নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

ধানমন্ডি মাঠের ভেতরের সব স্থাপনা নির্মাণ বন্ধ হোক

২৯ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৫২





দখল হয়ে যাচ্ছে ধানমন্ডি মাঠ!



ধানমন্ডি মাঠ (৮নং) সবার জন্য উন্মুক্ত করার দাবি জানাচ্ছি।

৫০টির বেশি পরিবেশবাদী ও সামাজিক সংগঠন দির্ঘদিন যৌথভাবে এ দাবি জানিয়ে আসছে।

অবিলম্বে ধানমন্ডি মাঠের ভেতরের সব স্থাপনা নির্মাণ বন্ধ হোক,

অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে।

দলবাজি বাদদিয়ে সবার জন্য মাঠটি উন্মুক্ত করাসহ পাঁচ দফা দাবির সাথে সবাইকে সোচ্চার হওয়ার জন্য আবেদন জানাচ্ছি।



মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৫৫

আমিনুর রহমান বলেছেন:




দলবাজি বাদ দিয়ে সবার জন্য মাঠটি উন্মুক্ত করাসহ পাঁচ দফা দাবির সাথে সবাইকে সোচ্চার হওয়ার জন্য আবেদন জানাচ্ছি।


সাথে আছি ...

আরো একটু বিস্তারিত লিখুন ...

২৯ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৫৯

হাসান কালবৈশাখী বলেছেন:
ভাই চোখের সামনে খেলার মাঠ নষ্টকরে বিল্ডিং তোলা হচ্ছে, কাউকে ঢুকতে দিচ্ছে না।

২| ২৯ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:০১

হাসান কালবৈশাখী বলেছেন:
এখানে দেখলে কিছু বুঝতে পারবেন -
Click This Link

৩| ২৯ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:০৬

আমিনুর রহমান বলেছেন:



শুক্রবারের মানববন্ধনে কোন কাজ হয়নি ! প্রশাসনের টনক নড়েনি একটুও।

২৯ শে মার্চ, ২০১৪ রাত ৮:২৭

হাসান কালবৈশাখী বলেছেন:
এই মাঠে আমরা ছোটকালে ফুটবল - ক্রিকেট খেলেছি, আর এখন বংগবন্ধু শেখ জামালের নাম ভাংগিয়ে মাঠ দখল করে বিল্ডিং তোলা সুরু করেছে।
ওরে ... তোরা বংগবন্ধুরে আর কত নীচে নামাবি?

দুর্নিতিবাজ প্রশাসনের টনক নড়বে সে আশা দুরাশা!
৫০টির বেশি পরিবেশবাদী ও সামাজিক সংগঠনের সাথে একাত্ত হয়ে এখনি সোচ্চার হতে হবে!

৪| ২৯ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:০৯

আমিনুর রহমান বলেছেন:




হাইকোর্ট দেখি মাঠের পক্ষে রায় দিয়েছে ! হাইকোর্টের রায়কে কাচকলা দেখাইয়া বিল্ডিং তুলছে !!! তাইলে তো প্রশাসন বিল্ডারদের পক্ষেই !!!

৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৫৪

হাসান কালবৈশাখী বলেছেন: এরা হাইকোর্টের রায় কে বুড়ো আংগুল দেখিয়ে নির্মান অব্যাহত রেখেছে।

৫| ২৯ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:০১

বিষক্ষয় বলেছেন: দলবাজি বাদদিয়ে সবার জন্য মাঠটি উন্মুক্ত করাসহ পাঁচ দফা দাবির সাথে সবাইকে সোচ্চার হওয়ার জন্য আবেদন জানাচ্ছি

৬| ২৯ শে মার্চ, ২০১৪ রাত ৮:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক বলেছেন:
এই মাঠে আমরা ছোটকালে ফুটবল - ক্রিকেট খেলেছি, আর এখন বংগবন্ধু শেখ জামালের নাম ভাংগিয়ে মাঠ দখল করে বিল্ডিং তোলা সুরু করেছে।
ওরে ... তোরা বংগবন্ধুরে আর কত নীচে নামাবি?

দুর্নিতিবাজ প্রশাসনের টনক নড়বে সে আশা দুরাশা!
৫০টির বেশি পরিবেশবাদী ও সামাজিক সংগঠনের সাথে একাত্ত হয়ে এখনি সোচ্চার হতে হবে!

এরপরে আর কি বলার বা করার থাকে বলেন?

যা থাকে তা আবার আইনে সদ্ধ নয়! ক্ষমতাসীন, প্রশাসন যদি অন্ধ হয়..........................................আমজনতা কোথায় যাবে?


৩০ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৩৬

হাসান কালবৈশাখী বলেছেন:
ক্ষমতাসিন দলের কিছু ভুমিদশ্যু দুর্বৃত্ত্ব সুইমিংপুল কম্পেক্সের নামে মাঠের প্রায় মাঝে স্থাপনা নির্মান শুরু করে দিয়েছে।
এরা হাইকোর্টের রায়ও উপেক্ষা করছে।

৭| ০৮ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৫

আমিনুর রহমান বলেছেন:




আপডেট কি কিছু আছে ব্রাদার !

০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১৯

হাসান কালবৈশাখী বলেছেন:
তারা আপাতত ভারি যন্ত্রপাতিগুলো সরিয়ে নিয়েছে।
তবে নির্মান কাজ এখনো অব্যাহত রেখেছে ... ধির গতিতে, আদালতকে ফাঁকি দিতে।

৮| ০৮ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১০

ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:

এই অপশক্তি হাইকোর্টের রায় কে বুড়ো আংগুল দেখিয়ে এখনো নির্মান অব্যাহত রেখেছে।

৫০টির বেশি পরিবেশবাদী ও সামাজিক সংগঠনের সাথে সবাইকে একাত্ত হয়ে এখনি সোচ্চার হতে হবে!

৯| ১২ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩১

হাসান কালবৈশাখী বলেছেন: - Update news. ছবি: প্রথম আলো

আপডেট: ০২:২৯, এপ্রিল ১২, ২০১৪ | প্রিন্ট সংস্করণ



ধানমন্ডি মাঠ সর্বসাধারণের জন্য খুলে দেওয়ার দাবিতে গতকাল মাঠের সামনে (মিরপুর রোডের পাশে) নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয় ।
ধানমন্ডি মাঠ সর্বসাধারণের জন্য আবার উন্মুক্ত করার দাবিতে মাঠটির সামনে গতকাল শুক্রবার সমাবেশ করেছে পরিবেশবাদীসহ অন্তত ৫০টি সংগঠন। সমাবেশে আদালতের নির্দেশনা অনুসারে মাঠটি খুলে দিয়ে সেখানে স্থাপনা নির্মাণ বন্ধ করারও দাবি জানানো হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে থাকা একসময়ের উন্মুক্ত ধানমন্ডি মাঠে দুই বছর ধরে কাউকে ঢুকতে দেওয়া হয় না। স্থানীয় শিশু-কিশোরেরা এখানে খেলতেও পারে না।
সমাবেশে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, ‘মহামান্য আদালতের নির্দেশনা বরখেলাপ করে কীভাবে একটি মহল মাঠটি দখল করে রেখেছে, তা আজ আমাদের কাছে বড় প্রশ্ন।’ তিনি মাঠটি জনগণকে ফিরিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানান।
নগর পরিকল্পনাবিদ নজরুল ইসলাম বলেন, ক্লাব বা ব্যক্তিস্বার্থে ধানমন্ডি মাঠ নয়, এই মাঠ জনগণের স্বার্থে।
বিভিন্ন সংগঠন প্রায় এক বছর ধরে মাঠটিতে অবাধ প্রবেশাধিকার ও খেলাধুলার সুযোগ দেওয়ার দাবিতে আন্দোলন করছে। সম্প্রতি মাঠে কয়েকটি স্থাপনা নির্মাণের উদ্যোগ নেওয়ায় নতুন করে সরব হয়েছে আন্দোলনকারীরা।
Click This Link

১০| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৯

সমকালের গান বলেছেন: এ বিষয়ে আমরা একটি আন্দোলন চালাচ্ছি । সবাইকে আহবান করি এ আন্দোলনে শরিক হতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.