নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

যে কারনে আমি ইংল্যান্ড দলের সমর্থক

১৪ ই জুন, ২০১৪ রাত ৮:৩৭

জয়তু ইংল্যান্ড!



এবারের বিশ্বকাপের ৩২ টি দেশের স্কোয়ার্ডে আছে বিচ্ছিন্ন ভাবে মোট ১১০ জন ইংলিশ লীগের খেলোয়াড়।

তাই এবারের বিশ্বকাপে সব খেলায় ইংলিশদের কিছুটা ছোয়া থাকবেই।

১৯৮০-৯০ দশকের দিকে টিভিতে ইংলিশ লীগের গতিময় ফুটবল দেখে ইংল্যান্ড ভক্ত হয়ে পরি। এক সময় পুরো ক্লাসে আমিই ছিলাম একমাত্র ইংল্যান্ড টিমের সমর্থক। তখন BBC রেডিওতেও প্রতি শনিবার ইংলিশ লীগ ফুটবল কমেন্ট্রি হত। ফুটবল ইউকে তে যে কতটা জনপ্রীয় না দেখলে বোঝা যায় না, শনিবার স্টেডিয়ামের সিট কখনো খালি দেখা যায় নি। দুরের একটি ছোট শহরে থার্ড ডিভিশনের খেলাতেও স্টেডিয়াম ভরপুর দর্শক .... আলোচনা ... বাজি ধরা .. কত কি!

ফুটবলের সুতিকাগার লন্ডন, আধুনিক ফুটবলের জন্ম, খেলার আইন ও লীগ খেলার প্রচলন এখানেই সুরু হয়েছিল।



ইংলিশ লীগ বিশ্বের সবচেয়ে জনপ্রীয় লীগ, বিশ্বের বড় বড় ইনভেষ্টররা ইংলিশ লীগের টিমে বিনিয়োগ করে থাকে, পৃথিবীর নামি দামী ফুটবলারদের স্বপ্ন থাকে একসময় ইংলিশ প্রিমিয়ার লীগে খেলার সুযোগ পাবে।

এবারের বিশ্বকাপ স্কোয়ার্ডে ব্রাজিলের ৬ জন ও আর্জেন্টিনার ৩ জন ইংলিশ লীগের



খেলোয়াড়। ফ্রেঞ্চ ৩০ জনের স্কোয়ার্ডের ১০ জনই ইংলিশ লীগের।

এবারের বিশ্বকাপের ৩২ টি দেশের স্কোয়ার্ডে আছে বিচ্ছিন্ন ভাবে মোট ১১০ জন ইংলিশ লীগের খেলোয়াড়। অনেকে সেকেন্ড বা থার্ড ডিভিশনেও খেলে নিজেকে ধন্য মনে করে। বিশ্বকাপে খেলার সময় ইংল্যান্ডের মাটির কথা তাদের মনে থাকবেই।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৪ রাত ৮:৪৪

রিফাত হোসেন বলেছেন: ajker jonno ami england

১৪ ই জুন, ২০১৪ রাত ৮:৫২

হাসান কালবৈশাখী বলেছেন:
ধন্যবাদ রিফাত ভাই, অনেক দিন পর আসলেন।
সুধু আজকের জন্য না, অলটাইম হলে খুশি হই।

২| ১৪ ই জুন, ২০১৪ রাত ৮:৪৫

রিফাত হোসেন বলেছেন: ajker jonno ami england

৩| ১৫ ই জুন, ২০১৪ রাত ২:৩৪

হ্যারিয়ার-৩ বলেছেন:

২০০২ এ ইংল্যান্ড অনেক ভাল খেলত ....

৪| ২৩ শে জুন, ২০১৪ রাত ১২:১৬

ইসপাত কঠিন বলেছেন: ওকে, পরের বার। (ফুটবলীয় খোঁচা)।

নেভার মাইন্ড

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.