নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm
এশিয়া কাপের ভেনু বাংলাদেশেই! জয় বাংলা!
ভেস্তে গেল বিম্পি-ছাগু ও তাদের বাবা পাকিস্তানের কুটচাল। সুযোগসন্ধানি ভারতও চুপসে গেল।
বিম্পি জামাত শত অনুরোধেও নিশ্চুপ থেকেছে। যেখানে বিশ্বকাপ খেলার সময় আর্জেন্টিনার বাম জঙ্গিরা ঘোষনা দিয়ে বিশ্বকাপ ফুটবল হামলামুক্ত রাখার নিশ্চয়তা দিয়েছিল।
কিন্তু দেশকে নব্য পাকিস্তান বানাতে বদ্ধপরিকর আমাদের বিম্পি-ছাগুরা ওয়েষ্টইন্ডিজ কে ভাগাতে হোটেলের গেইটে ককটেল চার্জ করেছিল।
ক্রিকেট ভেনু হিসাবে বাংলাদেশের সুনাম দির্ঘদিনের। বাংলাদেশ ২০১২ সালে এশিয়া কাপের সর্বশেষ আসরেরও আয়োজক ছিল, ২০১০ এ বিশ্বকাপেরও আয়োজক, উদ্ভধনি অনুষ্টান সহ।
গত ২৫ অক্টোবর থেকে টানা রাজনৈতিক সহিংসতায় এশিয়া কাপ আয়োজন নিয়ে বেশ কিছুটা অনিশ্চয়তা দেখা দেয়। প্রথমে পাকিস্তান ভেনু পাল্টাতে অনুরোধ করে, ভারতীয় মিডিয়া বিরামহীন ভাবে বাংলাদেশ বিরোধী প্রচারনা চালায়। পাকিস্তান বলে ভেনু ভারতে হলে তাদের আপত্তি নাই। গত দুদিন জাবত সুবিধাবাদি শ্রীলঙ্কা এই প্রতিযোগিতাটি আয়োজনের ব্যাপারে আগ্রহ দেখায়।
কিন্তু সবার মুখে ছাই দিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) কলম্বোতে অনুষ্ঠিত বৈঠকে এশিয়া কাপ বাংলাদেশেই আয়োজিত হবে বলে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।
সভায় বাংলাদেশের প্রতিনিধীদলে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন ও প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।
এটিও পড়ুন
অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল কে
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৮
হাসান কালবৈশাখী বলেছেন:
বর্বর নয়?
হোটেলের গেইটে ককটেল চার্জ?
আপনার ম্যাডাম কি কখনো বলেছিল - ক্রিকেট হরতাল-অবরোধের আওতার বাইরে?
সুধু একবার বড়লোকের পোলাদের A level পরিক্ষা বিবৃতি দিয়ে হরতালের আওতার বাইরে বলেছিল।
কিন্তু JSC বা PSC পরিক্ষার সময় নিশ্চুপ থেকে তামাসা দেখছিল ..
ওয়েষ্টিন হোটেলের গেইটে ককটেল চার্জ এর পর ওয়েষ্টইন্ডিজ ক্রিকেটদল একদিন অপেক্ষা করেছিল। পুলিশ নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছিল, কিন্তু বিরোধীদল থেকে কোন বিবৃতি বা নিরাপত্তার আশ্বাস না পেয়ে পরদিন তারা টুর্নামেন্ট ক্যান্সেল করে চলে যায়।
কিছু বোঝা গেল?
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৯
সুকান্ত কুমার সাহা বলেছেন: খেলাটা ভালভাবে শুরু ও শেষ হোক - এই আশায় রইলাম !!!
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৩
হাসান কালবৈশাখী বলেছেন:
ক্রিকেট ভেনু হিসাবে বাংলাদেশের সুনাম দির্ঘদিনের।
খেলার সময় পরিবেশ শান্ত রাখা হবে, পজিটিভলি ..
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৩
ম্রিয়মাণ বলেছেন: বিএনপি'র গুন্ডারা চট্টগ্রামে হোটেলের কাছে ককটেল ফাটিয়েছিল আপনি দেখেছেন? অনেক জায়গায়তো আগুনু দিতে গিয়ে বিএনপি'র গুন্ডাদের পাশাপাশি আওয়ামী গুন্ডারাও ধরা পড়ছে।
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪০
হাসান কালবৈশাখী বলেছেন:
বিএনপি'র গুন্ডা কোথায় পেলেন?
বিএনপি'র চ্যালাদের সেই সাহস আছে নাকি বোমা মারবে, আগুন লাগাবে?
ন্যাতারাই ভয়ে চোকির নীচে লুকাইয়া আছে!
জামাত-শিবিরের নাম নিতে লজ্জা পাচ্ছেন কেন?
অনেক ভাড়াটে গুন্ডা বাচার জন্য বলে আমি লীগের। আমলিগের অমুকে আমার বড়ভাই। যাহেতু তারা জামাত করেনা তবে ভাড়া খাটে তাই নিরুপায় হয়ে অনেক লীগনেতা তাদের ছাড়িয়ে আনতে যায়।
তার মানে এই না যে তারা আওয়ামী বোমাবাজ।
৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৩
ম্রিয়মাণ বলেছেন: শোনেন ভদ্রতা বজায় রেখে কমেন্ট করবেন। প্রধান দুই দল হচ্ছে বিএনপি আর আঃলীগ; ওদের নাম নিলে জাসদ, জামাত ওদের নামও নেয়া হয়ে যায়।
তাহলে চট্টগ্রামে হোটেলের কাছে ভাড়া করা গুন্ডারা ককটেল ফাটিয়েছিল। সেটা কারা ভাড়া করেছিল তা অবশ্য আপনার কথায় জানা গেল না।
আপনি লিখেছেন: যাহেতু তারা জামাত করেনা তবে ভাড়া খাটে তাই নিরুপায় হয়ে অনেক লীগনেতা তাদের ছাড়িয়ে আনতে যায়।
মানে আপনি জানাচ্ছেন, আঃলীগ গুন্ডা ভাড়া করে।
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪১
হাসান কালবৈশাখী বলেছেন:
আঃলীগ গুন্ডা ভাড়া করবে কেন?
বুঝতে ভুল করছেন।
যেহেতু টাকার বিনিময়ে জামাতের হয়ে কাজকরা ছেলেগুলো স্থানিয়।
তাই লোকাল বড়ভাই তাদের থানা থেকে ছুটাতে যাবে এটাই সাভাবিক। ছাড়ানোর সুবিধার্থে বলবে এরা আমাদের ছেলে, ছেড়ে দেন ...
স্থানীয় আন্ডারমেট্রিক সাংবাদিক লেখে "লীগের পোলা প্রেট্রলের বোতল সহ ধৃত"
৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৯
অগ্নি সারথি বলেছেন: ছাগু গুলান কই?
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৭
হাসান কালবৈশাখী বলেছেন: আছে আছে ..
সারাদিন পেট্রল বোমা মাইরা এখন ব্লগে .. ফেবুতে ...
৬| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৭
মেনন আহমেদ বলেছেন: আপনার পোষ্টে কমেন্ট করতে গেলে ভদ্র ভাষায় করা সম্ভব না তাই চুপ করে থাকলাম।
০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৬
হাসান কালবৈশাখী বলেছেন:
খেলা নিয়ে লেখা একটা নির্দোষ পোষ্ট! এখানেও গালাগালি করতে চান?
পাকিস্তানিদের, ভারতীয়দের পাছা মারা খাওয়াতে স্বদেশী হিসাবে আপনার খুসি হওয়ার কথা। কিন্তু হইলেন বেজার
ক্রিকেট ভেনু ঢাকা থেকে সরে গেলে ভাল হত?
এখানেও দলবাজির উর্ধে ঊঠতে পারলেন না!
ভেনু হারাইলে সরকারের সামান্য ভাবমুর্তি নষ্ট হত, কিন্তু দেশের ক্রিকেটের স্থায়ী ক্ষতি হত। পাকিস্তানও এটাই চেয়েছিল।
৭| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০২
নিকষ বলেছেন: হাসান ভাই, কেমুন আচেন?
কি আর বলব, দুধদাঁতভাঙ্গা পোস্ট - দ্বিমত পোষণ করার কোন সুযোগই নাই। সত্যি বলতে আপনার মত ব্লগাররা আছে বলেই সামুতে বারবার ফিরে আসতে ইচ্ছে করে; জীবনানন্দের ভাষায় বললে; আবার আসিব ফিরে হাসান ভাইয়ের ব্লগে ....
ছোট্ট একটু সমালোচনা; আপনার লেখার লাইনগুলির মাঝে একটু ফাঁক দিলে লেখাটা আরো বেশী পাঠক সমাদৃত হত। আপনার কি বোর্ডের লেখাতো মুক্তার মত - শুধু লাইন/প্যারাগুলির মাঝখানে একটু ফাঁক দিলে পাঠ করে আরো বেশী আনন্দ নেয়া যাইত।
আমার বিশ্বাস আমার মত আপনার পাঠকরাও বলে - হাসান ভাই, হাসান ভাই, আরো বেশী হাসা'ন ভাই।
আজ তবে এইটুকু থাক ...
০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৩
হাসান কালবৈশাখী বলেছেন: ok
৮| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫১
ব্ল্যাক_ডাইমণ্ড বলেছেন: আর্জেন্টিনার যে উদাহরণ দিয়েছেন, আমাদের দেশের জন্য এটা বেমানান। বাংলাদেশের জন্য কেউ রাজনীতি করে না এখানে, তাই আমাদের রাজনীতি এখানে দুই ভাগে বিভক্ত। ভারত পন্থী-পাকিস্তান পন্থী। এই ভুলটা আসলে হয়েছিল স্বাধীন হওয়ার পর পরই। বাংলাদেশের পক্ষ শক্তি জিততে পারে নি। ফলে যা হওয়ার তাই হয়েছে। অবশেষে বাংলাদেশেই যে এশিয়া কাপ হচ্ছে, এতেই আমি খুশি। একমাত্র ক্রিকেটই আমাদের শান্তির। আনন্দের জায়গা। এটা যদি হারায়, এর চেয়ে বেশী দুঃখ আর কোথাও পাব না।
০৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪২
হাসান কালবৈশাখী বলেছেন:
এই পোষ্টে একমাত্র আপনিই সুন্দর ও বাস্তবধর্মি মন্তব্য করলেন।
অন্যান্ন রা বিদ্রুপ করছে, আর মুখটিপে হাসছে।
আরএকজন 'নিকোষ কালো' তার হাসি পাচ্ছে ...
দেশী বিদেশী কুচক্রিরা আমাদের ক্রিকেটের পাছা মারার চেষ্টা করছে, আর ওনারা মুখ টিপে হাসছে।
এই ধরনের কুলাঙ্গাররা আমাদের টেষ্ট স্ট্যাটাস নেয়ার সময়ও বিরোধিতা করেছিল।
ওরা বলতো -
"কি দরকার এত আগে টেষ্ট খেলা, খেলা বুঝেনা লোক হাসাইতে যাবে"
এরা আসলে মুলত পাকিস্তানি সাপোর্টার।
৯| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৮
রাফা বলেছেন: এই দেশে জামাত বিএনপি প্রমাণ করতে অনেক কস্ট।
কিন্ত কোন অন্যায় করে ধরা পড়লে আঃ লীগ প্রমাণ করা খুব সহজ।
০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৬
হাসান কালবৈশাখী বলেছেন:
এদের কিছুই প্রমান করা লাগেনা।
মুখে বললেই হল -
এসব আমরা করিনি, করেছে ওরা। আমাদের ভাবমুর্তি, সুনাম নষ্ট করার জন্য ..
১০| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১৮
নষ্ট ছেলে বলেছেন: "
অনেক ভাড়াটে গুন্ডা বাচার জন্য বলে আমি লীগের। আমলিগের অমুকে আমার বড়ভাই। যাহেতু তারা জামাত করেনা তবে ভাড়া খাটে তাই নিরুপায় হয়ে অনেক লীগনেতা তাদের ছাড়িয়ে আনতে যায়।"
মানুষকে বোকা মনে করাই আপনাদের সবচেয়ে বড় বোকামি।
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৪
হাসান কালবৈশাখী বলেছেন:
এখানে বোকা চালাকের কিছু নেই।
ক্রিকেট ভেনু ঢাকা থেকে সরে গেলে কি ভাল হত?
সস্তা দলবাজির উর্ধে উঠার চেষ্টা করুন।
ভেনু হারাইলে সরকারের হয়ত সামান্য ভাবমুর্তি নষ্ট হত, কিন্তু দেশের ক্রিকেটের স্থায়ী ক্ষতি হত। সন্ত্রসি পাকিস্তানের সমপর্যায়ে হয়ে যেত।
পাকিস্তান এটাই চেয়েছিল। সুযোগ সন্ধানি ভারত বা শ্রীলঙ্কাও চাইবে।
ফ্যাসিষ্ট ছাগুরাও এটাই কামনা করবে।
কিন্তু আপনারা কেন?
১১| ১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪০
কালবৈশাখীর ঝড় বলেছেন:
এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) এশিয়া কাপ বাংলাদেশেই আয়োজিত হবে বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ৬ দিন পর অবশেষে বোধদয়।
খেলা তাহলে ভেস্তে দেয়া সম্ভব হলনা!
তাই একটি দায়সারা বিবৃতি - এশিয়া কাপ খেলায় কোন বিঘ্ন করা হবে না।
১২| ১০ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৯
ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
এশিয়া কাপেও পাকিস্তান দলের অংশগ্রহণের ব্যাপারেও ইতিবাচক সাড়া পাওয়া গেছে।
তবে তারা অতিরিক্ত নিরাপত্তা চেয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা দেয়া হবে বলেছে দুবাই থেকে ফিরে নাজমুল হক পাপন।
দুবাইয়ে অনুষ্ঠেয় আইসিসির বাণিজ্যিক শাখা আইডিআইর (আইসিসি ডেভেলপমেন্ট ইন্টারন্যাশনাল) সভায়ও বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে।
১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৭
হাসান কালবৈশাখী বলেছেন: ধন্যবাদ
১৩| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৭
হাসান কালবৈশাখী বলেছেন:
সময়সূচিও চুড়ান্ত।
শিডিউল আজ প্রকাশ করা হল।
২৫ ফেব্রুয়ারি ২০১৪ (মঙ্গলবার): পাকিস্তান বনাম শ্রীলঙ্কা (ফতুল্লা)
২৬ ফেব্রুয়ারি ২০১৪ (বুধবার): বাংলাদেশ বনাম ভারত (ফতুল্লা)
২৭ ফেব্রুয়ারি ২০১৪ (বৃহস্পতিবার): আফগানিস্তান বনাম পাকিস্তান (ফতুল্লা)
২৮ ফেব্রুয়ারি ২০১৪ (শুক্রবার): ভারত বনাম শ্রীলঙ্কা (ফতুল্লা)
১ মার্চ ২০১৪ (শনিবার) : বাংলাদেশ বনাম আফগানিস্তান (ফতুল্লা)
২ মার্চ ২০১৪ (রোববার): ভারত বনাম পাকিস্তান (মিরপুর)
৩ মার্চ ২০১৪ (সোমবার): আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা (মিরপুর)
৪ মার্চ ২০১৪ (মঙ্গলবার): বাংলাদেশ বনাম পাকিস্তান (মিরপুর)
৫ মার্চ ২০১৪ (বুধবার): আফগানিস্তান বনাম ভারত (মিরপুর)
৬ মার্চ ২০১৪ (বৃহস্পতিবার): বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (মিরপুর)
৮ মার্চ ২০১৪ (রোববার): ফাইনাল
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৬
সামুরাই হান বলেছেন: বর্তমান বিরুধী দল বা আন্দলনকারিরা কুলান্ঙ্গার আওয়ামিদের মত বর্বর নয় বলেই খেলা এদেশে হচ্ছে।