নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

নাফিসকে ৩০ বছরের কারাদন্ড দিল মার্কিন আদালত

১০ ই আগস্ট, ২০১৩ রাত ১:০০

নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ভবনে সন্ত্রাসী হামলার চেষ্টার অভিযোগ প্রমানিত হওয়ায় বাংলাদেশী যুবক নাফিসকে ৩০ বছরের কারাদন্ড দিল মার্কিন আদালত।



"এ ধরনের ধর্মান্ধ উম্মাদ সাইকো শিকের ভেতরেই নিরাপদ"

নাফিজ গ্রেফতার হওয়ার পর গতবছর ২১ শে অক্টোবরের আমার লেখাটি পড়ুন

Click This Link



সম্প্রতি নাফিজ দোষ স্বীকার করে বিচার বিভাগের কাছে এক চিঠি দিয়েছিলেন। মৃত্যুদন্ড থেকে বাঁচার জন্য।

যদিও ঢাকায় নাফিসের পরিবার থেকে প্রথমে বলা হয়েছিল, তিনি যুক্তরাষ্ট্র গোয়েন্দাদের ষড়যন্ত্রের শিকার

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ২:৩১

নর্থপোল বলেছেন: গত ৩১ জুলাই দেওয়া এই চিঠিতে রেজওয়ানুল নাফিস বলেন, বাংলাদেশি প্রেমিকার প্রতারণায় হতাশ হয়ে আত্মঘাতী হতে বাধ্য হয়েছিলেন। নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা প্রকাশ করে রেজওয়ানুল নাফিস বিচারকের কাছে অনুকম্পা প্রার্থনা করেন।

ব্রুকলিন ফেডারেল আদালতের বিচারক ক্যারল বাগলে এমন বরাবরে দেওয়া চিঠিতে নাফিস বলেন, ‘প্রেমিকার প্রতারণায় আমার মাথায় আকাশ ভেঙে পড়েছিল। ইসলাম ধর্মে নিষিদ্ধ থাকার কারণে আত্মহত্যা করতে পারিনি। সুস্থ চিন্তার ক্ষমতা হারিয়ে আমি পাগল হয়ে পড়ি। একপর্যায়ে জিহাদের মাধ্যমে নিজেকে বলি দেওয়ার বিষয়টি আমার কাছে যুক্তিযুক্ত মনে হয়েছিল।’

১০ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৮

হাসান কালবৈশাখী বলেছেন:

"এ ধরনের ধর্মান্ধ উম্মাদ সাইকো শিকের ভেতরেই নিরাপদ"

২| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৩০

বাঙ্গালীর কুঠার বলেছেন: সুস্থ চিন্তার ক্ষমতা হারিয়ে ঐ মাদার চোদে আমরা যারা আমেরিকায় কোনমতে আছি তাদেরকেও দোজখে দাখিল করার জন্য পাগল হয়ে পড়ে। ঐ খানকির পোলার কাছে জিহাদের মাধ্যমে নিজেকে বলি দেওয়ার বিষয়টি যুক্তিযুক্ত মনে হয়েছিল।’ ওর চৌদ্দ গুষ্ঠীর পুঃ মারি।

৩| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪৮

হ্যারিয়ার টু বলেছেন:
সম্প্রতি নাফিজ দোষ স্বীকার করে বিচার বিভাগের কাছে এক চিঠি দিয়েছিলেন। মৃত্যুদন্ড থেকে বাঁচার জন্য। সে বলেছিল -
‘প্রেমিকার প্রতারণায় আমার মাথায় আকাশ ভেঙে পড়েছিল। ইসলাম ধর্মে নিষিদ্ধ থাকার কারণে আত্মহত্যা করতে পারিনি। সুস্থ চিন্তার ক্ষমতা হারিয়ে আমি পাগল হয়ে পড়ি। একপর্যায়ে জিহাদের মাধ্যমে নিজেকে বলি দেওয়ার বিষয়টি আমার কাছে যুক্তিযুক্ত মনে হয়েছিল।’

অতচ নাফিজের পিতামাতা বলেছিল সে নির্দোষ!

৪| ১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৯

এস এম আর পি জুয়েল বলেছেন: হালারপুতরা ব্রেইন ওয়াশ খাইয়া দুনিয়ার সবার পু... মাইরা বেড়াইতেছে ।

১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:১০

হাসান কালবৈশাখী বলেছেন:
Thanks Juel vai!
সব বিষয়ে ভিন্নমত থাকলেও এই ব্যাপারে একমত হওয়ার জন্য ধন্যবাদ।

"এ ধরনের ধর্মান্ধ উম্মাদ সাইকো শিকের ভেতরেই নিরাপদ"

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.