নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

রাস্ট্রপক্ষের সাক্ষী মোস্তফা হাওলাদারকে কুপিয়ে হত্যা করা হল ..বিশ্বজিত নিয়ে তোলপার করা শুশিলরা কোথায়? মিডিয়াবাজরা কোথায়?

১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৩



সাইদীর মামলার রাস্ট্রপক্ষের সাক্ষী মোস্তফা হাওলাদারকে কুপিয়ে হত্যা করা হল।

পরিকল্পিত ভাবে শিধ কেটে রাতের আঁধারে ঘুমন্ত অবস্থায় তাকে আঘাত করা হয়।

হামলায় আহত হওয়ার পর সোমবার গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।





যেভাবে খুনিরা মাটির মেঝের ঘরে সিঁধ কেটে ঘরে ঢোকে





মোস্তফা হাওলাদারের স্বজনেরা গতকাল মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে তাঁর লাশ পিরোজপুরে নিয়ে গেছেন। জীবনের ঝুঁকি আছে জেনেও মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের নেতা সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের হয়ে সাক্ষ্য দেন মোস্তফা হাওলাদার (৫৫)। শেষ পর্যন্ত জীবনও দিতে হলো তাঁকে।



জামাত শিবিরের কুকুরেরা এজাবৎ পঞ্চাশের অধিক লোককে কুপিয়েছে, হত্যা করেছে, আরো হত্যা করবে।



এখন শুশিলরা কোথায়? মিডিয়াবাজরা কোথায়?

যারা বিশ্বজিত হত্যার মত মাত্র একটি ঘটনায় দুনিয়া তোলপাড় করেছিল।

এখন এই অর্ধশত মুক্তিযোদ্ধা সহ সাধারন মানুষকে কোপানোতে কি রক্ত বের হয় নাই?



বিশ্বজিত হত্যার কিছু ..

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪০

তুহিন সরকার বলেছেন: অতল গহ্বরে হারিয়ে গেছে সুশীল সমাজ।

‍‍রাজাকার মুক্ত বাংলাদেশ
মুক্তিযুদ্ধ অনিঃশেষ


জয়বাংলা।

শুভকামনা রইল।

১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৫

হাসান কালবৈশাখী বলেছেন:
অর্ধশত মুক্তিযোদ্ধা সহ সাধারন মানুষকে কোপানো কিছুই না।

কারন এই ছবি দেখাইয়া মিডিয়া স্পন্সার, বিজ্ঞাপন কিছুই পাবে না।
তাই মোস্তফা হাওলাদারকে কোপানোতে কোন রক্ত নেই।

২| ১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০০

মাইন রানা বলেছেন: এ কোন বিচার যেখানে সাক্ষীরা নিরাপদ নয়

১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৫

হাসান কালবৈশাখী বলেছেন:
বিচার ও শাস্তি শেষ না হওয়া পর্যন্ত রাস্ট্রপক্ষের সকল সাক্ষীর পর্যাপ্ত নিরাপত্তা চাই।

৩| ১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৪

রাহুল বলেছেন: শুয়োর সমাজ। X( X((

১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৩

হাসান কালবৈশাখী বলেছেন:
বিচার ও শাস্তি শেষ না হওয়া পর্যন্ত রাস্ট্রপক্ষের সকল সাক্ষীর পর্যাপ্ত নিরাপত্তা চাই।
খুনিদের কে ধরে শাস্তি দেয়া হউক।

৪| ১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৯

জন রাসেল বলেছেন: অপরাধ অপরাধীই। ওই সুশীল আর এই সুশীলদের খুজে কোন লাভ নেই।

আপনি নিজেও ওই সুশীলদের দলেরই নাহলে একটা অপরাধকে অপরাধ প্রমান করার জন্য আরেকটা অপরাধকে ঢাল হিসাবে ব্যবহারে করে পোষ্টের শিরোনাম দিতেন না।

আর সরকার গতকাল কাদের মোল্লার ফাসি নিয়ে যা করলো তাতে আর সাক্ষী দিয়ে কি হবে? সব ফাইনাল হওয়ার পরই উনার নাটকের পর্ব শেষ হয়না। আর সাঈদীর হিসাব তো পরে।

গতকাল সবাই ধরে নিয়েছে অন্তত ন্যায়বিচারের প্রথম ধাপ আমরা দেখতে পাব। কি যে দেখলাম তা তো আপনারও জানার কথা। এগুলো নিয়ে দুকলম লেখার সাহস যেদিন হবে সেদিন এই ধাচের পোষ্ট দিয়েন। এখন দিলে মানাবেনা।

বিশ্বজিত হত্যাকান্ড নিয়ে যারা কথা বলেছে তারা কি ভুল করেছে? অবশ্যই না। আবার সাঈদীর সাক্ষীর হত্যা নিয়ে যারা বলবে এদেরও বলার অধিকার আছে। দুটোই অন্যায় এবং দুটোর মাত্রা দুই রকম। একটা দিয়ে আরেকটা কি বৈধ করা যাবে? আপনার পোষ্ট দেখে তো মনে হয় সাঈদীর সাক্ষী হত্যার পর বিশ্বজিতের হত্যা বৈধ হয়ে গেল।


৫| ১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৮

উড়োজাহাজ বলেছেন: সবই খুন অরাজকতার নিদর্শন।

৬| ১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৮

নীল জানালা বলেছেন: অপকর্মের হোতা তো তোমরাই। পৃথিবীর কোন দেশটাতে এমন হাই প্রোফাইল স্বাক্ষী বিনা পাহাড়ায় তল্লার বেড়ার ঘরে ঘুমায়? কুপাইসে হয়তো জামাত কিন্তু কুপানির ব্যাবস্থাটা তোমরাই কৈরা দিস। ভুংভাংগের আলাপ আর ুদাইয়োনা। তোমাগো আর ঝামাতিগো মইদ্যে বিন্দুমাত্র ফারাক নাই। বেবাকটিরে এক কাতারে ফালায়া মারতে পারলে দেশে শান্তি আইতো। হারামির বাচ্চারা দোজখ বানায়া ফালাইসে দেশটারে।

৭| ১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৬

শ্রাবণধারা বলেছেন: রাস্ট্রপক্ষের সাক্ষী মোস্তফা হাওলাদারকে কুপিয়ে হত্যা করার বিষয়টাকে গুরুত্বের সাথে তুলে ধরার উদ্দ্যোগ নিঃসন্দেহে প্রশংশনীয়।

কিন্তু সেটা করতে গিয়ে বিশ্বজিত হত্যার সাথে Contrast তৈরি করা এবং এই মন্তব্য করা যে "যারা বিশ্বজিত হত্যার মত মাত্র একটি ঘটনায় দুনিয়া তোলপাড় করেছিল..।" আপনার বুদ্ধি-প্রতিবন্ধীতাকেই প্রমাণ করলো।

আপনার মগজের উন্নতি হোক এই কামনা রইলো।

৮| ১১ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১১

সাইবার অভিযত্রী বলেছেন: জন রাসেল বলেছেন:

আপনি নিজেও ওই সুশীলদের দলেরই নাহলে একটা অপরাধকে অপরাধ প্রমান করার জন্য আরেকটা অপরাধকে ঢাল হিসাবে ব্যবহারে করে পোষ্টের শিরোনাম দিতেন না।

নীল জানালা বলেছেন: অপকর্মের হোতা তো তোমরাই। পৃথিবীর কোন দেশটাতে এমন হাই প্রোফাইল স্বাক্ষী বিনা পাহাড়ায় তল্লার বেড়ার ঘরে ঘুমায়? কুপাইসে হয়তো জামাত কিন্তু কুপানির ব্যাবস্থাটা তোমরাই কৈরা দিস। ভুংভাংগের আলাপ আর ুদাইয়োনা। তোমাগো আর ঝামাতিগো মইদ্যে বিন্দুমাত্র ফারাক নাই।

শ্রাবণধারা বলেছেন: রাস্ট্রপক্ষের সাক্ষী মোস্তফা হাওলাদারকে কুপিয়ে হত্যা করার বিষয়টাকে গুরুত্বের সাথে তুলে ধরার উদ্দ্যোগ নিঃসন্দেহে প্রশংশনীয়।

কিন্তু সেটা করতে গিয়ে বিশ্বজিত হত্যার সাথে Contrast তৈরি করা এবং এই মন্তব্য করা যে "যারা বিশ্বজিত হত্যার মত মাত্র একটি ঘটনায় দুনিয়া তোলপাড় করেছিল..।" আপনার বুদ্ধি-প্রতিবন্ধীতাকেই প্রমাণ করলো।

আপনার মগজের উন্নতি হোক এই কামনা রইলো।

১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০০

হাসান কালবৈশাখী বলেছেন:
আপনার মগজে এসব কখনোই ধরবে না। কারন মাথা আগেই বন্ধক দিয়ে রেখেছেন দলবাজদের কাছে!


বিশ্বজিত হত্যা ছিল একটি মোটিভলেস হত্যা। মুলত একটি ভুলক্রমে করা হত্যা।

এক শিবির পিকেটার ছাত্রলীগের এন্টি পিকেটিং জটলার সামনে একটি ককটেল ছুড়ে দৌড়ে গলির ভেতর ছুটে পালাতে থাকে। ছাত্রলিগের গুন্ডারা ধর ধর বলে গলির ভেতর ছুটে যায়, হতভাগ্য বিশ্বজিত সেই গলিতে হাটছিল, হঠাৎ ধর ধর চিৎকার শুনে সেও ভয়ে দৌড় দেয়ন।
মারমুখি জটলাটি বিশ্বজিতকে শিবিরের বোমাবাজ ভেবে পিটুনি শুরু করে দেয়, একজনের হাতে চাপাতি ছিল, সম্মিলিত আঘাতে রক্তাক্ত হয়ে নিহত হয়।
বিস্তারিত এখানে দেখুন -
http://somewhereinblog.net/blog/mmdhw/29734532

মোস্তফা হাওলাদার সহ ৫০-৬০ জন মুক্তিযোদ্ধা হত্যা ছিল জামাত-শিবিরের সুপরিকল্পিত নৃশংস হত্যাকান্ড।

সব হত্যাই নিন্দনিয় ও অবস্যই শাস্তিযোগ্য। তবে ভুলক্রমে হত্যা যে কোন দেশের আইনেই অনেক লঘু শাস্তি।

পরিকল্পিত হত্যার শাস্তি - সর্বচ্চ শাস্তি .. কনফার্ম মৃত্যুদন্ড!

৯| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪১

হাসিব০৭ বলেছেন: এখানে একটা কথাই বলতে চাই ওনার প্রয়োজনীয়তা এখন শেষ আর তাই এটা নিয়ে কারও তেমন মাথা ব্যাথা নেই

১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৬

হাসান কালবৈশাখী বলেছেন:
ট্রাইবুনালে ওনার প্রয়োজনীয়তা এখন শেষ সত্য। কোন অবহেলা কাম্য নয়।
তবে বিশেষ পরিস্থিতিতে সাক্ষীদের সুরক্ষা দেয়া উচিত।

বিচার ও শাস্তি শেষ না হওয়া পর্যন্ত রাস্ট্রপক্ষের সকল সাক্ষীর পর্যাপ্ত নিরাপত্তা চাই।
খুনিদের কে ধরে শাস্তি দেয়া হউক।

১০| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০২

শিক্ষানবিস বলেছেন: মিথ্যা স্বাক্ষ্য দেয়ার অপরাধে হত্যা করা যায় না।

১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৬

হাসান কালবৈশাখী বলেছেন:
মিথ্যা সাক্ষ্য?

কাদের মোল্লার স্ত্রীর অভিযোগ: সাক্ষী ভূয়া,

কাদের নিজে বলে - সে নিজেই ভুয়া,

ভুয়া লোকের বিচার হইছে।
কিন্তু আদালতে তার এত দক্ষ উকিল-ব্যারিসস্তার থাকতেও প্রমান দেখাতে পারে নাই।

১১| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫১

মেহেদী_বিএনসিসি বলেছেন: খোদ আম্রিকায় বইসাও আপ্নার বুদ্ধিমত্তার লেভেলযে ওই গুলাবী বানু.....বা ধোনকন্যা.....বা ঝামাতী মোল্যাগো একই লেভেলে রয়ে গেছে দেখে আপ্নার জন্য সমবেদনা।
বিশ্বজিত যদি আপ্নার কেউ হইতো তাইলে হয়তো এই তুলনাটা করতে আপ্নার বিবেগে বাধতো। আগে পার্থক্য করুন দুই ঘটনার উদ্দেশ্য......আর যারা ঘটনার শিকার তাদের পরিচয়।
আর দোহাই লাগে এই নোংরা দলাদলির দালালী ছেড়ে দেশের দালালী করুন.....যে যাকেই সাপোর্ট করুন না কেন।

১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:১২

হাসান কালবৈশাখী বলেছেন:
বিশ্বজিত যদি আপ্নার কেউ হইতো?

কেউএর হওয়া লাগব ক্যান?

বিশ্বজিত হত্যা একটি বিচ্ছিন্ন ঘটনা, দুর্ঘটনাই বলা যায়।
এরপরও তার হত্যাকান্ডের বিচার হয়েছে, বেশিরভাগ প্রধান আসামি ধরা পরেছে। রায় এই মাসেই। সরকার দ্রুততার সাথেই সকল প্রয়জনীয় ব্যাবস্থা নিয়েছে।


এই কুকুরগুলো যে শতাধিক লোক কুপিয়ে, গুলিকরে, পিটিয়ে, পুড়িয়ে মারছে আপনার বিবেক কি একটুকুও নাড়া দেয় না?

১২| ১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৭

বিশ্বাস করি 1971-এ বলেছেন: দেশে দুইটা কুত্তা আছে। একটা জামাত আর একটা বাল। এখন কুত্তা কুত্তায কামড়াকামড়ি শুরু হইছে। আর আপনে তো সাধারণ মানুষ না এক জন বালবৈশাখী।

১৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৭

মিতক্ষরা বলেছেন: সরকার কি এর বিচার করতে অনিচ্ছুক? সুশীল বা মিডিয়াবাজ নয়, এই খুনের বিচারের উদ্যোগী হতে হবে সরকারকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.