নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm
সামুর নির্বাচিত পাতা বাছাই করে কারা?
তিরিশ হাজার নিহত এমন মিথ্যাচার এবং প্রতিশোধ নেয়ার আহবান! এইরকম ভয়াবহ প্রতিক্রীয়াশীল পোষ্ট কিভাবে নির্বাচিত পাতায় গেল?
মুক্তিযুদ্ধে নিহত নিয়ে প্রশ্ন! মুক্তিযোদ্ধাদের নিয়েও কটাক্ষ! - " ২৫ মার্চের কালোরাত কায়েম পেছনেও বিভীষণ ছিলো ওরাই"
"ওরা কী করে মুক্তিযোদ্ধা হতে পারে? যুদ্ধ ওরা করে নি। ওরা হলো ক্রিমিনাল। সত্য ইতিহাস নির্ণয় করা হোক, ওদের চরিত্র বলে, ২৫ মার্চের কালোরাত কায়েম পেছনেও বিভীষণ ছিলো ওরাই। ৭১ এর কতিপয় মুক্তিযোদ্ধাদের নিয়ে যেসব ক্রাইমের কলঙ্ক এখোনো ইতিহাসকে অস্বস্তিতে ফেলে দেয়, খুঁজে দেখা হোক, বেরিয়ে আসবে, ওরাই ছিলো সেই নেপথ্যের নায়ক। সেই রাতের অভিজ্ঞ হাতের ছায়া পড়েছে এই রাতে। ৫ মে’র রাতে"।
এইরূপ আক্রমনাত্ত্বক জঙ্গি লেখা কিভাবে সামুর পাতায় স্থান পায়? তাও নির্বাচিত পাতায়!
পোষ্টের লিঙ্ক - Click This Link
০৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:২৯
হাসান কালবৈশাখী বলেছেন:
মিথ্যাচার এবং প্রতিশোধ নেয়ার বর্বর আহবান! আর কি বোঝাবেন?
২| ০৬ ই মে, ২০১৪ বিকাল ৫:৩২
সান কিং-১ বলেছেন: বায়ান্নর ভাষা আন্দোলনে কতজন মারা গিয়েছিলো, মনে আছে? ১১ জন নাকি? হয়তো ভুলেই গেছি। ৬ দফায়? মারা যায় নি? বঙ্গভঙ্গ আন্দোলনে? তারপর বঙ্গভঙ্গ রদের সময়? ৬৯ এর গণঅভ্যুত্থানে? সব শেষে ২৫ মার্চ রাতে? যে রাতটাকে বলা হয়ে থাকে কালো রাত। কেনো যে বলে কে জানে? কালোরাত বলার মতো কি আদৌ কিছু ঘটেছিলো? আমার মনে পড়ে না। যেহেতু আমি সে ঘটনার প্রত্যক্ষদর্শী নই। শুনেছি, পড়েছি, এইটুকুই। তবে বিশ্বাস করতে ইচ্ছে করে না। কার কথা বিশ্বাস করবো? যারা সেই রাতের কথা বলে, মায়াকান্না কেঁদে কেঁদে, সেই রাতের কালিমা মাখা পশুদের বিচার করার দৃপ্ত আশ্বাস দিয়ে ক্ষমতায় বসেছে, আর সেই রাতের গুণগান গাইতে গাইতে, হাসতে হাসতে, ২৫ মার্চের রাতের ছোবল থেকে বেঁচে যাওয়া মানুষ কিংবা তাদের সন্তানগুলোকে রাতের আঁধারে তারচেয়েও নৃশংসতমভাবে হত্যা করে লুকিয়ে ফেলতে সর্বশক্তি প্রয়োগ করেছে, তাদের? তাদের রচিত-কথিত ইতিহাস আমাকে বিশ্বাস করতেই হবে- বিশ্বাসের এতো বড়ো কন্টাক্ট নিয়ে আমি খোদার কাছ থেকে আসি নি। ওরা কী করে মুক্তিযোদ্ধা হতে পারে? যুদ্ধ ওরা করে নি। ওরা হলো ক্রিমিনাল। সত্য ইতিহাস নির্ণয় করা হোক, ওদের চরিত্র বলে, ২৫ মার্চের কালোরাত কায়েম পেছনেও বিভীষণ ছিলো ওরাই। ৭১ এর কতিপয় মুক্তিযোদ্ধাদের নিয়ে যেসব ক্রাইমের কলঙ্ক এখোনো ইতিহাসকে অস্বস্তিতে ফেলে দেয়, খুঁজে দেখা হোক, বেরিয়ে আসবে, ওরাই ছিলো সেই নেপথ্যের নায়ক। সেই রাতের অভিজ্ঞ হাতের ছায়া পড়েছে এই রাতে। ৫ মে’র রাতে।
আপনে অর্ধেক প্যারা দিছেন আমি পুরা প্যারা দিয়া গেলাম। জনগণ পইড়া বিচার করুক লেখক কি কইতে চাইছে
০৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:০৩
হাসান কালবৈশাখী বলেছেন:
মুক্তিযোদ্ধাদের বললেন - "যুদ্ধ ওরা করে নি। ওরা হলো ক্রিমিনাল"।
২৫ সে মার্চ কে বললেন - "যে রাতটাকে বলা হয়ে থাকে কালো রাত। কেনো যে বলে কে জানে? কালোরাত বলার মতো কি আদৌ কিছু ঘটেছিলো? আমার মনে পড়ে না। যেহেতু আমি সে ঘটনার প্রত্যক্ষদর্শী নই। শুনেছি, পড়েছি, এইটুকুই। তবে বিশ্বাস করতে ইচ্ছে করে না।
২৫ মার্চের কালোরাত কায়েম পেছনেও বিভীষণ ছিলো ওরাই।
মানে বলতে চাচ্ছেন এটা সাদা রাত! ২৫ মার্চের কালোরাত গণহত্যায় মুক্তিযোদ্ধারাই দায়ী!
এরপর কি চান?
৩| ০৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫
মামুন রশিদ বলেছেন: নির্বাচকদের আরো সতর্ক হয়ে কাজ করার জন্য অনুরোধ জানাই ।
০৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:০৩
হাসান কালবৈশাখী বলেছেন:
এর আগেও নির্বাচকদের যাচ্ছেতাই রকমের 'ছাগু পোষ্ট' সিলেক্ট করতে দেখেছি।
তখন জিন্দাবাদিদের, পুস্পিতা ছাগীদের পোষ্ট নিয়মিত ভাবেই নির্বাচিত পাতায় দেখতাম।
যদিও আমার ৩ বছরে এক-দেড়শো পোষ্টের একটিও নির্বাচিত পাতায় যায় নি, এতে আমার কোন দুঃখ্য নেই।
৪| ০৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৪
ডার্ক ম্যান বলেছেন: প্রতিশোধ নেবে কারা?? সামুর ছাগু নাকি ছাগীরা??
০৭ ই মে, ২০১৪ সকাল ১০:১২
হাসান কালবৈশাখী বলেছেন:
সোনাব্লগের পেশাদার ছাগু-ছাগীরা সব ভর করেছে সামুতে ......
৫| ০৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৬
ডার্ক ম্যান বলেছেন: ওই পোস্টের লিঙ্কটা দেন। একটু জিহাদিদের সাথে মোলাকাত করে আশি।
০৬ ই মে, ২০১৪ রাত ৯:৫১
হাসান কালবৈশাখী বলেছেন:
Click This Link
৬| ০৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯
কলাবাগান১ বলেছেন: সামুর কাছ থেকে এটা আশা করি নাই।
"সব শেষে ২৫ মার্চ রাতে? যে রাতটাকে বলা হয়ে থাকে কালো রাত। কেনো যে বলে কে জানে? কালোরাত বলার মতো কি আদৌ কিছু ঘটেছিলো? আমার মনে পড়ে না। যেহেতু আমি সে ঘটনার প্রত্যক্ষদর্শী নই। শুনেছি, পড়েছি, এইটুকুই। তবে বিশ্বাস করতে ইচ্ছে করে না। "
এটাও দেখতে হল নির্বাচিত পাতায়..........
০৬ ই মে, ২০১৪ রাত ১১:৫৩
হাসান কালবৈশাখী বলেছেন:
ধন্যবাদ ভাই।
তবে সামু আগেও এইরুপ করেছে -
তখন জিন্দাবাদিদের, পুস্পিতা ছাগীদের পোষ্ট নিয়মিত ভাবেই নির্বাচিত পাতায় দেখতাম।
পরে এনিয়ে ব্যাপক সমালচনা হলে পুস্পিতা ছাগীকে ব্যান করে বিতাড়িত করা হয়েছিল।
৭| ০৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬
তাসজিদ বলেছেন: আমি আশ্চর্য হয়ে গেছি কি করে এ ধরণের পোস্ট নির্বাচিত পাতায় এল। মোডারেটর রা কি নাকে তেল দিয়ে ঘুমায়।
যেন সামুতে নেই। আছি আমার দেশ পত্রিকায়।
SHAME SAMU, SHAME.
০৬ ই মে, ২০১৪ রাত ১০:২৭
হাসান কালবৈশাখী বলেছেন:
সত্যই। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে কটাক্ষ করা মিথ্যাচার সম্বলিত তীব্র প্রতিক্রীয়াশীল পোষ্ট কিভাবে সামুর পাতায় স্থান পায় ভেবে পাই না।
৮| ০৬ ই মে, ২০১৪ রাত ৮:০১
তাসজিদ বলেছেন: সামু তে মনেহয় সোনার বাংলা ব্লগের ভুত ভড় করেছে।
সেদিনের মিথ্যে খবর ফ্ল্যাশ নিয়ে আমি একটি লেখা লিখেছিলাম। বলা বাহুল্য তা নির্বাচিত হয়নি। সময় পেলে পড়ে দেখতে পারেন।
Click here
০৭ ই মে, ২০১৪ রাত ১২:১৯
হাসান কালবৈশাখী বলেছেন:
আপনার লেখাটি পড়লাম, সুন্দর লিখেছেন।
৯| ০৭ ই মে, ২০১৪ সকাল ১০:১৯
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ডার্ক ম্যান বলেছেন: প্রতিশোধ নেবে কারা?? সামুর ছাগু নাকি ছাগীরা??
০৭ ই মে, ২০১৪ সকাল ১০:২৫
হাসান কালবৈশাখী বলেছেন:
১০| ০৭ ই মে, ২০১৪ সকাল ১০:২৯
মনিরুল ইসলাম বাবু বলেছেন: ছাগময় পরিবেশে লুকায়িত ছাগু আরামসে তার ক্ষমতার খেল দেখাবে এটাই স্বাভাবিক ।
০৮ ই মে, ২০১৪ রাত ১১:৩২
হাসান কালবৈশাখী বলেছেন:
ছাগময় পরিবেশে লুকায়িত ছাগু আরামসে তার খেল দেখাচ্ছে ....
১১| ০৭ ই মে, ২০১৪ সকাল ১০:৩৭
কান্ডারি অথর্ব বলেছেন:
দেশের ইতিহাসের অবস্থা বড়ই বেগতিক পর্যায় পৌঁছে গেছে। যে যার সুবিধা মতো ইতিহাসকে ব্যবহার করছে। ইতিহাস তুমি কেদোনা আমারও কান্না আছে, কাদিনা তোমারই জন্য.......
০৭ ই মে, ২০১৪ রাত ৮:১৫
হাসান কালবৈশাখী বলেছেন:
দেশের ইতিহাসের অবস্থা মোটেই বেগতিক পর্যায় যায় নি।
বঙ্গবন্ধুকে হত্যার পর হত্যাকারিরা ও সংগবদ্ধ ছাগুচক্র দির্ঘদিন জাবত পরিকল্পিত ভাবে ইতিহাসকে বিকৃত করছে।
১২| ০৭ ই মে, ২০১৪ দুপুর ১২:৩৭
জানা বলেছেন:
পোস্টের জন্য ধন্যবাদ হাসান কালবৈশাখী। পোস্টটি নির্বাচনের কারণ ব্যাখ্যার সুযোগ থাকছে।
এই পোস্টটি ব্লগ টিমের যিনিই নির্বাচন করে থাকুন না কেন কাজটি নিশ্চিতভাবেই যথেষ্ট ভেবে করা হয়েছে। আমরা যা চেয়েছি এবং সবসময়ই চাই তা হলো কোন বিতর্কিত বিষয়ে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোন থেকে পোস্ট এবং সেসব পোস্টে সর্বোচ্চ সংখ্যক ব্লগারের ভিন্ন ভিন্ন মত, সুস্থ বিতর্ক, তথ্য সংশোধন, তথ্য সংযোজন যাতে সেখান থেকে সুস্থ বুদ্ধিতে মানুষ একটি সিদ্ধান্ত পোঁছুতে পারে। কোনটি সততা নির্ভর তথ্য এবং কোনটি প্রপাগান্ডা তা ব্লগাররাই তাঁদের বিবেচনায় নিতে পারেন, আলোচনা সমালোচনার ভেতর দিয়েই প্রকৃত সত্যটি সবার সামনে তুলে আনতে পারেন। এইরকম একটি পোস্টে সথেষ্ট যুযোগ রয়েছে পক্ষে-বিপক্ষে যে কোন ধরণের অন্ধত্ব বা মিথ্যাচারের পথ রুখে দেবার। যা সবসময়ই ছিল আমাদের লক্ষ্য এবং এটাইতো জনমত তৈরীর প্রধাণ বড় সুযোগ। ব্লগের উদ্দেশ্য ও সফলতাও এখানেই। আমি যদি জানার এবং বলার অধিকার আছে/সুযোগ আছে, অন্য আর সবারও সেই অধিকার এবং সুযোগ রয়েছে বৈ কি। সুস্থ চিন্তা এবং সততার বাইরের বিষয়গুলো নিশ্চয়ই আমাদের সবারই নজরে থাকবে। এখানে কিছু ব্লগারের সেই চিরাচরিত চর্চা অনুযায়ী প্ল্যাটফর্মে 'হিট বাড়ানো', কর্তৃপক্ষ অমুক তমুক দল/গোষ্ঠি সমর্থনকারী ইত্যাদি থেকে শুরু করে হাজারো মনগড়া শব্দ-বাক্যের ঝুলি নিয়ে হাজির হবেন অনেকেই। তাতে ক্ষতির কিছু নেই। সেটিও চলতেই থাকুক যদি তা যুক্তিযুক্ত, দায়িত্বশীল এবং সৌজন্যবোধ সম্পন্ন হয়। বিষয়টি ভেবে দেখার জন্য অন্তরিক অনুরোধ থাকছে সবার প্রতিই।
ঐ পোস্টের প্রথম মন্তব্যটিই ছিল আপনার @হাসান কালবৈশাখী।
পরিপ্রেক্ষিত অনুযায়ী ওখানে আপনি আপনার পুরনো দু'টি পোস্টের লিঙ্ক দিয়েছেন যা সবার জন্য উপকারী হতে পারে। এভাবে অন্যরাও উপস্থাপন/যুক্ত করতে পারেন, তা পক্ষে/বিপক্ষে যাই হোক।
উভয় পক্ষের দায়িত্বশীলতা বা জবাবদিহিতার কারণেই এই পোস্টটি সরিয়ে না দেয়ার জন্য অনুরোধ থাকছে।
ধন্যবাদ।
০৯ ই মে, ২০১৪ রাত ১:৩১
হাসান কালবৈশাখী বলেছেন:
আমি খুবই হতাস হলাম জানা আপা।
স্বাধীনতা বা মুক্তিযুদ্ধ প্রশ্নে পক্ষ-বিপক্ষ করা খুবই দুর্ভাগ্যজনক। এক্ষেত্রে বিপক্ষমতাবলম্বি হওয়ার উপায় নেই। স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারিদের নৈতিক ভাবে এদেশে নিঃশ্বাস নেয়ার অধিকার থাকতে পারেনা। সামুর নীতিমালাও এরুপ জানতাম।
আমার দাবীর যথার্ততা প্রমান হয় আলোচিত পোষ্টটির লেখকের একটি মন্তব্যে -
০৬ ই মে, ২০১৪ রাত ১১:৪৩ ০
লেখক বলেছেন: সামুর নির্বাচিত পাতায় এই লেখাদেখে খুবই অবাক হয়েছি !!!
বিষয়টা তো অবাক হওয়ার মতোই....কারণ, প্রায় এ জাতীয় আমার একটা পোস্ট তারা রিমুভ করেই ক্ষান্ত হয়েছিলো...
১৩| ০৭ ই মে, ২০১৪ রাত ৯:৪৮
রিফাত ২০১০ বলেছেন:
ঐ পোস্ট যে দিয়েছেন তিনি হলেন শেখ হাসিনার মতো মানুষ ? শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী হয়ে যদি আওয়ামীলীগ না করার কারণে হাজার হাজার মুক্তিযুদ্ধাকে রাজাকার বানাইয়া দিতে পারে জিয়াকে আই এস আই এর গুপ্তচর এজেন্ট বলতে পারে তবে উক্ত পোস্ট দাতা ওরকম পোস্ট দিতে পারবেনা কেন? যেখানে দেশের প্রধানমন্ত্রীই ইতিহাস বিকৃত করার চেষ্টা করে সেখানে একজন ব্লগার করলে সমস্যা কোথায়?
লেখক বলেছেন:
এর আগেও নির্বাচকদের যাচ্ছেতাই রকমের 'ছাগু পোষ্ট' সিলেক্ট করতে দেখেছি।
তখন জিন্দাবাদিদের, পুষ্পিতা ছাগীদের পোষ্ট নিয়মিত ভাবেই নির্বাচিত পাতায় দেখতাম।
পুষ্পিতার কোন পোস্টটি নির্বাচিত করা হয়েছে লিঙ্ক দেন।
আপনি জিন্দাবাদীদের এখানে কেন আনছেন? লীগের পোস্ট যদি নির্বাচিত পাতায় দেওয়া সমস্যা না হয়ে থাকে তবে বি এন পির পোস্ট নির্বাচিত পাতায় দিলে সমস্যা কোথায়?
নাকি সামু ব্লগকেও আওয়ামীলীগের ভারতীয় সম্পত্তি মনে করেন? ছাগু পোস্ট নির্বাচিত হলে আমিও বিরোধিতা করবো। কিন্তু আপনি পুষ্পিতার সাথে জাতীয়তাবাদীদের কেন টানলেন?
জানা আপা@
আপনি জানেন যে আওয়ামীলীগ সেই ২০০৯ -২০১০ থেকে জাতীয়তাবাদীদের সাথে যুক্তি তর্কে না পেরে সম্ভবত ২০১১ সালের শেষের দিকে সামুকে ছাগু ব্লগ ট্যাগ দিয়ে আওয়ামী পীর অমি পিয়ালের সাথে জোট করে সব আওয়ামী ও ভারতীয় দালাল গুলো এক হয়ে সামুর বিরুদ্ধে গিয়ে শুধু আমার ব্লগ তৈরি করেনি সামুর নামে যা মুখে আসছে তাই বলছে। অকথ্য ভাষায় গালাগালি করেছে। যেখানে পারছে সেখানে সামুর নামে মিথ্যাচার করেছে।
এরা জাতীয়তাবাদীদের সাথে যুক্তি তর্কে না পেরে হাউ মাউ করে কেঁদে ব্লগ ছাড়ার পর সামুকে ছাগু ব্লগ হিসে তখনও প্রচার করেছিলো এখনো করছে।
০৭ ই মে, ২০১৪ রাত ১১:১৭
হাসান কালবৈশাখী বলেছেন:
আপাতত তোমার প্রিয় ছাগী পুস্পিতার ব্লগটির লিঙ্ক দিলাম, এর পর আসতেছি -
Click This Link
১৪| ০৮ ই মে, ২০১৪ রাত ১২:০৫
রিফাত ২০১০ বলেছেন: ছাগলে ছাগী চিনে। Click This Link
ব্লগটি স্থগিত করা হয়েছে বহু আগেই। একটা ব্যান করা নিক নিয়ে সামুরে অপবাদ দিতাছ কেন? তুমি কালবৈশাখীর ব্রেইন কেমন ব্লগের পুরনোরা সবাই জানে। তোমার ভাষার প্রয়োগ দেখেই অনুমান করা যায় তুমি কোন লেভেলের ব্লগার। একটা কমেন্ট সহ্য করতে পারনা তুমি পরে কি করবা?
দেখি পরে এসে কি বল।
০৮ ই মে, ২০১৪ রাত ৯:৪৫
হাসান কালবৈশাখী বলেছেন:
সামুকে অপবাদ দিচ্ছিনারে ছাগল!
ব্লগটি স্থগিত করা হয়েছে বহু আগে না।
বিপুলসংখক ব্লগারের তীব্র আপত্তিতে তাকে লাথি দিয়ে বের করা হয়েছে মাত্র দুবছরের কম। এই পোষ্টটি তার প্রমান।
Click This Link
১৫| ০৮ ই মে, ২০১৪ রাত ৮:৫৬
তাসজিদ বলেছেন: আসলে বাস্তবতা খুব কঠিন এবং নিষ্ঠুর। এখন সামুর alexa রাঙ্কিং ১০-১১ তে নেই। আছে ৩০-৩৫ র দিকে।
আর এটা অস্বীকার করার কোন উপায় নেই যে ব্লগ বিতর্ক ছাড়া জমে না। ক্যাচাল হয়। ব্লগে হিট বাড়ে। alexa রাঙ্কিং বাড়ে। সামু হয়ত ভাবছে যে র মাধ্যমে পুরানো রাঙ্কিং পাওয়া যাবে।
তব যে লেখায় ৭১ কে অপমান করা হয়, ৫২ কে অপমান করা হয় তা কৌশলগত কারণে নির্বাচিত হলেও তাকে আমি জাতিয় লজ্জা বলেই বলব।
০৯ ই মে, ২০১৪ রাত ১২:৫২
হাসান কালবৈশাখী বলেছেন:
এ ধরনের নোংড়া মিথ্যাচার সম্বলিত লেখা নির্বাচিত পাতা তো দুরের কথা সাধারন পাতাতেও স্থান পায়নি, মডুরা দ্রুতই মুছে দিত।
এখন সামু এসব এলাও করবে বলেই মনে হচ্ছে।
১৬| ০৮ ই মে, ২০১৪ রাত ৯:২৪
তাসজিদ বলেছেন: আমি আশ্চর্য হয়ে যাই এরা ৭১ কে নিয়ে বাজে কথা বলে। ধিক এদের। এদের কি মনুষ্যত্ব বোধ নেই। অন্তরাত্মা নেই।
কিভাবে থাকবে? সেখানে ত পাকিপ্রেমের অবাধ বিচরণ ।
১০ ই মে, ২০১৪ দুপুর ১২:২৩
হাসান কালবৈশাখী বলেছেন:
১৭| ০৮ ই মে, ২০১৪ রাত ৯:২৮
একাকী আমি বলেছেন: সামুর নির্বাচিত পাতা বাছাই করে কারা?
উত্তর নির্বাচকেরা।
১৮| ০৮ ই মে, ২০১৪ রাত ১১:৩৬
মনিরুল ইসলাম বাবু বলেছেন: মত প্রকাশের স্বাধীনতার মানে এই না যে একাত্তরকে কটাক্ষ করে লেখা পোস্ট নির্বাচিত পাতায় প্রকাশ করতে হবে ।
হায়রে মত প্রকাশের স্বাধীনতার সংজ্ঞা !!
০৯ ই মে, ২০১৪ রাত ১:০১
হাসান কালবৈশাখী বলেছেন:
১৯| ০৯ ই মে, ২০১৪ রাত ১২:০১
সান কিং-১ বলেছেন: লেখাটার সমস্যা হইলো কোন কারণে বাল এর বিপক্ষে গেছে তাই বালের ঘেউ ঘেউ স্কোয়াড আইসা তাদের ভঙ্গিতে ঘেউঘেউ শুরু করছে। এরা ভুইলা গেছে এইটা ৭৫ সাল না যে বাল ঘেউঘেউ করলো আর বাকশাল কায়েম হইলো। এইটা ২০১৪ সাল, ৭৫ এর আচরণ এখন করলে চলবোনা। মিছা কথা আর ফটোশপ দিয়া মিছা ছবি দিয়া নোংরামী এইগুলা যে বাল আর জামাত ছাড়া আর কেউ করেনা এইটা সবাই জানে। এর সাথে ক্ষমতায় থাইকা বালের অনলাইন এক্টিভিস্টরা সব হইছে ভার্সিটির ক্যাডারগো মতো কথায় কথায় হুমকি ধামকি।
মিছা কথা আর মিছা ফটোশপের চেতনা দিয়া বাঙ্গালী চলেনা। চেতনার নামে বাল সারা দেশে মাফিয়া খুন খারাবীর রাজনীতি চালাইবো দেশের রাস্তা ঘাট কল কারখানা নগর বন্দর সব ইন্ডিয়ারে দিয়া দিব আর দেশের সব মানুষ বালের হুমকিতে সারা জীবন চুপ কইরা থাকবো এত ছোট কলিজা বাঙ্গালীর না।
২০| ০৯ ই মে, ২০১৪ রাত ১:৫৬
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
"যে লেখায় ৭১ কে অপমান করা হয়, ৫২ কে অপমান করা হয় তা কৌশলগত কারণে নির্বাচিত হলেও তাকে আমি জাতিয় লজ্জা বলেই বলব। "
০৯ ই মে, ২০১৪ সকাল ৮:৪৪
হাসান কালবৈশাখী বলেছেন:
বলছে -
২৫ মার্চ রাতে? যে রাতটাকে বলা হয়ে থাকে কালো রাত।
কেনো যে বলে কে জানে? কালোরাত বলার মতো কি আদৌ কিছু ঘটেছিলো?
মুক্তিযোদ্ধাদের বলছে - " ২৫ মার্চের কালোরাত কায়েম পেছনেও বিভীষণ ছিলো ওরাই"।
"যুদ্ধ ওরা করে নি। ওরা হলো ক্রিমিনাল"।
এরপর কি শুনবো?
২১| ০৯ ই মে, ২০১৪ রাত ২:২৯
অফ দ্যা পিপল, বাই দা পিপল, ফর দা পিপল বলেছেন:
আওয়ামীলীগ -জামাত ভাই ভাই তাদের কোন আদর্শ নাই।
ছাগু-ভাদা ভাই ভাই তাদের কোন নীতি নাই।
পাকি দালাল -- ভারতীয় দালাল।
বাংলা ছাড়- বাংলা ছাড়।
জামাত ৭১ এর গণহত্যাকে বৈধতা দিতে চাহিয়া হাউকাউ করে
আওয়ামীলীগ ৭২-৭৫ , ৯৬-২০০১ , ২০০৮-২০১৪ এর সকল গণহত্যা গুম, খুন , ধর্ষণকে বৈধতা দিতে চাহিয়া হাউকাউ করে।
জামাত পাকিদের দালালি করে আওয়ামীলীগ ভারতের দালালি করে।
এক দালাল অন্য দালালকে বলে তুই দালাল
২২| ০৯ ই মে, ২০১৪ রাত ৩:৪৫
পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: মাশআল্লাহ, ছাগ-হোয়ার ইন ব্লগের সুন্নতে খৎনা বছর খানেক আগেই সম্পন্ন হয়েছিল, এইবার চাঁদ তারা মার্কা টুপি পড়িয়ে পাকিস্তানের পথে ব্লগের কাফেলা চলিল।
জানা ম্যাডাম, চোখ খুলেন। ব্লগের ড়েসিডেন্ট ভাড় হিটসিকার স্বঘোষিত এসাইলাম প্রার্থী আর আর ছাগ তোষন কতদিন ?? ফেসবুকের কমেন্ট ফলোয়ারের দিনে এরা সব ব্লগ ছেড়ে ফেসবুকে হিজ্রত করেছে, আমাদের মত ২ পয়সার আম ব্লগার রাই কেবল পড়ে আছে ব্লগের প্রতি ভালোবাসা থেকে।
০৯ ই মে, ২০১৪ সকাল ৯:৪৭
হাসান কালবৈশাখী বলেছেন:
২৩| ০৯ ই মে, ২০১৪ ভোর ৫:৫২
কলাবাগান১ বলেছেন: "যে লেখায় ৭১ কে অপমান করা হয়, ৫২ কে অপমান করা হয় তা কৌশলগত কারণে নির্বাচিত হলেও তাকে আমি জাতিয় লজ্জা বলেই বলব। "
০৯ ই মে, ২০১৪ বিকাল ৩:৪৫
হাসান কালবৈশাখী বলেছেন:
হ্যা খুবই দুর্ভাগ্যজনক।
পোষ্টটির লেখকও বিস্মিত হয়েছে এই পোষ্ট নির্বাচিত হওয়ায়।
কমেন্টে বললো এই পোষ্টের অনুরুপ একটি পোষ্ট কদিন আগে মডুরা মুছে দিয়েছিল।
২৪| ০৯ ই মে, ২০১৪ সকাল ১১:৪০
উড়োজাহাজ বলেছেন: ঐ লেখাটিতে যুক্তির চেয়ে আবেগকে প্রাধান্য দেওয়া হয়েছে বেশি। আর আমাদের বাঙালিদের তো একটা সমস্যা আছেই- আবেগে বিগলিত হয়ে যাওয়া আর গুজবে কান দেওয়া।
অপরদিকে ইতিহাসের এই ঘোর বিকৃতির যুগে নানা তথ্য নিয়ে বিতর্ক সৃষ্টি হবেই, প্রশ্ন আসবেই। কেননা, যে যার মত ইতিহাস রচনা করছে আজকাল। আর মুক্তিযুদ্ধের ব্যপারে প্রশ্ন তোলা যাবে না এমন সিদ্ধান্ত একটি সিন্ডিকেট। প্রতিটি সিন্ডিকেটই সত্যকে আড়াল করে। তবে এই দিন মনে হয় আর জোর করে বেশি দিন রাখা যাবে না। কথা উঠবে, কারণ বিতর্ক সৃষ্টি করে কথা উঠতে দেওয়া হয়েছে। অপর দিকে ধর্মীয় পুরোহিতদের মত বিধিনিষেধ আরোপ করলে একদিন মানুষ তাদের সতকাজকেও অবজ্ঞা করে সাইজ করে দেবে। তুলনামূলক বিচার চলুক। পৌরিহিত্য ত্যাগ করাই ভাল।
১০ ই মে, ২০১৪ রাত ১২:৩৫
হাসান কালবৈশাখী বলেছেন:
"২৫ মার্চ রাতে? যে রাতটাকে বলা হয়ে থাকে কালো রাত। কেনো যে বলে কে জানে? কালোরাত বলার মতো কি আদৌ কিছু ঘটেছিলো? তবে বিশ্বাস করতে ইচ্ছে করে না"।
পরাজিত শত্রুপক্ষের কাছ থেকে ইতিহাসের পাঠ নিতে হবে নাকি?
পরাজিত পাকি সামরিক জান্তা ও তার দোশোররা মুক্তিযোদ্ধাদের বলত 'দুষ্কৃতিকারি'!
এইসব আবর্জনা নিয়ে পক্ষে বিপক্ষে তুলনামূলক বিচার? সুস্থ বিতর্ক?
অন্য কোন দেশে এইরকম হলে এদের লাইথ্যাইয়া দেশ থেকে বের করত।
২৫| ০৯ ই মে, ২০১৪ রাত ৯:৫৯
হ্যারিয়ার-৩ বলেছেন:
যে লেখায় ৭১ কে অপমান করা হয়, ৫২ কে কটাক্ষ করা হয়! তা সামুর কাছে কৌশলগত কারণে নির্বাচিত হলেও তাকে আমি জাতীয় লজ্জা বলেই বলব। "
১১ ই মে, ২০১৪ দুপুর ১২:২০
হাসান কালবৈশাখী বলেছেন:
True.
২৬| ১০ ই মে, ২০১৪ রাত ১২:৪৩
উড়োজাহাজ বলেছেন: সেটা হলেই ভাল হতো। কিন্তু স্বাধীনতাপন্থীদের দুর্বলতা এই যে আপনারা স্বাধীনতা বিরোধীদের সাথে আপস করে চলছেন। শুরুতেই তাদেরকে নির্মূল করতে পারলে আর এখন কথা উঠার সুযোগ সৃষ্টি হোত না।
বিজয়ীরাই ইতিহাস রচনা করে নিজেদের পছন্দ মত।
১০ ই মে, ২০১৪ রাত ২:১৮
হাসান কালবৈশাখী বলেছেন:
স্বাধীনতাপন্থীদের দুর্বলতা আছে, এটাই বাস্তবতা।
মুক্তিযুদ্ধে বিজয়ী পক্ষ মাত্র ৩ বছর সময় পেয়েছিল বিধ্বস্ত দেশটি পুনগঠন করার, এরপর প্রধান নেতা সহ ৬২ জন কে মারা হল, অবশিষ্ট নেতাদের জেলের ভেতরই মারা হল। এর পর পালাক্রমে মারা চলল। ১৪০০ মুক্তিযোদ্ধা অফিসার সহ দুহাজার সেনা মারা হল কু-পাল্টাকুর মাধ্যমে। এরপর ২৪ বছর ইলেক্ট্রনিক মিডিয়াতে মুজিবের নাম পর্যন্ত উচ্চারন করতে দেয়া হয় নি।
এরপর পাকিস্তান থেকে আমদানি করা হল রাজাকার চিফকে, দুটি সামরিক শাসনে তাদেরকে রাজনীতি ব্যাবসা, ধর্মব্যাবসা করার শিমাহীন অবাধ সুবিধা দেয়া সুরু হল, এরা এখন দেশের ৪০% অর্থনীতির মালিক।
যেখানে পাকিস্তানি ও ভারতীয় জামাতিদের নিজস্য গাড়ী স্বপ্নেও ভাবতে পারেনা। ট্যাক্সিতে চড়ে যাওয়াআসা করে, আর এদেশী জামাতিদের একেক নেতার প্রাডো সহ ৩-৪টি গাড়ী।
এদেশী জামাতি টাকায় পাকিস্তানি ও লন্ডন জামাত চলে।
প্রধান বিরোধীদলের ছত্রছায়ায় প্রতিপক্ষ যেখানে এত শক্তিশালী সেখানে স্বাধীনতাপন্থী শাসকদের দুর্বলতা বা ভুল থাকবেই। তাই বলেতো আমরা প্রতিপক্ষের আবর্জনায় গা ভাসিয়ে দিতে পারিনা।
বিজয়ীরাই ইতিহাস রচনা করবে, এটাই নিয়ম। স্বাধীন দেশে নিঃস্বাস নিতে হলে শত্রুপক্ষের তৈরি ইতিহাস বর্জন করতে হবে। নতুবা .... .....
২৭| ১০ ই মে, ২০১৪ রাত ১২:৪৪
জেনারেশন সুপারস্টার বলেছেন: পরিবেশবাদী ঈগলপাখীর মন্তব্যটা যদি সামু বুঝত তবে মডারেশনে ছাগু থাকতোনা।সাথে জানাকে দেওয়া লেখকের রিপ্লািটাও।সামুর মডারেশনে কিছু গরু আছে।সাথে আছে কিছু ছাগু।অনেক আগে ফেসবুক চ্যাটে এক সিনিয়র ব্লগার বলেছিলেন সামুর মডারেশনে স্মার্ট লোকজন আছে।কিন্তু গত ২-৩ বছরে সে ধারণায় চিড় ধরেছে।মডারেশনের এসব গরুছাগলের জন্যে পাবলিক সামুকে যেভাবে দেখতে ইচ্ছুক সেটা আর হয়ে ওঠেনা।
১০ ই মে, ২০১৪ সকাল ৯:৩০
হাসান কালবৈশাখী বলেছেন:
আমি খুবই হতাস .....
২৮| ১০ ই মে, ২০১৪ রাত ১:০৫
সীমানা ছাড়িয়ে বলেছেন: কৌশলগত কারনে হলেও ঐ পোস্ট নির্বাচিত করাটা আমি কোনভাবেই সমর্থন করতে পারছি না। তাহলে কি কৌশলগত কারনে ২৮ অক্টোবরের কোন এক ছাগু ম্যাতকার পোস্টও নির্বাচিত হবে? এমন ঘটতে থাকলে ছাগু ম্যাতকার বাড়তেই থাকবে বৈ কমবে না। সামুকে এটা ক্লিয়ার করতে হবে যে তারা ক্যাচাল সৃষ্টি করে হিট চায় কিনা।
১০ ই মে, ২০১৪ বিকাল ৩:৪৪
হাসান কালবৈশাখী বলেছেন:
ধন্যবাদ।
আমারও মুল বক্তব্য সেটাই।
২৯| ১০ ই মে, ২০১৪ রাত ২:৪৪
উড়োজাহাজ বলেছেন: স্বাধীন দেশে নিঃস্বাস নিতে হলে শত্রুপক্ষের তৈরি ইতিহাস বর্জন করতে হবে। এই কথাটা আরো জোরে এবং বাস্তবতার সাথে সঙ্গতি রেখে বললে ভাল হতো। আমর জন্য কিংবা আপনার জন্যও। প্রায়শই এখানে বিচ্যুতি দেখি। তা মাঝে মাঝে বড় বড় বাগ্মীদেরকে ভণ্ড মনে হয়।
১১ ই মে, ২০১৪ সকাল ১০:২৭
হাসান কালবৈশাখী বলেছেন:
শত্রুপক্ষ পাকিস্তান মুক্তিযোদ্ধাদের ভারতীয় চর, দুষ্কৃতিকারি বলত।
এদেশে পাকি পন্থি রাজাকাররা ও এদের সমর্থকেরা প্রায় একই সুরে একটু ঘুরিয়ে বলে। এই অপশক্তি মাত্র ৩ বছরের বিপরিতে ২৪ বছরে জনমানুষের একটি বড় অংশকে বিভ্রান্ত করতে সক্ষম হয়েছিল।
পাকিপন্থিদের তৈরি ইতিহাস অবস্যই বর্জন করতে হবে।
৩০| ১০ ই মে, ২০১৪ বিকাল ৩:৫৪
নতুন পাঠক বলেছেন: হাসান ভাই কেমন আছেন?
১০ ই মে, ২০১৪ রাত ১০:৩৪
হাসান কালবৈশাখী বলেছেন:
আমনে ক্যাঠা ভাই? চেনা চেনা লাগতেছে .....
৩১| ১০ ই মে, ২০১৪ রাত ১০:৪১
নতুন পাঠক বলেছেন: আপনের ভাই ব্রেদার কেহ একজন হব আর কি?
১২ ই মে, ২০১৪ বিকাল ৪:১৪
হাসান কালবৈশাখী বলেছেন:
Are you পাঠক ১৯৭১?
৩২| ১০ ই মে, ২০১৪ রাত ১১:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
হাসান ভাই ইতিহাস ইতিহাসের জায়গাতেই অক্ষত থাকবে চিরকাল। ইতিহাস হলো সেই ধ্রুবক যা কেউ চাইলেই পরিবর্তন করতে পারবেনা। শুধু আমাদের মাঝে কিছু নব্য রাজাকার আছে যারা নিজেদের ব্যবসায়িক স্বার্থে চেতনাকে কাজে লাগায় কখনও কখনও এমন বিকৃত ভাবে উপস্থাপন করে যে, ইতিহাস যারা গড়ে গেছেন তারাও বুঝি কবরে থেকে আঁতকে উঠেন!!! তবে সমস্যা একটাই নতুন প্রজন্ম এতে করে দ্বিধায় পরে যায়।
১২ ই মে, ২০১৪ রাত ১:২২
হাসান কালবৈশাখী বলেছেন:
ইতিহাস ধ্রুবক। তবে সেই সময়কার প্রেক্ষাপটও বিবেচনায় রাখতে হবে।
তখন যুদ্ধবিধ্বস্ত একট বিশৃক্ষল দেশ, শুন্য রাজকোষ, প্রথম বছর সরকারি বেতন দিতে হয়েছিল ভারতীয় মুদ্রায়। ৪ লক্ষ বাঙ্গালি ৩ বছর জাবত আটক পাকিস্থানে, ১৭৫ জন যুদ্ধাপরাধি পাকি সৈনিকদের বিপরিতে। অচল চট্টগ্রাম বন্দর, ডুবে যাওয়া পাকিস্তানি জাহাজবর্জ আর তাদের পেতেরাখা মাইন। ভৈরব ব্রিজ, পাকসি ব্রিজ পাকিরা ধ্বংশ করে গেছে। ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বিচ্ছিন্ন। ভারতীয় বিপুলসংখক কর্মি আর সোভিয়েট নৌবাহিনীর দুই বছর লেগেগিয়েছিল মেরামত করতে। এসব করতে প্রান হারিয়েছিল ডজনখানিক সোভিয়েট নাবিক।
জমা না দেয়া বিপুল সংখক অস্ত্রসস্ত্র বিভিন্ন ব্যক্তি, গোষ্ঠির কাছে থেকে গিয়েছিল।
এরপরও বহু বাধা কাটিয়ে ৩ বছরে দেশটিকে দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে।
৩৩| ১১ ই মে, ২০১৪ বিকাল ৪:৪৬
াহো বলেছেন: আরও জানার জন্য পুরনো খবরের কাগজ পড়ুন
বাংলাদেশ একটি সুবিশাল কবরস্থান(লাশের সারি )
New York Times
24-01-1972
১২ ই মে, ২০১৪ সকাল ১০:২৫
হাসান কালবৈশাখী বলেছেন:
ধন্যবাদ।
তবে এই পত্রিকার কপিটি আগেই পড়েছিলাম। সবাই দেখুক পাকি ও তাদের দোশোরদের বর্বরতা।
৩৪| ১২ ই মে, ২০১৪ রাত ১:৩৫
অফ দ্যা পিপল, বাই দা পিপল, ফর দা পিপল বলেছেন: মুদ্রা সংগ্রাহক বলেছেন: যেসব লেখা বোঝার ক্ষমতা সৃষ্টিকর্তা আপনাকে দেননি সেগুলোর মান নির্ণয় করে পোস্ট প্রসব না করার জন্য আপনাকে অনুরোধ করছি।
কান্ডারি অথর্ব বলেছেন:
হাসান ভাই ইতিহাস ইতিহাসের জায়গাতেই অক্ষত থাকবে চিরকাল। ইতিহাস হলো সেই ধ্রুবক যা কেউ চাইলেই পরিবর্তন করতে পারবেনা। শুধু আমাদের মাঝে কিছু নব্য রাজাকার আছে যারা নিজেদের ব্যবসায়িক স্বার্থে চেতনাকে কাজে লাগায় কখনও কখনও এমন বিকৃত ভাবে উপস্থাপন করে যে, ইতিহাস যারা গড়ে গেছেন তারাও বুঝি কবরে থেকে আঁতকে উঠেন!!! তবে সমস্যা একটাই নতুন প্রজন্ম এতে করে দ্বিধায় পরে যায়।
কান্ডারির মন্তব্যের জবাবে আপনি লিখছেন ইতিহাস ধ্রুবক। তবে সেই সময়কার প্রেক্ষাপটও বিবেচনায় রাখতে হবে।
তখন যুদ্ধবিধ্বস্ত একট বিশৃক্ষল দেশ, শুন্য রাজকোষ, প্রথম বছর সরকারি বেতন দিতে হয়েছিল ভারতীয় মুদ্রায়। ৪ লক্ষ বাঙ্গালি ৩ বছর জাবত আটক পাকিস্থানে, ১৭৫ জন যুদ্ধাপরাধি পাকি সৈনিকদের বিপরিতে। অচল চট্টগ্রাম বন্দর, ডুবে যাওয়া পাকিস্তানি জাহাজবর্জ আর তাদের পেতেরাখা মাইন। ভৈরব ব্রিজ, পাকসি ব্রিজ পাকিরা ধ্বংশ করে গেছে। ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বিচ্ছিন্ন। ভারতীয় বিপুলসংখক কর্মি আর সোভিয়েট নৌবাহিনীর দুই বছর লেগেগিয়েছিল মেরামত করতে। এসব করতে প্রান হারিয়েছিল ডজনখানিক সোভিয়েট নাবিক।
জমা না দেয়া বিপুল সংখক অস্ত্রসস্ত্র বিভিন্ন ব্যক্তি, গোষ্ঠির কাছে থেকে গিয়েছিল।
এরপরও বহু বাধা কাটিয়ে ৩ বছরে দেশটিকে দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে।
আমার মন্তব্যঃ মুদ্রা সংগ্রাহক আপনার সম্পর্কে যা বলছে তাই সঠিক।কান্ডারিকে দেওয়া আপনার জবাবই তার প্রমাণ।
১২ ই মে, ২০১৪ সকাল ১০:৩৪
হাসান কালবৈশাখী বলেছেন:
মানলাম আমি অবুঝ, আল্লাহই আমারে বুঝ দেয় নাই।
আপনি যদি এতই বুঝদার বিদ্বাসাগর হয়ে থাকেন তাহলে এই বাল্পোষ্টে ৬ দিন ধরে লেগে আছেন কেন? আপনার তো মঞ্জুরুলের কপিপেষ্ট হেফযো করার কথা!
এই পোষ্টে আমার বক্তব্য খুবই পরিষ্কার।
সামু আগে এইধরনের উষ্কানিমুলক মিথ্যাচার সম্বলিত পোষ্ট মুছে দিত।
এখন মুছে না বরং এককাঠি উপরে নির্বাচিত পাতায় গেল।
আমি গালাগালি না করে মাত্র দুতিন লাইনে এর প্রতিবাদ করেছি মাত্র।
আমার আপত্তির যথার্ততা প্রমানিত হয়েছে বিতর্কিত পোষ্টটির লেখকের বিস্মিত প্রতিমন্তব্যে -
০৬ ই মে, ২০১৪ রাত ১১:৪৩ ০
লেখক বলেছেন: সামুর নির্বাচিত পাতায় এই লেখাদেখে খুবই অবাক হয়েছি !!!
বিষয়টা তো অবাক হওয়ার মতোই....কারণ, প্রায় এ জাতীয় আমার একটা পোস্ট তারা রিমুভ করেই ক্ষান্ত হয়েছিলো...
৩৫| ১২ ই মে, ২০১৪ রাত ২:১০
াহো বলেছেন: @অফ দ্যা পিপল, বাই দা পিপল, ফর দা পিপল
আরও জানার জন্য পুরনো খবরের কাগজ পড়ুন
শেখ মুজিবুর রহমান : বন্দি থেকে বাদশা / টাইম সাময়িকী ১২ জানুয়ারি ১৯৭২-----------------------গত মার্চে পাকিস্তান সেনাবাহিনী ধ্বংসযজ্ঞ চালানোর পর বিশ্বব্যাংকের পরিদর্শকদের একটি বিশেষ টিম কিছু শহর প্রদক্ষিণ করে বলেছিলেন, ওগুলোকে দেখতে ভুতুড়ে নগরী মনে হয়। এরপর থেকে যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত এহেন ধ্বংসলীলার ক্ষান্তি নেই। ৬০ লাখ ঘরবাড়ি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে এবং ২৪ লাখ কৃষক পরিবারের কাছে জমি চাষের মতো গরু বা উপকরণও নেই। পরিবহনব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে, পুল-কালভার্টের চিহ্নও নেই এবং অভ্যন্তরীণ নৌ-যোগাযোগেও অনেক বাধাবিঘ্ন। এক মাস আগে পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণ পর্যন্ত দেশের ওপর নির্বিচার বলাৎকার চলেছে। যুদ্ধের শেষদিকে পাকিস্তানি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানগুলো (কার্যত প্রতিটি ব্যবসা ক্ষেত্রই পাকিস্তানিদের দখলে ছিল) তাদের সব অর্থ-সম্পদ পশ্চিম পাকিস্তানে পাচার করে দেয়। যুদ্ধ শেষে চট্টগ্রামে পাকিস্তান বিমানের অ্যাকাউন্টে মাত্র ১১৭ রুপি জমা পাওয়া গিয়েছিল। পাকিস্তান সেনাবাহিনী ব্যাংক নোট ও কয়েনগুলো ধ্বংস করে দেয়। ফলে সাধারণ মানুষ নগদ টাকার প্রকট সংকটে পড়ে। রাস্তা থেকে প্রাইভেটকারগুলো তুলে নেওয়া হয়, গাড়ির ডিলারদের কাছে থাকা গাড়িগুলো নিয়ে নেওয়া হয় এবং এগুলো নৌবন্দর বন্ধ হওয়ার আগমুহূর্তে পশ্চিম পাকিস্তানে পাচার করে দেওয়া হয়।
বাংলাদেশের বিদেশি মুদ্রা অর্জনের প্রধান উৎস পাট আনা-নেওয়া করা অভ্যন্তরীণ নৌ-যোগাযোগ প্রতিষ্ঠার আগপর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি। ধ্বংসপ্রাপ্ত চা বাগানগুলো আবার উৎপাদনে যেতে পারছিল না। এগুলোর উৎপাদিত অপেক্ষাকৃত নিম্নমানের চা বাজার ছিল মূলত পশ্চিম পাকিস্তান। এখন তাদের জন্য নতুন বাজার খুঁজে বের করা বাধ্যতামূলক হয়ে গিয়েছিল। বাংলাদেশের নতুন মুদ্রা ছাপানোরও দরকার হয় এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ ছিল এই টাকা ছাপানোর জন্য প্রয়োজনীয় স্বর্ণের জোগান নিশ্চিত করা। ঢাকার এক ব্যাংক কর্মকর্তা বললেন, 'আমাদের বৈদেশিক মুদ্রা প্রয়োজন।' এর অর্থ হলো বিদেশি মুদ্রা অর্জনকারী ও মিলে মজুদ হয়ে থাকা পাটের রফতানিকে সম্ভব করে তোলা জরুরি। ভারতীয় রুপির বিনিময় বা পূর্ব ইউরোপীয় মেশিনারির জন্য এ নগদ বিদেশি মুদ্রা দরকার তা কিন্তু নয়। বিদেশি সাহায্য, খাদ্য ত্রাণ ও যাতায়াত ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা, এসবই একসঙ্গে প্রয়োজন। একইসঙ্গে আমদানি হ্রাসও প্রয়োজন।
---------------------
৭২এর জানুয়ারী'র প্রথম সপ্তাহে মুজিব ফিরে এলে দেশবাসী এক অনন্য সম্বর্ধনার মাধ্যমে তাকে বরন করে নেয় । ইতিহাসে এর আগে আর বোধ হয় কোন নেতা এতো বিশাল সম্বর্ধনায় সিক্ত হননি । সম্বর্ধনার সাথে সাথে মুজিব এমন এক রাষ্ট্রের দায়িত্ব পান, যে রাষ্ট্রের কেবল একটা কাঠামোই অবশিষ্ট ছিলো, এর বেশী আর কিছু নয় । পৃথিবীর সবচেয়ে দরিদ্র দেশগুলোর একটি,সবচেয়ে ঘনবসতিপুর্ন যুদ্ধবিধ্বস্ত একটি দেশ ।
প্রশাসন বলে কিছু নেই, শিল্পকারখানা গুলো ধ্বংস হয়ে গেছে ,সমুদ্র ও বিমান বন্দর গুলো ব্যবহার অনুপযোগী, রেললাইন উপড়ে গেছে, দেশপ্রেমিক বুদ্ধিজীবি ও দক্ষ পেশাজীবিদের প্রায় সকলে নিহত ।
অর্থনীতির তলানী বলতে যা কিছু ছিল তাও '৭৩ এর খরা ও '৭৪ বন্যায় শেষ হয়ে যায় ।
মুজিব।। স্থপতির মৃত্যু ------টাইম সাময়িকী USA -------------আগষ্ট ২৫,১৯৭৫
১২ ই মে, ২০১৪ সকাল ১১:৪০
হাসান কালবৈশাখী বলেছেন:
আপনার মুল্যবান তথ্য আমার পোষ্টটিকে সমৃদ্ধ করল।
ধন্যবাদ।
৩৬| ১২ ই মে, ২০১৪ বিকাল ৪:১৭
ক্যাতর আলী বলেছেন: সামুর নির্বাচিত পাতা বাছাই করে কারা তাদের লিস্ট চাই
স্বচ্ছতার দরকার আছে
১২ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫২
হাসান কালবৈশাখী বলেছেন:
না ভাই, এত বেশী চাই না।
আমি চাই সামু আগের মত উদার থাকুক, কিন্তু অপশক্তির বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত রাখুক।
৩৭| ১২ ই মে, ২০১৪ রাত ৯:৫৬
এই আমি সেই আমি বলেছেন: মুক্তিযুদ্ব নিয়ে কাটাক্ষ করা পোস্ট কে নির্বাচিত করায় যেমন আশাহত হই ততোধিক আশাহত হলাম জানা আপার কমেন্ট দেখে ।
কেঊ যদি প্রেমে ব্যর্থ হয়ে কান্না ভেজা ভেজা মন খানেক সেন্টিমেন্ট ঢেলে আহা মরি মরি ভাষায় সামুতে পোস্ট দেয় যে বিষ খুব ভাল জিনিষ , প্রেমে ব্যর্থ হলে বিষ খাওয়া যথার্থ আর সামু সেটাকে নির্বাচিত পাতায় স্থান করে দেবে মুক্ত আলোচনার মাধ্যমে তার যথার্থতা নির্ণয়ের জন্য , এটা কেমন যুক্তি ?
অবশ্য ইদানীং দেশে বিদেশে চারপাশে কিছু নব্য ইতিহাস বেত্তার প্রজনন ঘটছে ।তারা ৭১ নিয়ে আজগুবি কথা বলছে , মুক্তিযুদ্বে শহীদের সংখ্যা নিয়ে কথা বলছে । কিন্তু তারা যে সামুর নির্বাচিত পাতায়ও স্থান করে নিবেন ,আর তার পক্ষে তথাকথিত মুক্ত আলোচনার দোহাই গাবেন এটা দুঃখ জনক ।
১২ ই মে, ২০১৪ রাত ১০:২১
হাসান কালবৈশাখী বলেছেন:
আমি জানা আপার মন্তব্যে খুবই হতাস হয়েছি।
আমি চাই সামু আগের মত উদার থাকুক, কিন্তু অপশক্তির বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত রাখুক।
আপনি ঠিক বলেছেন। ইদানীং দেশে বিদেশে চারপাশে কিছু নব্য ইতিহাস বেত্তার প্রজনন ঘটছে ।তারা ৭১ নিয়ে আজগুবি কথা বলছে ,
মুক্তিযুদ্বে শহীদের সংখ্যা নিয়ে কথা বলছে । এখন বলছে ২৫ সে মার্চ কালরাত্রে গনহত্যায় এদের (মুক্তিযোদ্ধা পক্ষ) হাত ছিল বলছে!
এরপর কি শুনবো?
৩৮| ১৩ ই মে, ২০১৪ রাত ১:১৫
ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
মুক্তিযুদ্ব নিয়ে কাটাক্ষ করা পোস্ট কে নির্বাচিত করায় যেমন আশাহত
ততোধিক আশাহত হলাম জানা আপার কমেন্ট দেখে ।
১৩ ই মে, ২০১৪ বিকাল ৫:১৫
হাসান কালবৈশাখী বলেছেন:
৩৯| ১৩ ই মে, ২০১৪ রাত ১:৩৭
আমিজমিদার বলেছেন: শালার মাৎস্যন্যায়!
৪০| ১৪ ই মে, ২০১৪ রাত ১:১৮
পংবাড়ী বলেছেন: সামু ব্যবসা নিয়ে ব্যস্ত।
১৪ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:০৩
হাসান কালবৈশাখী বলেছেন:
মনে হয় না।
©somewhere in net ltd.
১| ০৬ ই মে, ২০১৪ বিকাল ৫:৩০
মুদ্রা সংগ্রাহক বলেছেন: যেসব লেখা বোঝার ক্ষমতা সৃষ্টিকর্তা আপনাকে দেননি সেগুলোর মান নির্ণয় করে পোস্ট প্রসব না করার জন্য আপনাকে অনুরোধ করছি।