নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm
১৯৭১ ও ৭২ এর কিছু পত্রিকা যা আগে দেখিনি।
একজন ফেসবুক বন্ধুর কল্যানে সংগ্রহ করলাম। স্ক্যান করা কিছু দেশী বিদেশী পত্রিকা।
লন্ডনের টাইমস পত্রিকায় প্রথম পৃষ্ঠায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষনার খবর হেডলাইনেই লিখেছে।
নিউ ইয়র্ক টাইমস লিখেছে পূর্ব পাকিস্তানের বিদ্রোহীদের নেতা শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষনার সম্প্রচারের অপরাধে তাকে গ্রেফতার করে সামরিক জান্তা।
নিউ ইয়র্ক টাইমস (২৭শে মার্চ, ১৯৭১)
বংগবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের দিন অবজারভার পত্রিকা
স্পষ্ট করে দেখতে
Click This Link
১০ই জানুয়ারিতে মুজিব দেশে ফিরেই যুদ্ধাপরাধের আন্তর্জাতিক ট্রাইবুনাল গঠনে বদ্ধপরিকর, পত্রিকা তাই বলছে।
১৯৭২ এর ১৩ জানুয়ারি অবজারভার
Click This Link
টাইমস অব ইন্ডিয়া ২৭ সে মার্চ ৭১
বহুল আলোচিত দালালি আইন বাতিল ও ৩০ হাজার দালাল+রাজাকার মুক্ত হওয়ার খবর।
তবে কোলাবরেশন উইত ভায়লেন্স (হত্যা অগ্নিসংযোগ, রেপ) দালাল রাজাকারদের এসব অপরাধের বিচার চলবে। এটা স্পষ্ট ভাবেই লেখা।
স্পষ্ট ভাবে দেখতে
Click This Link
পোষ্ট আপডেট হবে।
কৃতজ্ঞতা - https://www.facebook.com/banglanewstoday
০৩ রা মে, ২০১৪ বিকাল ৫:১৮
হাসান কালবৈশাখী বলেছেন:
আপনাকে ধন্যবাদ
২| ০৩ রা মে, ২০১৪ রাত ১১:১২
ডার্ক ম্যান বলেছেন: হাসান ভাই এইসব জানি। রাজাকার কুলাঙ্গার যে কত বড় বেশ্যা ছিল এইগুলো সব ইতিহাসে লিখা আছে
০৩ রা মে, ২০১৪ রাত ১১:৫৩
হাসান কালবৈশাখী বলেছেন:
সুধু রাজাকার কুলাঙ্গাররাই না, ভিআইপি বুদ্ধিজীবিরাও আজকাল চিপা দিয়া ফস করে কিছু ফরমাইসি বক্তব্য ছেড়ে দেয়, আর ছাগুর পাল এসব কথা নিয়ে উম্মাদের মত নাচানাচি করে।
৩| ০৪ ঠা মে, ২০১৪ দুপুর ১:৫৬
মুহামমদল হািবব বলেছেন: ভালো সংগ্রহ। ভাই ৭৫ থেকে ৮২ সনের পত্রিকা বা ম্যগাজিনের লিঙ্ক দিলে খুব উপকার হয়। ধন্যবাদ।
০৪ ঠা মে, ২০১৪ দুপুর ২:১৫
হাসান কালবৈশাখী বলেছেন:
ধন্যবাদ।
পোষ্ট নিয়মিত আপডেট হবে। সেই সময়কার কোন পত্রিকা পেলেই এড করে দেয়া হবে।
৪| ০৪ ঠা মে, ২০১৪ দুপুর ২:০২
ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
রাজাকার ছেড়ে দেয়ার খবরটা এই প্রথম দেখলাম।
পোষ্ট প্লাস + + +
০৪ ঠা মে, ২০১৪ বিকাল ৩:৪৮
হাসান কালবৈশাখী বলেছেন:
রাজাকার ছেড়ে দেয়ার খবরটা আমিও এই প্রথম দেখলাম।
তবে মার্ডার, আর্সন, রেপ জাতীয় ভায়োলেন্স যাদের নামে অভিযোগ আছে তাদের মামলা অব্যাহত থাকবে বলে স্পষ্ট ভাবে লেখা।
৫| ০৪ ঠা মে, ২০১৪ দুপুর ২:৩১
জেনারেশন সুপারস্টার বলেছেন: বিরল কালেকশন।
আপনি দেখেছেন,যারা দেখেন নি তাদের পড়ার অনুরোধ রইল,
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানই একমাত্র স্বাধীনতার ঘোষক।বাকীরা তাঁর হয়ে পাঠ করেছেন মাত্র।একাত্তরের ২৬শে মার্চ বঙ্গবন্ধুর দেওয়া স্বাধীনতা ঘোষণার খবর বিভিন্ন মিডিয়ায় যেভাবে এসেছিল।
০৪ ঠা মে, ২০১৪ বিকাল ৪:১৫
হাসান কালবৈশাখী বলেছেন: ধন্যবাদ
০৬ ই মে, ২০১৪ সকাল ৯:০২
হাসান কালবৈশাখী বলেছেন: - আপনার লেখাটি আগেই পড়েছিলাম
৬| ০৬ ই মে, ২০১৪ বিকাল ৪:৫২
তওসীফ সাদাত বলেছেন:
ছাগু এবং রাজাকার, গুলার জন্য এইগুলা দেখাইয়াও লাভ নাই ভাই। ওরা জানে না, জেনেও মানে না। ওদের তো নিজেদেরই ঠিক নাই।
০৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:১৩
হাসান কালবৈশাখী বলেছেন:
ছাগু এবং রাজাকার একটাও দেখতেছি না। সব পালাইছে!
৭| ১২ ই মে, ২০১৪ রাত ৩:৩৬
াহো বলেছেন: : ২৭ মার্চ 1971
টাইমস (লন্ডন )
স্বাধীনতার জন্য সশস্ত্র যুদ্ধ(মুজিব স্বাধীনতার ঘোষণা)
শেখ মুজিবকে বিশেষ নিবন্ধ,
সম্পাদকীয় বাংলাদেশ পরিস্থিতি
৮| ১২ ই মে, ২০১৪ সকাল ১০:৪৮
হাসান কালবৈশাখী বলেছেন:
ধন্যবাদ াহো ভাই, পত্রিকার পাতা তিনটি আমার পোষ্টটিকে সমৃদ্ধ করল।
আরো কিছু পেলে অবস্যই জানাবেন।
৯| ১২ ই মে, ২০১৪ দুপুর ১২:৪৮
াহো বলেছেন: [img|http://cms.somewhereinblog.net/ciu/image/188663/small/?token_id=ede2336bf15a64dd58772ab05098db55
জিয়ার আমলে অভুত্থ্যান প্রচেষ্টার অজুহাতে সংক্ষিপ্ত সামরিক আদালত
20 Oct 1977 টাইমস সংবাদপত্র
লন্ডন যুক্তরাজ্য
02 Oct বাংলাদেশে অভ্যুত্থানের চক্রান্ত
37 মৃত্যুদন্ড কার্যকর ,20 জনের life-term কারাগার
মার্শাল ল ট্রাইব্যুনাল এ পর্যন্ত 460 জনের বিচার এবং 63 নির্দোষ বলে রায়
তিনটি রাজনৈতিক দল নিষিদ্ধ
------------------------------------------------------------------
এটা 75 এর 07 November পত্রিকা.Where it said Zia announce 27 March 1971
-------------------------
টাইমস সংবাদপত্র যুক্তরাজ্য
16 Aug 1971--
শেখ মুজিবের মুক্তির দাবিতে বিশ্বের আপীল
এই মাসে পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য শেখ মুজিবের ট্রায়াল শুরু
----------------------------------
------------------------------
২২ শে মে, ২০১৪ রাত ১১:৪১
হাসান কালবৈশাখী বলেছেন: ধন্যবাদ।
১০| ১৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩১
জাফরুল মবীন বলেছেন: ভালো সংগ্রহ ও একটি ভালো উদ্যোগ।
২৫ শে মে, ২০১৪ দুপুর ২:৪৯
হাসান কালবৈশাখী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
১১| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ২:২৩
এক নিরুদ্দেশ পথিক বলেছেন: কঠিন সংগ্রহ।
৩১ শে জুলাই, ২০১৪ রাত ৯:৫৯
হাসান কালবৈশাখী বলেছেন: আপনাকে ধন্যবাদ
১২| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ৩:১১
াহো বলেছেন:
নিউ ইয়র্ক টাইমস -18-04-1971
১৯৭১ সালের বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ
নিউ ইয়র্ক টাইমস -18-02-1972
শেখ মুজিবের সাক্ষাৎকার --- তার গ্রেপ্তার ,স্বাধীনতার বার্তা সম্পর্কে বলছেন ,
big image
Click This Link
০২ রা আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫১
হাসান কালবৈশাখী বলেছেন:
ধন্যবাদ।
১৩| ০১ লা আগস্ট, ২০১৪ বিকাল ৩:০৭
াহো বলেছেন:
মাসিক এক ডলার করে নিউ ইয়র্ক টাইমস সহ গুরুত্বপূর্ণ ব্রিটিশ মার্কিন সংবাদপত্র 1971 থেকে তাদের ওয়েবসাইট থেকে অ্যাক্সেস করতে পারেন
--নিউ ইয়র্ক টাইমস
--টাইমস সংবাদপত্র ইউকে
--টাইম ম্যাগাজিন ইউএসএ
--দ্য গার্ডিয়ান ইউকে
নিউ ইয়র্ক টাইমস (মাসিক এক ডলার ,First Month only) Click This Link
টাইমস সংবাদপত্র ইউকে ( মাসিক এক pound ,First Month only)
store.thetimes.co.uk/
টাইম ম্যাগাজিন ইউএসএ (মাসিক এক ডলার ,First Month only)
https://subs.time.com/
--দ্য গার্ডিয়ান ইউকে
Very expensive one day 8 pound ,one month 50 pound
Click This Link
০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২৬
হাসান কালবৈশাখী বলেছেন:
আপনাকে ধন্যবাদ।
১৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩৫
রহস্৪২০ বলেছেন: চরম +++
০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৫
হাসান কালবৈশাখী বলেছেন: ধন্যবাদ।
১৫| ০১ লা মে, ২০১৯ বিকাল ৩:১২
আর্কিওপটেরিক্স বলেছেন: পোস্টের আপডেট কই
©somewhere in net ltd.
১| ০৩ রা মে, ২০১৪ বিকাল ৫:০৯
সরলপাঠ বলেছেন: ভালো সংগ্রহ।