নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

ফাঁসির মাত্র একঘন্টা আগে বাধা এসে রাষ্ট্রপক্ষের জন্য ভালই হল

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২০

ভালই হল। ফাঁসির মাত্র একঘন্টা আগে বাধা পরে রাষ্ট্রপক্ষের জন্য ভালই হল।

রায়টি সর্বচ্চ আদালত সুপ্রিম কোর্টে ধোলাই হয়ে পরিচ্ছন্ন হয়ে আসলো কারাগারে। জামাতি ও তার দোসোর রা আর বলতে পারবেনা তাদের কে জুডিশিয়াল হত্যা করা হচ্ছে।

সর্বচ্চ আদালতের এই আদেশটি সারা পৃথিবীতে সকল যুদ্ধাপরাধ আদালতের দিকনির্দেশনা, রেফারেন্স হিসেবে হিসেবে সব দেশের আদালত ব্যাবহার করবে।



বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের চিফ জাষ্টিস সহ ৫ সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ কাদের মোল্লার পক্ষের রিভিউ আবেদন খারিজ করে দেয় সর্বসম্মতভাবেই।



যুদ্ধাপরাধ আদালতের রায় কার্যকর করতে প্রচলিত জেলকোড প্রজজ্য নয়।

অর্থাৎ কতদিনের মধ্যে কার্যকর করতে হবে, বিভিন্ন ফর্মালিটিতে ২১ দিন টাইম লিমিট ইত্যাদিও প্রযোজ্য নয়।

প্রেসিডেন্সিয়াল পার্ডন আবেদন গ্রহন বাধ্যতা মুলক নয়। (যদিও কাদের তা উপস্থিত দুই ম্যাজিষ্ট্রেটের কাছে না করে দিয়েছিল মঙ্গলবার রাতেই)

এই রায় বাস্তবায়ন করতে রাষ্ট্রপক্ষ যা যা করল সবকিছুই বিশ্বের সকল যুদ্ধাপরাধ আদালতে দিকনির্দেশনা হয়ে থাকবে। অর্থাৎ রেফারেন্স হিসেবে ব্যাবহার করতে পারবে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৮

নীল জানালা বলেছেন: বালবোশেখি যা বল্লা.....গান্জা কি হাসিনাবু'র ব্যাক্তিগত কল্কি থেইকা টাইনা আইস? বাংলাদেশ হৈব সারা বিশ্বের রেফারেন্স। তোদের মত নির্লজ্জ দালাল আর পাকি দালালদের মধ্যে কোন পার্থক্য দেখিনা। কাদেরের লাইগা ব্যাবহারিত দড়িডা ফালায়া না দিয়া তোদের মত দলীয় দালালগো লাইগা রাখা দরকার। দড়ির খরচটা বাইচা যাইবো।

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৩

হাসান কালবৈশাখী বলেছেন:
গর্ধভ।

যেকোন দেশের উচ্চ আদালতের রায় রেফারেন্স হিসেবে যে কোন দেশেই ব্যাবহার করা যায়। আত্নপক্ষ সমর্থনে সব দেশেই অহরহ হচ্ছে।

আমাদের যুদ্ধাপরাধ আদালত আন্তর্জাতিক ভাবে স্বীকৃত। যদিও পরে কয়েকটি বিচ্ছিন্ন পক্ষ কিছু ত্রুটি তুলে ধরলেও ট্রাইবুনালকে অস্বীকার বা নাকচ করেনি। তবে মার্কিন বিচার বিভাগীয় প্রতিনিধী ঢাকায় এসে যুদ্ধাপরাধ বিচার কার্যে সন্তোষ প্রকাশ করে।

আমাদের ১৯৭৩ এর যুদ্ধাপরাধ আইনের উপর ভিত্তি করেই রুয়ান্ডা ও বসনিয়ার যুদ্ধাপরাধ আইন তৈরি হয়েছে। আমাদের দেশের একজন জাজও রুয়ান্ডার যুদ্ধাপরাধ আদালতে বিচার করেছে।

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪১

েফরারী এই মনটা আমার বলেছেন: রায়টি সর্বচ্চ আদালত সুপ্রিম কোর্টে ধোলাই হয়ে পরিচ্ছন্ন হয়ে আসলো কারাগারে। জামাতি ও তার দোসোর রা আর বলতে পারবেনা তাদের কে জুডিশিয়াল হত্যা করা হচ্ছে।
সর্বচ্চ আদালতের এই আদেশটি সারা পৃথিবীতে সকল যুদ্ধাপরাধ আদালতের দিকনির্দেশনা, রেফারেন্স হিসেবে হিসেবে সব দেশের আদালত ব্যাবহার করবে।

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৬

হাসান কালবৈশাখী বলেছেন:
ধন্যবাদ।

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:১৭

হাতীর ডিম বলেছেন: জাতীর কিছুটা কলংক মোচন হল এই ফাঁসিতে। অভিনন্দন আপনাকে।

১৪ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫০

হাসান কালবৈশাখী বলেছেন:
জাতীর কিছুটা কলংক মোচন হল।
ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.