নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm
আহারে! কি আনন্দ আকাশে বাতাসে!
ভোট গনণা শেষ হওয়ার আগেই মহান মোদিকে অভিনন্দন জানালো খালেদা!
হাসিনার আগেই!
আজকে ভারতে ভোট গনণা হচ্ছে আর তাতেই বিএনপি এমন প্রতিক্রিয়া দেখাল?
ভোট গনণা শেষ হয়নি এখনো ... উল্লাশে তর সইলনা!
বিএনপি কি ভেবেছে কংগ্রেস যেহেতু আওয়ামীলীগকে সমর্থন দিয়েছিল, তাই এবার কংগ্রেস বিরোধী বিজেপি বিএনপিকে সমর্থন দিবে? হা হাহাহা....
অভিনন্দন পত্র আগেই লিখে রেখে আজ সকাল ১১টায় ছাড়ছে -
ভারতীয় জামাতও কম যায় না। নির্বাচনের অনেক আগে থেকেই জামাতেইসলাম (হিন্দ) সহ জামাতে ওলেমা ও ভারতের কওমি মাদ্রাসা ভিত্তিক দেওবন্ধিরা (হেফাজতিদের ফিলসফার) ইত্যাদি ইসলামি দলগুলো বিজেপি-মোদিদের প্রকাস্যে সমর্থন জানিয়েছিল। হিন্দু মাওলানার পা ছুয়ে কদমবুছিও করেছিল।
১৬ ই মে, ২০১৪ বিকাল ৪:০৮
হাসান কালবৈশাখী বলেছেন:
বিম্পি-ঝামাত ভাই ভাই।
যে খালেদার ঘুম ভাংগে ১২টার পর, তবে সেই খালেদা বেলা ১১টায় গণনা শেষ হওয়ার আগেই জানাইল অভিনন্দন!
১৭ ই মে, ২০১৪ সকাল ১০:২৪
হাসান কালবৈশাখী বলেছেন:
ভারতের ও বাংলাদেশের ইসলাম পন্থি দলগুলো বিজেপিকে সমর্থন দিয়েছিল, এটা দিবালকের মতই সত্য।
ওহাবি আদর্শে জামাত একটা ফ্যাসিস্ট আন্তর্জাতিক মৌলবাদি দল, ঢাকা, লন্ডন, করাচি, নয়াদিল্লি, জাকার্তা, কাবুল সব স্থানেই তাদের পার্টি পলিসি একই। পত্রিকার খবর বাদ দিলেও গতকাল এদেশী জামাতিদের আগবাড়িয়ে উল্লশিত অভিনন্দন সব দেশের জামাতিদের ফরেন পলিসি রিপ্রেজেন্ট করছে।
২| ১৬ ই মে, ২০১৪ বিকাল ৪:১০
পথহারা সৈকত বলেছেন: আপনার হা হা হা করে হাসিটা এত করুন শোনাচ্ছে কেন? বিএনপি কি করলো না করলো তাতে আপনার কি? হাসিনা ক্ষমতায় আছে সেটা উপভোগ করুন।
নাকি অনেক সময় পথিক অন্ধকারে পথ চলার সময় ভয় পেয়ে যে জোরে জোরে গান গেয়ে যে কৃত্তিম একটা সাহশ দেখানোর চেষ্টা করে, আপনার হা হা হা শুনে ঠিক সেরকম শোনাচ্ছে না তো?
১৬ ই মে, ২০১৪ বিকাল ৪:৩৯
হাসান কালবৈশাখী বলেছেন:
এর পরও লজ্জ্যা হয় না?
যেই মোদি ঘোষণা দিয়েছিল বিজেপি জিতলে -
ভারতের সকল বাংলাদেশী মুসলিম বাঙ্গালীদের এদেশে পাঠিয়ে দিবে,
বাবরি মসজিদের জায়গায় বানানো হবে রাম মন্দির!
আর সেই প্রিয় মোদিকেই তাঁর ঘুম ভাঙ্গার আগেই উল্লাশে অভিনন্দন জানালো গোলাপি বেগম!
৩| ১৬ ই মে, ২০১৪ বিকাল ৪:২৫
আলাদীন বলেছেন: কপিটা কি আপনাকে ডাকযোগে পাঠানো হয়েছে ? এ্যাডব কুরিয়ার সার্ভিস অফ শুওরলীগ এর মাধ্যমে?
১৬ ই মে, ২০১৪ বিকাল ৪:৪৬
হাসান কালবৈশাখী বলেছেন:
আপনি তো আস্তো ছাগল দেখতেছি!
এখন আর সেই যুগ আছে নাকি?
বর্তমানে ভিআইপি বার্তা অফিসিয়াল ই মেইলে পাঠানো হয়।
একই সাথে সাইন করা হার্ডকপি এয়ার মেইল রেজিষ্টার্ড ডাকযোগে পাঠানো হয়।
৪| ১৬ ই মে, ২০১৪ বিকাল ৪:২৭
দখিনা বাতাস বলেছেন: বিএনপি এক সময় হা কইরা তাকাইয়া ছিল ড্যান মজীনাদের দিকে, জামায়াতের দিকে, হেফাজতের তেতুল হুজুরের দিকে, সবশেষে ভরসা নিয়া তাকাইয়া ছিলো ৫ই জানুয়ারীতে সেনাবাহীনির দিকে। সবাই তারে হতাশ করার পরে এখন তার মনে হইতাছে, তাকানো উচিত ছিল বুজি ভারতের দিকে। তাই বিজেপির জয়ে খুশি ম্যাডাম গোলাপি। কিন্তু ম্যাডাম এখনও বুজলো না, তার তাকানো দরকার ছিল বাংলাদেশের মানুষের দিকে..... আফসোস
১৭ ই মে, ২০১৪ রাত ১:৫০
হাসান কালবৈশাখী বলেছেন:
আমাদের দুর্ভাগ্য
এদেশে একটা লেজুরবৃত্ত্বি করা দল দেশেটির প্রধান বিরোধী দল!
৫| ১৬ ই মে, ২০১৪ বিকাল ৪:৫৬
পথহারা সৈকত বলেছেন: মোদীকে শেখ হাসিনার অভিনন্দ
ভারতের ১৬তম লোকসভা নির্বাচনে বিজেপির নিরঙ্কুশ জয়ে দলটির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
সদ্য সমাপ্ত নির্বাচনের বেসরকারি ফল প্রকাশের পর শুক্রবার দুপুরে তিনি এ অভিনন্দন জানান।
আওয়ামী লীগ সভাপতির তথ্য-উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।
১৭ ই মে, ২০১৪ রাত ১২:২১
হাসান কালবৈশাখী বলেছেন:
সবাই অভিনন্দন জানিয়েছে, পৃথিবীর বাকি সবাইও জানাবে। এটাই প্রচলিত নিয়ম।
আমার বক্তব্য এখনো বুঝে উঠতে পারেন নি। টাইমিংটা দেখেন -
ম্যাডাম খালেদা বেলা ১১টায় গণনা শেষ হওয়ার আগেই জানাইল অভিনন্দন!
বেলা ১২টার আগেই অভিনন্দন জানাইল জোটের প্রধান শরিক ঝামাত।
সব ফাইনাল হওয়ার পর বেলা ২টার দিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
৬| ১৬ ই মে, ২০১৪ বিকাল ৫:০০
ভুয়া প্রেমিক বলেছেন: আহারে, হাম্বাদের নাভিস্বাশ উঠতেছে.।
যেই বাপদের কোলে বইসা বইসা এতোদিন ঘুম খুন করছিল, সেই বাপই আর রইলো না। :-< :-<
১৬ ই মে, ২০১৪ বিকাল ৫:০৫
হাসান কালবৈশাখী বলেছেন:
সেই খুশীতে মোদি শুয়োররে আব্বা ডাকা শুরু করা লাগে নাকি? ভোট গোণা শেষ হওয়ার আগেই!
৭| ১৬ ই মে, ২০১৪ বিকাল ৫:১১
ভুয়া প্রেমিক বলেছেন: এতো ফ্রাসট্রেটেড হচ্ছেন কেন? কংগ্রেস গেছে। আওয়ামী তো এখনো পাওয়ারে আছে। এতো ভয় পাওয়ার কি আছে ।?
আপনারা যেভাবে চাটা-চাটি করতে পারেন, তাতে মোদী আপনাদেরকেই ভাড়া করবে। নো টেনশন।
কিন্তু কেয়ামত পর্যন্ত থাকতে পারবেন তো? না পারলে কিন্তু বাংলাদেশের জনগণ কাপড় খুলে ন্যাংটা করে সকল পাপের হিসাব নিবে।
৮| ১৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:০৫
পংবাড়ী বলেছেন: ইডিয়টের আর করার কি আছে?
১৭ ই মে, ২০১৪ রাত ২:৫০
হাসান কালবৈশাখী বলেছেন:
ইডিয়টদের আর করার কিছুই নেই।
এই বিজেপি মাত্র কদিন আগেই বাংলাদেশের একটা অংশ দখল করার হুমকি দিয়েছিল।
সেই ফ্যাসিস্ট বিজেপি এখন কংগ্রেসের চেয়ে প্রিয় হয়ে গেল!
দলবাজির হিংসায় এইসব আবাল দেশের পাছা এমনকি নিজের পাছাও পাইতা দিতে রাজি আছে!
৯| ১৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৪
মিতক্ষরা বলেছেন: হাসিনার আগে খালেদা শুভেচ্ছা দিয়েছে তাতেই আপনাদের হা হুতাশ শুরু হয়ে গেল। এত হতাশার কিছু নেই, হাসিনা ঠিকই মোদিকে ম্যানেজ করে ফেলবে। হিন্দু বৌদ্ধ ক্রীষ্টান ঐক্য পরিষদ আছে টা কি জন্য।
খালেদা এইটা কংগ্রেসের উপরে প্রতিশোধ নিয়েছে। কংগ্রেসের ভরাডুবি তাদের বাংলাদেশ নীতির জন্যই হয়েছে। ভারতের মানুষ নির্বাচনে ভোট দিতে পারে, শাসক পছন্দ করতে পারে অথচ বাংলাদেশের মানুষ তা পারে না। এমনকি উপজেলা নির্বাচনেও পারে না। এইটাতে আপনার মত দুই চারজন খুশী হলেও বাকীরা বেজার।
১৭ ই মে, ২০১৪ রাত ১২:৪৮
হাসান কালবৈশাখী বলেছেন:
কংগ্রেসের উপরে প্রতিশোধ?
এত ভোট গনণা শেষ হয়নি এখনো ... উল্লাশে তর সইলনা!
এত উল্লাশের কি হল।
যে বিজেপি ভারতের সকল বাংলাদেশী মুসলিম বাঙ্গালীদের এদেশে পাঠিয়ে দেয়ার হুমকি দেয়,
বাবরি মসজিদের জায়গায় বানাতে চায় রাম মন্দির!
মাত্র কদিন আগেই বাংলাদেশের একটা অংশ দখল করার হুমকি দিল।
সেই ফ্যাসিস্ট বিজেপি এখন কংগ্রেসের চেয়ে ভাল হয়ে গেল?
দলবাজির হিংসায় দেশের পাছা এমনকি নিজের পাছাও পাইতা দিতে হবে?
১০| ১৭ ই মে, ২০১৪ রাত ২:৪৯
ভুয়া প্রেমিক বলেছেন: @হাসান,
তাহলে আপনারা এতোদিন কংগ্রেসের সাথে পাছা পেতে দিয়ে শুয়ে ছিলেন কেন??
১৭ ই মে, ২০১৪ রাত ৩:১৫
হাসান কালবৈশাখী বলেছেন:
দেশের ক্ষতি কিছু ফ্যাসিস্ট কুলাঙ্গার ছাড়া কেউ চায় না। তাই কেউ পাছা পেতে দেয় নি।
আওয়ামী লীগের ভারতমুগ্ধতা কেটে গেছিল সাড়ে তিন বছর আগেই।
ভারতকে এত কিছু দেয়ার পরও তিস্তা চুক্তি, সিমান্ত ছুক্তি, ছিটমহল বিনিময়, ভুটান নেপাল করিডোর ইত্যাদি কিছুই দেয় নি।
ভারত ১০০% প্রতিশুতি দিয়েছিল কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও তাদের ইন্টার্নাল চাপের কাছে নতি স্বীকারকরে কিছুই করতে পারেনি
বাংলাদেশও ট্রাঞ্জিট সহ অন্যান্ন সুবিধা কার্যকর করেনি।
১১| ১৭ ই মে, ২০১৪ রাত ৩:২৭
ভুয়া প্রেমিক বলেছেন: তাই নাকি? পাছা পেতে শুয়ে না থাকলে, ভারতের কংগ্রেস সরকার আওয়ামীদের এই অবৈধ নির্বাচনে লজ্জাহীনভাবে হস্তক্ষেপ করলো কেন? আপনাদের পাছায় এতো কিসের মধু যে, ভারতের পাতি কূটনীতিকরা এসে এরশাদকে নির্বাচনে যেতে পায়ে ধরে? আমেরিকাকে ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখতে বলে?
রসে রসে রসাকার !!
১৭ ই মে, ২০১৪ সকাল ৯:৪৮
হাসান কালবৈশাখী বলেছেন:
এখন কান্নাকাটি করে লাভ নেই
বিম্পি-জামাতের মত এই রকম অথর্ব বিদেশী নেজুরবৃত্ত্বি করা বিরোধী দল থাকলে পরিনতি এমনি হবে।
এখন আল্লা আল্লা কর, - কবে দেড়মন ঘি পুড়বে .... কবে রাধা নাচবে!
১২| ১৭ ই মে, ২০১৪ সকাল ১০:১১
ক্লিকবাজ বলেছেন: কংগ্রেস হার্ছে বৈলা বাল এর যত মনোকষ্ট এর চেয়ে বেশী কষ্ট খালেদার অভিনন্দন জানানোতে। বাল এখন কার গুয়া চাটবে?
১৩| ১৭ ই মে, ২০১৪ সকাল ১০:৩৭
কলাবাগান১ বলেছেন: "এই বিজেপি মাত্র কদিন আগেই বাংলাদেশের একটা অংশ দখল করার হুমকি দিয়েছিল।
সেই ফ্যাসিস্ট বিজেপি এখন কংগ্রেসের চেয়ে প্রিয় হয়ে গেল!"
১৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪
হাসান কালবৈশাখী বলেছেন:
নির্লজ্জ নীতিহীন, আদর্শহীন বিম্পি-জামাত!
১৪| ১৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮
হাসান কালবৈশাখী বলেছেন:
নির্বাচনের অনেক আগে থেকেই জামাতেইসলাম (হিন্দ) সহ জামাতে ওলেমা ও ভারতের কওমি মাদ্রাসা ভিত্তিক দেওবন্ধিরা (হেফাজতিদের ফিলসফার) ইত্যাদি ইসলামি দলগুলো বিজেপি-মোদিদের প্রকাস্যে সমর্থন জানিয়েছিল।
১৫| ১৭ ই মে, ২০১৪ রাত ৮:০৭
এস আই সাহেব বলেছেন: জনগনের উপর কোন দলের আস্থা নেই।তাই এত লাফালাফি!আফসোস .........
১৭ ই মে, ২০১৪ রাত ৮:৫১
হাসান কালবৈশাখী বলেছেন:
একদম ঠিক বলেছেন।
১৬| ১৭ ই মে, ২০১৪ রাত ৯:১৪
াহো বলেছেন:
1)বিচারবহির্ভূত হত্যা
এ ধরনের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছিল ২০০৫ ও ২০০৬ সালে বিএনপির আমলে। ২০০৫-এ ৩৭৭ এবং পরের বছর ৩৬২ জন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। তখন ‘ক্রসফায়ার’ নামে পরিচিত
2)অপহরণ, গুম ও নিখোঁজ
১২ বছরের মধ্যে ২০০২ সালে ১০৪০, ২০০৩ সালে ৮৯৬ জন, ২০০৪ সালে ৮৯৮ জন, ২০০৫ সালে ৭৬৫ জন, ২০০৬ সালে ৭২২ জন, ২০০৭ সালে ৭৭৪ জন, ২০০৮ সালে ৮১৭ জন, ২০০৯ সালে ৮৫৮ জন, ২০১০ সালে ৮৭০ জন, ২০১১ সালে ৭৯২ জন, ২০১২ সালে ৮৫০ জন ও ২০১৩ সালে ৮৭৯ জন অপহরণ, গুম ও নিখোঁজ হয়েছে।
৩)অপরেশন ক্লিন হার্ট( ২০০২ সালের ১৬ই অক্টোবর থেকে ২০০৩ সালের ৯ই জানুয়ারি )
ক্ষতিগ্রস্তরা যাতে আইনের আশ্রয় নিতে না পারে এজন্য তখন ‘যৌথ অভিযান দায়মুক্তি আইন
বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০২ সালের ১৬ই অক্টোবর থেকে ২০০৩ সালের ৯ই জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে যৌথবাহিনী ‘অপরেশন ক্লিন হার্ট' নামে সন্ত্রাস বিরোধী অভিযান চালায় ৷ এই অভিযানে হতাহতের ঘটনাও ঘটে৷ অভিযানে ক্ষতিগ্রস্তরা যাতে আইনের আশ্রয় নিতে না পারে এজন্য তখন ‘যৌথ অভিযান দায়মুক্তি আইন ২০০৩' পাশ হয়৷
৩)
Source
1)Prothom Alo ফেব্রুয়ারি ১১, ২০১৪
2)ITTEFAQ 30 April 2014
১৮ ই মে, ২০১৪ রাত ১:০৭
হাসান কালবৈশাখী বলেছেন:
এটা ভিন্ন প্রসংগ।
আমার এই পোষ্টে দিতে পারতেন ...
Click This Link
১৭| ১৮ ই মে, ২০১৪ রাত ৯:৫৭
রাজীব বলেছেন: সাম্প্রদায়িক ও মৌলবাদী শক্তি দেশে দেশে একে অপরের ভাই ভাই।
১৮| ১৮ ই মে, ২০১৪ রাত ১০:২২
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর মচমচে সুংবাদ
১৯ শে মে, ২০১৪ রাত ১০:৫৪
হাসান কালবৈশাখী বলেছেন:
মচমচে সংবাদ এখনো চলছে ......
এখন একধাপ এগিয়ে ডিজিটাল ফোনে সুভেচ্ছা জানানো চলছে ....
যেখানে পাকি প্রেসিডেন্ট ৩ দিন পর অবস্থা বুঝে গতানুগতিক অভিনন্দন জানালো!
১৯| ২২ শে মে, ২০১৪ রাত ১:৩৭
লাতি বলেছেন: হা হা হা বেশ মজার
২০| ২৬ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬
এক নিরুদ্দেশ পথিক বলেছেন: যার যার সাধ্যমতো নিদারুন সংকীর্ণ তায় দেশের স্বার্থ বলি দিতে আমাদের কূটনীবূড়ী নেত্রীদের কোন কার্পণ্য নেই।
মুক্তি চাই। সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক।
২৬ শে মে, ২০১৪ রাত ৯:০১
হাসান কালবৈশাখী বলেছেন:
নির্লজ্জ নীতিহীন, আদর্শহীন বিম্পি-জামাত! আপাত বিশৃক্ষল সরকারি দল!
মুক্তি কবে আসবে?
২১| ২৬ শে মে, ২০১৪ রাত ৯:৩০
ভুয়া প্রেমিক বলেছেন: সবার আগে বালের দালালদের থেকে মুক্তি পাওয়া খুব দরকার
২৭ শে মে, ২০১৪ রাত ২:৩২
হাসান কালবৈশাখী বলেছেন:
বালের হাত থেকে মুক্তি পাওয়া এত সহজ না!
কারণ বাল দেশের একমাত্র নিয়মনিষ্ঠ ম্যাথডিক্যাল রাজনৈতিক দল, দির্ঘদিন স্বাধীকার আন্দলন সংগঠক ও মুক্তিযুদ্ধে নেতৃত্ত্বদান কারি ধর্মনিরপেক্ষ আদর্শের দল।
বিম্পিকে কোন রাজনৈতিক দল বলা যায় না, বরং এটাকে দলছুট চোরচোট্টাদের ক্লাব বলা যায়। জনগনের সাথে কোন সম্পৃক্ততা নেই।
দলের মহাসচিবও জানেনা দলটি কোন আদর্শে চলে। দেশের বড় নেতাদের জেলেরেখে হত্যা করে কারফিউ দিয়ে ক্যান্টনমেন্টের ভেতরে এর জন্ম।
জাতীয় পার্টিও হুবুহু এইরকমই একটা ক্লাব।
বরং জামাত এদের চেয়ে ভাল দল, একটা ওয়েল অর্গানাইজড সুশৃক্ষল রাজনৈতিক দল। তবে এদের আদর্শ ওহাবি মাফিয়া আদর্শ। এদের কে চালানো হয় বিদেশ থেকে, (জামাতে ইসলামি ইন্টারন্যাশানাল)
৭১ এ পাকি হানাদারদের সাথে হাত মিলিয়ে খুনখারাপি, গণহত্যায় লিপ্ত ছিল।
এইসব চোরচোট্টার ক্লাব আর মাফিয়া খুনিদের দিয়ে বালের হাত থেকে রক্ষা পাবেন না। ভাল শিক্ষিত ধর্মনিরেপেক্ষ ক্লিন ইমেজের লোকজন দিয়ে নতুন রাজনৈতিক দল গড়তে হবে।
২২| ২৭ শে মে, ২০১৪ সকাল ৯:৪৭
ভুয়া প্রেমিক বলেছেন: আপনি কি ভয় দেখাচ্ছেন নাকি? ক্ষমতা থেকে নামতে হবে না জীবনেও মনে করেন?
শামীম ওস্মান আর জয়নাল হাজারির মত সন্ত্রাসী নিয়ে বাল তৈরি। কিন্তু সব কিছুর একটা শেষ আছে। আর যেদিন শেষ হবে সেদিন আপনার মত খুচরা বাল তো দূরে থাক, বড় বড় বালদেরকেই শীতলক্ষ্যা থেকে খুজে আনতে হবে
২৭ শে মে, ২০১৪ রাত ৮:২০
হাসান কালবৈশাখী বলেছেন:
আমি ভয় দেখালাম কোথায়?
আপনিতো আমাকে সরাসরি খুনের হুমকি দিয়ে বসলেন!
আওয়ামীলীগ কখনোই সন্ত্রাস নির্ভর দল ছিলনা, এখনো নেই।
শামিম ওসমান, জয়নাল হাজারি, হাজি মকবুল ও হাজিসেলিমকে গতবার নমিনেশন দেয়া হয়নি। এবারও দেয়া হয়নি। বিম্পি নির্বাচনে থাকলে শামিম এবার নমিনেশন পেতনা।
২০১০ নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনে শামিম ওসমানকেও নমিনেশন দেয়া হয়নি, শেষ দিন শেষ মুহুর্তে আইভি ও শামিম উভয় প্রার্থিকেই আওয়ামী প্রার্থি ঘোষনা করা হয় যা নমিনেশন না দেয়ার নামান্তর। এবারও হাজারিকে নমিনেশন দেয়া হয় নি।
চোরচোট্টা নিয়ে গঠিত নির্লজ্জ নীতিহীন, আদর্শহীন বিম্পি-জামাত,
এইধরনের আবাল বিরোধীদল থাকলে বাল আরো বহুদিন টিকে যাবে।
২৩| ২৭ শে মে, ২০১৪ বিকাল ৫:২৫
এক নিরুদ্দেশ পথিক বলেছেন: নির্লজ্জ নীতিহীন, আদর্শহীন বিম্পি-জামাত-আওয়ামীলীগ-জাতীয় পারটি-এবং বাম রা।
সবাই।
এখানে কাউকে ছাড় দেবার উপায় নাই।
রাজনীতিতে শুদ্ধি চাই।
২৪| ২৭ শে মে, ২০১৪ রাত ৯:৫২
ভুয়া প্রেমিক বলেছেন: জায়গায় জায়গায় কুত্তার মত কামড়া-কামড়ি কইরা কাবাব হইতেছে বালের দল আর আপনি বললেন এরা নাকি কখনোই সন্ত্রাস নির্ভর দল ছিলনা ছাত্রলীগের কথা তো বাদই দিলাম।। এরকম দালালি করে কতো পান? যা পান তা দিয়ে পরিবারের খরচ চলে তো?
আপনাদের দেখলে মানুষ এখন থুতু ফেলে আর দূরে যেয়ে মা-বাপ তুলে গালি দেয়। এটা কি বুঝেন?
২৮ শে মে, ২০১৪ রাত ১২:২৬
হাসান কালবৈশাখী বলেছেন:
বালের রাজনিতিতে কখনো সন্ত্রাস নির্ভরতা দেখা যায়নি। একসময় ঢাকার টপটেরর মন্টু, আওরংগ, লেয়াকত, হান্নান, গামা এরা কখনোই দলে হাইলাইট পায়নি, তাই ধিরে ধিরে এরা দলছেড়ে চলে গেছে। টপ সন্ত্রাসি আওরংগকে বহিষ্কার করা হলে বিম্পি এই সন্ত্রাসিকে সাদরে দলে গ্রহন করে নমিনেশন দেয়।
একটি বড় দলে রাজনৈতিক কোন্দল থাকতেই পারে।
তবে নারায়নগঞ্জে ও ফেনিতে খুনখারাপি কারা করছে এটা বলার সময় এখনো আসেনি।
ভিডিও দেখে বিম্পির কুত্তা একটা ধরা পরেছে, ভিডিও ভালমত এনালাইসিস করা হলে খুনি জামাতি কুত্তা গুলাও ধরা পরবে।
আপনের মত আবাল আর আবুলেরা থুথু ফেলবো আবার চাইট্ট্যাও খাইবো!
২৫| ২৮ শে মে, ২০১৪ রাত ১২:৪২
ভুয়া প্রেমিক বলেছেন: সারা দেশের মানুষ যেখানে থুথু দেয় আর বিদেশীরা তাদের নাগরিকদের বলে বাংলাদেশে গেলে আপনারা গুম হয়ে যেতে পারেন, তাও তোদের মত বালের চামচাদের কোন লজ্জা নাই।
তোর মত চামচার বাচ্চারা ব্লগীং কইরা পেট চালাইবো এটা সবাই জানে। এর চেয়ে আমার বাড়িতে সুইপারের কাম আছে, করবা? চামচামি করার চেয়ে আমার টয়লেট পরিষ্কার কর, টোকাই কোথাকার
২৮ শে মে, ২০১৪ সকাল ৯:২৯
হাসান কালবৈশাখী বলেছেন:
তর্কে হেরে, আর কোন যুক্তি খুজে না পেয়ে এখন তুইতোকারি, গালাগালি সুরু করছছ।
চর-থাপ্পোর খাওয়ার পর একটু দূরে যেয়ে আবুলেরা যা করে .....
©somewhere in net ltd.
১| ১৬ ই মে, ২০১৪ বিকাল ৩:৩৩
নিয়ামুল ইসলাম বলেছেন: এই মাত্র দেখলাম জামাতও অভিনন্দন জানাইছে।