ি.....। আর মেধার দিক থেকে তাদের তুলনায় এগিয়ে থেকেও আজ বিদেশে কামলা দিতে হচ্ছে।

সর্বোপরি এই আন্দোলনকেও যে সব মূর্খ আবাল রাজনীতিকরন করার চেষ্টা করছে.......বা মুক্তিযোদ্ধাদের অবমাননা করার হেতু খুজছে.........তাদের মুখে থু থু ।

১২ ই জুলাই, ২০১৩ সকাল ৯:২৬

হাসান কালবৈশাখী বলেছেন: আপনি বলছেন টোটালেটেরিয়ান হলে ভাল হত!
বংগবন্ধু অনেক উদার ছিলেন তাই টোটালেটেরিয়ান হন নাই।

ভিয়েতনাম ও ক্যম্বোডিয়েতে তাই হয়েছিল। মুক্তিযোদ্ধারা যুদ্ধ জয়ের পর সবকিছুরই নিয়ন্ত্রন নিয়ে নেয়। সকল আমলা-কর্মচারি বর্খাস্ত করা হয়, যারা পালিয়ে যেতে পারে নি তাদের কে ধরে ফায়ারিং স্কোয়ার্ডে দেয়া হয়। নতুন আমলা-কর্মচারি ১০০% কোটায় মুক্তিযোদ্ধা নেয়া হয়েছিল।

বাংলাদেশে এইরুপ হলে রাজাকারের গুষ্টি জীবনেও এই পর্যায়ে আসতে পারত না।

১২ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২১

হাসান কালবৈশাখী বলেছেন: সবাই একটা ভুল কথা বলছে-
বলছে 'মেধাবীদের বাদ দিয়ে কোটায় অযোগ্য লোক নেয়া হচ্ছে'!

এটা সম্পুর্ন ভুল ধারনা।
কোটা প্রার্থিরা সবার সাথে প্রতিযোগিতা করে প্রয়জনীয় পাবলিক পরিক্ষায় উত্তির্ন হয়ে ক্রাইটেরিয়া মেনেই পরীক্ষা দিয়েছে, তাদের পরিক্ষা তো আলাদা প্রশ্নে হয় নি।

পরীক্ষা পাশের পরই কোটা এপলিকেবল হয়।

সুতরাং 'মেধাবীদের বাদ দিয়ে কোটায় অযোগ্য লোক নেয়া হচ্ছে'! এটা ভাবার কারন নেই।

১০| ১২ ই জুলাই, ২০১৩ রাত ২:৪২

কাজী মামুনহোসেন বলেছেন: কোটা পদ্ধতি সংস্কারের দাবী জানাচ্ছি, ১৫% এ নামিয়ে আনার আহব্বান জানাচ্ছি।


মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানদের নিয়ে কুটুক্তিকারীদের প্রতি ধিক্কার রইল।

ধন্যবাদ।

১২ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩৩

হাসান কালবৈশাখী বলেছেন: কোটা সংস্কার সময়েরই দাবি।
কোটা কিছু কমানো যেতেপারে। সর্বমোট ৩০% তাকা উচিত।


মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানদের নিয়ে কুটুক্তিকারীদের প্রতি ধিক্কার!


ধন্যবাদ আপনাকে!

১১| ১২ ই জুলাই, ২০১৩ রাত ২:৫৬

সজল কির্ত্তনিয়া বলেছেন: বীরশ্রষ্ঠ রুহুল আমিন কে মনে আছে ?
জি ঠিক ই দেখেছেন । আমি সাতজন বীরশ্রেষ্ঠ একজনের কথা বলছি ।
আসুন আগে একটা খবর পড়ি । খবরটা যদিও পুরানো তবুও পড়ি । ২০০৯ সালের ১৬ ডিসেম্বরের একটা খবর ।
আসেন আগে খবরটা পড়ি


বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ছেলের জীবন কাটে চায়ের দোকানের পানি টেনে

বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ছোট ছেলে শওকত আলী পাটোয়ারী। বাবা বীরশ্রেষ্ঠ হলেও নিজে যেন হেরে যাচ্ছেন জীবনযুদ্ধে। দারিদ্র্র্যের সঙ্গে লড়াই করে স্ত্রী ও একমাত্র শিশুকন্যাকে নিয়ে কোনো রকমে বেঁচে আছেন শওকত। কখনো করাত কলে গাছ টেনে কখনো বা চায়ের দোকানের পানি টেনে জীবিকা নির্বাহ করছেন তিনি।
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বাগপাচড়া গ্রামে ১৯৩৪ সালে জন্মগ্রহণ করেন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। তাঁর দুই ছেলে তিন মেয়ের মধ্যে বড় ছেলে মো. বাহার প্রায় ১৪ বছর আগে মারা যান। তিন মেয়ে বিয়ের পর থেকে স্বামীর বাড়িতে বসবাস করছেন। ছোট ছেলে শওকত। স্বাধীনতা যুদ্ধে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন যখন শহীদ হন, তখন শওকতের বয়স দুই বছর। বর্তমানে ৪০ বছর বয়সী শওকত তাঁর বাবার ভিটেতেই আছেন। স্ত্রী রাবেয়া আক্তার (৩০) ও মেয়ে বৃষ্টিকে (৭) নিয়ে শওকতের সংসার। শওকত জানান, বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজ করে কোনো রকমে সংসার চালান। তিনি বলেন, ‘বাবা বীরদের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন—সেই গর্বে সব দুঃখ, কষ্ট ভুলে থাকি।’ অর্থকষ্টের কারণে মংলা বন্দরে গিয়ে বাবার সমাধিটিও দেখার সৌভাগ্য হয়নি বলেই কেঁদে ফেলেন শওকত।
শওকতের স্ত্রী রাবেয়া আক্তার বলেন, ‘এ ঈদেও নিজেরা কোরবান দিতে পারিনি। পাড়ার লোকজন যখন দুই-তিন টুকরা গোসত হাতে করে দিয়ে যান তখন কষ্টে বুক ফেটে যায়।’ তিনি অভিযোগ করেন, সরকারি সাহায্যও সেভাবে তাঁদের কাছে পৌঁছে না।

কারো কি মনে আছে এই কথা ?
যে দেশের বীরশ্রেষ্ঠের ছেলে চা বিক্রি করে খায় সেই দেশে মুক্তি যোদ্ধার চেতনা নিয়ে সবাই বড় বড় লেকচার মারে ।

এই হল তোমাদের মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান দেখানো ।
একটু মুখ খারাপ করতে ইচ্ছা করতেছে কিন্তু রোজার মাস বলে খারাপ করলাম না ।

করতে থাক ব্যবসা চেতনা নিয়ে ....... চেতনার দালাল ।

লিংক

১৩ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৩

হাসান কালবৈশাখী বলেছেন: এ খবর টা মহাজোট সরকারের প্রথম বিজয় দিবসের।
মানে এটা আগের ৭ বছরের অবহেলার ফল।

১২| ১২ ই জুলাই, ২০১৩ রাত ৩:৪২

রোমেন রুমি বলেছেন: আমিও এক দুর্ভাগা পরীক্ষার্থী । ৭৭.৫ পাব । টিকিনি । আমার বাবা রনাঙ্গনে একজন সম্মুখ যোদ্ধা ছিলেন । শুধু আমার একটা সারটিফিকেট নেই !! অবশ্য বি সি এস - ই লক্ষ্য এমন নয় । কিন্তু কষ্ট পেয়েছি । মুক্তিযোদ্ধারা নিশ্চয় এই জন্য যুদ্ধ করেনি । আর যারা ভুয়া মুক্তিযোদ্ধা সারটিফিকেট নিয়ে ঘুরছে !!

আসলে এই ব্যাবস্থা টিকিয়ে না রাখতে পারলে এবং প্রশাসনে একদল অথর্ব নিয়োগ দিতে না পারলে কোন শালারাই এই দেশটাকে লুটেপুটে খেতে পারবে না !

শুধু শুধু মুক্তিযোদ্ধাদের দোহাই দিয়ে মানুষের মুখ বন্ধ রাখা । আর মুক্তিযোদ্ধাদের এবং পুরো জাতির সামনেই মুলো ঝুলিয়ে রাখা ।
কি পেয়েছে মুক্তিযোদ্ধা ? আমার বাবা তো মুক্তিযোদ্ধা ছিলেন !
এই সব নাটক অসহ্য !
মুক্তিযোদ্ধারা করুণা পাওয়ার জন্য জীবনবাজী রেখে যুদ্ধ করেছে !

আর একদল বেজন্মা , জারজ এই সুজুগে মুক্তিযোদ্ধাদের গালাগালি করছে ।
সবকিছু নিয়েই নোংরামি করতেই হবে ।

বঞ্চিত সাধারণ ছাত্রছাত্রী এর ধারেকাছেও নাই আমি বিশ্বাস করি । যে ছেলে বা মেয়ে ৭৫-৮০ পেয়েও টিকেনি তার কষ্ট লাগবে এটাই স্বাভাবিক । তারা আর যাই করুক অন্তত মুক্তিযোদ্ধাদের গালি দিতে পারবে না

১২ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৪৬

হাসান কালবৈশাখী বলেছেন: কোটা সংস্কার সময়েরই দাবি।
কোটা কিছু কমানো যেতেপারে। সর্বমোট ৩০% মত থাকা উচিত। মহিলা কোটা বাড়ানো উচিত, কারন বর্তমানে সরকারি অফিসারদের মধ্যে মহিলা মাত্র ৪%।
এটা ২০ ভাগ না হওয়া পর্যন্ত কোটা থাকবেই।

সব ক্ষেত্রে সচ্ছতা থাকলে বিতর্ক ও ক্ষোভ দূর হবে।

মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানদের নিয়ে কুটুক্তিকারীদের প্রতি ধিক্কার!

১৩| ১২ ই জুলাই, ২০১৩ ভোর ৪:০৯

এই আমি সেই আমি বলেছেন: অপেক্ষা করেন কয়েক মাস , নতুন পতাকা উড়ামু , মুক্তিযোদ্বা কোটা বাদ দিয়া রাজাকার কোটা চালু করুম ।

১৪| ১২ ই জুলাই, ২০১৩ ভোর ৫:২৬

দায়িত্ববান নাগরিক বলেছেন: এই আমি সেই আমি বলেছেন: অপেক্ষা করেন কয়েক মাস , নতুন পতাকা উড়ামু , মুক্তিযোদ্বা কোটা বাদ দিয়া রাজাকার কোটা চালু করুম ।

১৫| ১২ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৩৭

বিভ্রান্ত মানুষ বলেছেন: @ হাসান কালবৈশাখী বলেছেন: চুদান আলাপ কত দিন করবি???

১৬| ১২ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৫০

তারিন রহমান বলেছেন: কাজী মামুনহোসেন বলেছেন: কোটা পদ্ধতি সংস্কারের দাবী জানাচ্ছি, ১৫% এ নামিয়ে আনার আহব্বান জানাচ্ছি।


মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানদের নিয়ে কুটুক্তিকারীদের প্রতি ধিক্কার রইল।

ধন্যবাদ।

১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৯:২০

হাসান কালবৈশাখী বলেছেন:
মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানদের নিয়ে কুটুক্তিকারীদের প্রতি ধিক্কার রইল।

ধন্যবাদ।

১৭| ১২ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১৩

আমিনাথিং বলেছেন: কোটা সংস্কার সময়েরই দাবি।
আর ছাত্র দের উপর এমন নিল্লজ্জ হামলাও ঠিক হয় নাই.।.।। X( X( X( X( X( X( X( X(

১৩ ই জুলাই, ২০১৩ রাত ১:৫৫

হাসান কালবৈশাখী বলেছেন:
ছাত্রদের উপর নির্লজ্জ! হামলা হয় নাই।

একদল মেধাবী! ছেলেরা সকাল ১১টায় এসে দেখে শাহাবাগ পুলিশ দখল করে রেখেছে। তখন মেধাবীরা পুলিশের দিকে ইট নিক্ষেপ করতে থাকে, পুলিশও গ্যাস নিক্ষেপ করে, মেধাবীরা পিছু হটার সময় চারুকলার বিভিন্ন স্থাপনা-ভাষ্কর্যে ভাংচুর অগ্নিসংযোগ করতে করতে টিএসসির দিকে ... । ছাত্রলীগের কিছু পোলাপান মেধাবীদের এহেন কান্ডে নাখোস হয়ে চাপাতি ছাড়াই হাল্কা পিটুনি দেয়!

১৮| ১২ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪৪

বীরবল ২ বলেছেন: আপনার ভাষ্য হিসাবে --
"আমেরিকায় ২য় মহাযুদ্ধ ফেরত সৈনিক, ভিয়েতনাম ফেরত যোদ্ধাদের ও তাদের পোষ্যদের উচ্চহারে কোটা চালু আছে।"

বিশেষ কারো দালালি না করলে "উচ্চহার" এর প্রকৃত সংখ্যাটা জানাবেন।

মুক্তিযোদ্ধারা নিশ্চয়ই কোটা ব্যবস্থা পাওয়ার জন্য যুদ্ধ্ করেন নি।
যাই হোক, যারা জেগে ঘুমায় তাদের ঘুম থেকে কখনই উঠানো যাবে না।

আর হ্যা, নিচের লিঙ্কটা পড়ে একটু জানাবেন কোটা ব্যবস্থা কিভাবে তাঁদের সম্মান জানিয়েছে..

Click This Link

১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৯

হাসান কালবৈশাখী বলেছেন:
মুক্তিযোদ্ধারা কোন লাভের আশায় যুদ্ধ করে নি, কোটা তো দুরের কথা। বেতনও নেয় নি। দেশ কবে স্বাধীন হবে তাও জানা ছিলনা। দেশ স্বাধীন না হলে তাদের মৃত্যুদন্ড হত!

উচ্চহার" এর প্রকৃত সংখ্যাটা দেখুন
Click This Link

১৯| ১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৪

বিভ্রান্ত মানুষ বলেছেন: কুমার সাহা নামে একজন অনলাইনে লিখেছেন, ‘অতি দুঃখ ভারাক্রান্ত হূদয়ে লিখছি। আমি সুনীতি কুমার সাহা। আমি ৩১তম বিসিএস পরীক্ষায় লিখিত (সাধারণ ও কারিগরি) ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আমার রেজি: নম্বর ০২২৫২৭। আমার প্রথম পছন্দ ছিল কৃষি ক্যাডার। কিন্তু পদ স্বল্পতার কারণে আমাকে পিএসসি কর্তৃক কোনো পদে সুপারিশ করা হয়নি (উল্লেখ্য, কোটা প্রার্থী না থাকায় পিএসসি ৭০টি পদ খালি রাখে)। গত ২৭ ডিসেম্বর, ২০১২ জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী কৃষি ক্যাডারে ২২০টি পদের বিপরীতে ১৩৬ জনকে নিয়োগ দেয়া হয়েছে। উল্লেখ্য, পিএসসি কর্তৃক ১৫০ জনকে সুপারিশ করা হয়েছিল। যে ১৪ জন বাদ পড়েছেন, হয়তো তাঁদের কেউ কেউ স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হননি বা পুলিশ প্রত্যয়ন পাননি বা ৩১তম বিসিএসের আগে অন্য কোনো ভালো পদে কর্মরত আছেন। আমার দুঃখ, এই জায়গায় ৮৪ পদ খালি থাকা সত্ত্বেও আমার চাকরি পাইনি। আমার সমস্ত পরিশ্রমের ফলাফল কোটা সংরক্ষণজনিত নিয়মের কারণে শূন্য। যাঁরা এসব নিয়ম তৈরি করেন, তাঁরা কি একবারও ভেবে দেখেছেন আগামী ১০-২০ বছর পর আমাদের দেশের প্রসাশনের কী অবস্থা হবে?’

পার্থ নামে আরেকজন লিখেছেন: ‘আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। গতকাল প্রকাশিত বিসিএস ৩৪তম প্রিলিমিনারির ফল বের হয়েছে। ফলাফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে ৭৫+ পেয়েও সাধারণ পরীক্ষার্থী চান্স পায়নি অথচ কোটার কারণে ৫৯+ পেয়েও অনেকে চান্স পেয়েছে। মেধার বিচারে ৫৯=৭৫ হতে পারে না। ফলে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হয়ে চরম হতাশ ও বিপথগামী হচ্ছে। এভাবে চলতে থাকলে দেশ একসময় মেধাশূন্য হয়ে যেতে পারে।
সদ্য প্রকাশিত বিসিএস রেজাল্ট, ৩২তম স্পেশাল বিসিএস এবং সাম্প্রতিক নিয়োগ বিজ্ঞপ্তিতে (সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, আইসিবি ইত্যাদি) শুধু মুক্তিযোদ্ধা কোটাধারীদের আবেদন করার যোগ্যতা কি সাধারণ প্রার্থীদের প্রতি বৈষম্যমূলক নয়? কোটা কি শিক্ষিত বেকার বৃদ্ধির জন্য দায়ী নয়?’

১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৫২

হাসান কালবৈশাখী বলেছেন: কমেন্ট করার আগে যে 'গালি' টা দিয়েছন, সেটা প্রত্যাহার করেন।
তারপর জবাব দিচ্ছি ..

২০| ১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৫০

অন্য কথা বলেছেন: সরকারি চাকরি কেন ? এখানে মেধা দরকার আছে কিনা জানি না। সরকারি মেধাবীরা ৪১ বছর যা দিয়েছেন তাতে দেশ যতটুকু এগিয়েছে প্রাইভেট সেক্টর তারচেয়ে বেশী দিচ্ছে।

মেধা প্রাইভেট সেক্টরে দরকার । দেশ উঠে আসছে প্রাইভেট সেক্টরে বিনিয়োগের মাধ্যমে। তাই মেধা প্রাইভেট সেক্টরে বিনিয়োগ করি নিজে লাভবান হই দেশকে লাভবান করি, এগিয়ে নেই।

১৩ ই জুলাই, ২০১৩ রাত ৩:২৪

হাসান কালবৈশাখী বলেছেন: সহমতের জন্য ধন্যবাদ

২১| ১২ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২০

এনোমালী বলেছেন: @হাসান বালবৈরাগী,

১। এখনও কি ইংরেজি আর বাংলা পরীক্ষা দিয়ে যাচ্ছেন ভাই? এত নীতিকথা বলেন কিন্তু গতকালকে "সোনা-লীগ" আর "আওয়ামী-পুলিশ" যখন "রাজধানী যানজট মুক্তকরন" এর নামে আন্দোলনকারীদের পেটালো তখন নীতিকথা কই ছিল? নাকি এখনও এক-এক বারে একটাই পরীক্ষা দিচ্ছেন নিজের সুবিধা মত?

২। আগস্ট,২০১০ থেকে আজ পর্যন্ত একটা পোস্ট নাই মুক্তিযোদ্ধাদের দাবী আদায়ের লক্ষ্যে (এমনকি ইসলামিক ফাউন্ডেশন এর নাচ হালাল করে পোস্ট করার সময় ছিল), হঠাৎ কি হল যে দরদ উথলে উথলো? বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ছেলের জন্য লেখা আমি আগেও দেখেছি? তখন তোমার দরদ কোথায় ছিল হনূ?

৩। মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানদের নিয়ে কুটুক্তিকারীদের প্রতি ধিক্কার রইল। কিন্তু আজকে মুক্তিযুদ্ধ বিতর্কিত হচ্ছে ঐ আন্দোলনকারীদের জন্য না এমনকি রাজাকারদের জন্যও না - বিতর্কিত হচ্ছে শুধু

"তোমারমত কিছু আবাল পা-চাটা ভারতের দালাল আওয়ামী এজেন্ট ইসলাম বিরোধী নাম-কা ওয়াস্তে মুসলমান চেতনা ব্যবসায়ীর জন্য"

১৩ ই জুলাই, ২০১৩ রাত ২:০৮

হাসান কালবৈশাখী বলেছেন:
ইসলামিক ফাউন্ডেশন এর নাচ!
Click This Link

২২| ১২ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১২

হ্যারিয়ার টু বলেছেন:
কোটা সিস্টেম যারা বাতিল চাচ্ছে তারা ব্লগে একটি নির্দিষ্ট বলয়ের ব্লগার। তাদের মুল লক্ষ মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা।
এছাড়াও অনেক ভিআইপি শুশিল তাদের সাথে স্রোতে গা ভাসিয়ে দিয়েছে, অনেকটা ভুল বুঝে বা ভালভাবে না বুঝেই ...
ব্লগে -ফেসবুকে একই অবস্থা!

১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১৪

হাসান কালবৈশাখী বলেছেন: Thanks

২৩| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১২:১০

হ্যারিয়ার টু বলেছেন:

অন্য দেশের সাথে আমাদের তুলনা করা ঠিক হবেনা।
কারন সে দেশে তো আমাদের দেশের মত দুধ কলা দিয়ে রাজাকার-কালসাপ পোষা হয় নি,

এই কালসাপ ও তাদের পোষা ভৃত্যরা স্বাধীনতার মাত্র ৩ বছরের মধ্যেই মুক্তিযুদ্ধের নায়কদের হত্যা করে ক্ষমতা দখল করে। মুছে ফেলে মুক্তিযুদ্ধের সব নাম নিশানা, ৩০ লাখ নিহতের রেকর্ড করার কোন সুযোগ পায়নি মুক্তিযোদ্ধারা। প্রশ্ন পত্র ফাস করে কারচুপি করে সকল সেক্টরে দলে দলে ঢুকানো হয় জামাত-শিবির। উঁই পোকার মত দখল করে ফেলে রাষ্ট্রের অর্থনীতি স্থাপনার বিশাল অংশ।

২১ বছর পর যখন এরা আসলো ততক্ষনে সবকিছুই মুছে ফেলেছে। তখন তারা বলে ৩০ লাখ না, ৩ লাখেরও কম। ৩ হাজার হতে পারে!
দির্ঘ ২২ বছর পর মুক্তিযুদ্ধাদের যখন সামান্ন সুবিধা দেয়া হয়, এরা চিলের মত খা খা করে উঠে।

বিভিন্ন অযুহাত দেখাবে-
একবার বলে তালিকা ঠিক নাই। ভুয়া মুক্তিযোদ্ধা!
পরে বলে মেধাবীদের বঞ্চিত করে কোটায় সুবিধা দেয়া হচ্ছে,
অতচ এরা প্রতিযোগিতা মুলক পরিক্ষায় পাস করেই কোটা এপ্লিকেবল হচ্ছে,
অর্থাৎ সমমেধা।

কিন্তু ওরা bcs পরিক্ষায় ফেল করেও দাবি করলো 'আমারা মেধাবি' কোটার কারনে আমাদের বঞ্চিত করা হল। নামটা নামটা লাগানো হল 'মেধা চত্তর'! আহ-হ মেধার কি ছড়াছড়ি!

ওরা কখনোই মুক্তিযোদ্ধারা কিছু সুবিধা পাক কখনোই চাইবেনা।

১৩ ই জুলাই, ২০১৩ রাত ২:০৪

হাসান কালবৈশাখী বলেছেন:
প্রশ্ন পত্র ফাস করে কারচুপি করে সকল সেক্টরে দলে দলে ঢুকানো হয় জামাত-শিবির। উঁই পোকার মত দখল করে ফেলে রাষ্ট্রের অর্থনীতি স্থাপনার বিশাল অংশ।

হ্যা, সঠিক কথা!

২৪| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ২:১০

শামস৭১ বলেছেন: আমি তো মনে করলাম লিগের পোলাপাইন বেশ ভাল যুক্তি দিতে পারে । এতো আবাল এরা জানা ছিল না । :-P :-P :-P :-< :-<

২৫| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০৪

ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন: জাসি র কথা বাদ, বিএনপি তো মুক্ত

২৬| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫৭

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: সরকারের দুর্নীতির কথা তুলে মুখে ফেনা তোলে আমাদের মধ্যবিত্ত সুশীল সমাজ। অথচ মধ্যবিত্ত এই সুশীলদের মানসিকতা আসলে ফকিরনির পুতদের মতোই। দরিদ্রদের মানসিকতা এদের থেকে হাজার গুণ উত্তম।

মধ্যবিত্তরাই বিসিএস কেরানী হয়ে ঘুষ ও ক্ষমতার অপব্যবহারের সুযোগ নিতে মড়িয়া হয়ে উঠে। দরিদ্ররা নয়। মধ্যবিত্ত শিক্ষিতদের উচিত ছিল সমাজ পরিবর্তনে ভূমিকা রাখা। কিন্তু সার্টিফিকেট ধারী শিক্ষিত (মূলত অশিক্ষিত) চুদির ভাইরা সমাজ পরিবর্তন তো দূরের কথা, সমাজের সুবিধা নেওয়ার জন্য মড়িয়া হয়ে উঠেছে। আর যেসব মধ্যবিত্ত বিসিএসে আবেদন করেননি তাদের কেও এই আন্দোলনের পক্ষে এবং কেও বিপক্ষে অবস্থান নিয়েছেন। সব শালার মানসিকতা ফকিরনিরপুতদেরই মতো। সে জেনারেল কোটাই হোক আর অন্য কোটাই হোক। আমাদের মনে রাখতে হবে মধ্যবিত্ত এই আচুদা শ্রেণীই বিসিএস কেরানী হয়ে সমাজটাকে লাটে উঠিয়েছে। ফালতু যতসব।

মধ্যবিত্ত শ্রেণীর ফালতু মানসিকতা এবং তাদের ধর্মীয় মূল্যবোধ নিয়ে আমি একটি গদ্য রচনা করেছি। যারা পড়েননি পড়ার আহবান জানাই
ভণ্ড ভণ্ড ভণ্ড
Click This Link

১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১৬

হাসান কালবৈশাখী বলেছেন:
আপনার লেখাটা পড়েছি, মন্তব্যটা দেখবেন।

২৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৪

দেলবী বলেছেন: #আপনারা এত কম বেতনে সরকারী চাকুরি করতে চাচ্ছেন কেন?
* এ কথা বলার আপনি কেউ নন।সংবিধান সবাইকে সব বৈধ পেশার যাওয়ার সুযোগ রেখেছে।
#মুক্তিযোদ্ধারা ঘরবাড়ী ফেলে বিনা বেতনে জীবন বাজি রেখে যুদ্ধে গেল, জীবন হারালো
*তাদের অসম্মান যে করে সে অবশ্যই দেশদ্রোহী,তবে যে মহীলা মুক্তিযোদ্বাদের রান্না করে খাইয়েছেন তার কোটা কোথায়?যে ব্যক্তি ঝুকি নিয়ে মুক্তিযোদ্বাদের সাহায্য করেছেন তার কোন কোটা থাকছে?গুটিকতক রাজাকার আর আলবদর বঈমান ছারা সবাই কিন্তু যুদ্বে অবদান আছে।
#আমেরিকায় ২য় মহাযুদ্ধ ফেরত সৈনিক, ভিয়েতনাম ফেরত যোদ্ধাদের ও তাদের পোষ্যদের উচ্চহারে কোটা ও অন্যান্ন সুবিধা চালু আছে
*থাকতে পারে ,তবে যুদ্বফেরতদের জন্যই,কখনোই তাদের ছেলেমেয়ে ,নাতি নাতনি জন্য নয়।
#কোটা প্রার্থিরা সবার সাথে প্রতিযোগিতা করে প্রয়জনীয় পাবলিক পরিক্ষায় উত্তির্ন হয়ে ক্রাইটেরিয়া মেনেই যোগ্যতার পরীক্ষা দিয়েছে, তাদের পরিক্ষা তো আলাদা প্রশ্নপত্রে হয় নি।
*কৌতুকের বিষয় ,কোটা প্রার্থীরা এতটাই অযোগ্য যে তাদের উত্তীর্ন করতে পাশের আলাদা মানদন্ড করা হয়েছে।
#ভাইভা পদ্ধতি বাতিল করা উচিত। এটা দুর্নিতির মুল।
* শুধু আমি আমি কিছুটা একমত।

২৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩১

দেলবী বলেছেন: বানান ভুলের জন্য ক্ষমা চাইছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.