![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm
রেড টেলিফোন" একটা হট লাইন।
আতিব জরুরি ফোন। রেড টেলিফোনের যে কোন ক্রুটি সমাধানের জন্য সরকারের টেলিফোন সংস্থা BTCL এর একটি বিভাগ রয়েছে যারা ২৪ ঘন্টাই রেডি থাকে।
রেড টেলিফোনের একচেঞ্জে কোন ক্রুটি ছিল বলে মনে হয় না, কারন রিং হচ্ছিল। এর মানে সেটটিতেই ত্রুটি ছিল। সাধারনত ল্যান্ডফোনে সেটের কেবল খুলে রাখলেও অপর প্রান্তে রিং হচ্ছে বলে টোন পাওয়া যায়।
যাই হোক গতকালই সবাই জানে রেড ফোনে কল করা হবে। এরপরও বিরোধী নেত্রী ও তার অকর্মন্য দায়িত্ত্বজ্ঞানহীন স্ট্যাফরা ফোন সেটটি চেক করার প্রয়োজন মনে করে নি।
সামান্য একটা ফোন রিসিভ করার যোগ্যতা রাখেনা, এরা আবার দেশ চালাবে!
দুপুরে টিভি ব্রেকিং নিউজ স্ক্রলে যখন দেখাচ্ছিল প্রধানমন্ত্রী ফোন দিয়েছেন, কিন্তু ফোন ধরছেনা কেউ। উনি বা ওনার এডভাইজারা কলব্যাক করে নি, বা মিডিয়াকেও আশ্বস্ত করে বলেন নি 'আমি আছি'।
কারন "এখন কি করবো" এটা নিজে বোঝার যোগ্যতাটা পর্যন্ত নেই! যতক্ষন না পর্যন্ত সমসের মবিন, ফালু বা সফিক রেহমানরা তাকে দেখিয়ে না দিচ্ছেন।
এখন তো তাও পারেন না। জামাতি নেতাদের থেকে ok সিগনেল নিতে হয়।
রানা প্লাজা ট্র্যাজেডির দিন সামান্য হরতাল প্রত্যাহার করতে ৬-৭ ঘন্টা লেগে গিয়েছিল।
৩ দিনের হরতাল প্রত্যাহার করতে সিদ্ধান্ত নিতে ৭ দিন সময় লাগবে!
২৭ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
হাসান কালবৈশাখী বলেছেন:
জামাতি নেতাদের থেকে ok সিগনেল নিতে হয়, এটা মোটামোটি ওপেন সিক্রেট।
২০০ কোটি টাকার কাহিনী সত্য নাও হতে পারে।
দুই দলেরই টাকার কোন অভাব থাকার কথা না।
২৮ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩০
হাসান কালবৈশাখী বলেছেন:
কয়েকটি দৈনিক ২০০ কোটি টাকার কাহিনী লিখেছে বেশ গুরুত্ব দিয়েই।
©somewhere in net ltd.
১|
২৭ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
"এখন কি করবো" এটা নিজে বোঝার যোগ্যতাটা পর্যন্ত নেই!
যতক্ষন না পর্যন্ত সমসের মবিন, ফালু বা সফিক রেহমানরা তাকে দেখিয়ে না দিচ্ছেন।
এখন তো তাও পারেন না। জামাতি নেতাদের থেকে ok সিগনেল নিতে হয়।
এখন ২০০ কোটি টাকার কাহিনী শোনা যাচ্ছে ........