নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

এসব ভন্ড আদিলুর-মাহামুদুরদের কঠিন শাস্তিই কাম্য

১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৪

বিরামহিন নির্লজ্জভাবে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর দায়ে অধিকারের সম্পাদক আদিলুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

এরা ও জামাতি এজেন্ট এশিয়ান হিউমেনরাইটের সাথে তাল মিলিয়ে প্রথমে ৩ হাজার নিহতের দাবি করেছিল। এখন আদিলুর রহমান দাবি করেছিলেন ১২৬ জন নিহত। যার ৬১ জনের নাম আছে।



এদের উচিত শাস্তিই কাম্য।



অতচ লন্ডন ভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ তাদের প্রতিবেদনে বলছিল, ৫/৬ মে মিলিয়ে কমপক্ষে হেফাজত + শিবিরের ৫১ জন মারা গেছে।



এটা সরকারি প্রেসনোটের সাথে মোটামটি মিল আছে। ৬ই মে সকালে কাচপুর সানার পার এলাকায় পুলিশের উপর হামলা কালে ৩৩ জন নিহত হয়।

এদের হামলায় ৫ পুলিশ ২ বিজিবি সদস্যও নিহত হয়েছিল

৫ ই মে পল্টন ও স্টেডিয়াম এলাকায় জামাত শিবিরের কোরান পোড়ানোর সময় ও গাড়ীতে আগুন দেয়ার সময় ৭ জন নিহত।

৬ই মে গভীর রাতের অভিযানে মতিঝিলে কেউ মারা যায় নাই। দুপুরে ভিড়ের চাপে ৪ জন বয়ষ্ক ব্যক্তির সাভাবিক মৃত্যু হয়েছিল, অভিযান কালে এই ৪ টি লাশ উদ্ধার করা হয় = ১১ জন

নিহত ৫ পুলিশ ২ বিজিবি সদস্য সহ এই সংখা ৩৩+১১+৫+২ = ৫১ জনই দাঁড়ায়।



কট্টর বাংলাদেশ বিরোধী বলে পরিচিত হিউম্যান রাইটস ওয়াচ ৫৮ পৃষ্ঠার রিপোর্টে গণহত্যার দাবিকে ভিত্তিহিন বলেছিল।



হিউম্যান রাইটস ওয়াচ BBC কাছে বলছে, ৫ই মে রাতে হেফাজতে ইসলামের সমাবেশে চালানো পুলিশি অভিযানে মৃতের যে সংখ্যা হেফাজত ও প্রধান বিরোধীদল বিএনপির পক্ষ থেকে করা হয় - তাদের অনুসন্ধানে তা ভিত্তিহীন প্রমাণিত হয়েছে।


Click This Link



অতচ অধিকারের সম্পাদক আদিলুর রহমান দাবি করেছিলেন ১২৬ জন নিহত। যার ৬১ জনের নাম আছে।



প্রপাগান্ডা ছড়িয়ে জনসৃংক্ষলা নষ্ট করতে পারবেন, কিন্তু প্রমান দিতে পারবেন না। মিডিয়ার কাছেও লুকচুরি করবেন, নাম বলতে পারবেন না, লজ্জায়?!



বগুড়া-রাজশাহীতে সায়েদি চাঁদে দেখা নিয়ে যখন ১৫০ নিহত হয়েছিল তখন তো নিহতের নাম বলতে লজ্জা হয়নি? এখন লজ্জা কিসের?

নাম প্রকাশ করবেন না! আবার ট্রেড উইনিয়ন এর মত ৩ দফা মতলবি শর্ত জুড়ে দিবেন!



কিছুদিন আগে ছাগু পত্রিকাগুলো (ইনকেলাব, নয়াদিগন্ত) দু-চারজনের নাম প্রকাশ করে বিশাল ধরা খাইছিল, চাঁদপুরের স্থানীয় দৈনিকের সাংবাদিকরা সেই মাদ্রাসায় (উজানি মাদ্রাসা, কচুয়া, চাদপুর) পরিক্ষার দিন দেখে এরা সুন্দর মত হাজির হয়ে পরিক্ষা দিচ্ছেন!



এরা প্রথমে বিএনপির সাথে তাল মিলিয়ে বলেছিলেন তিন হাজার নিহত! বিএনপি পরদিনই তিন হাজারের গায়েবানা জানাজা নামাজ পড়ে ফেলে, কিন্তু হেফাজত পরে বিবৃতি দিয়ে এই গায়েবানা জানাজা প্রত্যাক্ষান করেছিল।

ভন্ড আদিলুররা ধারাবাহিক মিথ্যাচার করেই যাচ্ছিল ...

প্রথমে - ৩০০০

তারপর - ২,৫০০

এরপর - ১২৬

এর কিছুদিন পর - ৬১



এসব ভন্ড আদিলুর-মাহামুদুরদের কঠিন শাস্তিই কাম্য।

এটিও পড়ুন -

Click This Link

মন্তব্য ১০২ টি রেটিং +৬/-০

মন্তব্য (১০২) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: @ হাকা..

আপনাদের দাবীমতো ১ জনও মরে নি? মানলাম। এখন বলেন-


>>তো, তবে ব্লাক আউট হয়েছিল কেন?

>>কেন প্রকাশ্যে দিনের আলোয় অপারেশন করতে পারলেন না?

>> কেন পরদিন পত্রিকায় মিতিঝিলের যে ছবি ছাপা হয়েছিল তা নিউইয়র্কের ধোয়ামৌছা রাস্তার মতো চকচকে ভেজা ছিল?

>> কেন দিগন্ত বন্ধ করে দিলেন?

>> েকন পরদিন ১৪৪ ধারা জারি করতে হল???


এরকম শত শত কেনর উত্তরেই সত্য লুকানো!!!

আর প্রপাগান্ডা চালীয়ে যে সত্যকে মিথ্যা করা যায় না তা সিটি িনর্বাচনের ফলাফলেই প্রাকাশ্য।


@অধিকার’র শর্ত তিনটি বিষয় হলো;
১. নিহতদের তালিকা অনুসন্ধানের ক্ষেত্রে যেসব মানবাধিকার সংগঠন কাজ করছে তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে অবিলম্বে সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করা।
২. তথ্য প্রদানকারী, ভিকটিম/তাদের পরিবার এবং সাক্ষীদের জন্য সুরক্ষার সুস্পষ্ট প্রতিশ্রুতি দেওয়া ও সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।
৩. এই তথ্য প্রদানকারী, ভিকটিম/তাদের পরিবার এবং সাক্ষীদের ক্ষেত্রে কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটবে না সেই ব্যাপারে নিশ্চয়তা দেয়া।

তথ্যমন্ত্রনালয় 'অধিকার'এর চিঠির জবাব না দিয়ে বিনা ওয়ারেন্টে আদিলুর রহমানকে গ্রেফতার করে ১০ আগস্ট। ১১ তারিখ পুলিশ তার বিরোদ্ধে আজগুবি তথ্য বিকৃতি অভিযোগে মামলা দায়ের করে। পুরো ঘটনা ক্রমে বুঝাই যাচ্ছে আসলে কারা তথ্য বিকৃতি বা গোপন করতে চাচ্ছে।

তাদের ৩টি শর্তের কোন বিষয়টি আপনার অন্যায় বা অন্যায্য মনে হচ্ছে?

ও মানবাধীকার কি শুধু হাম্বাদের? বাকী আমজনতার কোন অধিকারই থাকবে না। সেটা খোলামেলা বলেন না। তারপর আমজনতা ভাবুক তারা কি করবে!!!

১২ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১৯

হাসান কালবৈশাখী বলেছেন:
গভীর রাতে কেন এটি করা হলো?

কাউকে কাবু করতে সবচেয়ে দুর্বল অবস্থানের সময়ে আঘাত করতে হয়।
চেচেন সংসদভবন অবরোধ বা এন্টেবি বিমানবন্দর জিম্মি মুক্ত আভিযান গভীর রাতেই হয়েছিল।
আর একদিন দেরি করে দিনের বেলায় অপারেশন করলে করলে বিএনপির গুন্ডারা তাদের সাথে যোগদিয়ে কঠিন প্রতিরোধ গড়ে তুলতো। শিশুদের মানব ঢাল হিসাবে রাখা হতো।
তখন ১০ মিনিটে তো দুরের কথা ১০ ঘন্টাও না, ১০ দিন লাগতো পরাস্ত করতে।
হত বিপুল রক্তক্ষয়। গভীর রাতে বাতি নিভিয়ে আক্রমন করাতে তারা বাধা দিতে পারে নাই, রক্তক্ষয় হয়নি।

পরদিন পত্রিকার ছবির কথা বাদ দেন, ঘটনার ৩ ঘন্টা পর আমি নিজেই উপস্থিত ছিলাম। কোন রক্ত দেখিনি, রক্তপচা গন্ধও পাইনি। রাস্তা শুখনো ছিল।

জামাতি প্রপাগান্ডা মেশিন দিগন্ত আগেই বন্ধ করা উচিত ছিল।

১২ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫৯

হাসান কালবৈশাখী বলেছেন:
বিএনপি-জামাত ও তার চ্যালা অধিকার ও Asian HRC ও ভাড়াটে ইকোনমিষ্ট ম্যাগাজিন নির্লজ্জ বেহায়ার মত প্রথম দিকে ৩ হাজার নিহত বলে দাবি করে যাচ্ছিল।

কিছুদিন পর মিডিয়া ও সামাজিক মাধ্যমে তাদের দাবি অসাড় প্রমানিত হওয়াতে তারা বেহায়ার মত ৩ হাজারের দাবি থেকে সরে এসে ১২৬ জন নিহত দাবি করে।
পরে এইসংখা আরো কমিয়ে ৬১ জনে এসে ঠেকে।

কিন্তু কোন নাম দিতে চায় না, বলে নাম দিলে নাকি স্বজনদের উপর অত্যাচার হবে!
ফাজলামো আর কি!

তাহলে কাঁচপুর-শানার পার এলাকায় পুলিশ-বিজিবির সাথে সংঘর্ষে ৩৩জন নিহত ও ৭ পুলিশ-বিজিবি নিহত হল, এই ৩৩ জনের নাম-ঠিকানা পাওয়া গেল!
কই? এদের পরিবারের উপর কোন অত্যাচার হয়রানি হয়েছে বলে তো শোনা যায় নি?
মতিঝিলের ওরা তো আরো নিরিহ, কোন পুলিশ বিজিবি হত্যা করেনি।

প্রথমে - ৩০০০
এরপর - ১২৬
এর কিছুদিন পর - ৬১

যারা একের পর এক বিভ্রান্তিকর তথ্য দিয়ে মানবধিকারের নামে উদ্দ্যেশ্যমুলক প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে! এইসব মতলবি টোকাইদের কথামত " সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করার দাবি"। একটা ফাজলামো দাবি ছাড়া কিছু না।

২| ১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৪

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন:


লাশ ৫১ হলে আপনি খুশি তো !!!

আরও জানা গেল তথ্য দিলে সরকারী প্রেস নোটের সাথে মোটামোটি মিল রেখে দিতে হয়।

এখন যদি জামাত ইসলাম আপনার কাছে কোরান পোড়ানই জিড়িতদের লিস্ট চেয়ে চিঠি দেয় আপনি কি পারবেন দিতে? না পারলে "পল্টন ও স্টেডিয়াম এলাকায় জামাত শিবিরের কোরান পোড়ানোর সময় " এ কথা কেন লিখলেন ? সরকারী প্রেসনোটের সাথে মিল রেখে লিখেছেন তাই তো ?

ভন্ডরা পালিয়ে বেড়ায়, মাহমুদুর রহমানরা পালিয়ে বেড়ায় না।
যেমন - হাসান ঈমাম, শাহরিয়ার কবীর, মুনতাসীর মামুন এরা হাসিনা সরকার ক্ষমতায় না থাকলে কোথায় যেন হারিয়ে যায় !!!

১২ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৪৩

হাসান কালবৈশাখী বলেছেন:
কোরান পোড়াল কারা?
হেফাজত? জামাত-বিম্পি? আম্লিগ?

যেখানে কোরানের এক পাতা ছিড়লে ১ সপ্তাহ আন্দলন চলে সেখানে শত শত কোরান পোড়ানোর পরও কোন প্রতিবাদ নেই!

বিম্পি-জামাতের এত মিটিং-মিছিল, প্রেস কনফারেন্স। কোথাও তো শুনিনাই কোরান কেউ পোড়ানোর প্রতিবাদ করছে!
কোরান পোড়ানোর প্রতিবাদে ১ টাও হরতাল হয়েছে?

এখন বুইঝা লন কারা পোড়াইলো পবিত্র কোরান!

১২ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৪৬

হাসান কালবৈশাখী বলেছেন:
শাহরিয়ার কবীর, মুনতাসীর মামুন এরা কখনো পালায়নি।

২০০৩ এ ময়মনসিংহ সিনেমাহলে বোমা হামলার দায়ে বিম্পি সরকার এদের গ্রেফতার করেছিল।
পরে ২০০৬ এ বাংলাভাই ধরাপরার পর জানাযায় ময়মনসিংহ সিনেমাহলে বোমা হামলা করেছিল জেএমবি।
পরে ছাড়া পেয়ে শাহরিয়ার কবীর, মুনতাসীর মামুন কখনো পালায়নি।

৩| ১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২৩

অনিরুদ্ধ অমায়িক বলেছেন: আওয়ামী লিফলেট পড়লাম আবারো। অধিকার ১২৬ বলে নাই। ৬১লাশ নিশ্চিত। আরো আসতে পারে। তাদের অনুসন্ধান চলছে।
আপনাকে আগেও বলেছি, তাদের নিরাপত্তার দাবীটা সরকার আমলে নিলে তারা লিস্ট দিবে। কিন্তু সরকার কেন তা মানতে চাইছে না। কাদের সিদ্দিকী যে বলছিলো, সরকার হেফাজতি কাউকে পেলে যে একদম নির্বংশ করে দিবে, তাই কেউ লাশের খবর নিতে আসছে না। তাহলে এটাই কি সত্যি??
জনগণের এতটুকু নিরাপত্তা দিতে সরকারের এতো এলার্জি কেন?
জয়তু মাহমুদুর রহমান।
জয়তু আদিলুর রহমান।
জয়তু অধিকার।
জয়তু আমার দেশ।

জয় বাংলা। ঠ্যালা সামলা।
পালা সব ভণ্ডের দল।

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০৭

হাসান কালবৈশাখী বলেছেন:
ভন্ড কাদের সিদ্দিকী বলছিলো, সরকার হেফাজতি কাউকে পেলে একদম নির্বংশ করে দিবে!

তাহলে কাঁচপুর-শানার পার এলাকায় পুলিশ-বিজিবির সাথে সংঘর্ষে ৭ পুলিশ-বিজিবি ও ৩৩ জন নিহত হয়েছিল। এদের নাম-ঠিকানা পাওয়া গেল, পরিবার লাশ নিয়ে গেল!
বগুড়া-চাপাইনবাবগঞ্জ ও অন্যান্য স্থানে সায়েদি চাঁদে দেখা নিয়ে ১৫০ নিহত হয়েছিল ....

কই? এদের পরিবারের উপর কোন অত্যাচার হয়রানি হয়েছে বলে তো শোনা যায় নি?
মতিঝিলের ওরা তো আরো নিরিহ, কোন পুলিশ বিজিবি হত্যা করেনি।

তাহলে নাম প্রকাশ করতে এত কাহিনী কেন? গণমাধ্যমের কাছেও তো অন্তত বলতে পারতো,

তা না করে ৩ দফা লম্বা মতলবি দাবী হাজির করা হল।

৪| ১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৯

নষ্ট ছেলে বলেছেন: নষ্ট ভ্রষ্ট বামরা আওয়ামী লীগকে গাছে তুলে ফেলেছে, মই কেড়ে নেওয়াটাই শুধু বাকি!

৫| ১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৮

ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন: + + +

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৫৯

হাসান কালবৈশাখী বলেছেন:
ধন্যবাদ, ক্যাপ্টেন!

২১ শে জুন, ২০১৮ রাত ১:১৭

হাসান কালবৈশাখী বলেছেন:
এটিও দেখুন - view this link

৬| ১২ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

শাহেদ চট্রগ্রাম বলেছেন: উস্কানির বিষয়টি মিথ্যা না। এদরে বিচার হওয়া উচিত।

১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২০

হাসান কালবৈশাখী বলেছেন:
নির্লজ্জ উষ্কানি!

প্রথমে - ৩,০০০
তারপর - ২,৫০০
এরপর - ১২৬
এর কিছুদিন পর - সুধু ৬১

আবার নাম প্রকাশ করবেন না! ট্রেড উইনিয়ন এর মত ৩ দফা মতলবি শর্ত!

৭| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ৮:০৩

অচিনপাখি বলেছেন: +++++

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৪৮

হাসান কালবৈশাখী বলেছেন:

Thanks.

৮| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫৮

ইকবাল পারভেজ বলেছেন: -

আওয়ামী বেজন্মাদের কাছে বিনীত প্রশ্ন:

এখন যদি পাকি ও জামাতিরা বলে যে ৭১ এর যুদ্বে ৩০ লাখ মানুস হত্যা ও ৩ লাখ ধর্ষিতা নারীর নাম-ঠিকানা চাই, তোরা কি দিতে পারবি??

৯| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০৫

ইকবাল পারভেজ বলেছেন: -

আদিল খারাপ......!! বিএনপি আমলে এই আদিলের রিপোর্ট হাতে লইয়া হাসনা ও আম্লীগ দিনরাত বিএনপিকে তুলাধুনা করতো| আজকে আদিলের রিপোর্ট আম্লীগের পুটুতে বাঁশের মত ঢুকেছে তাই আদিল খারাপ........!!


মানবাধিকার কমিশনের মোছ ওয়ালা দালাল মিজাইন্যা হইলো আওয়ামীলীগের আদর্শ মানবাধিকার কর্মী ;);)

১০| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ১১:২৬

মতিউর রহমান মিঠু বলেছেন: পেইড ও দালাল ব্লগার কালবৈশাখী কবে না জানি সামুর জন্যই কাল হয়ে দাড়ায়। এর সাথে আরো কতিপয় দালাল সক্রিয় আছে সামুতে, যারা আওয়ামী জিকিরে সব সময় ব্যস্ত।
এই দালাল গং মিথ্যা রূপকথা রচনা ঈশপকেও হারমানায়।
এরা স্বিকার করবেনা এই হেফাজতি আওয়ামী সৃষ্টি। রাতের আধার এদের প্রিয় সময়। এই দালাল হাড়ামী গংরা সত্যকে মিথ্যে আর মিথ্যেকে সত্য বানাতে মহা ওস্তাদ। হাসান কালবৈশাখী,হাটহাজারী,মধ্যবিত্তের একজন এবং হারুন সহ আরো অনেক........এদের বয়কট করা খুবই জরুরী।

১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০১

হাসান কালবৈশাখী বলেছেন:

মিথ্যা রূপকথা রচনা ঈশপকেও হার মানায়!
এর মানে কি?

এই পোষ্টে আমি যা যা বলেছি তার রেফারেন্স দিয়েছি। এখানে কোন বিভ্রান্তি বা ভুল তথ্য থাকলে বলুন। আমি এই লেখা সরিয়ে ড্রাফটে নিব।

রূপকথা কারা রচনা করছে দেখ -

প্রথমে - ৩০০০
তারপর - ২,৫০০
এরপর - ১২৬
এর কিছুদিন পর - ৬১

এরা একের পর এক বিভ্রান্তিকর তথ্য দিয়ে মানবধিকারের নামে উদ্দ্যেশ্যমুলক মিথ্যাচার করে যাচ্ছে নির্লজ্জ বেহায়ার মত!

১১| ১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:১৬

দ্যা আহমেদ মামুন বলেছেন: তোমাকে পুশ ব্যাক করা হবে!

১২| ১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৭

এম. মাসুদ আলম. বলেছেন: ভন্ডদের মুখোশ উন্মোচন করার জন্য। ধন্যবাদ।

১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:১৯

হাসান কালবৈশাখী বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১৩| ১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০০

ধুলোময়বৃষ্টি বলেছেন: আদিলুর রহমান ভন্ড হলো কিভাবে ?
ক্রস ফায়ারের বিরুদ্ধে উনি ছিলেন সোচ্চার
অপারেশন ক্লিন হার্টের সময়েও ছিলেন প্রফেশনাল

আন্দাজে উল্টা পাল্টা কথা বলেন নাই, তথ্য প্রমান নিয়ে সময় নিয়ে রিপোর্ট করেছেন।

আওয়ামী সাপোর্টারদের অভ্যাস হচ্ছে চোখ বন্ধ করে আগে বুঝা যে এইডা আওয়ামীলীগের বিরুদ্ধে যায় কি না ? যদি যায় তো এর পিছে লাগো ।
অনেক আওয়ামিলিগার আছে ড. ইউনুসের বিরুদ্ধে শুধু এই জন্য লাগে যে হাসিনা ইউনুসের বিরুদ্ধে।

১৪| ১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫২

সাধারণ মুসলমান বলেছেন: হিউম্যান রাইটস ওয়াচ কি সেরাতে শাপলাতে ছিল? জানল কেমনে? যারা ছিল হেগো কথার দাম নাই...............

১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

হাসান কালবৈশাখী বলেছেন:
সেখানে অনেকেই ছিল। সম্ভবত টিভি লাইভ সম্প্রচার নিষেধ করা হয়েছিল। কিন্তু অনেকেই মানে নি। কয়েকটি টিভি সারা রাতই থেমে থেমে লাইভ সম্প্রচার করেছে, টকশো গুলোতে লাইভ ভিডিও বক্তব্য প্রচারিত হচ্ছিল। সময় টিভি ও দিগন্ত টিভি লাইভ সম্প্রচার করছিল, দিগন্ত ভোর ৪ টায় সংবাদেও পুলিশি অভিযানের বিষয়টি ছিল। কিছু ছিল এডিটেড সম্প্রচার।
ভিডিও হয়তো এডিটেড হতে পারে, কিন্তু অডিও লাইভ। কারন মোবাইল ফোনের মাধ্যমে ঘটনার বিবরন দেয়া হচ্ছিল, অর্থাৎ সাংবাদিকরা সবাই সেখানে ছিলেন। সুধু সাংবাদিক না, ভোরে পথচারিদেরও বাধা দেয়া হচ্ছিলনা।

সামু ব্লগের অনেক ব্লগারও সে রাত সেখানে ছিলেন, অফিসে নাইট ডিউটিতে।
ব্লগার কাজি মামুন, ব্লগার মশিউর সেখানে ছিলেন জীবন্ত শাক্ষি। তার পোষ্টটি পড়ুন -
Click This Link

১৫| ১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:১০

গ্যাম্বলার বলেছেন:
অধিকার সহ সব মানবাধিকার সংগঠনই একএকটা রাজনৈতিক বিশ্বাসঘেষা। ফলে রিপোর্ট কারো না কারো বিপক্ষে যাবেই। ৫১, ৬১ এ সবই বিশ্বাসযোগ্য সংখা, সঠিক সংখা কখনোই জানা যাবে না। অধিকার-এর নাম প্রকাশ না করার যুক্তি খুবই দুর্বল। নাম দিলে হয়তো এ ক্যাচাল লাগত না। তবে তাদের ভন্ড বলার কোন যুক্তি নেই।

১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:০৮

হাসান কালবৈশাখী বলেছেন:
আসলেই সেদিন শেষ রাতের অভিযানে কেউ মারা যায় নি। যে ৪ টি বয়ষ্ক ব্যক্তির লাশ পাওয়া গেছিল তারা আগের দিন দুপুরে ভিড়ের চাপে সাভাবিক মৃত্যুবরন করেছিল। লাশগুলো কাপড়মুড়ে লুকিয়ে রেখেছিল হেফাজতিরা, কেন? এখনো জানা যায় নাই।

হেফাজতের কোন নেতা বা নেতৃস্থানীয় কেউ আহত হন নি।
হেফাজতের নেতারা কেউ নির্দিষ্টভাবে বলেনি তাদের কেহ মারা গেছে বা আহত হয়েছে।

অভিযানের পরদিন বিম্পি-জামাত গায়েবানা জানাজা পড়েছিল কথিত ৩০০০ নিহতের।
হেফাজতের নেতারা তাৎক্ষনিক ভাবে এই অযাচিত 'গায়েবানা জানাজা' প্রত্যাখ্যান করেছিল।

ইনকেলাব সহ কয়েকটি পত্রিকা কয়েকটি মাদ্রাসার ছাত্র নিখোজ, মারা গেছে দাবি করা হয়েছিল।
চাঁদপুরে স্থানীয় পত্রিকার সাংবাদিকরা পরিক্ষার দিন মাদ্রাসার এটেন্ডেন্স চেক করে দেখে নিখোঁজ ছাত্ররা পরিক্ষা দিচ্ছে। উজানী মাদ্রাসার শিক্ষক মওলানা আবদুর রহমান সাংবাদিকদের বলেন তাদের কোন ছাত্রই পরিক্ষায় অনুপস্থিত নেই।

এই মোবাইলের যুগে কেউ নিহত বা নিখোঁজ হলে পরিবারে কান্নাকাটি হতই। আজকাল মোটরসাইকেলে স্থানিয় সাংবাদিকরা গ্রাম পর্যন্ত পৌছায়।
৯ জন যুবক নিখোজ-নিহত হল কেউ জানলো না? এটা হতেই পারে না।

১৬| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৮

অনিরুদ্ধ অমায়িক বলেছেন: অপপ্রচার চালিয়েই যাচ্ছে। হেফাজতিদের ওপর তো নির্যাতনের প্রমাণ আছে। সমাবেশের পরেও তারা হুযুরদের মারছে।
ঐ রাতে কোনো মিডিয়া ছিলো না। ওরা ছিল নিরস্ত্র।
আওয়ামী দালালি না করলেই মিডিয়া অফ করতে হবে??
বরং সরকারের ভয়ে এরা কোনো রকম মিথ্যা নিউজ দেয় না। তাই বিরোধী মিডিয়া বেশি জনপ্রিয় হয়।

আর আপনি বার বার বলে বেড়াচ্ছেন ৩০০০
২৫০০
১২৬
৬১
এই গুলো হচ্ছে অপারেশনের ভয়াবহতার পর ধারণা। তবে বাতাস ছাড়া তো আর পানি নড়ে না। সরকার চেঞ্জ হলেই নিরপেক্ষ তদন্ত হবে। ৩০০০ হাজারের জায়গায় যদি অর্ধেক লাশ গুম করারও খবর বের হয়। তাও অনেক।

কারণ,
মানবাধিকার সংগঠন অধিকারের চেয়ারম্যানকে গ্রেফতার ও পাঁচ দিন রিমান্ডে নিয়েছে।তার উপর অভিযোগ ছিলো তার মানবাধিকার সংগঠন " অধিকার " ওয়েব সাইটে বলেছিল ৫ মে মতিঝিলে ৬১ জন হেফাজতে কর্মী মারা গিয়েছিলো এমন তথ্য প্রকাশ করেছিলো।
তথ্য মন্ত্রালয় থেকে " অধিকার" কে চিঠি দিয়েছিলো ৬১ জনের তালিকা প্রকাশ করতে। সরকার বলেছে অধিকার সেই তথ্য দিতে ব্যার্থ হয়। কিন্তু অধিকার বলেছিল যদি সরকার এ বিষয়ে একটা তদন্ত কমিটি গঠন করে তাহলে তাদের কাছে তালিকা দিবে,আর নয় দিবে না,কারন ৬১ জন পরিবারের জীবন হুমকির মুখে পরতে পারে।

এখন আমার কথা হলো আওয়ামিলীগ অফিসিয়াল ভাবে প্রচারনা করেছিল ২০০১ - ২০০৫ পর্যন্ত আওয়ামিলীগের ২০ হাজার নেতা কর্মী মারা গিয়েছিলো। সেই ২০ হাজার নেতা কর্মী বাদ দিলাম,আওয়ামিলীগ কি ২ হাজার নেতা কর্মীর তালিকা প্রকাশ করেছিলো?"গত দেড়বছরে (জানুয়ারী ১৯৭২ হতে জুন ১৯৭৩) গুপ্তহত্যার সংখ্যা ২০৩৫টি এবং দুষ্কৃতিকারীদের হাতে প্রাণ দিয়েছে ৪৯২৫ জন।"
-জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী; ৬ জুলাই, ১৯৭৩(দৈনিক ইত্তেফাক, ৭ জুলাই, ১৯৭৩)

"গত চার বছর পাঁচ মাসে (জানুয়ারী ২০০৯ হতে মে ২০১৩) মোট খুনের সংখ্যা ১৮২৮৯; এর মধ্যে রাজনৈতিক হত্যা ১০৮২, আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ৬৫২, গণপিটুনিতে নিহত ৬৩৮ এবং সাংবাদিক নিহত হয়েছেন ১৭ জন।"
-অধিকার; জুন ২০১৩।

এক কুখ্যাত ডাকাত মৃত্যুর সময় তার ছেলেকে বলে গেল, "বাবা, তুই এমন কাজ করিস যেন মানুষ আমার অত্যাচারের কথা ভুলে গিয়ে প্রশংসা করতে শুরু করে।"। ছেলে আরো বড় আরো অত্যাচারী ডাকাত হলো। বাবা তো শুধু ডাকাতী করতো... আর ছেলে ডাকাতীর পর বাড়ীতে আগুন লাগিয়ে দিতে লাগলো। কিছুদিন পর সবাই বলতে শুরু করলো, "আহা! বুড়ো ডাকাত কত ভালো ছিলো!"

[অধিকারের সাধারণ সম্পাদক আদিলুর রহমান খান শুভ্রকে কী আর সাধে গ্রেফতার করেছে?]



আর অধিকার তো জাস্ট নিরাপত্তা চাইছে, সরকার ক্যান দিচ্ছে না?? আসলে শুধু এই কারণে অধিকারের ওপর সরকার খ্যাপে নাই। আওয়ামী হায়েনা সরকারের সব অপকর্মই অধিকার খুব ভালো করে প্রকাশ করেছে। বিএনপি আমলেও করেছিল। কিন্তু বিএনপি এতো হিংস্র দল না। আওয়ামী রাজনীতির মূল থিম হচ্ছে, লুটপাট-সন্ত্রাস।

আমার ফাঁসি চাই - বইটা পড়বেন। দালালি ছাড়েন। সুস্থ মাথায় দেশের কল্যাণে এগিয়ে আসেন। আসেন আমরা সব অপকর্মকে দূরে ঠেলে ভালো একটা সমাজ গড়ি।

১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৮

হাসান কালবৈশাখী বলেছেন:
ঐ রাতে সব মিডিয়াই ছিলো।
সুধু টিভি লাইভ সম্প্রচার নিষেধ করা হয়েছিল। কিন্তু অনেকেই মানে নি। কয়েকটি টিভি সারা রাতই থেমে থেমে লাইভ সম্প্রচার করেছে, টকশো গুলোতে লাইভ ভিডিও বক্তব্য প্রচারিত হচ্ছিল। সময় টিভিদিগন্ত টিভি লাইভ সম্প্রচার করছিল, দিগন্ত ভোর ৪ টায় সংবাদেও পুলিশি অভিযানের বিষয়টি ছিল।
দিগন্ত ভোর ৪ টা ২০মি নিভে যায়।

মোবাইল ফোনের মাধ্যমেও অনেক সাংবাদিক ঘটনার বিবরন দিচ্ছিলেন, অর্থাৎ সাংবাদিকরা সবাই সেখানে ছিলেন। সুধু সাংবাদিক না, পথচারিদেরও বাধা দেয়া হচ্ছিলনা।

সামু ব্লগের অনেক ব্লগারও সে রাত সেখানে ছিলেন, অফিসে নাইট ডিউটিতে।
ব্লগার কাজি মামুন ও ব্লগার মশিউর সেখানে ছিলেন জীবন্ত শাক্ষী। তার পোষ্টটি
দেখুন। Click This Link


প্রথমে - ৩০০০
তারপর - ২,৫০০
এরপর - ১২৬
এর কিছুদিন পর - ৬১

এগুলো অপারেশনের ভয়াবহতার ধারণা না,

এগুলো মিথ্যাচারের নমুনা।

এরা একের পর এক বিভ্রান্তিকর তথ্য দিয়ে মানবধিকারের নামে উদ্দ্যেশ্যমুলক মিথ্যাচার করে যাচ্ছে নির্লজ্জ বেহায়ার মত!

অধিকার তো জাস্ট নিরাপত্তা চাইছে?

না।
অধিকার চাইছে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত দাবি। জামাতি পরিকল্পনায় কিছু একটা পাকিয়ে তোলার জন্য একটা ফাজলামো দাবি।

এইসব ভদ্রবেশী ফাজিল আদিলুর-মাহামুদুরদের কঠিন শাস্তিই কাম্য।

১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৫

হাসান কালবৈশাখী বলেছেন:
আমার ফাঁসি চাই - বইটা পড়েছি।

বাসার চাকর-বাকর খেদায়ে দিলে মালিকের বদনাম করবেই।
এই সব চাকর-বাকরদের কথা আমলে নিতে নেই।
শফিক রেহমানের হাতে পরছিল চাকরটা, নেড়ি কুত্তা সফিকের শিখানো কথা সত্যমিথ্যা মিশিয়ে এই কাহিনী বানানো হইছে।

তবে চাকরটা একবারও বলেনি কেন তাকে লাথি মেরে দূর করে দেয়া হল।

১৭| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪৯

হাসান কালবৈশাখী বলেছেন:
পাস্ট পারফেক্ট বলেছেন: তাইলেতো মুরগী কবিরের ঐপাড়ে শুটীং করার দায়ে এতদিনে ফাসি হইয়া যাওন উচিত ছিল।

১৮| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:২০

মেনন আহমেদ বলেছেন: কারো দালালী না করে নিরেপেক্ষ কিছু লেখেন,পড়ে একটু শান্তি পাই।

১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৬

হাসান কালবৈশাখী বলেছেন:
এখানে দালালি কোথায় দেখলেন?

এখানে যা যা বলছি তার রেফারেন্স দিয়েছি। এখানে আপনার আপত্তি কোন জাগায় সুনির্দিষ্ট ভাবে বলেন।

১৯| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:০১

ফাহীম দেওয়ান বলেছেন: @ ইকবাল পারভেজ - ৬১ জনের নামের তালিকার সাথে মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের নামের তালিকার প্রসঙ্গ বেমানান। নিজেকে যদি খুব জ্ঞানী আর যুক্তি বাদী ভেবে থাকেন, বলেন তো শুধু মাত্র অধিকার নামক একটা সংস্থাই পারলো সেই ৬১ জনের তালিকা উদ্ধার করতে, বিএনপি, জামাত বা হেফাজতের কেউই কি পারলোনা একজনের নাম বের করতে ?

হাসান কালবৈশাখী বার বার বলে যাচ্ছেন কাঁচ পুরের সঙ্ঘর্ষের নিহতের পরিচয় জানা গেলে, ওই ৬১ জনের পরিচয় জানা কি এতটাই অনিরাপদ হয়ে গেলো। লাখ লাখ মানুষের এই সমাবেশের একটা লোকের ও পরিচয় কি সরকার জানেনা, আর তাদের জীবন হুমকিতে পড়ে গেছে ? চাঁদের বুড়ির গল্প বাচ্চাদের সাথে করলে মানায়। এমন তর্ক তোমার মতো বাচ্চাদের জন্য নয়।


@ অনিরুদ্ধ অমায়িক - যারা মিথ্যাকে জোর করে বিশ্বাস করে শুধু মাত্র নিজেদের অবস্থান টিকিয়ে রাখতে তারাই প্রপাগান্ডা আর মিথ্যার জন্ম দিয়ে যায় প্রতি নিয়ত। ঐ রাতে কোনো মিডিয়া ছিলো না। এমন জলজ্যান্ত মিথ্যা তারাই বলতে পারে যারা জানেনা বা জেনে শুনে মিথ্যা বলে। ঐ রাতে কি এফ এম রেডিও কানে গুইজা রাখছিলেন নাকি কম্পিউটারে ফটোশপে ব্যাস্ত ছিলেন। বাংলাদেশের এমন কোন টিভি চ্যানেল নেই যাদের লোক সেইখানে ছিলনা। সাদেক হোসেন খোকার টিভি চ্যানেল ও সেইখানে ছিলো। কই কিছুইতো পাইলো না। এই ডিজিটাল যুগে কোন কিছু যদি সত্যি চাপা দেয়া যেতো তাইলে আপনাদের মতো প্রপাগান্ডার মেশিন গুলারে আগেই দৌড়ের উপর রাখতো সরকার। মিথ্যা সব সময় মিথ্যাই। মিথ্যার উপর ভর করে কোন দিন সত্যের স্বাদ পাওয়া যায় না। মিথ্যা শয়তানের অস্ত্র।

১৮ ই আগস্ট, ২০১৩ রাত ২:২০

হাসান কালবৈশাখী বলেছেন: ধন্যবাদ ফাহীম ভাই!

সুন্দর করে বুঝিয়ে দেয়ার জন্য।

২০| ১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫০

হাসান কালবৈশাখী বলেছেন:
ইসটুপিড = stupid (স্টুপিড) নামের ছাগলটা আমার নামে অকথ্য গালাগালযুক্ত পোষ্ট দেয়ায়, তাকে ব্যান করে খোয়াড়ে পাঠিয়েছে মডুরা! :P

Thanks Modu! ;)

২১| ১৬ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:২৬

ৈসকত ইসলাম বলেছেন: কিছু বলার নেই.........কঠিন হয়েছে..........

১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০১

হাসান কালবৈশাখী বলেছেন: ধন্যবাদ।

২২| ১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:২১

মনোহারী দোকান বলেছেন: কাট্টা কাফের, চীর জাহান্নামী, মালউন, অস্পৃশ্য হেপাছাতি শয়তান এরা কুরআন শরীফ পুরিয়েছে। কাট্টা কাফের, চীর জাহান্নামী, মালউন, অস্পৃশ্য হেপাছাতি শয়তান এরা কুরআন শরীফ পুরিয়েছে আহম্মক শফিগংদের ফাঁসি চাই। আহম্মক শফিগংদের ফাঁসি চাই।

১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৮

হাসান কালবৈশাখী বলেছেন: True!

২৩| ১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:০৯

অনিরুদ্ধ অমায়িক বলেছেন: আপনার ঘুরে ফিরে সব এক কথা। আপনার বিরুদ্ধে গেলেই মিথ্যা। আর আসল কথা হচ্ছে ওখানে মিডিয়া ছিল না। আপনি যে কথা বলেছেন, ঠিক বলেছেন। দুটা মিডিয়া ছিল। তাইতো দিগন্ত জানতো, লাশ গুম করার কথা। তাই দিছে অফ করে। সময় টিভি আর অফ করা লাগে নাই। রাজাকার ফ্যামিলির সন্তানদের টিভি ওটা। তখন ছিল পাকিস্তানের দালাল। আর এখন ভারতের দালালি করতে গিয়ে ইসলামী পক্ষের লোকদের ওপর গণহত্যা চালিয়েছে।

আমার ফাঁসি চাই বইতে লীগের দুর্নাম করছে, তাই সব মিথ্যাচার।
আপনি অবাক মানুষ। ভাই আপনি কি সক্রিয় আওয়ামী রাজনীতিতে??

১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৫

হাসান কালবৈশাখী বলেছেন:
আপনি মিডিয়া বলতে যদি সুধু জামাতি প্রপাগান্ডা মেশিন দিগন্ত আর ইসলামি টিভিকে বোঝান তাহলে বলার কিছু নেই।
তবু দিগন্ত ভোর ৪-১০মিপর্যন্ত চালু ছিল, কৈ তেমন কিছু তো দেখাতে পারেনি?

বাকি ২৬ টা চ্যানেল ও ৫০ টি পত্রিকার শতাধিক সাংবাদিক পালা ক্রমে সেখানে ছিলেন। রিপোর্ট লিখছেন, ছবি তুলছেন। বেশ কয়েকজন ব্লগার সেখানে সারারাত ছিলেন, চাকুরির কারনে। সবাই নিজ চোখে দেখেছেন, ছবি তুলেছেন, ব্লগ লিখেছেন।
সত্য সত্যই ... সত্য কখনো চাপা থাকেনা।


রেন্টু ছিল শেখ হাসিনার বাসভবনের পুরাতন কর্মি,।
সে দির্ঘদিন এই চাকুরিতে থাকাতে তার প্রভাব অন্যন্ন কর্মিদের চেয়ে বেশী ছিল। নিরাপত্তা কর্মি ও বয়-বাবুর্চিদের সাথে ক্লিকবাজি করে বেড়াইত।
১৯৯৬ এ শেখ হাসিনা ক্ষমতায় আসার পর তার সিভিতে কিছু অসংগতি পাওয়ায় ও বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে নিরাপত্তা উপদেষ্টা ও এসএসএফ এর পরামর্শে রেন্টুকে চাকুরিচ্যুত করা হয়েছিল।

এর কয়েক বছর পর রেন্টুকে বিএনপির কিছ লোক শফিক রেহমানের কাছে নিয়ে যায়। বাসার চাকর-বাকর খেদায়ে দিলে মালিকের বদনাম করবেই। এটা সাধারন ব্যাপার।
এই সব চাকর-বাকরদের কথা আমলে নিতে নেই।
শফিক রেহমানের হাতে পরছিল চাকরটা, নেড়ি কুত্তা সফিকের শিখানো কথা সত্যমিথ্যা মিশিয়ে এই কাহিনী 'আমার ফাঁসি চাই' - বইটা বানানো হইছে।
তবে চাকরটা বইটিতে একবারও বলেনি কেন তাকে লাথি মেরে দূর করে দেয়া হল।

২৪| ১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩১

হ্যারিয়ার টু বলেছেন: True.

১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৪৫

হাসান কালবৈশাখী বলেছেন: Thanks comrade!

২৫| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১৮

অনিরুদ্ধ অমায়িক বলেছেন: সেই একই তো। মিথ্যা বলে শুধু আমারদেশ, নয়াদিগন্ত, দিনকাল, দিগন্ত- এই তো। আর সব মিডিয়া সত্যি বলে।

মনে রাখুন, এরাই সবচেয়ে সত্য বলেছে। সন্ত্রাসী সংগঠন লীগ ক্ষমতায় থাকা অবস্থায় সত্যকে অ্যাভয়েড করা পসিবল না। সত্য বলেই মানুষ দৌড়ের ওপর থাকে। আর মিথ্যা বললে তো খবর ই আছে।

আর সেই ৬১জনের লিস্ট অধিকার দিছে। বাট কোনো সন্ত্রাসী সংগঠনকে দ্যায় নাই। যারা মুক্তিযুদ্ধের ঠিকাদারি নিয়ে বসে আছে।

লাশ যে গুম করা হইছে। সেটা আলজাজিরা প্রমাণসহ বলছে। অবশ্য আলজাজিরাও তো আপনার কাছে মিথ্যাবাদী। এটাও আপনার বিরুদ্ধে যাচ্চে।
সত্য চাপা থাকবে না। বের হবেই।

অপেক্ষায় থাকুন।

আওয়ামিলীগ অফিসিয়াল ভাবে প্রচারনা করেছিল ২০০১ - ২০০৫ পর্যন্ত আওয়ামিলীগের ২০ হাজার নেতা কর্মী মারা গিয়েছিলো। সেই ২০ হাজার নেতা কর্মী বাদ দিলাম,আওয়ামিলীগ কি ২ হাজার নেতা কর্মীর তালিকা প্রকাশ করেছিলো?"
এটা এখনও লীগরে সাইটে আছে। অপপ্রচার সন্ত্রাসী সংগঠনটার মতো আর কেউই চালাইতে পারে নাই। পারবেও না।

কিন্তু মানুষ এগুলো বিশ্বাস করে না। এটাই সত্যের জোর। নির্বাচনে তার ফল পাওয়া গিয়েছে।

আমারদেশ কতো মিথ্যা লিখতো আপনাদের ভাষায় আর ক্রমেই তার পাঠক ৫০ হাজার থেকে ৩লাখ হয়ে গেল। শাহবাগের কথা বলার পরই প্রায় বাড়ছে দেড় লাখ। মানুষ টাকা দিয়ে কিনে মিথ্যা পড়ে? সবাই এতো বোকা।

আসল কথা, মিথ্যা ভালো মানুষ বিশ্বাস করে না।

সত্যই সবাই মানে। এটাই সত্যের শক্তি। ইতিহাসেও এর অনেক উদাহরণ আছে।

১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১:০২

হাসান কালবৈশাখী বলেছেন:
লিষ্টি আমাদের গনমাধ্যমকেও দেয় নাই। দিছে বিদেশী পার্টির কাছে, যারা লবিঙ্গের মাধ্যমে ভাড়া খাইটা নরকের কিট গোলাম আজমের সাফাই গাইয়া বিবৃতি দেয়।

আলজাজিরার প্রমান তো দেখছি কয়েকটা কবর দেখাইছে, যে গুলো রানা প্লাজার!
ভিডিওতে মৃতদেহ দেখলাম! মড়ারে ডাক দিলে উইঠা বসে! এরপর মড়ামানুষ হাটা দেয়!

আইচ্ছা মানলাম ৬১ জন মারা গেছে, সাধারনত গুলিতে ৫০ জন মারা গেলে ৫০০ আহত হয়। এই আহতরা কোথায়? কোন হাসপাতালে ছিল? গুলিতে আহত হলে রক্ত লাগে। কেউ রক্ত চাইছে বলে তো শুনিনাই। ছাগুরকেল্লাতেও তো দেখলাম, কোন রক্ত চাওয়া হয় নাই। তাইলে গুলিতে কি রক্ত বাইর হয় নাই?

২৬| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ২:৩৯

রাজীব দে সরকার বলেছেন: যাক
জামায়াত শিবির হেফাজতী গুলা পুলিশের ভয়ে ব্লগে ঢুকছে
ব্লগে তো এরা একটু ল্যাদাবেই

ভালো পোস্ট, তবে আরো তথ্য চাই

১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:০০

হাসান কালবৈশাখী বলেছেন:
আরো কিছু তথ্য পাবেন এখানে -
Click This Link

২৭| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৪৬

অনিরুদ্ধ অমায়িক বলেছেন: দিবেই তো। এই সব গণমাধ্যম হলো কবে? এই সব আওয়ামী মাধ্যমে অসহায় মানুষগুলোর জীবন বিপন্ন হতে অধিকার ক্যান দিবে? আওয়ামীমাধ্যম থেকে তথ্য যাবে সন্ত্রাসী দল আওয়ামীলীগের কাছে। দারুণ কাজ করেছে অধিকা।

আলজাজিরা সাভারের লাশ দেখাইছে। হাসি পাইল। আর যে কতো বানাবা। কোনো লাভ নাই। সত্যের কাছে এই সব আউলফাউল প্যাচাল কেউ বিশ্বাস করে না। শুধু অসুস্থরাই এটা নিয়ে লাফায়। পাঁচ নির্বাচনে জনগণ তাদরে বিশ্বাস কী, তা বুঝিয়ে দিয়েছে। আবারো বলছি, এটাই মিথ্যার অক্ষমতা আর সত্যের শক্তি।

হসপিটালগুলোতে অসুস্থদের আত্মীয় গেলেও তাকে পুলিশ অ্যারেস্ট করছে। কতো অসহায় অবস্থায় এই দরিদ্র মানুষ গুলো দিন পার করেছে, তা তো আমি জানি। খুব কাছ থেকে এদের দেখেছি। আর কোনো মিডিয়া তো এই সব দিবে না। শুধু আমারদেশ এই সব মজলুমদের পক্ষে কলম ধরেছিল। তাই তো এখন তোমাদের গা জলে। আমারদেশ তো কোনো পত্রিকাই না। প্রথমআলো দৈনিক ১০টা মিথ্যা রিপোর্ট করলেও তা তোমাদের কাছে কতো সত্যবাদী।!

হসপিটালগুলোতে খুব লুকিয়ে চিকিৎসা দেয়া হয়েছে।এখনও অনেকে গুলি বের করতে পারে নাই। আপনি চাইলে দেখাতে পারবো। ভয়ে আর ঢাকাতেই আসে নাই। আর আর্থিক প্রবলেম তো আছেই।

মাদরাসাগুলোতে ঢাকায় খোজ নিয়েন। লক্ষ লক্ষ টাকা হেল্প করছে এদের জন্য। বাট লুকিয়ে। কজ হসপিটালে সর্বদা গোয়েন্দা ছিল এদের পরিবারকে ধরতে। ক্যান যে অধিকার এই সন্ত্রাসী দলতে লিস্ট দেয় না, তা তো আপনি বুঝবেন না।?? যারা এই সন্ত্রাসীদলের টার্গেট কেবল তারাই বুঝে।

২১ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০৩

হাসান কালবৈশাখী বলেছেন:
হসপিটালগুলোতে অসুস্থদের আত্মীয় গেলেও তাকে পুলিশ অ্যারেস্ট করছে .. আমি জানি .. খুব কাছ থেকে এদের দেখেছি!

হায় আল্লহ! মিথ্যাবাদিদের জন্য কি শাস্তি রয়েছে!

কাঁচপুরের সঙ্ঘর্ষের 33 নিহতের পরিচয় জানা গেল, এদের হামলায় ৫ পুলিশ ২ বিজিবি সদস্যও নিহত হয়েছিল, আহতরা নারায়নগঞ্জ সদর হাসপাতাল, মিটফোর্ড ও ঢাকা মেডিকেলে ভর্তি হল। তাদের সবার পরিচয় জানা গেল, ৫ তারিখ দিনে বাইতুল মোকাররম-পল্টন সংঘর্ষে আহতরা ঢাকা মেডিকেলে ভর্তি হল, কারও কোন সমস্যা হলনা!
ওই ১০ জন বা ৬১ জনের পরিচয় জানালে কি এতটাই অনিরাপদ হয়ে যেত যে লুকিয়ে লুকিয়ে চিকিৎসা নিতে হবে? লাখ লাখ মানুষের এই সমাবেশের নেতা কর্মি সহ কিছু লোকের পরিচয়ও কি সরকার জানেনা?

এই ৫০০ আহত ... এরা কি খানকিমাগি গিরি করতে প্যাট বাঝাইছে নাকি যে খুব লুকিয়ে চিকিৎসা করতে হবে?

আপনার মতে তো পত্রিকা একটাই - আমারদেশ,
আর মহান! সাংবাদিক একজনই - 'মাদারচোদ মাহামুদুর' আর বাকি পঞ্চাশটা সবই দালাল!

মাদরাসাগুলোতে লক্ষ লক্ষ টাকা লেনদেন হইছে? হইতে পারে .. এই ব্যাপারে আপনার সাথে একমত।

আপনার তো মতিঝিলের মড়ায় পুলিশের ডাকে দৌর দিলে হাসি পায় না!
সুধু আলজাজিরা সাভারের লাশ দেখাইলে হাসি পায়।

২৮| ২২ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৬

অনিরুদ্ধ অমায়িক বলেছেন: আর সবগুলার তো দুই নাম্বারি রিপোর্ট ছাড়া কিছু করে না।

পুলিশ হেফাজত দমনে এখন কিছুটা শান্ত হলেও তখন খুব মারমুখী ছিল। তাই হসপিটাল থেকে আত্মীয় স্বজনদের ধরে নিয়ে গেছে। দালাল মিডিয়া সেগুলো দিয়ে লীগের ধস আর তারা নামাতে চায় না। কিছু না লিখেই যে ধস নেমেছে। আরো কিছু??

আপানি আমাকে মিথ্যাবাদী বললেন?? হাসি পাইলো। আপনি নিজে সব গায়ের জোরে মিথ্যা বলে যাচ্ছেন। আর আমকে বললেন, মিথ্যাবাদী।

আপনি ভুক্তভোগী না। তাই জানেন না কিছু। অবশ্য জানলেও যে সত্য বলবেন. তার গ্যারান্টি কই! আলজাজিরা মিথ্যা। আমারদেশ মিথ্যা। যেই আপনার বিপক্ষে যায় সেই মিথ্যা। এখন তাই আপনি আমাকেও বললেন।

হেফাজতের ভুক্তভোগী আমরা। যারা সেদিন রাতে সেখানে ছিলাম। পুলিশ গাড়িতে লাশ তুলছে। ওখানে প্রচুর গাড়ি নিয়ে গেছিল। ঘাস কাটতে যে নেয় নাই, সেই সহজ কথাও আপনি বুঝবেন কিনা, আল্লাহ মালুম।

২৯| ২৪ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

অনিরুদ্ধ অমায়িক বলেছেন: মাত্র কঙ্কাল পাওয়া শুরু হয়েছে। আরো অনেক কিছুই বের হবে। অপেক্ষা করুন। সত্য খুব কমই লুকায়িত থাকে। একদিন না একদিন সত্য সামনে আসবে।

আমি ক্যান যে আপনার প্রিয় মিডিয়াগুলোকে খারাপ বলি, তার তো অনেক প্রমাণ দেয়া যায়- জাস্ট লাস্ট ঘটনাটা জানুন। আপনাদের দালালিতে অনলাইনে যে বাংলানিউজ প্রসিদ্ধি অর্জন করেছে। কঙ্কাল রিপোর্ট নিযে তারা গোজামিল দিচ্ছে।

এমন সবগুলোই করে। এরা আছে লীগকে বাচানোর জন্য।

সময় আছে আপনার হাসিনার দোষের পাল্লা আর ভারি করতে না চাইলে এখনই ডিএনএ করে এগুলো পরিচয় শনাক্ত করতে চাপ দিন।

নতুবা সন্দেহ যাবে না্। ওই দিন রাতে পুলিশ পাহারায় ট্রাক ওখানে গেছে।

জয়তু আদিলুর রহমান।
তুমি সত্যবাদী।
এই সব ভণ্ডদের মুখোশ উম্মোচিত হবেই একদিন।
বেঁচে থাকো।

২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:০৪

হাসান কালবৈশাখী বলেছেন:
মাত্র দুজনের লাশ।

উদ্ধার করা মাথার খুলি, হাত ও পা এবং শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের খণ্ডিত মোট ১৬ টুকরো হাড় উদ্ধার করা হয়েছে। কঙ্কালসার থেকে প্রাথমিকভাবে একজন পুরুষ এবং একজন মহিলার লাশ হতে পারে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। একটি হাতের নখের অংশে নেইল পলিশ থাকায় লাশটি মহিলার বলে শনাক্ত করা হয়।

অঙ্গ-প্রত্যঙ্গের খণ্ডিত অংশ ও হাড় উদ্ধার করে মিটফোর্ট সলিমুল্লাহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। সেখান থেকে ডিএনএ প্রোফাইল সংগ্রহ করে, পরীক্ষা-নিরীক্ষার পর পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হবে। প্রাথমিক ভাবে ধারণা করছে বস্তাবন্দি মৃতদেহগুলো প্রায় এক মাস আগের। (মানবজমিন)

কিন্তু ৪ মাস আগের কংকাল কই পাই?

জয়তু আদিলুর রহমান।
তুমি সত্যবাদী।

হেফাজতি মহিলাও ছিল!
২ জনের লাশ, বাকি ২,৯৯৮ জনের লাশ বা আত্নিয়স্বজন কৈ?


জয়তু আদিলুর রহমান।
তুমি সত্যবাদী!
Click This Link

৩০| ২৭ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:২৪

অনিরুদ্ধ অমায়িক বলেছেন: আর না, হইছে। মাত্র দু জনের লাশই তো প্রমাণ করতে হবে। দেন একজন মহিলা বানাতে পারলেই কেল্লা ফতে।

এই জন্যই এইসব মিডিয়া কেউ বিশ্বাস করে না।
এখন যদি আমি ইনকিলাবের লিঙ্ক দি। সেটা তো মিথ্যা।
সব সত্য আওয়ামীপন্থী পত্রিকায়ই পাওয়া যায়।

আত্মীয়স্বজন সবই আছে। আওয়ামী সন্ত্রাসী দলের ভয়ে কেউ বের হচ্ছে না। তাহলে তাদের নির্বংশ হবে হবে।

শুধু সময়ের অপেক্ষা। লাশও কথা বলবে।

২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫৮

হাসান কালবৈশাখী বলেছেন:
লাশ কথা বলবে?

মিথ্যাচার আর কত? আবার ইনকেলাবি লিঙ্ক? শিক্ষা হয় নাই?

কিছুদিন আগে ছাগু পত্রিকাগুলো (ইনকেলাব, নয়াদিগন্ত) দু-চারজনের নাম প্রকাশ করে বিশাল ধরা খাইছিল, মনে নাই!
চাঁদপুরের স্থানীয় দৈনিকের সাংবাদিকরা সেই মাদ্রাসায় (উজানি মাদ্রাসা, কচুয়া, চাদপুর) পরিক্ষার দিন দেখা যায় এরা সুন্দর মত হাজির হয়ে পরিক্ষা দিচ্ছেন!

এখন আর আগের দিন নাই যে ছেলেরে মায়ে বানাবে! কঙ্কালের ডিএনএ টেষ্ট করা হচ্ছে। এর পর প্রমান হইলে আদিলুররে জনসমক্ষে কান ধরে উঠবস করানো হবে?

৩১| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১৬

হ্যারিয়ার টু বলেছেন:
আশ্চর্য! ১২ তারিখের লেখা পোষ্টে ২৭ তারিখেও কমেন্ট আসছে!

মানবাধিকারের নামে অধিকার নিজেই দুর্নীতিতে জড়িয়ে পরেছে।
গত তিন বছরে প্রায় সাড়ে চার কোটি টাকা বিদেশ থেকে এনেছিল ‘অধিকার’। ভুয়া প্রকল্পের নামে আসা এ টাকায় ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে এই বেসরকারি মানবাধিকার সংস্থাটির বিরুদ্ধে।
অধিকারের ফান্ডে বিভিন্ন দেশ থেকে যে টাকা জমা হয় তার সবই আসে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মাধ্যমে। দুর্নীতি দমন কমিশন (দুদক) এরই মধ্যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং এনজিও ব্যুরো থেকে এ সংক্রান্ত সব ধরণের রেকর্ড পত্র সরবরাহ করেছে। এখন এসব পর্যালোচনা চলছে। দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১:৫০

হাসান কালবৈশাখী বলেছেন:
পর্যায়ক্রমে সবই জানা যাবে।

৩২| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৮:২৯

অনিরুদ্ধ অমায়িক বলেছেন: আন্দাজে কেউ ধরা খায় নাই
জনকণ্ঠ বানায়া রিপোর্ট করলো, আর আপনি লাফ মাইরা উঠলেন
ভালই তো??

আরেকজন আওয়ামী সন্ত্রাসী দলের লিফলেটে অধিকার নিয়ে ভুয়া কিছু কথা পড়ে সেটাকে এখানে চালিয়ে দিচ্ছে।

ব্যাপক বিনুদুন।

৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:০৯

হাসান কালবৈশাখী বলেছেন:
শাপলা চত্বরে গত ৫ মে মধ্যরাতে পুলিশি অভিযানে '৬১ জন' হেফাজত কর্মী নিহত হওয়ার যে তালিকা মানবাধিকার সংস্থা অধিকার দিয়েছে বলে দাবি, তার সত্যতা মেলেনি। নারায়ণগঞ্জে বিজিবি-শিবির সংঘর্ষে নিহত ৬ ব্যক্তিকেও হেফাজতের বিরুদ্ধে শাপলা চত্বরে পুলিশের অভিযানে নিহত বলে তালিকাভুক্ত করা হয়েছে। এমনকি অধিকারের তালিকায় থাকা তিন ব্যক্তি এখনও জীবিত। শুধু তা-ই নয়, তালিকায় পাঁচ ব্যক্তির নাম ডাবল এন্ট্রি হয়েছে। কোথাও তাদের নামের পূর্ণ অংশ, আবার কোথাও তাদের নামের অর্ধেক অংশ ও পদবি লিখে তালিকা ভারী করা হয়।
মতিঝিলে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির ম্যানেজার কামাল উদ্দিন খানকেও শাপলা চত্বরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় মৃত বলে তালিকার ৫৭ নম্বরে লেখা হয়। এমনকি শিবির-হেফাজতের হামলায় নিহত পুলিশের জন্য রিকুইজিশন গাড়ির চালককেও পুলিশি হামলায় নিহত বলে তালিকায় উল্লেখ করা হয়।

৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:২৭

হাসান কালবৈশাখী বলেছেন:
সম্পুর্ন খবরটি -
Click This Link

৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৫

হাসান কালবৈশাখী বলেছেন:

৩৩| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৮:০১

অনিরুদ্ধ অমায়িক বলেছেন: অধিকার সেটা অস্বীকার করেছে ভাইয়া!! এই সব আওয়ামী মনোনয়ন প্রত্যাশী লোকদের ভুয়া নিউজ আমাকে বিশ্বাস করতে বলেন??
আর এসব নিউজের উৎস হচ্ছে পুলিশ। যারা সেদিন এতো এতো মানুষ হত্যা করেছে। নিজের পায়ে কুড়াল কি কেউ সাধে মারে???

হাস্যকর আপনার চেতনা। বাস্তবতা থেকে এতো দূরে যে ক্যামনে থাকেন? নিজেরা লিস্ট তৈরি করে সেটা হেফাজতের লিস্ট। ভালো তো. ভালো না??

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৫

হাসান কালবৈশাখী বলেছেন:
অধিকার অস্বীকার করে লাভ হবে না! যতক্ষন না পর্যন্ত সাপোর্টিং ডকুমেন্ট সহ প্রতিবাদ না করে।
বাকে পরে অধিকার এখন আরেকটি বানোয়াট লিষ্ট বানাবে .. মুখ বাঁচানোর জন্য।

যে বিদেশী প্রভুদের কাছে লিষ্ট দিয়েছিল তারা এখনো অধিকারকে বাঁচাতে এগিয়ে আসলোনা!

হাস্যকর চেতনা আমার না, হাস্যকর চেতনা এই কুচক্রিদের।


হাস্যকর চেতনার নমুনা দেখুন।

৬ ই মে বলেছিল - ২৫,০০০ নিহত।
ভারতীয় BSF বাহিনী অংশ নিয়েছিল। লাশ হেলিকপটারে করে ভারতে নিয়ে গেছে। ট্রাককে ট্রাক লাশ নিয়ে গেছে বেনাপোল দিয়ে!

পরদিন - না ৩,০০০ এর মত মারা গেছে। গায়েবানা জানাজা পড়া হল।

মে মাসের শেষের দিকে - ২,৫০০ আলেম নিহত।
জুরাইনে অনেক নতুন কবরের সন্ধান পেয়েছে ছাগুরকেল্লা । হাজার হাজার লাশ নিরুদ্দেশ!

জুন মাস - নিহত আসলে ২৫০ জন।
ছবিসহ ফেসবুকে প্রমান দিল ছাগুরকেল্লা। জয় বাংলার বিচ্ছু পোলাপানের হাতে আবারো ধরা খাইলো ছাগুরা , কেননা ছবিগুলো গুগল থেকে নেয়া হাইতির ছবি!

এদিকে বিএনপির মহিলা আমির খালেদা জিয়া এই গনহত্যার(!) তীব্র নিন্দা করতে করতে ৭১ এর ২৫ মার্চের চেয়েও জঘন্য বলে আখ্যায়িত করেন।

এরপর - নয়াদিগন্ত ও মানব্জমিন বলছে - ১২৬ জন নিহত। যার ৬১ জনের নাম পাওয়া গেছে।

জুলাই মাস - নিহতের সংখ্যা আসলে ৬১ জন।
কম ও না , বেশী ও না। জামাতের হয়ে ভাড়া খাটা প্রখ্যত মানবধিকার সংস্থা অধিকারের রিপোর্ট । প্রিন্টেড কপির কভারে সেই ছাগুর কেল্লার সরবরাহকৃত ফটোসপড হাইতির ছবি!

আগস্ট মাসে ধরা খাইয়া - তালিকা অনুসন্ধানে বেরিয়ে আসলে সেই রাতে আসল নিহত মাত্র ৬ জন। (১১ জন তো সরকারি প্রেসনোটেই আছে)
ফলাফল = -৫, মানে শুন্যের চেয়েও ৫ কম! জন নিহত!

জামাতি ৬১ জনের তালিকায় জীবিতদের নাম, আগের দিনের সঙ্ঘাতে নিহতদের নাম সেই সাথে একই নাম একাধিকবার । নিহত অনেকেই জীবিত! ক্লাস করছে মাদ্রাসায় !

মন্তব্য- ছাইড়া দে মা কাইন্দা বাচি! :P

৩৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩১

মাজহারুল হুসাইন বলেছেন: খাইন্ডলি জানতে পারি : সমকাল পত্রিকা অধিকারের রিপোর্ট পাইলো কেমনে ? আর সরকার রিপোর্ট পাইতেছে না ! কে আবাল সরকার, সমকাল নাকি আপনে ?

আর চিকিৎসার কথা বলেন ১৪ জনের অপারেশনের কথা জানি । আরো ২ জন এখনও চিকিৎসা নিচ্ছে ।

সরকার যদি জানতে চায়, তাহলে সহজ উপায় হল যে সকল চিকিৎসক মামলা করে ঢাকায় টিকে আছে । অথবা সরকারি চাকুরি ছেড়ে এখন বেসরকারি হাসপাতালে চাকুরি করে । অথবা নিজস্ব ক্লিনিক আছে ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

হাসান কালবৈশাখী বলেছেন:
এই বালের তালিকা নিয়ে এত লুকুচুরির কারন কি?
তালিকা তো প্রকাশীত হয়েছিল, কভারে ছাগুরকেল্লার ফটোসপড হাইতির ছবি! বিদেশী প্রভুদের দেয়া হয়েছিল। দেশী আইন ও সালিশকেন্দ্রকেও একটা দেয়া হয়েছিল। পুলিশের চোদনেও আটক ল্যাপটপ ও কম্পুউটার থেকে তালিকার খসড়া ও তালিকা পাওয়া গেছে। গনমাধ্যম কর্মিরা ঠিকই এই বালের তালিকা বের করে ফেলেছ, যেভাবে বের করেছিল অতি গোপনীয় "বিডিআর বিদ্রহের সেনা তদন্ত রিপোর্ট"।

৬১ জন নিহত হলে আহত হওয়ার কথা ৫০০ আপনার চোখে পড়ল ১৪ জন মাত্র। প্রথমআলো, কালের কন্ঠ, ইন্ডিপেন্ডেন্ট টিভি, আমাদের সময়। এর ঘটনার পরেই ঢাকা ও ঢাকার আসেপাসে তন্ন তন্ন করেও ১২-১৪জনের বেশী আহত পায়নি, এরা কেউই গুরুতর আহত ছিল না, কোন রক্তেরও দরকার হয়নি। রাবার বুলেটে চোখে-মুখে লেগে সামান্য আহত ছিল মাত্র।

৩৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৮

মাজহারুল হুসাইন বলেছেন: বাংলা

হেফাজতকর্মীদের উপর গণহত্যাযজ্ঞ বিষয়ে অধিকারের সম্পূর্ণ রিপোর্ট এর পিডিএফ ডাউনলোড লিঙ্ক | বাংলা: http://bit.ly/13gfrsB ইংরেজী: http://bit.ly/1d1QRxg

গণহত্যা বিষয়ে তথ্য মন্ত্রণালয়ের চিঠি ও অধিকারের উত্তর এর পিডিএফ ডাউনলোড লিঙ্ক | তথ্য মন্ত্রণালয়ের চিঠি: http://bit.ly/16HtCUF অধিকারের উত্তর: http://bit.ly/1bqG3Y1

ডাউনলোড লিঙ্কগুলো অধিকারের ওয়েবসাইট http://odhikar.org/ থেকে নেওয়া।

রিপোর্টে ৬১ জনের তালিকা নাই ।

কিন্তু বালের কন্ঠও দেখি তালিকা পাইছে । আপনে পাইছেন কি?

৩৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

মাজহারুল হুসাইন বলেছেন: বিডিআর বিদ্রোহের টা সোসাল মিডিয়ার ছাড়ায়া গেছিল । এই বালের রিপোর্ট কই ? ঐটা ছড়ায় না ক্যান?

রিপোর্টের লিন্ক তো দিলাম কোনটা হাইতির ছবি চিনায়া দিবেন?

আর কইলাম ১৪ জনের শুধু আমার আম্মার হসপিটালেই ( ঢাকায় ) অপারেশনের কথা বললাম । আর আপনে কন প্রথমআলো, কালের কন্ঠ, ইন্ডিপেন্ডেন্ট টিভি, আমাদের সময়। এর ঘটনার পরেই ঢাকা ও ঢাকার আসেপাসে তন্ন তন্ন করেও ১২-১৪জনের বেশী আহত পায়নি, এরা কেউই গুরুতর আহত ছিল না, কোন রক্তেরও দরকার হয়নি। রাবার বুলেটে চোখে-মুখে লেগে সামান্য আহত ছিল মাত্র। আর দুই জনের এখনও চিকিৎসা লাগে । তাদের সেরে উঠতে দীর্ঘ মেয়াদি চিকিৎসা প্রয়োজন ।

আর আপনাদের পালা পত্রিকা ১২-১৪ জন পায় না পুরা ঢাকা শহরে । আমি তো পুরা ট্রলড হয়ে গেলাম !

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫০

হাসান কালবৈশাখী বলেছেন:
'অধিকার' অস্বীকার করে লাভ হবে না! যতক্ষন না পর্যন্ত সাপোর্টিং ডকুমেন্ট সহ প্রতিবাদ করে।
বাকে পরে অধিকার এখন সময় নিতেছে, আরেকটি বানোয়াট লিষ্ট বানাবে .. মুখ বাঁচানোর জন্য!

যে বিদেশী প্রভুদের কাছে লিষ্ট দিয়েছিল তারা এখনো অধিকারকে বাঁচাতে এগিয়ে আসছেনা কেন? তারা কেন বলছে না এই লিষ্টের সাথে মিল নেই?
আধিকারের তালিকায় আহতরা নেই কেন?

এত দিন বলা হয়েছিল মৃতের আত্নিয়-স্বজন লাশ খুজতে আসেনা, কারন ওরাতো খুবই গরিব এতিম মিসকিন, এদের কেউ নেই! তাই এদের আত্মীয়রা আসেনা !!! এতিমদের কি কেউ থাকে ?
এখন আবার এই মিথ্যুকরাই গান ধরেছেন, তালিকা প্রকাশ করলে নাকি মৃতদের আত্নীয়রা না কি হয়রানির স্বীকার হবে !!! ... হাসবো?

এতই যদি ভয়, তাহলে তারা এই তালিকা গনমাধ্যমে যাচাই না করে এই মিথুকরা বিদেশে পাঠায় কেন ?
বিদেশে কি অধিকারের বাপ বসে আছে ?

এই মিথুকের দল চার মাস যাবত ধারাবাহিক ভাবে ২৫,০০০ থেকে ৬১, অবলিলায় ৬-৭ দফায় মিথ্যা দাবি করে আসছে।
সবগুলো দাবি মিথ্যা প্রমানিত হওয়ায় ৬১ জনের তালিকা এখন পাবলিকের হাসির খোরাক হয়েই থাকবে।

৩৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

অনিরুদ্ধ অমায়িক বলেছেন: আমি তো আপনাদের মিথ্যা পত্রিকার নিউজ বিশ্বাস না করলেই দোষ। এবার দেখেন নিজেদের হাতে নিজেরা ক্যামনে ধরা খায়।
এটা ফেসবুকের লিঙ্ক দিলাম।https://www.facebook.com/photo.php?v=10202083580477056

এই ভিডিওতে পুলিশ যে কোনো তালিকা দ্যায় নাই। শুধু মাত্র একটা সন্ত্রাসী সংগঠন আওয়ামীলীগকে বাচানোর জন্য বিভিন্ন মিডিয়া এই সব বানিয়ে প্রচার করছে। তা দেখুন। পুলিশের নিজের স্বীকারোক্তি।
সংবাদ আমি বিশ্বাস না করলেই দোষ। কতো প্রিয় তাদের মিথ্যা আপনাদের কাছে।
মিথ্যা দিয়ে আর কতোদিন থাকবেন। দেখার অপেক্ষায় রইলাম।
সত্য প্রকাশিত হবেই।

জয়তু আমারদেশ
জয়তু মাহমুদুর রহমান
..........................................................................................
গোয়েন্দাদের কাছ থেকে পাওয়া অধিকারের রিপোর্ট নামে একটি পত্রিকা নিহত ৬১ জনের নাম প্রকাশের পাশাপাশি সেই ৬১ জনের মধ্যে কয়জন জীবিত সেটা নিয়েও রিপোর্ট করেছিলো। সেই রিপোর্ট নিয়ে ফেসবুকে অনেকে পোস্ট দিয়ে আদিলুর রহমান খান শুভ্রর পিণ্ডি চটকাতেও বাদ রাখেনি। এখন দেখছি ডিবি কর্মকর্তা মনিরুল ইসলাম বলছেন, "গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে কোন রিপোর্ট সরবরাহ করা হয়নি। আমরা কোন রিপোর্ট সরবরাহ করিনি।"

এই মিথ্যাচার করার কারনে ঐ বিশেষ পত্রিকার সম্পাদক ও প্রতিবেদক কী নি:শর্ত ক্ষমা চাইবে? না কী আরো মিথ্যা কথা বলতে থাকবে?

মিথ্যা রিপোর্টের লিংক:
১/ http://tinyurl.com/o32gyll
২/ http://tinyurl.com/ocs72on
৩/ http://tinyurl.com/nnneam5

এই পত্রিকাটিই আবার হলুদ সাংবাদিকতার সবক দেয়! http://tinyurl.com/p8u3qq2

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৮

হাসান কালবৈশাখী বলেছেন:
পুলিশ তালিকা দেয়ার প্রশ্নই আসে না।
এটা লিক হয়ে বের হয়ে গেছে। যেভাবে লিক হয়ে গেছিল অতি গোপনীয় "বিডিআর বিদ্রহের সেনা তদন্ত রিপোর্ট"।
এই তালিকা সঠিক, কারন বিদেশী বাবারা (যাদের কাছে তালিকা আগেই পাঠিয়েছিল) সব বুঝে চুপ মেরে গেছে। অধিকার এখন আরেকটি বানোয়াট লিষ্ট বানাবে সেই সময়ও নেই!

৩৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৫

অনিরুদ্ধ অমায়িক বলেছেন: কতো মজা তাই না?? নিজেকে প্রবোধ দিতে পারলেই হলো।
আন্দাজে আপনি এসব ভেবে সান্তনা পান। নো প্রোবলেম!!

পুলিশ দেয় নাই। মিডিয়া দিলো পুলিশের সূত্র।
এই সবই আসলে বানোয়াট।

বিদেশি বাবার(আপনার বাবা) বিদেশি দালালগুলো লিস্ট পাওয়ার পরও আদিলুরের মুক্তি চাইছে। ড্যান মজিনা চাইছে।

ইমরানের ভিসা রেডি। আপনারাও রেডি হোন।
মিথ্যা দিয়ে বেশি দিন বাগাড়ম্বর করা যায় না।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৫

হাসান কালবৈশাখী বলেছেন:

বিদেশি দালালগুলো লিস্ট পাওয়ার পরও আদিলুরের মুক্তি চাইছে।
ড্যান মজিনা চাইছে।
..?

মিডিয়া পুলিশের সুত্র দিয়েছে, কারন তাদের সোর্স পুলিশের সারভার থেকেই লিষ্ট বের করেছিল।

ড্যান মজিনা তার মুক্তি চেয়েছিল গত হপ্তায়।
এখন লিষ্ট ফাঁস হয়ে যাওয়ার পর এখন চুপ মেরে গেছে।

মাদারচোত মজিনা আদিলুররে বাচাইতে এতই যদি দরদ উথলাইয়া থাকে তাহলে 'অরিজিনাল' তালিকা হাতে নিয়ে কেন বলছেনা যে ঐ তালিকা ভুল?

৩৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৪

ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:

জয়তু মাহামুদুর -
একটি মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে অনিরুদ্ধ দাদার ম্যারাথন প্রচেষ্টা দেখলাম এতক্ষন

জয়তু মাহামুদুর - চালিয়ে যান!

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৭

হাসান কালবৈশাখী বলেছেন:

একজ্যাক্টলি ক্যাপ্টেন,
আমারো আঙ্গুল ব্যাথা হয়ে গেছে তার মিথ্যার জবাব দিতে দিতে ...

৪০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৬

শাহরিয়ার নীল বলেছেন: ভালো লিখচেন ওনেক কিচু জানলাম

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪০

হাসান কালবৈশাখী বলেছেন:

যাক! লেখাটা পড়েছেন কষ্ট করে ...
সেইজন্য ধন্যবাদ!

৪১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩০

সেফানুয়েল বলেছেন: একটি মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে অনুরুদ্ধ ভাইয়ের কি অপচেষ্টা!!!
চালিয়ে যাও ব্রাদার.. আমরাও হাসতে থাকি.. =p~

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১০

হাসান কালবৈশাখী বলেছেন:
হ্যা সেটাই। তবে সে এখনো হাল ছাড়েনি ...

৪২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০৫

অনিরুদ্ধ অমায়িক বলেছেন: যাক, আপনার মতে যেখা মিথ্যা। সেটা মজিনার কাছে মিথ্যা না। তাই লিস্টকে মিথ্যা বলছে না।

আরো আমার অনেক বন্ধুরা এখন কমেন্ট করলো, আমি মিথ্যাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে যাচ্ছি। আমোদিত হলাম।

আওয়ামীলীগ যে দলটা মিথ্যা ছাড়া একটা কথাও বলতে পারে না। তাদের মিথ্যা প্রতিষ্ঠিত করাটাকে দোষ না। উল্টো আমার সত্য প্রতিষ্ঠার নিরন্তর প্রচেষ্টাই মিথ্যা??!!

নজরুলের কবিতা ;
অসত্যকামী ছলনার বেশে জয় পায় মাঝে মাঝে
অবশেষে চির লাঞ্ছিত হয় অপমান আর লাজে।

নজরুলের মতো একজন মানবাতাবাদী কবিকে লীগ খুব কমই পছন্দ করে থাকে। কিছুটা সাম্প্রদায়িক মনোভাবের কবিগুরুকেই তাদের বেশি পছন্দ।
চরিত্রের ফারাক প্রত্যেকটা ধারায় স্পষ্ট।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৪৪

হাসান কালবৈশাখী বলেছেন:
"যাক, আপনার মতে যেখা মিথ্যা। সেটা মজিনার কাছে মিথ্যা না। তাই লিস্টকে মিথ্যা বলছে না"

সারা জীবন দেখে এলাম এদেশের সব ইসলামপন্থিরা বলে আমেরিকা ইসলামের সবচেয়ে বড় শত্রু!

এখন একটি মিথ্যা প্রতিষ্ঠিত করতে এরা সুধু আমেরিকার কোলেই বসেনা,
মজিনার মুত্র পান করতেও রাজি!

৪৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৮

বাধা মানিনা বলেছেন: একজনের তথ্যও সঠিক ভাবে দিতে পারে নি অধিকার।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

হাসান কালবৈশাখী বলেছেন:
একটি মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে তাদের কি মরিয়া অপচেষ্টা!!!
অতচ ইসলামে মিথ্যা বলা মহাপাপ!

৪৪| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:৩৮

ৈসকত ইসলাম বলেছেন: Click This Link

৪৫| ১১ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:২০

রেজা রাজকুমার বলেছেন: ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:

জয়তু মাহামুদুর -
একটি মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে অনিরুদ্ধ দাদার ম্যারাথন প্রচেষ্টা দেখলাম এতক্ষন

জয়তু মাহামুদুর - চালিয়ে যান!


@লেখক
ঐ ছাগুর বাচ্চা অনিরুদ্ধ হাল ছেড়ে দিলো। মনে হয় ফটোশপ নিয়া আবার ব্যস্ত হয়ে পড়েছে। .

১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:০৪

হাসান কালবৈশাখী বলেছেন:
ছাগুর বাচ্চা অনিরুদ্ধ দির্ঘ দুইমাসে ১৪ দফায় ম্যারাথন মিথ্যাচার চালিয়ে গেল!
এখন মনেহয় ফটোশপ নিয়া আবার ব্যস্ত হয়ে পড়েছে। .

৪৬| ১১ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:৩৭

ফরটি ইজ দা নিউ থারটি বলেছেন: প্রিয় ব্লগাররা
দয়া করে জঙ্গী হিজবুতী বা জামাতীদের কাছ থেকে ইসলামের অপশিক্ষা নেবেন না। এরা আপনাকে বিভ্রান্ত করবে, জঙ্গীবাদ শেখাবে, নিজের দলে স্বার্থ কায়েমের জন্য আপনার ঈমান ও জীবনকে কলুষিত করবে।

সঠিক ইসলাম শিখতে মসজিদে যান, নিজে কোরান শরীফ ও তার তাফসীর পড়ুন, আমরা হাদিস কোরান মোতাবেক জীবন চালালে দেশ থেকে এসব হিংসা বিদ্বেষ দুর্ণীতি উঠে যেত, নিজে মুসলমান এর ঘরে জন্ম নিলে ইসলামের সঠিক প্রয়োগ আগে নিজের জীবনে প্রয়োগ করুন। নামাজ পড়ুন, জাকাত দিন, রোজা রাখুন, দেখবেন আপনার মনের মাঝে শয়তানের কুমন্ত্রনা আর শোনা যাবে না।

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এই দেশকে পাকিস্তান বানাতে দেব না। আমার পূর্বপুরুষ এই শপথ নিয়েছিলেন, কারণ দেশপ্রেম ঈমানের অঙ্গ, আপনারা দেশকে ভালবাসলে একই কাজ করবেন। যাদের মনে এক এবং মুখে আরেক, সেই সব ফেকরাবাজকে বর্জন করুন।

আল্লাহ আমাদের সহায় হউন, আমিন

২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৯

হাসান কালবৈশাখী বলেছেন: ধন্যবাদ

৪৭| ১২ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩১

হাসান কালবৈশাখী বলেছেন: - 1366

গতকাল 12-4-14 হেফাজত নেতা আল্লামা সফি আবারো বলেছেন -

“হাসিনা সরকার, বা আওয়ামী লীগ বলেন আর ছাত্রলীগ বলেন, সবাই আমাদের বন্ধু। এদের সাথে আমাদের কোনো আদাবত নাই"
“কেউ যদি হাসিনা সরকার, আওয়ামী লীগ, ছাত্রলীগকে আমাদের দুশমন বুঝে থাকেন তাহলে ভুল হবে।”

৪৮| ০৬ ই মে, ২০১৪ দুপুর ২:৫১

খােলদুল বলেছেন: @ফরটি ইজ দা নিউ থারটি - একবার মনে করুন তো, ১৯৭১ সালের
কথা। যখন ২৫মার্চ 'অপারেশন
সার্চলাইটের' নামে গণহত্যা শুরু হয়।
তখন কি পরদিন ২৬মার্চ কালুরঘাট
বেতার কেন্দ্র
থেকে বাংলাদেশের
স্বাধীনতা ঘোষণা আসে নি?

স্মরণ করুন ২০০৭ সালের কথা। যখন
পাকিস্তানের ইসলামাবাদের
লালমসজিদে গণহত্যা চালায়
তাগুত পারভেজ মোশাররফ। তখন
কি তেহরিকে তালেবান
পাকিস্তান এর প্রতিশোধ নেয়া শুরু করে নি?
তাদের হাতে কি এখন পর্যন্ত প্রায়
দশ হাজারের মতো পাক
তাগুতআর্মি মারা যায় নি?
আজ কি ওই লালমসজিদেই শায়খ
উসামা রাহ'র নামে পাঠাগার হয়
নি?

মনে করুন, মিসরের রাবেয়া ও
নাহদা ট্রাজেডির কথা! তখন
কি সাথে সাথে মিসরের
জিহাদীগোষ্ঠি আন্সারুল
বায়তিল মুকাদ্দাস জিহাদের
ঘোষণা দেয় নি? আজ
অবধি কি তাদের হাতে প্রায়
তিন'শর
মতো ফেরআউনসেনা মারা যায়
নি? এখনো কি তাদের প্রতিশোধ অব্যাহত
থাকে নি?
দেখুন উপরের প্রতিটি ঘটনায়
জালিম
যেভাবে এসেছে সেভাবে কি এই
জুলুমের জবাব দেওয়া হয় নি?

কিন্তু আজ
শাপলাচত্বরে 'অপারেশন
ফ্ল্যাশআউটের' নামক গণহত্যার ১বছর পার
হয়ে গেলো। আমরা এর কী জবাব
দিয়েছি?
আমরা কি এর প্রতিশোধ নেওয়ার
চিন্তা করেছি?
তাহলে কি আমাদের শহীদ
ভাইয়ের রক্ত রং হয়েই যাবে?

আমাদের কি জানা নেই মাত্র এক
উসমানের
জন্যে নবীজী সাল্লাল্লাহু
আলাইহি সাল্লামসহ ১৪০০
সাহাবীর বাইআতে রিজওয়ানের
কথা? মাত্র একজন মুসলিম দুত
হত্যা করার অপরাধে ১লক্ষ
রোমানদের মোকাবেলায় মাত্র
তিন হাজার মুজাহিদের মুতার
যুদ্ধের কথা। যে যুদ্ধে পর পর শহীদ
হলেন জায়দ বিন হারেসা-জাফর
তাইয়ার ও আব্দুল্লাহ বিন
রাওয়াহা রাযিয়াল্লাহু আনহুম। এই
যুদ্ধেই তো খালিদ বিন
ওয়ালিদের রাযিয়াল্লাহু
সাইফুল্লাহ উপাধি পেলেন!
হযরত উমর রাযিয়াল্লাহু আনহু
কি বলেন নি?
যদি পুরো সানআবাসী বিনা অপরাধে একজনকে হত্যা করে তাহলে তাদের
প্রত্যেককে এর
কিসাসে হত্যা করবো!
নবীজী সাল্লাল্লাহু
আলাইহি সাল্লাম কি বলেন নি?
মুমিনের রক্ত কাবা শরীফের
চেয়ে মুল্যবান!
তাহলে আমরা কীসের অপেক্ষায়
আছি?

স্মরণ রাখুন, আমরা যদি এর
বদলা নিতে ব্যর্থ হই,
তাহলে আল্লাহ
তাআলা আমাদের পরিবর্তেই
আরেকদল দাড় করাবেন। যারা এই
গণহত্যার প্রতিফোটা রক্তের চরম
প্রতিশোধ নিবে। কেননা আল্লাহই
বলেছেন, 'যদি তোমরা বের না হও,
তবে আল্লাহ তোমাদের মর্মন্তদ
আযাব দেবেন এবং অপর
জাতিকে তোমাদের
স্থলাভিষিক্ত করবেন।
তোমরা তাঁর কোন
ক্ষতি করতে পারবে না, আর
আল্লাহ সর্ববিষয়ে
শক্তিমান।'[সুরা তাওবাহ-৩৯]

আমাদের কি ইমাম হোসাইন
রাযিয়াল্লাহু আনহুর
কথা জানা নেই?
তিনি কি ইয়াজিদের
বিরুদ্ধে দাড়ান নি? ইয়াজিদ
কি ডাইনী লেডি হিটলারের
চেয়েও খারাপ ছিলো? ও কি লাশ
চুরি করেছিল? ও
কি রক্তকে রং বলেছিলো?
কোথায় আজ আব্দুল করীম রেফী,
আব্দুল কাদির
জাযায়েরি এবং মারওয়ান
হাদীদের ইতিহাস?

মনে আছে স্পেনের কথা?
স্পেনকে কীভাবে মুসা-তারিক
জয় করেছিলেন? কিন্তু যখন
স্পেনবাসীরা যখন অসির
বদলে একমাত্র মসিকেই সম্বল
বানালো, অস্ত্র ছেড়ে একমাত্র
বিজ্ঞান ও
কলাবিদ্যাকে পুজি বানালো,
তখন কি পেরেছিল
স্পেনকে ধরে রাখতে?
তাদেরকে কি সাগরে ডুবিয়ে মারা হয়নি?
মসজিদে কি তাদেরকে পুড়িয়ে ছাই
করা হয় নি?
স্মরণ রাখুন, এই দেশও বখতিয়ার
ঘোড়ার মাধ্যমে জয় করেছেন, শাহ
জালাল এসেছিলেন
তরবারী নিয়ে, খান জাহান
এসেছিলেন যোদ্ধা হয়ে!
সুতরাং তরবারি ছাড়া যদি অন্য
কোনো পথে মুক্তি চাও,
তাহলে স্পেনের কথা স্মরণ
করে নাও! কারণ তোমার দেশেরও
তো তিনদিকে দুশমন
একদিকে সাগর! সাতারের
জন্যে কী প্রস্তুতি নিয়েছো?

আজ সিংহরা বিড়াল হয়ে গেছে,
তাই হনুমানপুজারি ও তাদের দাস
কাপুরুষরা একের পর এক আস্ফালন
দেখিয়ে যাচ্ছে!

শোনে রাখুন, আপনারা প্রস্তুত হোন
বা নাই হোন, একদল প্রস্তুত হচ্ছে।
যারা ওই গণহত্যার
প্রতি ফোটা রক্তের প্রতিশোধ
নিবে!
সাতক্ষীরা থেকে প্রেরিত
বোনের চিঠির জবাব দিবে,
তিনতলা থেকে নির্দোষ
মানুষকে গুলি করে ফেলে দেওয়া মজলুমের
বদলা নিবে! ৫৬ হাজার বর্গমাইল
নামক কারাগারের শিকল
ভেঙ্গে ফেলবে! ইনশাআল্লাহ! !!
যদি সাথী হতে চাও এদের,
তাহলে পড়ো বাণী রবের-

"আর প্রস্তুত করো তাদের
সাথে যুদ্ধের জন্যে, যা
কিছু সংগ্রহ করতে পার নিজেদের
শক্তি-সামর্থ্যের মধ্য
থেকে এবং পালিত
ঘোড়া থেকে, যেনো 'ত্রাস
সৃষ্টি হয়' আল্লাহর শত্রুদের
উপর এবং তোমাদের শত্রুদের
উপর …[৮/৬০] "

১৩ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:০২

হাসান কালবৈশাখী বলেছেন:
প্রতিশোধ নেওয়ার চিন্তা করছেন?

আপনার চিকিৎসা দরকার।

৪৯| ১৬ ই মে, ২০১৪ সকাল ৯:২৩

খােলদুল বলেছেন: @ ফরটি ইজ দা নিউ থারটি- দেশপ্রেম ঈমানের অঙ্গ, এই হাদিসটি জাল।

১৬ ই মে, ২০১৪ দুপুর ১:৫৪

হাসান কালবৈশাখী বলেছেন:
আপনি এখনো আছেন?

দেশপ্রেম ঈমানের অঙ্গ, এই হাদিসটি জাল কি না জানিনা।

হজরত মোহাম্মদ (স) মৃত্যুর পর কাঠমোল্লারা ইসলাম কে সিয়া, সুন্নি, হানাফি, ওহাবি, সুফি, কাদিয়ানি, হাক্কানি ইত্যাদির মত শতভাগে বিভক্ত করে ফেলে যুদ্ধবিগ্রহে রক্তপাত ঘটায়। বিভিন্ন মতবাদের হাদিস বের হয়, একে অপরের হাদিসকে জাল বলে।

আমরা সাধারন মুসলিমরা কোরানকে ফলো করি, হাদিস নিয়ে বাড়াবারি করি না।

বাংলাদেশের মুক্ত বাতাসে নিঃস্বাস নিয়ে দেশের অন্ন খেয়ে এদেশ কে ভালবাসবেনা এত নিমকহারাম কিভাবে এদেশে থাকে?

এদেশে থাকতে হলে দেশপ্রেম থাকতে হবে, নতুবা মুল দেশ পাকিদেশে চলে যান।

৫০| ১৯ শে মে, ২০১৪ বিকাল ৩:৪০

খােলদুল বলেছেন: ভাই মাতৃভূমিকে অবশ্যই ভালো বাসতে হবে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও মাতৃভূমিকে ভালো বাসতেন। তার মানে এই না অন্য দেশ বা দেশের মানুষকে (পাকিদের) ঘৃণা করতে হবে।

এ রকম জাতীয়তাবাদ, বর্ণবাদ এবং দেশপ্রেমের সম্পর্কে বলেন, “এগুলো ত্যাগ কর, এগুলো তো পঁচে গেছে” [মুসলিম ও বুখারি]

“আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে সুদৃঢ় হস্তে ধারণ কর; পরস্পর বিচ্ছিন্ন হয়ো ন........” Al'Imran (3)-103]

গোত্রপ্রীতির কিংবা জাতীয়তাবাদের কারণে ঐক্যবদ্ধ হওয়ার ব্যাপারটি স্পষ্টভাবে নিষেধ, আবু দাউদে বর্ণিত হাদীসে আল্লাহ্‌র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “সে আমাদের দলভুক্ত নয় যে আসাবিয়াহ’র দিকে ডাক দেয়, (ন্যাশনালিজম বা জাতিয়তাবাদ), বা আসাবিয়াহর কারণে লড়াই করে কিংবা আসাবিয়াহর কারণে মৃত্যুবরণ করে”। আর এ হারাম কাজটাই আমরা ৭১ এ বাঙ্গালী জাতীয়তাবাদে উদ্দভুদ্দ হয়ে করেছি।

২০ শে মে, ২০১৪ সকাল ৯:৫৫

হাসান কালবৈশাখী বলেছেন:
গোত্রপ্রীতির কিংবা জাতীয়তাবাদের কারণে ঐক্যবদ্ধ হওয়ার ব্যাপারটি স্পষ্টভাবে নিষেধ

একি অদ্ভুত ফতোয়া দিলেন?

তাহলে আপনার দেয়া ফতোয়া অনুযায়ী ৭১ এ আমাদের হাজার মাইল দূরের ভিন্নভাষি বেজন্মা খুনি ধর্ষকদের গোলামি করে বাকি জীবন কাটিয়ে দেয়া উচিত ছিল?

৫১| ২০ শে মে, ২০১৪ রাত ১:৫৩

আমি অপদার্থ বলেছেন: আপনিও তো দলের লেজ বাঁচাতে প্রচুর মিথ্যা বলেন। আপনার জন্য কেমন শাস্তি কাম্য?

২১ শে মে, ২০১৪ রাত ৩:০৯

হাসান কালবৈশাখী বলেছেন:
অপদার্থ - নামেই যার পরিচয়।

এখনো মিথ্যা নিয়ে বসে আছেন। আপনাদের গুরু "আমারদেশ" পত্রিকাও আগের দাবি থেকে ফিরে আসতে বাধ্য হয়েছে।

অবশেষে 'আমারদেশ' নিজের অজান্তে স্বীকার করে নিল যে গতবছর ৫ই মে কোন গনহত্যা হয়নি।
পত্রিকাটি লিখেছে -

"গত বছরের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরের সমাবেশকে ঘিরে হেফাজতে ইসলাম ব্যাপক তাণ্ডব চালায়। দিনব্যাপী এই তাণ্ডবের সময় হত্যা, গাছকাটা, লুটপাট, অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হয়। ওইদিন হাজার হাজার হেফাজত কর্মী শাপলা চত্বরে অবস্থান নেয় এবং পুরো এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়।
এই অবস্থতায় মতিঝিলে বাংলাদেশ ব্যাংকসহ গুরুত্বপূর্ণ স্থাপনা থাকায় সবগুলো ঝুঁকির মধ্যে পড়ে। এরপরই মধ্যরাতে পুলিশ র্যাব এবং বিজিবি যৌথ অভিযান চালিয়ে হেফাজত কর্মীদের সেখান থেকে সরিয়ে দেয়। হেফাজত কর্মীদের উচ্ছেদ করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে হাজার হাজার লোক নিহত হয়েছে- এমন অভিযোগ উঠলেও এজাবৎ কোনো প্রমাণ পাওয়া যায়নি"।

Click This Link

৫২| ২০ শে মে, ২০১৪ সকাল ১০:৩৩

মোঃ তালেব বলেছেন: Kana doel bloger.
Amlig bap dadar shompod? Doner post

২০ শে মে, ২০১৪ রাত ৯:৪০

হাসান কালবৈশাখী বলেছেন:
অকথ্য ভাষা ব্যাবহারের কারনে কমেন্ট রিপোর্টেড।
কিছু পরেই তোমাকে কমেন্ট করার সাধ মিটিয়ে দেয়া হবে।

৫৩| ২১ শে মে, ২০১৪ রাত ৩:২০

াহো বলেছেন: ১)অধিকার-‘অপারেশন শাপলা চত্বর’ - তাদের অবস্থান পরিবর্তন ,এখন এই 61 শুধু শাপলা চত্বর নহে।
Independent TV20/08/2013








-----------
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

২)দুই দিন ৫ ও ৬ মে ৪৪ জনের মৃত্যু. তারা অনেক উৎস থেকে তথ্য গ্রহণ করে. টিভি চ্যানেল, সংবাদপত্র, ডাক্তার.যে কেউ এঁদের তথ্য দিতে পারবে.
Ekattor TV
18/08/2013 ;







৩)হেফাজতের তালিকায় 'নিহতের' সংখ্যা কমছে
http://www.samakal.net/2013/08/19/8963

৪)যেভাবে খালি করা হলো শাপলা চত্বর --BBC Bangla
Click This Link

৫) রোববারের সংঘর্ষ ও শাপলা চত্বর অভিযান -এক পুলিশসহ নিহত ২২ -Prothom Alo
Click This Link

৬ ) সোমবার (শাপলা চত্বর পরের দিন) সহিংসতায় নিহত ২৭
Click This Link

৭ )যেভাবে খালি করা হলো শাপলা চত্বর --prothom-alo
Click This Link

৮)শাপলা চত্বর অভিযান ----নিখোঁজের প্রমাণ নেই মাদ্রাসায় মাদ্রাসায়
সঠিক তথ্য বের করার জন্য কালের কণ্ঠের পক্ষ থেকে অনুসন্ধান চালানো হয় রাজধানীসহ বেশ কয়েকটি জেলা-উপজেলার ৫০৪টি কওমি মাদ্রাসায়। কথা হয় সংশ্লিষ্ট এলাকার প্রশাসন এবং হেফাজত নেতাদের সঙ্গেও। অনুসন্ধানে ছাত্র ও অছাত্র মিলিয়ে বিভিন্ন স্থানে হাতে গোনা কয়েকজন হতাহতের খবর পাওয়া গেলেও এখন পর্যন্ত একজন ছাত্র বা অন্য কোনো ব্যক্তিরও নিখোঁজ থাকার তথ্য মেলেনি। রাজধানীর বেশ কয়েকটি মাদ্রাসায় ঘুরে পাঁচটির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা সম্ভব হয়। এ ছাড়া নারায়ণগঞ্জের ১৮৪, মানিকগঞ্জের ৪৫, রূপগঞ্জে ২৫, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৩০, নান্দাইলে ৩৫, কুমিল্লার দাউদকান্দিতে ২৫, চট্টগ্রামের হাটহাজারীতে ১১০, মিরসরাইয়ে ৩০, সাতকানিয়ায় আট ও লোহাগাড়ায় সাতটি কওমি মাদ্রাসায় যোগাযোগ করা হয় কালের কণ্ঠের পক্ষ থেকে। এসব মাদ্রাসা থেকে হাজার হাজার শিক্ষক ও শিক্ষার্থী সেদিনের সমাবেশে যোগ দিয়ে নিরাপদে নিজেদের গন্তব্যে ফিরে যায়। তাদের মধ্য থেকে কেউ নিখোঁজ আছে- এমন তথ্য-প্রমাণ পাওয়া যায়নি।---- ১৬ মে ২০১৩, kaler kantho Click This Link
৯) শাপলা চত্বর ---- অভিযোগ বিএনপির ---হাজার হাজার নিরীহ ও ধর্মপ্রাণ আলেম-ওলামাকে হত্যা করা হয়েছে। শত শত লাশ গুম করা হয়েছে।
মে ০৭, ২০১৩
Click This Link
১০) শাপলা চত্বর - সরকারের প্রেসনোট -হাজার হাজার প্রাণহানির গুজব উদ্দেশ্যপ্রণোদিত
Click This Link

১১)নিহতের সংখ্যা নিয়ে বিদেশি গণমাধ্যম

পুলিশ ও হাসপাতাল সূত্রের বরাত দিয়ে যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান পত্রিকা সোমবার জানায়, রোববার থেকে শুরু হওয়া সহিংসতায় ৩০ জনের বেশি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা থেকে হেফাজতের প্রায় ৭০ হাজার কর্মী-সমর্থককে উচ্ছেদে অভিযান চালান নিরাপত্তা বাহিনীর প্রায় পাঁচ হাজার সদস্য। এ সময় সংঘর্ষে প্রায় ২২ জন নিহত হন। হাসপাতাল সূত্র জানিয়েছে, নিহতদের অনেকেই মাথায় গুলিবিদ্ধ হন। এ ছাড়া পরদিন সোমবার নারায়ণগঞ্জের কাঁচপুরে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর তিন সদস্যসহ নিহত হন কমপক্ষে ১৮ জন। বিবিসির সোমবারের খবরে বলা হয়, রাজধানী ঢাকা থেকে হেফাজতের কর্মীদের সরিয়ে দিতে রোববার শব্দবোমা ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। এরপর দুই দিনের সহিংসতায় কমপক্ষে ২৭ জন নিহত হন। ফ্রান্সের বার্তা সংস্থা এএফপি গতকাল মঙ্গলবার জানায়, বাংলাদেশে গত তিন দিনের সহিংসতায় কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। তবে বিএনপির মুখপাত্র খন্দকার মোশাররফ এএফপিকে জানান, সহিংসতায় শত শত মানুষ নিহত হয়েছেন। কর্তৃপক্ষ লাশ গুম করেছে বলে অভিযোগ করেন তিনি। বাংলাদেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের সিএনএনের গতকালের খবরে নিহতের সংখ্যা উল্লেখ করা হয়েছে ১৪ জন। তবে সিএনএন একটি মন্তব্য করেছে—নিহতের প্রকৃত সংখ্যা কত, তা হয়তো কোনো দিন জানা যাবে না। আর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস-এর সোমবারের খবরে দুই দিনে নিহতের সংখ্যা ২২ বলে জানানো হয়। কাতারভিত্তিক আল-জাজিরার সোমবারের খবরে বলা হয়, শুধু ওই দিনেই সহিংসতায় নিহত হয়েছেন কমপক্ষে ২৪ জন। এর আগে রোববার নিহত হন কমপক্ষে ১৪ জন। একই দিনে ভারতের এনডিটিভির খবরে রোববার ও সোমবারের সহিংসতায় ৩২ জন নিহত হওয়ার কথা বলা হয়। আর যুক্তরাজ্যের টেলিগ্রাফ পত্রিকার সোমবারের এক প্রতিবেদনে নিহতের সংখ্যা ২২ বলে উল্লেখ করা হয়।

prothom-alo
০৮ May ২০১৩
Click This Link




copy from -----
https://www.amarblog.com/fix/posts/172624







-----===============================




২৩ শে মে, ২০১৪ রাত ১২:৩৫

হাসান কালবৈশাখী বলেছেন:
গুরুত্বপুর্ন তথ্য দিয়ে পোষ্টটি সমৃদ্ধ করার জন্য ধন্যবাদ।
প্রথম আলোর লিঙ্কগুলো কাজ করছে না।

এই লিঙ্কে কিছু তথ্য আছে
Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.