নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

দেশবিরোধী কুখ্যাত লবিষ্ট ফার্মটির ক্লায়েন্ট ডঃ ইউনুস!

১৫ ই জুলাই, ২০১৩ রাত ১:০২

একটি সংগবদ্ধ চক্র লন্ডন ও নিউইয়র্কে উচ্চমুল্যে লবিষ্ট নিয়োগ করে দেশ বিরোধী প্রচারনা চালাচ্ছে।

এই ধরনের লবিষ্ট ফার্ম, পি আর ফার্ম, এডভাইজারস ফার্ম প্রভৃতির মাধমে সাধারনত আফ্রিকা বা মধপ্রাচ্যের শৈরাচারি সরকাররা ব্যাবহার করে থাকে তাদের দুর্নিতি, গনহত্যা ধামাচাপা দিতে।

এই কুখ্যাত লবিষ্ট ফার্মের ক্লায়েন্ট ছিল খালেদা জিয়া।

এখন আরেকজন ভিআইপি ক্লায়েন্টের নাম জানা গেল, উনি সবার সুপরিচিত ডঃ ইউনুস।

এই লবিষ্ট ফার্ম, পি আর ফার্ম বা এডভাইজারস ফার্মগুলোর কাজ মুলত দালালি।

এরা কংরেসম্যান, এমপি বা সরকারের ক্ষমতাধর কাউকে হাত করে। লব্বিং করে বা ঘুশ বা অনৈতিক প্রভাব বিস্তার করে বিনিময়ে ক্লায়েন্টের কাজ হাসিল করে, এই ফার্মগুলো রেজিষ্টার্ড ও কার্যক্রম সে দেশে বৈধ।

আমাদের দেশে এধরনের কাজ অনৈতিক, কারন দালালি করার জন্য লোক ভাড়া করা আমাদের দেশে দুর্বৃত্তপনা হিসেবেই দেখা হয়।



মার্ক পার্সি, লন্ডনের পেশাদার জনসংযোগ প্রতিষ্ঠান (লবিং ফার্ম) বিটিপি এডভাইজারস এর এজেন্ট।



সম্প্রতি ওয়াশিংটন টাইমসে খালেদা জিয়ার একটি নিবন্ধ ছাপাতে 'বিটিপি অ্যাডভাইজরস' নামে লবিষ্ট ফার্মের সাহায্য নিয়েছিলেন বলে খবর প্রকাশিত হয়েছিল। যদিও খালেদা ৬ মাস পর এটা অস্বীকার করেছিলেন। দলের মুখপত্র বলেছেন খালেদাজিয়ার স্বাক্ষর জাল করে এই লেখা ছাপানো হয়েছে!

Click This Link

পেশাদার কোম্পানি হিসেবে বিটিপি আনুষ্ঠানিক চুক্তি ছাড়া খালেদা জিয়ার নিবন্ধ প্রকাশের উদ্যোগ নেওয়ার কথা নয়। আবার ওয়াশিংটন টাইমস জোর গলায়ই বিটিপি অ্যাডভাইজরসের মার্ক পার্সিকে বেগম খালেদা জিয়ার এজেন্ট হিসেবে উল্লেখ করছে। Click This Link

ফলে নানা ধরনের গুঞ্জন এবং কৌতূহল তৈরি হচ্ছে। এখন আবার এর ভেতর ডঃ ইউনুসের নামও যুক্ত হল!



খোঁজ নিয়ে দেখা গেছে, বিশ্বের বিভিন্ন দেশের নিন্দিত এবং কুখ্যাত শাসকরা এই কোম্পানিটিকে প্রোপাগান্ডার জন্য ব্যবহার করেছেন। কোম্পানিটি গণহত্যার দায়ে অভিযুক্ত কেনিয়া ও রুয়ান্ডার সরকারের পক্ষে বিশ্বব্যাপী জনমত তৈরির কাজ করছে। এদের কাজের পদ্ধতিও অভিনব। প্রভাবশালি গ্রুপকে বশ করার পাসাপাসি ক্লায়েন্টের পক্ষে প্রীন্ট মিডিয়া ও অনলাইনে নানা ধরনের প্রচার প্রোপাগান্ডা চালানো, উইকিপিডিয়াসহ তথ্য সরবরাহ করার যেসব মাধ্যম রয়েছে সেগুলোকে নিউট্রালাইজ করা, প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য আক্রমণাত্মক সাইট বা পেইজ খুলে আক্রমণ করা। এইসব কাজে এরা ফেইসবুক-টুইটারের মতো সামাজিক যোগাযোগের মাধ্যমকে ব্যবহার করছে। ধারণা করা হচ্ছে, বিটিপি অ্যাডভাইজরস বাংলাদেশের কোনো রাজনৈতিক শক্তির হয়ে কাজ করছে।

নোবেল বিজয়ী মহান ডঃ ইউনুস কেন এই কুখ্যাত ফার্মের মক্কেল হয়েছিলেন তা হয়তো সময়ই বলে দিবে।



টাইমস-ইকোনমিষ্টের ৩ বছরব্যাপি প্রপাগান্ডা তাহলে ইউনুসদেরই কারসাজি?



সাপোর্টিং লিঙ্ক

Click This Link



মন্তব্য ৫৭ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ১:১৭

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: ইউনূসের মতো মুনাফালোভীদের পক্ষে সব সম্ভব।
নিজের স্বার্থে দেশের স্বার্থ বিকিয়ে দিতে এসব মিরজাফরদের বাধে না।

ইউনূসের ওপর সুদখোর মহাজনদের অভিশাপ

Click This Link

১৫ ই জুলাই, ২০১৩ সকাল ৮:০৩

হাসান কালবৈশাখী বলেছেন: জি, এই ধরনের কাজকে মিরজাফরি ছাড়া অন্য কোন উপমা দেয়া যায় না।

জিএসপি বন্ধ করার জন্য, পদ্মা সেতুর লোন বন্ধ করার জন্য, সৌদি ও আমিরাতে বাংলাদেশি নাগরিক নেয়া বন্ধ করার জন্য এর হেন কাজ নেই যা তারা করে নি।

এসব প্রমান করাও কঠিন। কারন এই সব লবিং প্রতিষ্ঠান ক্লায়েন্টের বিপক্ষে যাবে এমন কোন তথ্য সাংবাদিকদের জানাবে না।

২| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ১:২৪

মেহেদী_বিএনসিসি বলেছেন: ব্যাপারটা এত্তোই সোজা হলে আপ্নে বা হাসিনা বানুরা কেন লবিষ্ট নিয়েগ করছেনা একখান নাবোল বাগানোর জন্য....... X(( X(( X((
আপ্নার পোষ্ট দিনে দিনে ফালতু হয়ে যাচ্ছে.......স্যারি টু সে দ্যাট.....।

১৬ ই জুলাই, ২০১৩ সকাল ৯:০৩

হাসান কালবৈশাখী বলেছেন:
সরকার টেষ্ট স্টাটাস আনার সময় আগাম সমর্থন পাওয়ার জন্য ও
সমুদ্রসিমা আইনি লড়াইয়ের সময় সমর্থন পাওয়ার জন্য লবিষ্ট নিয়োগ করেছিল।

কারো দুইনম্বরি হিংশাত্ত্বক কার্যক্রম ঠ্যাকানোর জন্য তো আর লবিং করা যায় না।

৩| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ১:৩০

নীল জানালা বলেছেন: বুঝলামনা ড: ইউনুস আওয়ামিগো কোন পাক্না ধানে মই দিল? আপনেগো মহিলা ডন কি ইউনুসরে খুব বিপদজনক প্রতিদ্বন্দী ভাবতেসেন?

১৫ ই জুলাই, ২০১৩ সকাল ৮:১৩

হাসান কালবৈশাখী বলেছেন: না। ইউনুস হঠাৎ করেই এমন হয় নাই, ইউনুস শুরু থেকেই এন্টি আওয়ামী!

ইউনুস ২০০৬ সালেই বিএনপিকে আবার আনার জন্য অনেক বক্তৃতা বিবৃতি দিয়েছিলেন। এমনকি বিতর্কিত নির্বাচন কমিশনার আজিজের সাফাই গেয়ে বক্তৃতাও দিয়েছিলেন।

৪| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ২:০৩

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: মেহেদী এবং নীল জানালা
ওবামা কইছে চুদির ভাই, আনন্দের আর সীমা নাই এই জাতীয় দাসবৃত্তির মানসিকতা থেকে বেরিয়ে আসুন। ওবামা তথা ধনী দেশগুলোর নেতারা ইউনূসরে চুদির ভাই কইছে, আর আপনারা আহ্লাদে আাটখানা হয়ে গেলেন? ফালতু কথা বলতে লজ্জা করে না আপনাদের? যৌক্তিক সমালোচনা করুন ক্ষমতা থাকলে।

‘গু’ জিনিসটা সব সময়ই খারাপ। ধরা যাক, আওয়ামী লীগ কোনো উদ্দেশ্য নিয়েই হয়তো ‘গু’কে বার বার খারাপ বলতে লাগলো। তখন বিএনপি বলা শুরু করলো, ‘গু’ ভালো। ক্ষমতায় যাওয়ার জন্য উন্মত্ত এই ‘গু’ খাওয়া দলগুলোর কারনেই দেশ বার বার পিছিয়ে পড়ছে। দেশের বিপুল জনগোষ্ঠী অশিক্ষিত থাকায় তারা দিশাহীন। গু-মুত চেনার ক্ষমতা এখনও তাদের হয়নি।

ধরে নিলাম আওয়ামী লীগ কোনো খারাপ উদ্দেশ্য নিয়েই গু কে খারাপ বলতে থাকলে আপনারা গু কে ভালো বলবেন?
এই আপনাদের বিবেক?

১৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫৫

হাসান কালবৈশাখী বলেছেন: ধন্যবাদ।

৫| ১৫ ই জুলাই, ২০১৩ ভোর ৫:৫৬

নিমতিতা বলেছেন: কানাডা প্রবাসী সাংবাদিক ব্রিটেনের লবিস্ট ফার্মের বেবাক কিছু কেমনে জানলো?

১৫ ই জুলাই, ২০১৩ সকাল ৮:২৪

হাসান কালবৈশাখী বলেছেন:
এখানে গোপনীয়তার কিছু নেই।
লন্ডনের পেশাদার জনসংযোগ প্রতিষ্ঠান (লবিং ফার্ম) বিটিপি এডভাইজারস। এর কার্যক্রম ব্রীটিষ আইনে বৈধ, লন্ডন, নিউইয়রক ও ওয়াশিংটনে তাদের অফিস আছে। দির্ঘদিন এরা সুনামের! সাথে কাজ করে যাচ্ছে।

৬| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ৮:২৮

অপূর্ণ রায়হান বলেছেন: ভাই , খোঁজখবর নিলে দেখবেন ডঃ ইউনুসকে অনারারি ক্লায়েন্ট করে রাখা এরকম কয়েক হাজার সংস্থা রয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে । এখন সেই কোম্পানি কি দোষ করল তা দিয়ে ডঃ ইউনুসকে মূল্যায়ন করা কি ঠিক ?
আমরা আমেরিকা খারাপ / যুদ্ধবাজ দেশ অমুক তমুক বলে শেষ হয়ে যাই । কিন্তু আমেরিকা যাওয়ার ভিসা পাবার জন্য আবার পারলে খুন হয়ে যায় । আমাদের মন্ত্রীরা / প্রধানমন্ত্রীরা নির্বাচনের আগে আমেরিকার দুতাবাসে কাথা বালিশ নিয়ে গিয়ে বসবাস করা শুরু করে দেন ।

অনেক দলই তো দেখলেন , একজন ডঃ ইউনুস যদি রাজনীতি করতে চান , দোষের কি ?

@পরাজিত মধ্যবিত্তের একজন , কথায় আছে না , দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য ! আপনার পোস্টগুলো ভালো লাগত , মন দিয়ে পড়তাম । কিন্তু কিছু কিছু দিক থেকে আপনি সংকীর্ণ এবং সীমাবদ্ধ ।
ডঃ ইউনুসকে নিয়ে আপনার যখন এতই তিক্ততা , উনার মত সুদের ব্যাবসা ( আপনি যেটা বলেন ) সেটা করে দেখান না ! তাইলেই বুঝব আপনি আপনার কথার মতই বিশাল এখন হ্যাডম ।

আর লেখক ভ্রাতা , আপনার কাছ থেকেও এই ধরনের পোস্ট আশা করি নি । বলব আরও জানুন , বুঝুন এবং অনুধাবন করার চেষ্টা করুন । ভালো মন্দ বিচার করার নুন্যতম ক্ষমতা সব মানুষেরই আছে । একজন ভালো মানুষ দেশের জন্য ভালো কিছু করতে চাওয়ার আগেই যদি তার বিরুদ্ধে লেগে যান সে ভালো কিছু করবে কিভাবে ?

গতকাল @তালপাতার সেপাই'র ডঃ ইউনুস বিদ্বেষী পোষ্টে বলেছিলাম , মিরপুরে টমেটোর কেজি ২০০ টাকা সেটাও ডঃ ইউনুসের চক্রান্ত ।
সে আমাকে ব্লক করেছে :)
এই সামান্য একটা লাইনের উত্তর দেওয়ার ক্ষমতা আর ধৈর্য যার নেই সে আবার ডঃ ইউনুসকে সমালোচনা করে পোস্ট দেয় ! বিস্ময় !

১৫ ই জুলাই, ২০১৩ সকাল ৯:০০

হাসান কালবৈশাখী বলেছেন: অনারারি ক্লায়েন্ট!

বিশ্বের বিভিন্ন দেশের নিন্দিত এবং কুখ্যাত ২ নম্বরি শাসকরা এই ফার্মের ক্লায়েন্ট।
উপজাতি গনহত্যার দায়ে অভিযুক্ত কেনিয়া, নাইজেরিয়া, রুয়ান্ডা ও পাকিস্তানি সামরিক শাসক পারভেজ মোসাররফ ও ছিলেন এই ফার্মের ক্লায়েন্ট।
এই ফার্মের ক্লায়েন্ট হওয়াতে সুনামের কিছু নেই।

৭| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৩৫

ক্লিকবাজ বলেছেন: ডঃ ইউনুস এর খাম্বা লৈয়া লাড়াচারা কৈরা BAL খাইতাছে পাব্লিকের জুতার বাড়ি। আর ডঃ ইউনুস পাইতাছে একটার পর একটা পুরস্কার। BAL ডঃ ইউনুসরে দেশ থিকা আউট করতে না পারলেও অনবরত তার খাম্বা লইয়া লারাচারা কৈরা খাম্বার মাল ঠিকই আউট করব।

১৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৬

হাসান কালবৈশাখী বলেছেন: ইউনুছের খাম্বাকে লালন করিতে বলিতেছেন?

যে ব্যাটা দেশের পাছা মারার জন্য, গরিবের চাকুরি খাওয়ার জন্য নিজের টাকা খরচ করে লবিং ফার্ম ভাড়া করে!

৮| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৫৩

দ্য েস্লভ বলেছেন: ইউনুসের সূদী কারবারের সাথে একমত নই। তার এই থিওরী জনতার প্রকৃত মঙ্গল করতে পারেনা। অল্প কিছু লোক এতে উপকৃত হয়েছে এটা সত্য। কিন্তু তার সূদী কারবার পছন্দ করিনা। কিন্তু আমাদের রাজনীতিক নেতারা যে আক্রোশ দেখান,সেটা কি সূদ-ভিত্তিক অর্থনীতির ওপর,নাকি বিশেষ ব্যক্তির ওপর ? যারা ইউনূসের পদ্ধতির বা তার বিরোধীতা করেন ,তাদের জানা থাকার কথা যে আমাদের দেশের অর্থনীতি সূদ-ভিত্তিক। উভয়েই মোটামুটি একই কাজ করে তবে একটু ঘুরিয়ে ফিরিয়ে। নেতাদের চরিত্র আম-জনতার অধিকাংশের কাছে পরিষ্কার। আপনার এ লবিং তথ্য সত্য। আমাদের নেতারা দূর্নীতি করেন এবং আমাদের টাকা লবিস্ট ফার্মকে দিয়ে নিজেদের ভাবমূর্তীটাও ঠিক রাখেন।

তবে সমালোচনা করলে সেটা একতরফা না করে উদারতার সাথে করা উচিত।

১৫ ই জুলাই, ২০১৩ রাত ৯:২৪

হাসান কালবৈশাখী বলেছেন: ওনার উপর ব্যক্তিগত আক্রোশ হয়েছে বলে আমি মনে করিনা।

ডঃ ইউনুস কে গ্রেফতার করা হয়নি
ইউনুসের গ্রামীন ব্যাঙ্ক বন্ধ করা হয় নি, চলছে।
ওনার একাউন্টও বাযেয়াপ্ত করা হয় নি,
ওনার মালিকানা অংশ অধিগ্রহন করা হয় নি,
গ্রামীন ব্যাঙ্কের সহযোগি প্রতিষ্ঠানগুলো (গ্রামীনফোন,গ্রামিন শক্তি, ফূডস ইত্যাদি) বন্ধ করা হয় নি,
ওনার বিদেশ গমনে কোন নিষেধ্যাজ্ঞা নেই।

শুধু প্রচলিত ব্যাঙ্কিং আইনে এজ ব্যারিয়ার অতিক্রম করার পর তার এই পদে থাকার অধিকার নেই।
তিনি সর্বচ্চ আদালতে রিট করেছিলেন। লাভ হয়নি।
ব্যাঙ্কিং আইন দেখে বেঞ্চ রিট খারিজ করে দেন মহামান্য আদালত।

৯| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৫৪

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: অপুর্ন ,
আপনি আমার পোস্টটি পাঠ করুন, কোন কথাটা অযৌক্তিক বলেছি সেটা উল্লেখ করুন। গঠনমূলক সমালোচনা করুন।
আপনার কাছে আমার প্রশ্ন
১. ক্ষুদ্র ঋণের ফলে দেশের কোন ক্ষুদ্র শিল্পের বিকাশ ঘটেছে??
২. বিনিয়োগের আগেই প্রতি সপ্তাহে কিস্তি শুরু হয়, তাহলে কৃষির মতো বিনিয়োগে ক্ষুদ্র ঋণ কিভাবে সাফল্য অর্জন করবে?
৩. আজ যদি গ্রামীণ ব্যাংক তুলে দেওয়া হয়, তবে কিছু সুশীলেরা প্রতিবাদ জানাবে, একজন ঋণগ্রহিতাও মাঠে নামবে না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি।
পরিশেষে আবারও বলতে বাধ্য হচ্ছি,
পাশ্চাত্যের দাদারা বলেছে, চুদির ভাই, আনন্দের আর সীমা নাই---এই জাতীয় দাসবৃত্তির মানসিকতা আর কতো দিন??
এই মানসিকতা থেকে বেড়িয়ে আসুন । ধন্যবাদ্

১৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৪

হাসান কালবৈশাখী বলেছেন:
গ্রামীণ ব্যাংক তুলে দেওয়া হলে একজন ঋণগ্রহিতাও প্রতিবাদে মাঠে নামবে না,
আন্দোলন হবে না।

সহমত

১০| ১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৬

মেহেদী_বিএনসিসি বলেছেন: পরাজিত ভাইসাব......আপ্নের কমেন্ট দেইখ্যা এই রাইত ৩টার সময়ও রিপ্লাই না কইরা থাকতে পারলামনা...........।
কনতো দেখি.......ওবামার চুদির ভাই সম্বোধন পাওয়ার যোগ্যতা বাংলাদেশের কয় জনের আছে তাই বলেন। ওই হোয়াইট হাউজের দরজায় পা রাখার যোগ্যতা জয়-তারেক দুরের কথা.......ব্যাক্তিগত পারফর্মেন্স অগো মায়েরাও গেটের কাছে যাইতে পারবেনা X((
আর বড় কথা কইতে বড় গলা লাগে.........। পাশ্চাত্যরা এতোই যদি খারাপ হবে.......তাহলে আমাদের দুই দলের রাজপুত্ররা(চুদির ভাইয়েরা) কেন ওখানে পড়ে থাকে..........? ওই রেহানার মাইয়া চুদির বইন হইতে লন্ডনে লেবার পার্টির লেবারগীরি করতে যায়? আর আপ্নার বড় বড় নেতারা কেন চেকাপের নামে ওইদিকে দৌড় মারে X(( X(( X((
বুঝলাম ইউনুস সাহেব দুইনাম্বারী কইরা সুদ ঘুষ খাইয়া আইকা বিশ্বব্যাপী

বড় অর্থনীতিবিদ হইছে...........তাতে আপ্নাগো পাছা চুলকানের কারনটা কি। এই সুদের কারবারীর ভাষন শুনতে যে সব ইউনিভার্সিটিরা লাইন ধরে আছে........একবার এপ্লাই করেন দেখি, আপ্নে ওনার ভাষন শুনার যোগ্যতা লাভ করতে পারেন কিনা....... পরে ওনার দোষ ধরতে আইসেন।

১৫ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫৩

হাসান কালবৈশাখী বলেছেন:
নোবেল বিজয়ী ডঃ ইউনুস একজন মহান ব্যাক্তি হইতে পারে, হোয়াইট হাউজের বারাক ভাইয়ের দোস্ত হইতে পারে, ইউনিভারসিটিতে ভাল বকৃতাবাজ হইতে পারে।

কিন্তু এখানে সে দেশের সাথে চরম বেইমানি করেছে, একটা রাজনৈতিক ও ব্যক্তিগত প্রতিহিংশার কারনে সুধু পদ্মা সেতুর পাছা মারেনি,
দেশের ৪০ লক্ষ গার্মেন্টস ওয়ার্কারের রিজিকের উপরও হাত দিছে। এর জন্য নিজের পকেটের টাকা খরচ করে কুখ্যাত লবিং ফার্মকে ভাড়া করেছে।

সে হোয়াইট হাউজে মহান হইলেও এদেশের মানুষের কাছে হারামির বাচ্চা।

১১| ১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ২:১৪

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: মেহেদী_বিএনসিসি,
এসব বোঝার মতো ক্ষমতা আপনার মস্তকে নাই।
পাশ্চাত্যের দেশগুলো শান্তিতে নোবেল দেয় তাদের শান্তির জন্য। পুজিবাদী অর্থনীতির তাবেদারী করতে সক্ষম এমন তত্ত্বের হর্তাকর্তাদেরই এই পুরস্কার জোটে। চীনের মেরুদণ্ড আছে বলেই তারা নোবেল দিয়ে নিজেদের মূল্যায়ন করে না। জিয়াবাও শান্তিতে নোবেল পাওয়ার পর চীনের নেতারা নোবেল কমিটিকে আজেবাজে কথা বলে গালাগাল দেয়। চীন এই মেরুদণ্ড তৈরি করতে পেরেছে বলেই আজ তারা উন্নত। নোবেল দিয়ে নয়, নিজেদের মূল্যায়ন নিজেরা করতে শিখুন।

এই জন্যই বলেছি
ওবামা কইছে চুদির ভাই, আনন্দের আর সীমা নাই --এই মানসিকতা পরিবর্তন করুন।
আর একটা কথা
‘গু’ জিনিসটা সব সময়ই খারাপ। ধরা যাক, আওয়ামী লীগ কোনো উদ্দেশ্য নিয়েই হয়তো ‘গু’কে বার বার খারাপ বলতে লাগলো। তখন বিএনপি বলা শুরু করলো, ‘গু’ ভালো। ক্ষমতায় যাওয়ার জন্য উন্মত্ত এই ‘গু’ খাওয়া দলগুলোর কারনেই দেশ বার বার পিছিয়ে পড়ছে। দেশের বিপুল জনগোষ্ঠী অশিক্ষিত থাকায় তারা দিশাহীন। গু-মুত চেনার ক্ষমতা এখনও তাদের হয়নি।

ধরে নিলাম আওয়ামী লীগ কোনো খারাপ উদ্দেশ্য নিয়েই গু কে খারাপ বলতে থাকলে আপনারা গু কে ভালো বলবেন?
এই আপনাদের বিবেক?

১৬ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৫

হাসান কালবৈশাখী বলেছেন:
ওবামা কইছে চুদির ভাই, আনন্দের আর সীমা নাই
--এই মানসিকতা পরিবর্তন করুন।

সহমত

১২| ১৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:২১

ছাসা ডোনার বলেছেন: ফালতু জিনিস দিয়ে জনগনকে কেন বিভ্রান্ত করছেন? একটু হলেও মানুষের মেধাকে সন্মান করার চেষ্টা করুন। নিজের যোগ্যতা না থাকলে অন্যের যোগ্যতাকে অসন্মান করার অধিকার আপনার নাই।

১৬ ই জুলাই, ২০১৩ রাত ২:৪১

হাসান কালবৈশাখী বলেছেন: মেধাকে! সম্মান?
এইটা কোন মেধা? দেশের দরিদ্র শ্রমজীবিদের রিজিক মারার মেধা?

১৩| ১৫ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১২

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: ছাসা ডোনার,
ফালতু কথতো আপনি বললেন। ইউনূসের নেতিবাচক কর্মকাণ্ড যথেষ্ট যুক্তি দিয়ে তুলে ধরা হয়েছে। শান্তি ও সাহিত্যে কি ধরনের মানুষদের নোবেল দেওয়া হয় সেটা জানুন।
আবারও বলছি, আমাদের দেশে যোগ্য কে সেটা আমাদেরকেই নির্ধারণ করতে হবে। পাশ্চাত্যের স্বীকৃতি দিয়ে আর কতোদিন নিজেদের মূল্যায়ন করবেন?

ওবামা কইছে চুদির ভাই, আনন্দের আর সীমা নাই--------এই জাতীয় মানসিকতা আর কতদিন?
ব্রিটিশ আমলেই তো দাসবৃত্তির এই মানসিকতা আপনাদের মধ্যে বপন করা হয়েছে। বেড়িয়ে আসুন। সচেতন হোন।

১৪| ১৬ ই জুলাই, ২০১৩ ভোর ৪:৪৬

এই আমি সেই আমি বলেছেন: আর একটু অপেক্ষা করেন , ইউনুসের স্বপ্নের পোলাও খেয়ে বাঙ্গালির বদ হজম শুরু হল বলে ।
ইউনুস স্যার কে এতদিন দেখা যাইত হিলারি দিলারির আচলের তলে , ইদানিং দেখা যাচ্ছে রব , বদ চৌধুরী , শফিক রেহমান এমন কি চিনি চুরা জাফরের সাথে , ঘটনা কি ?

উনি তওবা করেছিলেন আর রাজনীতি করবেন না কিন্তু ইদানীং দেখা যাচ্ছে ্সমানতালে রাজনিতিক ডায়লগ মারছেন , ঘটনা কি ? উনি বলেছিলেন ন্যাড়া বার বার বেল তলায় যায় না । উনি কি আবার বেল তলায় যাবার পায়তারা করছেন ।

১৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৫

হাসান কালবৈশাখী বলেছেন:
2006 এ ইয়াজুদ্দিন তত্তাবধ্যক আমলেও একই রকম তৎপরতা দেখা গিয়েছিল ডঃ ইউনুসের

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

হাসান কালবৈশাখী বলেছেন: হুমম

১৫| ১৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

ননদালীনাজ বলেছেন: অপূর্ন বলেছেন: ভাই , খোঁজখবর নিলে দেখবেন ডঃ ইউনুসকে অনারারি ক্লায়েন্ট করে রাখা এরকম কয়েক হাজার সংস্থা রয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে । এখন সেই কোম্পানি কি দোষ করল তা দিয়ে ডঃ ইউনুসকে মূল্যায়ন করা কি ঠিক ?
আমরা আমেরিকা খারাপ / যুদ্ধবাজ দেশ অমুক তমুক বলে শেষ হয়ে যাই । কিন্তু আমেরিকা যাওয়ার ভিসা পাবার জন্য আবার পারলে খুন হয়ে যায় । আমাদের মন্ত্রীরা / প্রধানমন্ত্রীরা নির্বাচনের আগে আমেরিকার দুতাবাসে কাথা বালিশ নিয়ে গিয়ে বসবাস করা শুরু করে দেন ।

অনেক দলই তো দেখলেন , একজন ডঃ ইউনুস যদি রাজনীতি করতে চান , দোষের কি ?

@পরাজিত মধ্যবিত্তের একজন , কথায় আছে না , দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য ! আপনার পোস্টগুলো ভালো লাগত , মন দিয়ে পড়তাম । কিন্তু কিছু কিছু দিক থেকে আপনি সংকীর্ণ এবং সীমাবদ্ধ ।
ডঃ ইউনুসকে নিয়ে আপনার যখন এতই তিক্ততা , উনার মত সুদের ব্যাবসা ( আপনি যেটা বলেন ) সেটা করে দেখান না ! তাইলেই বুঝব আপনি আপনার কথার মতই বিশাল এখন হ্যাডম ।

আর লেখক ভ্রাতা , আপনার কাছ থেকেও এই ধরনের পোস্ট আশা করি নি । বলব আরও জানুন , বুঝুন এবং অনুধাবন করার চেষ্টা করুন । ভালো মন্দ বিচার করার নুন্যতম ক্ষমতা সব মানুষেরই আছে । একজন ভালো মানুষ দেশের জন্য ভালো কিছু করতে চাওয়ার আগেই যদি তার বিরুদ্ধে লেগে যান সে ভালো কিছু করবে কিভাবে ?

গতকাল @তালপাতার সেপাই'র ডঃ ইউনুস বিদ্বেষী পোষ্টে বলেছিলাম , মিরপুরে টমেটোর কেজি ২০০ টাকা সেটাও ডঃ ইউনুসের চক্রান্ত ।
সে আমাকে ব্লক করেছে :)
এই সামান্য একটা লাইনের উত্তর দেওয়ার ক্ষমতা আর ধৈর্য যার নেই সে আবার ডঃ ইউনুসকে সমালোচনা করে পোস্ট দেয় ! বিস্ময় !

১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৩৩

হাসান কালবৈশাখী বলেছেন: কাকে কি বললেন?

১৬| ১৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

গারো হিল বলেছেন: সামনের কুরবানিতে তুমারে হাম্বা বাজারে তোলা হপে :>
বেশি বেশি জাবর আর ঘাস খাও :>

১৭| ১৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

একজন ঘূণপোকা বলেছেন: লেখক বলেছেন:
...........।কিন্তু এখানে সে দেশের সাথে চরম বেইমানি করেছে, একটা রাজনৈতিক ও ব্যক্তিগত প্রতিহিংশার কারনে সুধু পদ্মা সেতুর পাছা মারেনি,




ভাই আপনি তাইলে বলছেন, আবুল হোসেন নির্দোষ। :P :P :P :P

১৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩৪

হাসান কালবৈশাখী বলেছেন: কোন মন্ত্রী-আমলাকেই ক্লিন বলা যায় না।

তবে আমার নিজ ধারনা পদ্মাসেতুর ব্যাপারে আবুল এ পর্যন্ত নির্দোষ!
আশ্চর্য হলেন?
কানাডীয় পুলিশ নাভালিন কন্সাল্টিং অফিসে তল্লাসি করে কিছুই পায়নি। সুধু একজনের ডাইরিতে অন্যান্ন ৪-৫টি নামের সাথে "হোসেন ২%" লেখা ছিল। অর্থাৎ আবুল হোসেনের জন্য লাভের ২% বরাদ্দ রেখেছে কম্পানিটি।
এটা ওপেন সিক্রেট যে দেশ-বিদেশী ঠিকাদাররা তাদের লাভের একটা অংশ রাখে হোষ্ট পার্টির জন্য, এ টাকা লাগতেও পারে , না লাগতেও পারে। এটা অবস্থা বা পরিস্থিতির উপর নির্ভর করে।
বড় ঠিকাদারি কম্পানিতে এসব ওপেন সিক্রেট, একটি সাধারন ব্যাপার।

আবুল যেহেতু আগাম টাকা দাবি করেনি, আর নাভালিন কম্পানি আবুল বা কাউকে কোন টাকা দেয়নি। পুলিশ তন্ন তন্ন করেও কোন টাকা ট্রাঞ্জেকশনের কোন চিহ্ন পায়নি।
সুতরাং আবুলকে অনেকটাই নির্দোষ বলা যেতে পারে।
আইনের চোখে সম্পুর্ন নির্দোষ।

১৮| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪৯

একজন ঘূণপোকা বলেছেন: ভাই আর ভূগোল পড়িয়েন না, আপনে মানুষ না আসলেই আওয়ামী লীগ।

১৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:২১

হাসান কালবৈশাখী বলেছেন:
বাংলা পরিক্ষায় অংক?
না ভুগোল?

১৯| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ২:১৯

হ্যারিয়ার টু বলেছেন:
১-১১ নায়কদের সহায়তায় সেই সময় উনি একটি রাজনৈতিক দল করেছিলেন। খালেদা ও হাসিনা কে জেলে রেখে। জেঃ ইব্রাহিম, বদ চৌ সাপোর্ট দিয়েছিল, আর্মি ডাইরেক্ট সাপোর্ট দিয়েছিল, এরপরও ফ্লপ মেরেছিল দলটি

এরপর উনি তওবা করেছিলেন আর রাজনীতি করবেন না উনি বলেছিলেন ন্যাড়া বার বার বেল তলায় যায় না। কিন্তু এখন গেলেন, সুরু করলেন দুই নম্বরি কাম, দেশে-বিদেশে ...

১৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

হাসান কালবৈশাখী বলেছেন: ১-১১ নায়কদের সহায়তায় সেই সময় প্রিন্স বা কিংস পার্টি গঠন করেছিলে।
দলটি ফ্লপ মেরেছিল!

এরপর উনি তওবা করেছিলেন আর রাজনীতি করবেন না।
কিন্তু .....

২০| ১৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২২

ইসপাত কঠিন বলেছেন: লেখক বলেছেন: কোন মন্ত্রী-আমলাকেই ক্লিন বলা যায় না।

তবে আমার নিজ ধারনা পদ্মাসেতুর ব্যাপারে আবুল এ পর্যন্ত নির্দোষ!
আশ্চর্য হলেন?
কানাডীয় পুলিশ নাভালিন কন্সাল্টিং অফিসে তল্লাসি করে কিছুই পায়নি। সুধু একজনের ডাইরিতে অন্যান্ন ৪-৫টি নামের সাথে "হোসেন ২%" লেখা ছিল। অর্থাৎ আবুল হোসেনের জন্য লাভের ২% বরাদ্দ রেখেছে কম্পানিটি।
এটা ওপেন সিক্রেট যে দেশ-বিদেশী ঠিকাদাররা তাদের লাভের একটা অংশ রাখে হোষ্ট পার্টির জন্য, এ টাকা লাগতেও পারে , না লাগতেও পারে। এটা অবস্থা বা পরিস্থিতির উপর নির্ভর করে।
বড় ঠিকাদারি কম্পানিতে এসব ওপেন সিক্রেট, একটি সাধারন ব্যাপার।


আবুল যেহেতু আগাম টাকা দাবি করেনি, আর নাভালিন কম্পানি আবুল বা কাউকে কোন টাকা দেয়নি। পুলিশ তন্ন তন্ন করেও কোন টাকা ট্রাঞ্জেকশনের কোন চিহ্ন পায়নি।
সুতরাং আবুলকে অনেকটাই নির্দোষ বলা যেতে পারে।
আইনের চোখে সম্পুর্ন নির্দোষ।

একটা জিনিস বুঝলাম না। এটা যদি এমনই ওপেন সিক্রেট বিষয় হয়ে থাকে, তাহলে উনাকেই কেন ধরা হলো? অন্যান্য প্রজেক্ট নিয়ে কেন এত আওয়াজ উঠলো না?

আজকের সমালোচিত ডেমু ট্রেনও কিন্তু উনার বাস্তবায়িত স্বপ্ন। যেই ডেমু ট্রেন নিয়ে খুব একটা ভালো আলোচনা হচ্ছে না।

১৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৪

হাসান কালবৈশাখী বলেছেন: ধন্যবাদ ইস্পাত ভাই।

সুধু বড় বড় ঠিকাদারি কম্পানিতে না, ছোট কম্পানিতেও এসব ওপেন সিক্রেট।
তবে আমেরিকা, ক্যানাডা ও পশ্চিম ইউরোপিও দেশগুলো এই সব দুইনম্বরি বন্ধ করতে বদ্ধপরিকর।
যে কারনে সিমেন্স ঘুশ দিয়ে ধরা পড়ল, কিন্তু একই সাথে চীনা ও কোরিয়ান টেলিকম কম্পানিগুলো ২নম্বরি করেও পার পেয়ে গেল।

আমি আবুল কে 'অনেকটা নির্দোষ' বলেছি সম্পুর্ন নির্দোষ বলিনি। আইনের চোখে যাই হোক। আবুলের উচিত ছিল অভিযোগ পাওয়া মাত্র নিজেই সরে দাঁড়ানো। সভ্য দেশে যা হয়। কারো নামে গুরুতর অভিযোগ পাওয়া গেলে সে নিজেই পদত্যাগ করে।

শেখ হাসিনার উচিত ছিল আবুল ও ব্লাডি মশিয়ুর কে লাথি দিয়ে বের করে দেয়া।

ডেমু ট্রেন আমদানির আগেই এ নিয়ে পত্রিকায় লেখালেখি হচ্ছিল।

পত্রিকা পড়ে যা বুঝলাম। বর্তমানে পৃথিবীর কোন দেশেই মিটারগেজ ডিজেল লোকোমোটিভ বানাচ্ছেনা, মিটার গেজ ইলেকট্রিক ট্রেন আছে। ব্রডগেজ ডিজেল ট্রেনে ভারত রাজা। জয়দেবপুর-নারায়নগঞ্জ সর্ট রুটের জন্য হালকা ট্রেন কোথাও না পেয়ে চীন থেকে এই উদ্ভট ট্রেন আনতে হয়েছে। এখানে বড় দুর্নিতি হয়েছে বলে মনে হয় না।

এই ট্রেনের মেইন সমস্যা এটি বেশী উঁচু, আমাদের প্রচলিত প্লাটফর্ম থেকে উঠতে সমস্যা, আর এই ট্রেনের বসার সিট কম, বেশী যাত্রী দাঁড়ীয়ে যাওয়ার জন্য ডিজাইন করা। যা বিরক্তিকর।

দেশের সকল লাইন মাল্টিগেজ না করা পর্যন্ত এইসব দুরবস্থা থাকবে বলেই মনে হয়। আমাদের মত ঘনবসতি দেশে সবচেয়ে উপযোগি হবে ডাবলডেকার ট্রেন, যা নিউদিল্লীতে চলা সুরু হয়েছে গতবছর থেকে।

২১| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১:২৬

বিবর্ণ ক্যানভাস বলেছেন: ধারণা করা হচ্ছে, বিটিপি অ্যাডভাইজরস বাংলাদেশের কোনো রাজনৈতিক শক্তির হয়ে কাজ করছে।
নোবেল বিজয়ী মহান ডঃ ইউনুস কেন এই কুখ্যাত ফার্মের মক্কেল হয়েছিলেন তা হয়তো সময়ই বলে দিবে।

টাইমস-ইকোনমিষ্টের ৩ বছরব্যাপি প্রপাগান্ডা তাহলে ইউনুসদেরই কারসাজি?



একটু বলবেন কি রাজনৈতিক শক্তিটা আম্লীগ বা বিম্পি না কেন???? কেন শুধুশুধু ইউনুসকে নিয়ে টানাটানি!? বিশাল বড় নেত্রীরা থাকতেও এই মানুষটার ভাণ্ডারে নোবেল নামক একটা সোনার হরিন জুটেছে বলে??

১৯ শে জুলাই, ২০১৩ রাত ২:০৮

হাসান কালবৈশাখী বলেছেন:
একটু বলবেন কি রাজনৈতিক শক্তিটা আম্লীগ বা বিম্পি না কেন?

আমি তো পোষ্টেই বলেছি-
"এটি বাংলাদেশের কোনো রাজনৈতিক শক্তির হয়ে কাজ করছে"।
এই প্রোপাগান্ডা মেসিনের অপারেটররা হচ্ছে আলোচিত ফার্মটির মক্কেল ডঃ ইউনুস ও ব্লাডি সফিকরেহমান।
রাজনৈতিক শক্তিটির পরিচয় নিজেই বুঝে নিন।

নোবেল বিজয়ী ডঃ ইউনুসকে নিয়ে টানাটানি করতাম না যদি না উনি নোংড়া রাজনীতি থেকে দূরে থাকতেন, এই কুখ্যাত ফার্মের মক্কেল না হতেন।

২২| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৩

ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
Dr. Yunus and Shafiq Rehman behind the game.
3 years continuous international propaganda.
proved.

২২ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

হাসান কালবৈশাখী বলেছেন: True ..

২৩| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৮

ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:

২২ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৫৪

হাসান কালবৈশাখী বলেছেন: মানিক জোড়!

২৪| ২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:০৪

লোপা এসহক বলেছেন:
উপরের ছবিটা সুন্দর!

২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪৯

হাসান কালবৈশাখী বলেছেন: ছবিটা সুন্দর
মানিক জ়োড়!

২৫| ২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:১৮

বিডি আইডল বলেছেন:

এইজন্যই তোদের বাপেরা আজ প্রথম আলোতে বলেছে:

‘অধ্যাপক ইউনূসের বিষয়টি অনেক বড়। আমরা এ বিষয়টি ঢাকতে পারছি না। এ বিষয়ে সমঝোতার চেষ্টা করা হবে।’ --- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহ

২০ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫২

হাসান কালবৈশাখী বলেছেন: দলবাজি করতে করতে মাথাটা গেছে!
সাধারন শিক্ষা ভদ্রতা ভুলে অন্ধ হয়ে তুই-তোকারি সুরু করছস!

আবার বাহারী ছবিও লাগাইছস। গোলাপি বেগমের! বাহ হ ...

২৬| ২২ শে জুলাই, ২০১৩ সকাল ১১:১৪

অচিন.... বলেছেন: আবুল নির্দোষ! আহা মধু মধু মধু।

২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪১

হাসান কালবৈশাখী বলেছেন:
ভাল করে পড়ে দেখুন -
আমি আবুল কে 'অনেকটা নির্দোষ' বলেছি সম্পুর্ন নির্দোষ বলি নি।

আমি আরো বলেছিলাম -
শেখ হাসিনার উচিত ছিল আবুল ও ব্লাডি মশিয়ুর কে তখনি লাথি দিয়ে বের করে দেয়া।

২৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৪

সাদা পাখি বলেছেন: কথায় আছে না , দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য !

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২২

হাসান কালবৈশাখী বলেছেন:
অপনি ঠিকই বলেছেন, দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য !

নোবেল বিজয়ী ডঃ ইউনুস একজন মহান ব্যাক্তি হইতে পারে, হোয়াইট হাউজের বারাক ভাইয়ের দোস্ত হইতে পারে, ইউনিভারসিটিতে ভাল বকৃতাবাজ হইতে পারে।

কিন্তু এখানে সে নষ্ট রাজনৈতিক সুবিধা নিতে দেশের চরম ক্ষতি করেছে, একটা রাজনৈতিক প্রতিহিংশার কারনে পদ্মা সেতুর পাছা মেরে দিয়েছে
GSP সুবিধা বাতিল করিয়ে দেশের ৪০ লক্ষ গার্মেন্টস ওয়ার্কারের রিজিকের উপরও হাত দিছে। এর জন্য নিজের পকেটের টাকা খরচ করে কুখ্যাত লবিং ফার্মকে ভাড়া করেছে।

এছাড়া এই ধরনের লবিং ফার্ম ভাড়া করার কোন কারন থাকতে পারে না।

২৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৮

শাহরিয়ার নীল বলেছেন: চোদনা হয়ে গেলাম

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৯

হাসান কালবৈশাখী বলেছেন:

আগেই বলেছিলাম যারা 'আজাইড়া' .....

আমনে একজন 'আজাইড়া চোদনা' প্রমানীত!

২৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৫

জহির উদদীন বলেছেন: অপূর্ন বলেছেন: @তালপাতার সেপাই নামক আওয়ামী দালাল পেইড ব্লগার সে আমাকেও ব্লক করেছে....
সামান্য ধৈর্য যার নেই সে আবার ডঃ ইউনুসকে সমালোচনা করে পোস্ট দেয় ! সত্যি বিস্ময়
গদাম এই আওয়ামী দালাল পেইড ব্লগাদের.....

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৯

হাসান কালবৈশাখী বলেছেন:

দালাল ব্লগাদের.আমি অপছন্দ করি।
আমি কাউকে ব্লক করিনা, এমনকি কোন কমেন্টও মুছিনা!

তবে আফটার অল ... ইউনুস ইজ এ বাস্টার্ড!

৩০| ১৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ৩:০৫

হাসান কালবৈশাখী বলেছেন:
যুদ্ধাপরাধের বিচার ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্ত রাজনৈতিক দল জামাত। তারা বিষয়টিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে আন্তর্জাতিক লবিং-এর জন্যে লবিস্ট নিয়োগ দিয়েছে। চুক্তি করেছে ২৫ মিলিয়ন ডলারের। বাংলাদেশী মুদন্সায় এর পরিমাণ প্রায় ২০০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশে দায়িত্বরত একটি বিদেশী ব্যাংকের মাধ্যমে চুক্তির অর্থও পাঠিয়েছেন জামাত নেতা মীর কাশেম আলী। সম্পন্সতি এই অনুসন্ধানে পাওয়া গেছে, যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত করতে জামাত নেতা মীর কাশেম আলী লবিস্ট নিয়োগের জন্য যুক্তরাষ্টেন্সর একটি কনসালটেন্সি ফার্মের সঙ্গে ২৫ মিলিয়ন ডলারের চুক্তি করেছেন। ২০১০ সালের ১০ মে ৬ মাসের জন্য আমেরিকান কনসালটেন্সি ফার্ম কেসিডি এন্ড এসোসিয়েটের সঙ্গে চুক্তি করেন মীর কাশেম আলী। পরে সিটি ব্যাংক এনএ-এর মাধ্যমে ইলেক্টন্সনিক্স টন্সান্সফার করে চুক্তির অর্থ কেসেডি এন্ড এসোসিয়েটের হিসাব যার নóðর সিএমজিআরপি•আইএনসি ৩০৭১৭২৪৮ (সুইফ্ট কোড : সিটি ইউএস ৩৩) পাঠানো হয়েছে। এই প্রতিষ্ঠানের অন্যতম উদ্যোক্তা হচ্ছেন মার্কিন সাবেক কংগ্রেসম্যান মার্টি রুশো। তিনি কেসেডি এন্ড এসোসিয়েটস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা। অনুসন্ধানে পাওয়া নথিতে জানা গেছে, প্রতিষ্ঠানটির ঠিকানা হচ্ছে ৭০০/১৩ স্টিন্সট, ১১ ডবিíউ, সুইট-৪০০ ওয়াশিংটন ডিসি। মার্কিন যুক্তরাষ্টন্সও বাংলাদেশের সরকারের উপর চাপ প্রয়োগ ও লবিং করাসহ মীর কাশেমের আলীর উদ্দেশ্য সফলের জন্য এই চুক্তি হচ্ছে বলে চুক্তিপত্রে উলেíখ করা হয়েছে। গত বছরের ১০ মে সাক্ষরিত এই চুক্তিতে মীর কাসেম আলী এবং লবিস্ট ফার্মের পক্ষে জেনারেল কাউন্সেল জে• ক্যামেরুজ সাক্ষর করেন। চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানিটি ২০১০ সালের ৫ অক্টোবর থেকে গত ৫ এপ্রিল ২০১১ সাল পর্যন্ত এই ৬ মাস মীর কাশেম আলীর উদ্দেশ্য সফল করতে যুক্তরাষ্টন্স ও বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ে লবিং করবে। প্রয়োজনে ৬ মাসের জন্য চুক্তির মেয়াদ আরো ২৫ মিলিয়ন ডলার দিয়ে বাড়ানো যাবে বলে চুক্তিপত্রে উলেস্নখ করা হয়েছে। এছাড়াও চুক্তির বাইরেও মামলা খরচসহ অন্যান্য খরচের ব্যয় বহন করতে আরো অর্থ দেয়া হবে উপদেশক এই প্রতিষ্ঠানকে। এছাড়াও প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি প্রতিনিধিদলের বাংলাদেশে আসার কথা ছিল। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছিল ২০১১ সালের ১৭ অক্টোবরের আগে এদেশে আসতে পারবে না। এদিকে বাংলাদেশ ব্যাংকে না জানিয়ে কনসালটেন্সি বাবদ ২৫ মিলিয়ন পাঠানো হলে সেটা মানি লন্ডারিং অপরাধ হিসেবে চিহ্নিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সংশ্নিষ্ট বিভাগের কর্মকর্তা। বাংলাদেশ ব্যাংকে না জানিয়ে অর্থ পাঠানো হয়েছে কিনা গতকাল থেকে খতিয়ে দেখতে শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। মীর কাশেম আলীকে লেখা একটি চিঠিতে কেসেটি এন্ড এসোসিয়েটস-এর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট (আন্তর্জাতিক অপারেশন) এস জে• পৃস্টেন উলেíখ করেন, তার স্বার্থ রক্ষার জন্যে যুক্তরাষ্টন্স সরকার ও বাংলাদেশ সরকারের সঙ্গে উচ্চ পর্যায়ের লবিং চালাতে তারা কাজ করে যাচ্ছেন। জামাত বিরোধী দলকে সঙ্গে নিয়ে বিভিন্নভাবে যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া বানচাল করতে উঠেপড়ে লেগেছে । হালে পানি পায়নি জামাত। পরে তারা দেশে-বিদেশে কাজ শুরু করে। অর্থ দিয়ে গোপন ও প্রকাশ্যে বিভিন্ন উপদেশক নিয়োগ করে। তবে ধরা পড়ার ভয়ে লবিস্ট নিয়োগের উদ্দেশ্য গোপন রাখে জামাত। মীর কাশেম আলীও তার চুক্তিতে উদ্দেশ্য গোপন রাখেন। তবে সম্পন্সতি তাদের এই গোপন তৎপরতা বেরিয়ে আসতে শুরু করেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.