নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

মার্কিন জাস্টিস ডিপার্টমেন্টে রক্ষিত এক বাংলাদেশি রাজনৈতিক ব্যক্তির তথ্য , ঘুষ দিয়ে তথ্য বের করতে যেয়ে ৩ জন গ্রেফতার

০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৩

আবার বাংলাদেশ আন্তর্জাতিক গনমাধ্যমে।



নিউইয়র্ক এ বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বর সম্পর্কে তথ্য নিতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন রিজভী আহমেদ সিজার নামে এক বাংলাদেশি যুবক। একই সঙ্গে আটক করা হয়েছে এফবিআই’র এক কর্মকর্তাসহ আরও এক জনকে। এরা যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট থেকে গোপনীয় তথ্য বের করার চেষ্টা চালাচ্ছিলেন।



নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টে শুক্রবার এ ঘটনা ঘটে। জাস্টিস ডিপার্টমেন্টের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘুষ দিয়ে রিজভী আহমেদ ও বাংলাদেশি রাজনৈতিক নেতার ও তার সহযোগীদের বিষয়ে তথ্য নেওয়ার চেষ্টা করছিলেন।



জাস্টিস ডিপার্টমেন্টের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে তার পরিচয় প্রকাশ করা হয়নি। তবে বাংলাদেশি এই রাজনৈতিক ব্যক্তিত্বকে বিরোধী দলের সঙ্গে যুক্ত বলেই উল্লেখ করা হয়েছে।



এই ঘটনায় আটক অপর দুই জন হচ্ছেন রবার্ট লাস্টিক এফবিআই’র হোয়াইট প্লেইনস রেসিডেন্ট এজেন্সির সদস্য। অপর জন জোহানেস থালের তারই বন্ধু। আর এই থালেরের মাধ্যমেই রিজভী আহমেদ ওরফে সিজার ঘুষ দিয়ে তথ্য বের করার চেষ্টা চালিয়েছিলেন।



SMS ট্রেস করে তাদের ধরা হয়।



এই রাজনৈতিক ব্যক্তি কে? যার নাম মার্কিন জাস্টিস ডিপার্টমেন্টে আসামির তালিকায় রক্ষিত?





আমার ধারনা এই ব্যাক্তি 'তারেক রহমান'



সম্ভবত বর্তমানে বহুল আলোচিত তারেক সম্মন্ধে তথ্য খুজছিল রিজভি।



কারন উইকিলিক্স এ দেখেছিলাম, পরে প্রথম আলো ছাপিয়েছিল

তারেক সন্ত্রাসি দাউদ ইব্রাহিমের সাথে সম্পর্ক থাকার কারনে ও সিমেন্স ঘুষ মামলা থাকায় তারেকের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল ২০০৭ থেকে, এখনো আছে।

ঢাকার মার্কিন দুতাবাসের তারবার্তায় তারেককে যুক্ত্রাষ্ট্রের জন্য ক্ষতিকর ও বিপদজনক বলেছিল।



এসব তথ্য জাস্টিস ডিপার্টমেন্টে রক্ষিত থাকে।



রিজভি হয়তো ভাড়াটে, আমেরিকার কোন বাংলা পত্রিকার হয়ে কাজ করছিল।



Click This Link



Click This Link

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫১

শাহ আলাম বলেছেন: বাহ! রিজভি হয়তো ভাড়াটে, আমেরিকার কোন বাংলা পত্রিকার হয়ে কাজ করছিল।

মানুষের দৃষ্টি অন্য দিকে সরানোর আর কত চেষ্টা করবেন।

০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৬

হাসান কালবৈশাখী বলেছেন:
এখানে আমার ধারণা টা জানিয়েছি। এখনো যতেষ্ঠ তথ্য পাওয়া যায় নি। সত্য ঠিকই বেরিয়ে আসবে।

০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

হাসান কালবৈশাখী বলেছেন:
এই রাজনৈতিক ব্যক্তি কে?
যার নাম মার্কিন জাস্টিস ডিপার্টমেন্টে আসামির তালিকায় রক্ষিত?

9-11 এর পর ২০০২ এ মার্কিন হোমল্যান্ড সিকুরিটি সংস্থা গঠিত হয়। তখন জেহাদি ওয়াজ ও অন্যান্ন কারনে বাংলাদেশের একজন রাজনৈতিক মাওলানা কে বিপদজনক ব্যাক্তি হিসেবে চিহ্নিত করে। তিনি দেলোয়ার হোসেন সায়েদি।

এরপর ২০০৭ এ সন্ত্রাসি দাউদ ইব্রাহিমের সাথে সম্পর্ক থাকার কারনে ও সিমেন্স ঘুষ মামলা থাকায় তারেকের নাম কালো তালিকা ভুক্ত করা হয়েছিল।

২| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৮

মাজহারুল হুসাইন বলেছেন: |-) |-) |-) |-)

০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫২

হাসান কালবৈশাখী বলেছেন:

অল্পেতেই মুর্ছা গেলেন নাকি?

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৩

ধীবর বলেছেন: হাহাহাহা। হাসান ভাই, আপনাকে এইবার ঈদ আনন্দ মেলায় দেখতে চাই। আপনি আসলেও ব্যাপক বিনোদন দেন।

০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

হাসান কালবৈশাখী বলেছেন:
আপনি তো কম জান না!

আপনার আজকের পোষ্টে তো দেখলাম ...... দেশ ছাড়া করার হুমকিও দিলেন।

৪| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

হাসান কালবৈশাখী বলেছেন:
বাংলা নিউজ রিজভিকে বিএনপি নেতার পুত্র বলছে।
Click This Link

০৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

হাসান কালবৈশাখী বলেছেন:
রিজভি বিএনপি নেতার পুত্র হলেও সে নিজে তো বিএনপির কিছু না।

সে নিশ্চই কারো হয়ে কাজ করছিল, নইলে হাজার হাজার ডলার কোথায় পাবে?
রিজভির প্রাপ্ত তথ্য নিশ্চই প্রপাগান্ডা চালানোর জন্য ব্যবহৃত হত। রাজনৈতিক দল সরাসরি প্রপাগান্ডা চালাতে পারে না, সংবাদ মাধ্যমের সাহায্য নিতে হয়।

৫| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১১:৪৭

সকাল-সারিকা বলেছেন: এক কাজ করেন, ইউএস জাস্টিস ডিপার্টমেন্টের ইংরেজী লেখাটা ভালো করে পড়েন। ইংরেজী ঠিক মতো না জানলে আলাদা কথা। বাংলানিউজ একটা দালাল পত্রিকা, আর আপনি দিলেন সেই পত্রিকার লিঙ্ক। মূল খবরে তো দেখলা বাংলাদেশের একজন বিরোধীদলের নেতার খবর জানতে চাইতেছিলো। বাংলানিউজ সেইটারে উল্টায়ে দিলো, আর আপনি নাচতে নাচতে সেটাই ছড়ায়ে দিলেন।

ঘটে কিছু বুদ্ধি থাকলে সেটা একটু ব্যবহার করেন।

জাস্টিস ডিপার্টমেন্টের ওয়েব সাইটের এই প্যারাটাতেই উত্তর আছে ...

According to allegations in the complaint unsealed today in the White Plains federal courthouse, from about September 2011 through March 2012, Lustyik, Thaler and Ahmed engaged in a bribery scheme on behalf of Ahmed, a native of Bangladesh who sought confidential law enforcement information pertaining to a prominent citizen of Bangladesh who was affiliated with an opposing political party (Individual 1). Ahmed sought, among other things, to obtain information about Individual 1, to locate Individual 1, and to harm Individual 1 and others associated with Individual 1.

" Who was affiliated with an opposing political party" বলতে পরিষ্কার বিরোধী দলকে বুঝিয়েছে। বিরোধী দলের কোন নেতার ব্যাপারেই ডকুমেন্ট চুরি করতে চাইছিল।

০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫৯

হাসান কালবৈশাখী বলেছেন:
আপনি সুধু উপরের কমেন্ট পড়ে মন্তব্য করলেন।
আপনি পোষ্ট ভালভাবে পড়েননি বুঝা যাচ্ছে।

হ্যা, আমি তো সেটাই বোঝাতে চেয়েছি -
লোকগুলো বিরোধী দলের কোন নেতার ব্যাপারেই ডকুমেন্ট চুরি করতে চেয়েছিল।

জাস্টিস ডিপার্টমেন্টে সাধারনত দাগী অপরাধীদের নামই থাকে, যাদেরকে এখনো আইনের সামনে হাজির করা সম্ভব হয় নি।

বিরোধী দলের নেতাটি কে?

নেতাটি নিঃসন্দেহে তারেক রহমান।
তারেক আন্তর্জাতিক সন্ত্রাসি দাউদ ইব্রাহিমের সাথে সম্পর্ক থাকার কারনে ও সিমেন্স ঘুষ মামলা + মানি লন্ডারিঙ্গের অভিযোগ থাকায় তারেককে বিপদজনক ও ক্ষতিকর বলা হয়েছিল। যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার সুপারিশ ছিল ২০০৭ থেকে।

৬| ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৩

ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
রিজভি বিএনপি নেতার পুত্র হলেও হয়তো কারো হয়ে কাজ করছিল।
এটা হয়তো কোন বিম্পি নেতার নিজস্য অনুসন্ধানি কাজ, থার্ড পার্টি দিয়ে করাচ্ছিল।

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:২১

হাসান কালবৈশাখী বলেছেন:
আমার মনে হয় না বিম্পি নেতার নিজস্য অনুসন্ধানি কাজ।
এটা নিউইয়র্কের কোন বাংলা পত্রিকার বা টিভির হয়ে কাজ করছিল হয়তো।

এফবিআই ও মার্কিন ইনভেষ্টিগেটিং সংস্থাগুলোর বেশীর ভাগ তথ্যই উম্মুক্ত।

দেখুন, খালেদাজিয়ার গুনধর পুত্রদের ঘুষের টাকা কিভাবে শিঙ্গাপুরে কোকোর জয়েন্ট একাউন্টে! এখানে FBI ও বাংলাদেশী আইনি সংস্থা সমন্নিত ভাবে কাজ করেছে, এটাও জাস্টিস ডিপার্টমেন্টের বুলেটিন - FBI সাইটে ..
Click This Link

৭| ০৭ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:১৩

বৈরাম খাঁ বলেছেন: লেখক বলেছেন: আমার ধারনা এই ব্যাক্তি 'তারেক রহমান'

আমার ধারনা এই ব্যাক্তি 'হাসান কালবৈশাখী' ;)

০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৫

হাসান কালবৈশাখী বলেছেন:
এখনো বিশ্বাস হয়না?

খালেদাজিয়ার গুনধর পুত্রদের ঘুষের টাকা কিভাবে উদ্ধার?
FBI এর অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন?
Click This Link

৮| ০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩০

হ্যারিয়ার টু বলেছেন:
তারেক সন্ত্রাসি দাউদ ইব্রাহিমের সাথে ঘনিষ্ট সম্পর্ক ছিল। হরকত ও জেএমবি সাথেও ঘনিষ্ট সম্পর্ক ছিল। ১০ ট্রাক অস্ত্র মামলা ও গ্রেনেড হামলায় জড়িত ছিল

দাউদ ইব্রাহিমের ও অন্যান্ন সন্ত্রাসির সাথে সম্পর্ক থাকার কারনে এবং সিমেন্স ঘুষ মামলা থাকায় তারেকের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল ২০০৭ থেকে। এখনো আছে।

০৮ ই আগস্ট, ২০১৩ রাত ২:৩৬

হাসান কালবৈশাখী বলেছেন:
আমার সন্ধেহ সেটাই।

এই রিপোর্টে ব্যাক্তিটি 'তারেক রহমান' নিঃসন্দেহে!

৯| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ২:৪৫

হাসান কালবৈশাখী বলেছেন: রিপোষ্টের কমেন্ট

১. ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৪
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ধন্যবাদ

২. ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৪
নিয়ানডার্থাল বলেছেন: জের দল বিএনপির কাছে হিরো হতেই মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) সাবেক এজেন্টকে ঘুষ দিয়েছিলেন আমেরিকাপ্রবাসী বিএনপি নেতার ছেলে রিজভী আহমেদ সিজার। ২০১১ সালের ১৬ ডিসেম্বর। বাংলাদেশ ও গোটা বিশ্বে বাংলাদেশিরা তাদের মহান মুক্তিযুদ্ধের বিজয় দিবস উদযাপনে ব্যস্ত। ঠিক সেই দিনটিতেও এফবিআই থেকে বাংলাদেশের এক প্রযুক্তিবিদ-রাজনীতিক সম্পর্কে গোপন তথ্য পেতে ব্যস্ত সময় কাটান রিজভী। যদিও শেষ পর্যন্ত সব চেষ্টা বিফলে গেছে তার। সম্প্রতি তিনি আটকা পড়েছেন গোয়েন্দাদের জালে। ২০ বছর কারাভোগের শঙ্কা মাথায় নিয়ে এখন জেল-হাজতেই সময় কাটছে তার।
আর ছেলের এমন কাণ্ডে বেশ বিপাকে পড়েছেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি মাহমুদুল্লাহ মামুন। এরই মধ্যে ছেলেকে বিপদমুক্ত করতে আইনজীবীদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন তিনি। বাংলানিউজের সঙ্গে আলাপকালে, দলের ও কমিউনিটির কাছ থেকে সহযোগিতাও চেয়েছেন মামুন।রিজভী তার বড় ছেলে। মামুন জানিয়েছেন, স্থানীয় সময় সোমবার সকালে রিজভীর সঙ্গে তার ছোট ছেলে জেল হাজতে করতে যাচ্ছেন। তার স্ত্রী এ ঘটনায় ভীষণ ভেঙে পড়েছেন।
প্রসঙ্গত, এফবিআইর সাবেক এজেন্ট রবার্ট লাস্টিক ও তার বন্ধু জোহানেস থালেরকে ঘুষের মাধ্যমে হাত করে বাংলাদেশের গুরুত্বপূর্ণ এক প্রযুক্তিবিদ-রাজনীতিকের ব্যাপারে গোপন ও স্পর্শকাতর তথ্য পাওয়ার চেষ্টা করেছিলেন রিজভী।
এ ঘটনার তদন্ত রিপোর্টে বলা হয়েছে, রবার্ট লাস্টিক ও জোহানেস থালের পরস্পরের বাল্যবন্ধু। রিজভী আহমেদ ও জোহানেস থালেরের পরিচয় কানেকটিকাটের ডারবুরির একটি রিটেইল স্টোরে। একসময় এরা দুজনই ওই স্টোরে এক সঙ্গে কাজ করতেন।
২০১১ সালের সেপ্টেম্বর থেকে ২০১২ এর মার্চ পর্যন্ত বিভিন্ন সময় এই তিন জনের মধ্যে এফবিআইয়ের কাছ থেকে তথ্য পাওয়ার বিষয়ে অনেক কথা চালাচালি হয়। প্রাথমিকভাবে তাদের মধ্যে তথ্য বের করার কথা হলেও পরে সরাসরি ডকুমেন্ট হাতে পাওয়ার বিষয় নিয়ে কথা চলতে থাকে । ২০১১ সালের ১৬ ডিসেম্বর যখন গোটা বিশ্বে বাংলাদেশিরা তাদের মহান মুক্তিযুদ্ধের বিজয় দিবস উদযাপনে ব্যস্ত, ঠিক সেই দিনটিতেও এফবিআই থেকে তথ্য পেতে ব্যস্ত সময় কাটান রিজভী আহমেদ। সেদিন সেল ফোনে থালেরের সঙ্গে চলছিলো টেক্সট মেসেজ বিনিময়। তাতে রিজভী থালেরকে অর্থের বিনিময়ে ডকুমেন্ট উদ্ধারের প্রস্তাব দেন। এসময় তিনি একটি মেসেজে বলেন, আমি তথ্যগুলো পেলে পার্টির কাছে হিরো হয়ে থাকবো।
এসব টেক্সট মেসেজে রিজভী প্রতিবারই তার সঙ্গে আরও কিছু মানুষ রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন। তিনি বারবারই উল্লেখ করেন, এটা করতে পারলে ওই ব্যক্তিরা খুশি হবেন।
এছাড়াও ২০১২ সালের ২৯ জানুয়ারি কানেকটিকাটের ডানবুরির এক শপিং মলের কাছে যে বৈঠক করেন তাতে লাস্টিক, থালের ও রিজভী ছাড়াও আরেকজন বাংলাদেশি অংশ নেন। এই ব্যক্তিকে বাংলাদেশের একজন বড় রাজনৈতিক নেতা হিসেবেই পরিচয় করিয়ে দেন রিজভী আহমেদ।

১০| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ২:৫০

ইকবাল পারভেজ বলেছেন:
শেয়ার বাজার আর ডেস্টিনি লুটের টাকা দিয়া হাসিনার অপদার্থ পুত্র জয় তারেকের পিছনে লোক নিয়োগ দিছে|

০৮ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩৮

হাসান কালবৈশাখী বলেছেন:
জয় জরিত থাকলে তো পুলিশের জানার কথা। জয় তো এখন আমেরিকায়, ধরে না ক্যান?

১১| ০৯ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১০

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: হাসান ভাই ঈদ মোবারক।

১২| ০৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১:০৬

হাসান কালবৈশাখী বলেছেন: ৮৯২

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.