নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm
ছাগুব্যাঙ্কের টাকা নিয়া এত মাতামাতি কিসের?
ছাগুব্যাঙ্ক নিয়ে এত চিন্তা কিসের?
এইডারে তো কয়দিন পরে জাতীয়করনই করা হবে।
সরকার সুধু ইসলামী ব্যাংকের টাকা নেয় নি, গ্রামীনফোন সহ আরো শতাধিক কর্পোরেট প্রতিষ্ঠান ও সকল বেসরকারি ব্যাঙ্কের কাছে থেকে চিঠি দিয়ে চাঁদা চেয়েছিল। এটা মোটামুটি প্রচলিত বৈধ 'চাঁদাবাজী'। এভাবে গত বিশ্বকাপ ক্রিকেট (২০১১) এশিয়া কাপ, এবারের T20 সহ বহু ইভেন্টের জন্যও নেয়া হয়েছিল। পিলিখানায় নিহতদের সাহায্য ও BGB উন্যয়নের জন্যেও নেয়া হয়েছিল। সবচেয়ে বেশী নেয়া হয়েছিল ২০০৫ এর সার্ক সম্মেলনের সময়।
ইসলামী ব্যাংকের টাকা ফেরত দেয়া ঠিক হয় নাই। সুধু সেই ব্যাঙ্কের চাঁদার রেটটা ৩ গুন বাড়িয়ে দিলেই হত।
২৫ শে মার্চ, ২০১৪ সকাল ১১:২৬
হাসান কালবৈশাখী বলেছেন:
ফেরত দিলে বাকি সবার টাকাই ফেরত চাওয়া উচিত।
ফেবু ও মিডিয়াতে ব্যাপক প্রচাররনা চালানো হইছে যে -
সুধু ইসলামিব্যাঙ্কের কাছ থেকে টাকা নেয়া হয়েছে, জাতীয়সঙ্গিত গাওয়ার জন্য!
আসলে তো সেইটা না, তথ্যমন্ত্রী ও সংস্কৃতি মন্ত্রী সঠিক প্রচার চালাতে ব্যার্থ হয়েছে।
২| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ৮:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: বরং দেখেন ঐটাই খরচ করতে করতে কইতাছে- টাকার গায়েতো আর লেখা থাকেনা কার ট্যাকা
২৪ শে মার্চ, ২০১৪ রাত ১১:০৫
হাসান কালবৈশাখী বলেছেন:
আপনার কথা ঠিক হইলে হইতেও পারে।
এদের প্রতিটি কথাই বিভ্রান্তিকর!
একমন্ত্রি বলে - টাকা নেয়াই হয় নাই।
আরেকজন বলে - টাকা আছে অন্যকাজে ..
আরেকজন বলে -'নেয়া হইছে' তবে এই কাজে লাগানো হবে না ('ট্যাকাটা হারাম তো'? তাই)
খোজ নিলে দেখা যাবে এই ট্যাকা ত্রান তহবিলে চলে গেছে বা দলীয় ফান্ডে চলে গেলেও অবাক হওয়ার কিছু নেই।
এই গবেট মিনমিনন্ন্যা অর্থমন্ত্রী কথাও জানে না।
তার জোড় গলায় বলা উচিত ছিল -
এই টাকা বিশেষ সরকারি কাজের জন্য ফান্ডরাইজিং হিসেবে নেয়া হয়েছে, টাকা দিয়েছে মোবাইল অপারেটরস এসোসিয়েশান, ব্যাঙ্কিং এসোসিয়েশন, বিজিএমিএ ইত্যাদি ......। এর এই ২০-২৫ টা ব্যাঙ্কের ভেতর ইসলামিব্যাঙ্কের টাকাও থাকতে পারে, এতে কোন সমস্যা নেই। সরকারি কাজে এই টাকা সবাই দিতে সবাই বাধ্য।
৩| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ৮:৫০
একজন অবাঙ্গালী বলেছেন: ছাগু ব্যাঙ্ক = ইসলামী ব্যাংক
ছাগু = ইসলামী।
ভেরিগুড।
'এইডারে তো কয়দিন পরে জাতীয়করনই করা হবে।'
= 'কোথায় আজ সিরাজ সিকদার'।
সমঝে, রাত যত গভীর হয়, ভোর তত নিকটে।
২৫ শে মার্চ, ২০১৪ রাত ১:১৮
হাসান কালবৈশাখী বলেছেন:
ছাগু = ইসলামী।
ছাগল মসলমান হইল কবে?
©somewhere in net ltd.
১| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ৮:১২
ঢাকাবাসী বলেছেন: মনে অয়না ফেরৎ দিসে। কইলেই অইলো! এক্কেরে চাপা, ডাহা মিছা কতা!