নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

গনজাগরন মঞ্চের অবদান আবারো সঠিক প্রমানিত

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৫

শাহবাগ গনজাগরন মঞ্চের অবস্থান আবারো সঠিক প্রমানিত হল।

এখন সবাই বোঝে শাহাবাগ না হলে কশাই কাদের মোল্লার ফাঁসি তো দুরের কথা সরকার আপিল করার ক্ষমতাই থাকতো না।

শাহাবাগের প্রবল আন্দলনের শ্রোতে সরকার বাধ্য হয়। প্রয়োজনিয় আইন প্রনয়ন, সংশোধন করে সরকারের আপিল ক্ষমতা অর্জন ও এই আইন কাদের মোল্লার উপর প্রয়োগ করা।

নতুন আইন তৈরি হওয়ার পরও উচ্চ আদালত এই আইন কাদের এর উপর প্রয়োগ করতে দ্বিধাগ্রস্থ হয়েছিল, পরে এব্যাপারে পরামর্শ চাইতে আদালত ৭ জন অ্যামিকাস কিউরি নিয়োগ দেন। Click This Link যাদের দুজন বাদে প্রায় সবাই আওয়ামী বিরোধী, কিছু বিএনপি-জামাত সমর্থক হিসেবে পরিচিত, একজন তো কাদের মোল্লার আইনজীবি। প্রবল জনমতের চাপেই এমিকাস কিউরির দল 'পক্ষে' মতামত দেন।

আপিল বিভাগ রায় উল্টেদিয়ে ফাসির রায় দেয়! কশাই কাদেরকে ঝুলানো এখন সুধু সময়ের ব্যাপার!



কিছু সংখক হুজুগে আবাল যারা কিছুদিন শাহাবাগে ফাসিচাই ফাসি চাই বলে চিল্লায়ে পরে .. শাহাবাগ ফালতু বলে ফেবুতে স্ট্যাটাস দিয়েছিল, তারা এখন চুপসে গেছে!



এই লেখাটিও পড়ুন -

Click This Link

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫১

খাটাস বলেছেন: আমি মনে করি রায় দিয়ে গন জাগরন মঞ্চের বর্তমান সততা কিছুই প্রমানিত হয় না। কারন জামাতিরা শুরু শেষ সব ই নাটক মনে করে।
গন জাগরণের নেতাদের নিয়ে আমার মনে ও বিতর্কিত ও নেগেটিভ চিন্তাই আছে।
তবে গন জাগরণের মুল দাবির সাথে ছিলাম, আছি, থাকব।
রায় হইছে এতেই খুশি।
তবে কেল্লা তে শিবিরের যেসব যুক্তি তুলে ধরে তার বিপরীতে কেও শক্ত যুক্তি দেয় না, বলেই তারা মানুষ কে বেশি বিভ্রান্ত করতে পারে- যেটা দুঃখ জনক।
জয় বাংলা, বা বাংলাদেশ জিন্দাবাদ বলতে চাই না আর- দুটোই অলিখিত দলিয় সম্পত্তি।

" আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালবাসি ।"
মিষ্টি খান। ( ছবি লোড হচ্ছে না )

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৯

হাসান কালবৈশাখী বলেছেন:
গন জাগরণের মুল দাবির সাথে একমত থাকায় আপনাকে ধন্যবাদ

২| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২১

অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: +++

৩| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৭

মেকগাইভার বলেছেন: জাগরন মঞ্চ শুরু হয়েছিলো আমার মতন আরো লাখ লাখ সাধারন মানূষের দাবিতে। পরে যে আওয়ামি লীগ এটাকে কন্ট্রোল করে পলিটক্যাল বানায়া ফেলছে সেটা আমার মতন লখ লখ মানূষের কাছে কাচের মতন পরিশ্কার। আপনি কয়টা মানূষের মুখ বন্ধ করবেন?

১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৯

হাসান কালবৈশাখী বলেছেন:
পলিটক্যাল বানায়া ফেলে নাই, এটা সবটাই পলিটিক্যাল
গণজাগরন মঞ্চের লাখ লাখ সাধারন মানূষের দাবি এবং আওয়ামীলীগের নির্বাচনী ইসতেহারের প্রথম ধারা মুলত একই, যুদ্ধাপরাধীদের বিচার ও শাস্তি।

গণজাগরন মঞ্চের সাথে একাত্ততা পোষন করে ছাত্র লিগ ও ছাত্র ইউনিয়ন ও অন্যান্ন কিছু ছাত্র সংগঠন, বিচ্ছিন্ন ভাবে ছাত্র দলের কিছু সদস্য।

নীতিগত ভাবে আওয়ামীলীগ এর সাথে একাত্ত ছিল শুরু থেকেই। থাকতে হবেই, কারন বিচার করছে আওয়ামীলীগ, পরিকল্পনা ও সিদ্ধান্ত আওয়ামীলীগেরই।
সবাই ভালকরেই জানে আওয়ামীলীগ ছাড়া বাংলাদেশের অন্য কোন দল এত বড় দুঃসাহসি কাজে হাত দিত না।
আওয়ামি লীগ এটাকে পলিটক্যাল বানায়া ফেললে এটা পচে যেতে পারে না।

বেশিরভাগ দাবী মেনে নেয়াতে গণজাগরন মঞ্চের কার্যক্রম স্তিমিত হয়ে যায়।
যেমন


শাহাবাগের জনমত তাজা থাকতেই রাষ্ট্রযন্ত্র দ্রুততার সাথে ৪টি আইন সংশোধন ও সংযোজন করে ফেলে।

রায়ের দ্বিমুখি আপিল অধিকার। যার মাধ্যমে কশাই কাদেরের ফাসি সম্ভব হয়েছে।
দল (জামাত) নিবন্ধন বাতিল,
আমারদেশ পত্রীকা ছাপানো নিসিদ্ধ ও সম্পাদক গ্রেফতার।
রায় ঘোষনার ২ মাসের ভেতর আপিল আবেদন ও নিস্পত্তি সারতে হবে, যা বাধ্যতামুলোক ছিল (এখন অবস্য নির্দেশনা মুলোক)

বেশিরভাগ দাবী মেনে নেয়াতে সঙ্গত কারনেই গণজাগরন মঞ্চের কার্যক্রম সিমিত হয়ে আসে।

৪| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৫২

মেকগাইভার বলেছেন: পাবলিকরে আর কত বোকা বানাবেন ভাই?

১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৪

হাসান কালবৈশাখী বলেছেন:
আর কি বললে বুঝবেন?

৫| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৩১

মাসুম আহমদ ১৪ বলেছেন: @ মেকগাইভার ভাই

প্রশ্ন- যখন মঞ্চ শুরু হয়েছিল তখন গনজাগরণ মঞ্চের লক্ষ্য ও উদ্দেশ্য কি ছিল?

উত্তর-রাজাকারদের বিচার!

পরবর্তীতে মঞ্চ রাজনীতিকরণ হয়েছে। মেনে নিলাম রাজনীতিকরণ হয়েছে। রাজনীতিকরণ হওয়ার পরে আবার সেইম প্রশ্ন- রাজনীতিকরণ হওয়ার পরে গনজাগরণ মঞ্চের লক্ষ্য ও উদ্দেশ্য কি?

উত্তর-রাজাকারদের বিচার!

এম আই কারেক্ট? যদি কারেক্ট না হই প্লিজ কারেক্ট করে দিবেন প্লিজ!

এখন সবচেয়ে কৌতুহলী প্রশ্ন- যদি রাজনীতিকরণ হওয়ায় আগের এবং পরের মঞ্চের লক্ষ্য ও উদ্দেশ্য সমান থাকে, কোন চেন্জ না হয়, তাহলে মঞ্চ রাজনীতিকরণ হওয়ায় কি এবং কোথায় সমস্যা হয়েছে বা হচ্ছে?

আমার তো মনে হয় এই একটা জায়গায় লীগ, বিএনপি সবাই মঞ্চে এক লাইনে দাঁড়ানো উচিত ছিল! এবং তাদেরই উচিত ছিল সামনে থেকে এই আন্দোলনের লিড দেওয়া। কেউ একজন লীগ বা বিএনপি'র রাজনীতি করার কারণে কি সে মঞ্চে এসে রাজাকারদের বিচার চাইতে পারবেনা?

৬| ১১ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৯

কালবৈশাখীর ঝড় বলেছেন:
মাসুম আহমদ সঠিক কথা বলেছেন।
রাজাকারদের বিচারের ব্যাপারে আওয়ামীলীগ বিএপি সহ সব দলই গণজাগরন মঞ্চের সামনে এসে এই আন্দোলনের শরিক হওয়া উচিত ছিল।

Click This Link

৭| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

মেকগাইভার বলেছেন: @ মাসুম আহমদ ১৪: মাসুম ভাই ,গনজাগরণ মঞ্চের শুরুতে হাজার হাজার মানূষ জখন মিছিল করেছিলো তখন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধেও মিছিল করেছিলো সেই জাগরনে আমাদের পাবলিকের মনে রাজাকারদের বিচার ছারাও আরো অনেক আশা উদ্দেশ্য। উদ্দেশ্য ছিলো যে এবার রাজাকারদের ফাসি পাবলিক দিবে তারপর দেশের সব ঘুষখোর পলিটিশিয়ান দেরকেও ফাসি দিবে। হাসিনা খালেদাকে সহ। সেই মহা জাগরন হটে পারেনি গনজাগরন মন্চের বর্মান লিডারদের আওয়ামী লীগের কাছে বিক্রি হয়ে যাবার জন্য।

বর্তমান গণজাগরন মঞ্চ আওয়ামী সরকারের খেলার পুতূল , এটা পাবলিক নলেজ। যদি কেউ এটা অস্বিকার করে তাকে আমি বলবো ভাদাকার। সরি মাসুম ভাই বাট আমি সত্য কথা বলবই। কে কি মনে করে সেটা আমার যায় আসে না।

১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৫

হাসান কালবৈশাখী বলেছেন:
বর্তমান গণজাগরন মঞ্চ আওয়ামী সরকারের পুতূল

এটা সম্পুর্নই ফালতু কথা।

গণজাগরন মঞ্চ সুরু হয়েছিল মুলত প্রগতিশীল ব্লগারদের দ্বারা।
এরপর সম্মিলিত সাংস্কৃতিক জোটএর শিল্পিরা যোগ দেয়। এরপর কমুনিষ্ট পার্টি ও কিছু বামপন্থি দল যোগ দেয়।
২য় দিন থেকে ছাত্র ইউনিয়ন ও ছাত্র লীগ যোগ দেয়, এর পর বিপুল সংখক সাধারন ছাত্র যোগ দেয়। সরকারি রাজনৈতিক নেতারা মঞ্চে ঊঠতে চাইলে তাদের নামিয়ে দেয়া হত। এর পর দিন দিন বাড়তে থাকে জনসমাগম।
অনেকেই পরিবার পরিজন নিয়ে আসতো। সঙ্গত ভাবেই সরকার এই আন্দলোনকে সর্বাত্ত্বক সমর্থন দিয়েছে, ৩ স্তরের নিরাপত্তা দিয়েছে।

গণজাগরন মঞ্চর মুলদাবী ছিল মুলত কাদের মোল্লার ফাসি ও সকল যুদ্ধাপরাধীর বিচার। মুল উদ্দ্যেশ্য ছিল যুদ্ধাপরাধীর বিচারে সরকারকে মনবল যোগানো।

এই আন্দলোন কোন ভাবেই হাসিনা খালেদাকে ফাসির মত মায়নাস টুর আন্দলোন ছিল না।

৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৪২

উদাসী স্বপ্ন বলেছেন: খাটাসের প্রথম কথাটা ভালো লেগেছে। এক কালে শুনতাম জামাত যদি যুদ্ধাপরাধীই হয় তাহলে বিচার করো। বিচার শুরু করার পর বললো বিচার ঠিক মতো হচ্ছে না। যেদিন ফাঁসি পেছালো অনেকেই বললো কাদের মোল্লা যদি রাজাকারই হয় তাহলে ফাঁসি দাও। তাহলেই তো প্রমান হয়ে যায়।

এখন ফাঁসির পর বললো বিচার ঠিক হয় নি, গায়ের জোরে হইছে!

তার মানে তাদের বিরুদ্ধে গেলেই সেটা ঠিক না। অথচ তারা এটা বুঝে না যে ৭১ সালে আল্লাহ চেয়েছিলো বলেই জামাতের এত বড় বেঈমানী করেও পাকিস্হানকে আমরা হারিয়েছি। আর এখন আল্লাহ চেয়েছে বলেই ইউরোপ, আমেরিকা জাতিসংঘের প্রবল চাপ আর জামাতীদের তান্ডবেও ফাঁসি ঠেকানো যায় নি।

শাহবাগকে আসলেই ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.