নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

৬ মাত্রার ভুমিকম্পের কেন্দ্রস্থলটি ছিল বংগপসাগরে

২১ শে মে, ২০১৪ রাত ১১:৫৯



৬ মাত্রার ভুমিকম্পের কেন্দ্রস্থল ছিল বংগপসাগরে, ভারতের পুরি বন্দর থেকে ২৯০ কিলোমিটার দক্ষিন-পুর্ব, সুন্দরবন থেকে প্রায় ৩৪০ কিলোমিটার দক্ষিন-পশ্চিম।







সমুদ্রে ভুমিকম্প! কিন্তু সুনামি ওয়ার্নিং দেয়া হলনা কেন, অবাক হলাম।



1. 2014-05-21 16:21:54 UTC (বিডিটি রাত ১০:২১)

2. 2014-05-21 22:21:54 UTC+06:00 at epicenter

3. 2014-05-21 22:21:54 UTC+06:00 system time



Location

18.254°N 88.080°E

depth=40.0km (24.8mi)



Nearby Cities

1. 275km (171mi) SE of Paradip Garh, India

2. 275km (171mi) SE of Konarka, India

3. 290km (180mi) SE of Puri, India

4. 295km (183mi) SE of Nimaparha, India

5. 650km (404mi) SSW of Dhaka, Bangladesh



সুত্র USGS

http://earthquake.usgs.gov

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৪ রাত ১২:৪৪

নতুন বলেছেন: Click This Link

EVALUATION
Based on historical earthquake and tsunami data, tsunami threat does not exist for India.

২২ শে মে, ২০১৪ সকাল ৮:২৫

হাসান কালবৈশাখী বলেছেন:
শক্তিশালি সামুদ্রিক ভুমিকম্পটির প্রভাবে সমগ্র বাংলাদেশ ও দক্ষিন ভারত কেপে উঠেছিল। সুনামি সম্ভাবনা কম থাকলেও উপকুলবাসিদের সতর্ক করা উচিত ছিল। কারন সমুদ্র তোলপার করা পানির ধাক্কা মাত্র ১ ঘন্টায় হিরন পয়েন্ট, দুবলারচর, কুয়াকাটাতে আঘাত হানতে পারতো।

জাপান বা ফিলিপিনস উপকুলে যে কোন সামুদ্রিক ভুমিকম্পের সাথে সাথে সুনামি এলার্ট জারি করা হয়, সম্ভাবনা থাকুক বা না থাকুক। পরে অবস্থা যাচাই করে তা প্রত্যাহার বা বহাল রাখা হয়।

২| ২২ শে মে, ২০১৪ রাত ১২:৪৯

আহসানের ব্লগ বলেছেন: সুনামি ওয়ার্নিং দেয়া হয়নি কারণ হয়তো অতটাও শক্তিশালি ছিলনা ।

২২ শে মে, ২০১৪ রাত ১:২৮

হাসান কালবৈশাখী বলেছেন:
৬ মাত্রার ভুমিকম্প। সমুদ্রতলে।
বিপুল ঘণবসতিপুর্ন সমতল উপকুল।

সামান্য সুনামিতেই ব্যাপক ক্ষতির সম্ভাবনা ছিল, সুনামি সম্ভাবনা কম থাকলেও উপকুলবাসিদের সতর্ক করা উচিত ছিল।

৩| ২২ শে মে, ২০১৪ রাত ১:৫৮

নতুন বলেছেন: EARTHQUAKE INFORMATION (Revised)
Magnitude (Preferred) : 5.8 M (Moderate)
Network Magnitude(s): 5.8 M
Depth: 5 km
Date : 21 May 2014
Origin Time: 2151 IST
Latitude: 18.24 N
Longitude: 87.95 E
Location: Bay of Bengal
Land/ Ocean: Ocean part
Water Level Depth (if Ocean): 2243 m
EVALUATION
Based on historical earthquake and tsunami data, tsunami threat does not exist for India.
ADVICE
This Bulletin is being issued as an advice. Only national/state/local authorities and disaster management offices have the authority to make decisions regarding the official threat status in their coastal area and any action to be taken in response

সুনামি ওয়ার্নিং দেয়া হয়নি কারণ অতটাও শক্তিশালি ছিলনা ।

২২ শে মে, ২০১৪ রাত ২:২২

হাসান কালবৈশাখী বলেছেন:
সাধারনত সমুদ্র তলদেশে ভুমিকম্প হলে সঙ্গে সঙ্গে সুনামি এলার্ট জানিয়ে দেয়া হয়, কারন উপকুল সুনামি মাত্র কয়েক ঘন্টা সময় পাওয়া যায়, কিন্তু পরে সকল উপাত্ত যাচাই করে সুনামি ওয়ার্নিং প্রত্যাহার বা বহাল রাখা হয়। এটাই নিয়ম।

৪| ২২ শে মে, ২০১৪ সকাল ১০:৫৩

লিপইষ্টিক বলেছেন: ভাই, আমি খুব ভয় পেয়েছিলাম। বাসা থেকে বের হয়ে নদীর পারে বসেছিলাম। আর ভুমিকম্প চাই না। আল্লাহ আপনি আমাদের মাফ করুন।

২২ শে মে, ২০১৪ রাত ১০:৪৪

হাসান কালবৈশাখী বলেছেন:
এত ভয়ের কিছু নেই।
ঢাকা উচ্চমাত্রা ভুমিকম্প জোনের বাইরে, ইতিমধেই কয়েক দফা ৭ মাত্রার ভুমিকম্প সামাল দিয়েছে ঢাকা, সুধু ব্রীটিষ আমলে আসামের ভয়াবহ ভুমিকম্পে ঢাকাও আক্রান্ত হয়েছিল।
তবে এদেশে চট্টগ্রাম ও সিলেটকে ঝুকিপুর্ন তালিকায় রাখা হয়েছে।

এখানে আল্লাহ মাফ করার কিছু নেই। আল্লাহ প্রকৃতিকে তৈরি করেছে, প্রকৃতি তার নিয়ম মত পদার্থবিদ্যার নিয়মে আচরন করছে, মানুষ প্রাচীন কাল থেকে প্রকৃতিকে নিয়ন্ত্রন করে টিকে থাকার চেষ্টা করছে। বিশ্বভ্রমান্ডোকে তৈরি করে দেয়ার পর আল্লহ প্রকৃতির নিয়মের উপর কোন দৃশ্যমান হস্তক্ষেপ করে নি।

৫| ২২ শে মে, ২০১৪ দুপুর ১২:২৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
রিভলভিং চেয়ার তো এমনিতেই নড়ে। তাই প্রথম ধাক্কায় মাইন্ড করি নি ;)

দ্বিতীয় ধাক্কাটি পাবার পর বাসার অন্যদের প্রতিক্রিয়ার অপেক্ষা করলাম।

ঘটনা ঠিক, ভূমিকম্পই। কতক্ষণ স্থির হয়ে থাকলাম।
আলসেমি করে আর ভয় পাই নাই ;)
কারণ তাহলে ৫তলা বেয়ে নিচে নামতে হতো।


কবে যে ওরা ঢাকাতেই ওদের কেন্দ্রস্থল বসায়, ভাবছি :(

২৩ শে মে, ২০১৪ রাত ১:২২

হাসান কালবৈশাখী বলেছেন:
এত ভয়ের কিছু নেই।
ঢাকা উচ্চমাত্রা ভুমিকম্প জোনের বাইরে।

৫তলা বেয়ে নিচে নামার চেষ্টা করে বোকামি হত। রানাপ্লাজায় দেখেন নি, বেশীরভার মরেছে সিড়িতেই।

৬| ২৩ শে মে, ২০১৪ রাত ১১:৪৫

ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
সুন্দর প্রয়োজনিয় তথ্য সমৃধ পোষ্ট। ভাল লিখেছেন।

২৫ শে মে, ২০১৪ রাত ১:৩৩

হাসান কালবৈশাখী বলেছেন: ধন্যবাদ ক্যাপটেন।

৭| ২৫ শে মে, ২০১৪ রাত ২:১৯

নতুন বলেছেন: সুনামি সম্ভাবনা কম থাকলেও উপকুলবাসিদের সতর্ক করা উচিত ছিল। কারন সমুদ্র তোলপার করা পানির ধাক্কা মাত্র ১ ঘন্টায় হিরন পয়েন্ট, দুবলারচর, কুয়াকাটাতে আঘাত হানতে পারতো।

সুনামী সেন্টারের লোকজন সব পারতো চিন্তা করেই নিচের ইভুলেসন করেছেন...

EVALUATION
Based on historical earthquake and tsunami data, tsunami threat does not exist for India.

Indian National Centre for Ocean Information Services
http://www.incois.gov.in/

২৬ শে মে, ২০১৪ রাত ১২:৪৫

হাসান কালবৈশাখী বলেছেন:
হ্যা।

ভুমিকম্পটি উৎপত্তিস্থল ছিল সমুদ্রতলেরও ৪০ কিলোমিটার গভীরে, এতে হয়তো সমুদ্রপৃষ্ট তেমন তোলপাড় হয়নি, কিন্তু ৬৫০ কিলোমিটার দূরের ঢাকার কংক্রিটের দালানগুলো থরথর করে কেপে উঠেছিল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.