নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm
হরতাল- অবরোধ আপাত বন্ধ। প্রতি বছর শীতে মাওয়া আর আরিচা (নটখোলা) ফেরি ঘাটে ঘন কুয়াশার জন্য প্রায় ১২-১৬ ঘন্টা ফেরি বন্ধ রাখতে হয়। গত সপ্তাহেও দুইদিন ১০ ঘন্টা বন্ধ ছিল।
সাধারন মানের GPS device দিয়েই এই কুয়াশাকে পরাজিত করা সম্ভব
Click This Link
১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৭
হাসান কালবৈশাখী বলেছেন:
ধন্যবাদ রাশেদ সুলতান তপু।
তবে কমেন্ট মুলপোষ্টে করলে ভাল হয়।
©somewhere in net ltd.
১| ১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৫
রােশদ সুলতান তপু বলেছেন: আমার বাড়ী যশোর হওয়ার কারণে প্রায় প্রতি মাসেই ঢাকা থেকে যশোরে যেতে হয় আর শীতকালে ফেরি বন্ধ হওয়ার কারণে বিড়ম্বনা সহ্য করতে হয়। আমি ঠিক এই সিস্টেমটার কথা কাউকে বলে বোঝাতে পারলাম না। আমি কয়েকজনের সাথে আলাপ করে দেখেছি যে জিপিএস ব্যবস্থাটা মোটামুটি ৯৫% সঠিক রেজাল্ট দেয়।
যদি শীতকালে কুয়াশার সময় ফেরীর স্পীড কম রাখা হয় আর দুইপাশ থেকে ফেরী ছাড়ার একটা শিডিউল মেইনটেইন করা হয় তাহলে তো সাকসেস রেট আরো বাড়ানো সম্ভব। আমরা ভুক্তভোগীরা ঠিকই বুঝি কিন্তু যাদের বোঝার দরকার তারা বোঝে না।